রবীন্দ্রসঙ্গীত
ছি ছি চোখের জলে ভেজাস নে আর মাটি
এবার কঠিন হয়ে থাক-না ওরে, বক্ষ-দুয়ার আঁটি
জোরে বক্ষ-দুয়ার আঁটি
পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলে
মিথ্যে অকাজে
ওরে নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি
পথের কতই বাধা কাটি
দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা
তারা চার দিকে
তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস, যায় না কি বুক ফাটি
লাজে যায় না কি বুক ফাটি
দিনের বেলা জগত্-মাঝে সবাই যখন চলছে কাজে
আপন গরবে
তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি
কেবল করিস ঘাঁটাঘাঁটি
chi_chi_choker_jol... |
মন্তব্য
নতুন মন্তব্য করুন