পাত্র-পাত্রী এখন কোথায়?

রেশনুভা এর ছবি
লিখেছেন রেশনুভা (তারিখ: বিষ্যুদ, ০১/১০/২০০৯ - ৫:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


এ ক’দিন পাত্র-পাত্রী সবারই লেখা দেখলাম, পড়লাম আর ব্যাপক মজা পাইলাম। আর দূরে দূরে থাইকেন না আপনারা। আসেন, এক করে দেই আপনাদের। তারপর, মধুচন্দ্রিমা। কোথায়? ওরা তো প্যারিস গেল। চলেন আমরাও যাই।

চুলে জেল মাইরা, গলায় ডিএসএলআর ঝুলায় পাত্র রেডি। পাত্রীর ও ব্যাপক পার্ট। ফতুয়া পইড়া, গলায় ওড়না ঝুলাইয়া, কপালে সানগ্লাস ঠেইলা, শ্যাম্পু করা চুল উড়াইয়া সে আরো সরেস। রু’দ কমার্স এর রাস্তা ধরে হাঁটা শুরু করে ওরা। লা’মতে পিকেত অ্যাভিনিউ এর কাছে আসতেই পাত্রী চিল্লায় বলে “ঐ দেখ, নেপোলিয়নের স্কুল-ইকোলি মিলিতায়ার”। আমগো পাত্রী ইতিহাসের ছাত্রী। পাত্র’র কুকর্মের ইতিহাস ও তাঁর মুখস্থ।
ছবি ১ – ইকোলি মিলিতায়ার
ইকোলি মিলিটায়ার

শতে’দ মার্স নামক পার্কটার পাশ দিয়ে আর কিছুদুর যেতেই উঁকি দিল “আইফেল টাওয়ার”। “ইয়েস” বলে এইবার চিল্লানি দিল পাত্র সাহেব। এইরকম চিল্লানি সে আগেও দিছে; প্রোগ্রামিং প্রতিযোগতার সময়। জ্বী, ধরছেন ঠিকই; পাত্র কম্পিউটার বিজ্ঞানী বলে নিজেকে পরিচয় দেয়।
ছবি ২ – আইফেল টাওয়ারের উঁকি
আইফেলের উঁকি

আর তর সয় না। মেট্রো নেয় ওরা। নামে ত্রোকাদেরো স্টেশনে। নেমে কয়েক পা এগিয়ে বামে তাকালেই বস আবার সমহিমায় নিজের উপস্থিতি জানান দেয়।
ছবি ৩ - আইফেল টাওয়ার
দিনের আইফেল

ওরা নিজেরাও অনেক ছবি তোলে, একে ওকে ডেকে। সর্বসত্ত্ব ওদের। দিতে পারলাম না সেইসব সিরাম ছবি; সরি।

পাত্র-পাত্রী বেজায় রোমান্টিক। সীন নদীর ধার ঘেঁষে এইবার হাঁটা দেয় ওরা।
ছবি ৪ – সীন নদী আর ঐ দেখা যায় আইফেল টাওয়ার
সীনের পাড় থেকে

হাঁটতে হাঁটতেই পৌঁছে যায় ডায়না-ডোডির সেই দারুণ প্রেমের নিদারূণ পরিণতি যেখানে হয়েছিল সেখানে; প্লাস’দ আলমায়।
ছবি ৫ - প্লাস’দ আলমা
ডায়না-ডোডির শেষ সময়ের সাক্ষী

মনটা ভার হয় দু’জনেরই। হাত ধরাধরি করে নীরবে এগিয়ে যায়। এসে পড়ে “স্ট্যাচু অব লিবার্টি” এর সামনে। না না, ঠিকই পড়ছেন। কারণটা পাত্রীর মুখ থেকেই শুনুন। “জানো না তো কিছু। খালি কম্পিউটার গুতাও। ম্যানহাটানের টা ফ্রান্সই দিছিল আমেরিকারে ১৮৮৬ সালে। এর থেকে একটু বড় আছে ঐটা।”
ছবি ৬ – স্ট্যাচু অব লিবার্টি, প্যারিস
স্ট্যাচু আব লিবার্টি

ক্লান্ত ওরা দুপুরের খাবারটা সেরে নেয়। পাত্রী শুধু সালাদ খায়। পানি খেলেও ইদানীং ওর মনে হয় গায়ে লেগে যাচ্ছে তাই …
ছবি ৭ – পাত্রীর সালাদ
পাত্রীর সালাদ

মের্সি বলে বেরিয়ে আসে ওরা খাবারের দোকান থেকে। সবোন (Sorbonne) বিশ্ববিদ্যালয়ের সামনের পথ ধরে পন্টিও (Pantheon) দেখে সেইন্ট মাইকেল এর মনুমেন্টের সামনে গিয়ে পড়ে।
ছবি ৮ - পন্টিও
পন্টিও

ছবি ৯ - সেইন্ট মাইকেল এর মনুমেন্ট
সেইন্ট মাইকেল এর মনুমেন্ট

রাস্তার ওপারেই দেখা যায় নটরডেম ক্যাথেড্রাল। বিশাল লাইন দেখে আর ওপরে ওঠে না ওরা।
ছবি ১০ - নটরডেম
নটরডেম

পাত্রী বলে যায় নটরডেম মানে আওয়ার লেডী। পাত্র অন্য দিকে তাঁকিয়ে মাথা নাড়ায়। কোন দিক তা তো বুঝছেন? এই যে, এইদিকে...
ছবি ১১ - বালিকা
পাত্রের সেই বালিকা

সামনে খানিক এগোলেই প্যারিস টাউন হল। সেই জায়গা পেরিয়ে গিয়ে সেন্টার পম্পিদু মানে কেন্দ্রীয় লাইব্রেরী। লাইব্রেরীর সামনে বিশাল চত্বরেই একটু জিরিয়ে নেয় ওরা। ২+২=৪ ইউরো দিয়ে কেনা কোন আইসক্রিম খায়। পাত্রী তো খেতেই চায় না; মোটা হয়ে যাবে বলে। শেষতক খায়।
ছবি ১২ - প্যারিস টাউন হল
প্যারিস টাউন হল
ছবি ১৩ - সেন্ট্রাল লাইব্রেরী
সেন্ট্রাল লাইব্রেরী

মেট্রো ধরে ওরা এবার যায় স্যাক্রা ক্যার (sacre coeur) কাছে। মেট্রোতে ওঠার আগে অবশ্য দেখে নেয় বাস্তিলের পতনের স্মৃতিস্তম্ভকে।
ছবি ১৪ - বাস্তিল পতনের স্মৃতিচিহ্ন
বাস্তিল পতনের স্মৃতিচিহ্ন

স্যাক্রা ক্যার ও একটা চার্চ। বেশ উঁচুতে। কেবল কারে উঠতে উঠতে পাত্রী আবার বলে যায় “স্যাক্রা ক্যার মানে পবিত্র হৃদয়; বুঝলা, তোমার মতন না।” পাত্র বোকা হাসি দেয়।
ছবি ১৫ - স্যাক্রা ক্যার
স্যাক্রা ক্যার

ঘোরা শেষ হলে পাত্র’র জোড়াজুড়িতেই মৌলিন হুজ (Moulin rouge) যায়। বেশি কাছেও যেতে দেয় না পাত্রী, পাত্র কে। কেন? এটা যে প্যারিস এর রেড লাইট এলাকা। এই তথ্যটা কিন্তু আমাদের পাত্র সাহেব আগেই জানতেন।
ছবি ১৬ - মৌলিন হুজ
মৌলিন হুজ

দিনের আলো ফুরিয়ে আসতে চায়। ঘোরা তবু শেষ হয় না। পরবর্তী গন্তব্য শঁজেলিঁজের কাছে ভিক্টরি গেট।
ছবি ১৭ - শঁজেলিঁজে-দুরে ভিক্টরি গেট
শঁজেলিঁজে-দুরে ভিক্টরি গেট
ছবি ১৮ - ভিক্টরি গেট, প্যারিস
ভিক্টরি গেট, প্যারিস

ক্লান্ত ওরা নাস্তা সেরে নেয় কাছেপিঠের এক ম্যাকডোনাল্ডসে। বিখ্যাত ফরাসী ‘কুসন’ আর কফি।
ছবি ১৯ -
ম্যাকডোনাল্ডস

খাওয়া শেষেই আবার দৌড়। মেট্রো নিয়ে প্লাস’দ লা কনকর্ড। নেমেই চোখে পড়ে ১৮২৯ সালে মিশরীয়দের দেয়া ‘অবলিসক্যু’ (obelisque)। দূরে আইফেল টাওয়ারও দেখা যায়। বড়ই সৌন্দর্য।
ছবি ২০ - অবলিসক্যু
অবলিসক্যু

পাত্রী তাড়া দিয়ে ওঠে এইবার ছবি তোলায় মগ্ন পাত্রকে। রাতের আইফেল দেখতে যাবে বলে। যাওয়ার পথে ট্রেনেই চোখে পড়ে আইফেল টাওয়ার। তড়িঘড়ি করে কম্পমান হাতে ছবি তুলে নেয় পাত্র।
ছবি ২১ - চলন্ত ট্রেন থেকে আইফেল টাওয়ার
চলন্ত ট্রেন থেকে আইফেল টাওয়ার

পাশাপাশি বসে ওরা দু’জনে। সামনে রাতের আইফেল টাওয়ার।
ছবি ২২ - রাতের আইফেল
রাতের আইফেল
ছবি ২৩ - আইফেলের ছায়া
ছায়া

অনেকক্ষণ বসে থেকে উঠে পড়ে দু’জন। টাওয়ারের উপরে উঠবে বলে। দো’তলায় লিফট পরিবর্তন করে তিনতলায় উঠে ওরা। চারদিক খোলা; মিষ্টি মিষ্টি, হিম হিম বাতাস। রাতের প্যারিসের অনেকখানি চোখে পড়ে।
ছবি ২৪ - রাতের প্যারিস
রাতের প্যারিস

ঠান্ডা বাতাসে ওরা শরীরের উষ্ণতা ভাগাভাগি করে নেয়। ছায়া দু’টো মাটিতে পড়ার অনেক আগেই মিলেমিশে যায়।

..............................................................................

১। ফরাসী শব্দের উচ্চারণগত সমস্যা আছে। ক্ষমাপ্রার্থী।
২। অবশ্যই কিছু তথ্য উইকিপিডিয়া থেকে দেখে নেওয়া। আমি ইতিহাসের ছাত্র নই ... হাসি


মন্তব্য

শান্ত [অতিথি] এর ছবি

অসাধারণ একটা পোষ্ট। লেখা, ছবি দুটোই ভালো হয়েছে।
পুরো শহর ঘুরে এলাম মনে হচ্ছে।

রেশনুভা এর ছবি

মের্সি (ফরাসীতে ধন্যবাদ) হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

দারূণ লাগলো, ছবি আর বর্ণনা চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

রেশনুভা এর ছবি

ধন্যবাদ। আছো কেমন?

স্নিগ্ধা এর ছবি

চমৎকার এবং চমৎকার - ছবি এবং বর্ণনা!

রেশনুভা এর ছবি

ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ।

_প্রজাপতি এর ছবি

আপনার ছবিগূলো আমার ব্যাপক পছন্দ হলো।

-------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

রেশনুভা এর ছবি
রেনেসাঁ [অতিথি] এর ছবি

চমৎকার লেগেছে....................

রেশনুভা এর ছবি

আমারও ভালো লাগতেছে এখন। ধন্যবাদ অনেক।

মূলত পাঠক এর ছবি

চমৎকার!

রেশনুভা এর ছবি
নির্জন স্বাক্ষর এর ছবি

দারুন লাগলো ! চলুক

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

রেশনুভা এর ছবি

থ্যাংকু। আপনার ছবির বিয়াফক ফ্যান আমি। দেঁতো হাসি

মৃত্তিকা এর ছবি

চমৎকার ছবি রেশনুভা।
ইউরোপের জায়গাগুলোর ছবি যতোবারই দেখি না কেনো, খুব ভালো লাগে। খুব যেতে ইচ্ছা করে বেড়াতে আবার। এদের সকল স্থাপনাই খুব শৈল্পিক হয়, বিল্ডিং থেকে শুরু করে রাস্তার ম্যানহোলের ঢাকনা অথবা ল্যাম্পপোস্ট সবই!

রেশনুভা এর ছবি

অনেক ধন্যবাদ। ইউরোপ সম্পর্কে আপনার মতের সাথে পুরোপুরি সহমত।

দময়ন্তী এর ছবি

লেখা আর ছবির দুর্দান্ত যুগলবন্দী৷ সাব্বাশ ! চলুক
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

রেশনুভা এর ছবি

দেঁতো হাসি
অনেক অনেক ধন্যবাদ।

nur এর ছবি

chomotkar dada........

রেশনুভা এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

মধুচন্দ্রিমায় গিয়ে পর-বালিকা দর্শন!
ছবি আর লেখা মারাত্মক সুন্দর হইছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রেশনুভা এর ছবি

একটু-আধটু ছেড়ে দেন না, বলাই দা ... চোখ টিপি
অনেক ধন্যবাদ।

জি.এম.তানিম এর ছবি

অসম্ভব সুন্দর সব ছবি। বর্ণনা দারুণ লাগলো...

পাত্রপাত্রীর জন্যে পোয়েটিক হিংসা...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রেশনুভা এর ছবি

পাত্রী একটা ঠিক কইরালান। আর হিংসা করন লাগবো না ... চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- এইটা একটা জল্পিল পোস্ট হৈছে। তবে সীন নদীর সিনসিনারি তো সুবিধার মনে হৈলো না। তার থেকে নতরদেমেরটা ভালো হৈছে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রেশনুভা এর ছবি

এইবার বস সফল হইছি ... বালিকাদের ছবি তুলছি ... দেঁতো হাসি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

খুব ভালো লাগলো পোস্ট।

৬টা ছবিই আইফেল টাওয়ারের। মানে চার ভাগের এক ভাগ।
সেন্ট মাইকেলের গির্জা দেখতে একেবারে লন্ডনের সেন্ট পল্স্ গির্জার মত।

-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রেশনুভা এর ছবি

লন্ডনে ঘোরার ব্যাপক ইচ্ছা।
ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

সুহান রিজওয়ান এর ছবি

প্রিয়তে নিলাম- ছবি তো ভালো লাগসেই; তার ও চেয়ে ভালো লাগসে লেখার ধরণ...

পাঁচাইলাম...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

রেশনুভা এর ছবি

এ তারা ... ও তারা ... পাঁচটা তারা ... দেঁতো হাসি
ধন্যবাদ ভাই আর প্রিয় পোস্টে স্থান হইছে দেইখা ক্যালাইতেছি ... দেঁতো হাসি

অমিত এর ছবি

পোস্ট ব্যাপক
মৌলিন না মনে হয়, ম্যুঁলা টাইপ কিছু হবে

রেশনুভা এর ছবি

ঠিক বলছেন। গুস্তাকি মাফ ... হাসি

তানবীরা এর ছবি

পাত্র - পাত্রী ভালো করে প্যারিসের ম্যাপটা স্টাডি করে নাই। এদিক থেকে ওদিক গেছে, মেট্রোর সিরিয়ালে বেড়াই নাই, অন্তত বর্ননা তাই বলে। লুভের মিউজিয়াম দেখে নাই তারা, প্যারিসে যেয়ে? কস কি মমিন ?

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেশনুভা এর ছবি

মমিন নীরব। লুভ গেছিল; সচলায়তনের পাতায় আটানো যায় নাই ... হাসি
আগে যদি জানতেম, মানচিত্র আপুর কাছ থেকে নিয়ে আসতেম।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

দারুণ সব ছবি।

রেশনুভা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ ... হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

মারাত্মক! লেখা, ছবি সবই। দুর্দান্ত লাগল, রেশনুভাই হাসি

মৌলিন হুজ (Moulin rouge)-কে তো আমি 'ম্যুলা রুঝ' উচ্চারণ করতাম এতোদিন.. ঠিক না বেঠিক, জানি না... খাইছে

রেশনুভা এর ছবি

মাতৃভাষাই ঠিকমত উচ্চারণ করতে পারি না; আবার ফরাসী ... দেঁতো হাসি
ধন্যবাদ পড়ার জন্য।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ ছবি
______________________________________

পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেশনুভা এর ছবি

নজরুল ভাই, অনেক ধন্যবাদ ... দেঁতো হাসি

শাহান এর ছবি

দুর্দান্ত হইছে ছবি আর পোস্ট!

দৌড়ের উপর ছিলাম, আগে দেখি নাই।

রেশনুভা এর ছবি

হ মিয়া, তোমারে মিস করতেছিলাম। তবে বুঝছি, দৌড়াইতাস। থ্যাংকু।

বর্ষা এর ছবি

খুব ভাল লাগ্লো। এমন আরও চাই।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

রেশনুভা এর ছবি

কি? স্রষ্টা না সৃষ্টি? খাইছে ... হাহাহা...ফাইজলামি করলাম...মাইন্ড খাইয়েন না।

দুর্দান্ত এর ছবি

জোশিলা পোস্ট। আর ফটুগুলাও অতীব জটীল।
বাংলা বানান তো আমার আওতার বাইরে, তবে টুইশনির পয়সায় কয়েকদিন ঢাকার অলিয়ন্স ফঁসেজ এ ঘুরাঘুরি করসিলাম। তাই ফরাসি শব্দ গুলি নিয়া একটু বাম হাত দিলাম।

ইকোলি মিলিতায়ার = একোল মিলিতের
সীন নদী = সেঁ নদী
প্লাস’দ আলমা = প্লাস দালমা
নটরডেম = নত্রো দাম
স্যাক্রা ক্যার (এই এট্টূ ভেজাইল্লা) = সাখরে কূর
মৌলিন হুজ = মুলাঁ রুয।
শঁজেলিঁজে = শঁজেলিঁজে চলুক
অবলিসক্যু = ওবেলিস্ক (এস্টেরিক্স এর মোটা দোস্তের নাম এই জিনিসের অবলম্বনে)

রেশনুভা এর ছবি

অনেক ধন্যবাদ বস ... হাসি
ঠিক বানানগুলো জানানোর জন্য আরো বেশি ধন্যবাদ।

[অপ্রাসঙ্গিকঃ অক্টোবর ১০ এ দেখা পাচ্ছি তো আপনাদের?]

দুর্দান্ত এর ছবি

বানান কই দেখলেন? আমি তো উচ্চারন দিলাম। বানান দেওয়ার গিয়ার আমার নাই।
--
১০ তারিখ দেখা হবে। সকাল সকাল রওনা হবেন। ১২৩০ এর মধ্যে আসা চাই।

 bnm এর ছবি

কচ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।