একেবারেই স্পয়লার মুক্ত
অ্যারাম। ১৯৮৩ সালে জন্ম। ফরাসী এক তরুণীর সাথে বিয়ে। কিছুদিনের মধ্যেই সেই তরুণীর অ্যারামকে বিয়ে করার আসল কারণ প্রকাশ পায়; গ্রীন কার্ড।
ওদের ঘিরেই কাহিনী। হাস্যরস আর রোমান্টিকতায় ভরপুর। নতুন মাত্রা যোগ করে স্যান্ডির পিচ্চি দু’টোর কথাবার্তা। যখনই মনে হচ্ছিল কাহিনী পূর্ণতা পেয়ে গেছে তখনি বিপত্তি। কেন? উত্তরটা আপনারাই খুঁজে নিন।
ক্যাথরিন জেটা-জোন্স কে নিয়ে নতুন কিছু বলার নেই। বলার আছে অ্যারাম চরিত্রে জাস্টিন বার্থার অনবদ্য অভিনয় নিয়ে। হ্যাংওভার এর চমৎকার অভিনয় এখানেও ধরে রেখেছেন। সহশিল্পীদের পর্দার উপস্থিতিও স্বতঃস্ফূর্ত। পরিচালনা ও চিত্রনাট্য বার্ট ফ্রেউন্ডলিখ।
মন্দ লাগেনি আমার। বলা উচিৎ বেশ ভালো লেগেছে। আর একটা কথা, একবারে শেষে যেয়ে ছবির ……
মন্তব্য
এইভাবে আমাদের ঝুলিয়ে দেয়ার জন্যে তীব্র পেতিবাদ ও শ'দেড়েক মাইনাচ--
ভিন্ন প্রসঙ্গেঃ লেখা জোস হইসে বস।
অনিকেত'দা, কই থাকেন আপনি? তবলা বাজানোর পর আর দেখাও নাই, লেখাও নাই।
আপনার লেখা পড়ার অপেক্ষায় ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
একটা কথা আমি খাস দিলে বুঝি, যে সিনেমাতে জেটা জোন্স আছে, সেইটা দেখতে হবে... হবেই হবে...
সেই সিনেমায় ডিরেক্টর, সহশিল্পী, গল্প... এসব কিছু না থাকলেও দেখতে হবে... হ...
তবে স্পয়লার এলার্ট এড়াইতে গিয়া তো আপনি পুরা পোস্টই এড়ায়া গেছেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইটা ঠিকই কইছেন। লিখতে গেলেই মনে হইতেছিল গল্প কয়া ফালাইতাছি...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
দিলেন রাইতের ঘুমটা মাটি কইরা, সিনেমা দেখুম না- কিন্তু জেটা জোন্সেরে না দেইখ্যা উপায় নাই...
রিভিউ একটু ছুটো হইসে- পরের লেখাটা একটু বড় দিয়া পুষায়া দিয়েন...।
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
রিভিউ জিন্দেগীতে লেখি নাই। লেখার আগে কয়েকটা দেইখাও নিছিলাম। আপনের A few Good Man ও ছিল। কিন্তু আমার এই ছবিতে তো এত কাহিনী নাই...কিছু কইলেই বিপদ।
পরেরবার দেখি আরু ভালু করা যায় কি না ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
এই রকম সংক্ষেপে লিখবেন স্পয়লারের ভয়ে? খেলুম না! আরেকটু বড়ো চাই।
ভুল হইয়া গেছে ... । খেলতে থাকেন বস, পরের বার হবে ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
জেটা জোন্সের নতুন ছবি! টরেন্ট! টরেন্ট!!
আপনি বোধ হয় ফ্রান্স নিবাসী। ফরাসি দেশের চলচ্চিত্র বড়ই সৌন্দর্য্য । হলিউড বড়জোড় একটা বানিজ্যিক ডাস্টবিন।
এইটা কি ট্রেইলারের রিভিউ দিলেন নাকি! আরো বড় চাই!
ভালা আছেন তো!
...ট্রেইলারের রিভিউ...সহমত।
আছি, তুমি সেট? চইলা আসো...ঘুরে যাও। আমিও আসুম।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
খুবই চমৎকার রিভিউ......
আমার ডাউনলোড করা মুভিটা ফ্রেঞ্চ ভাষায়, ইংরেজি সাব টাইটেল কই পাওয়া যাবে??
নতুন মন্তব্য করুন