পথে পথে...দিনান্তে-২:প্যারিসের টুকিটাকি

রেশনুভা এর ছবি
লিখেছেন রেশনুভা (তারিখ: মঙ্গল, ০৬/১০/২০০৯ - ৯:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


নাহ। সিরিজের নামকরণের সার্থকতা শূন্যের কোঠায় পৌঁছে গেল। ভেবেছিলাম এই সিরিজ নিজগৃহে বসে লিখব না। কি করব বলেন? ওদের পিছু নিয়ে আর লেখা হয়ে ওঠেনি। তবে কিছু দরকারী তথ্য এবেলায় দিয়ে রাখি যাঁরা প্রথমবারের মতন প্যারিস যাবেন তাঁদের জন্য।

১। যাতায়াতঃ
যদি আপনাকে প্যারিস যেয়ে 'পাবলিক ট্রান্সপোর্ট' ব্যবহার করতে হয়, তবে কিনে ফেলতে পারেন বাস, ট্রাম, মেট্রো, সারফেস ট্রেনের (RER) পাঁচমিশালী টিকিট। প্যারিসকে ৬টি বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। দর্শনীয় স্থানগুলো অধিকাংশই ১ থেকে ৩ এর মধ্যে। জোন ১ থেকে ৩ এর ৫ দিনের পাঁচমিশালী টিকিট পাওয়া যাবে ২৮ টাকায় (পড়ুন ইউরো)। দিন হিসেবে কিনতে চাইলে পড়বে ৮ টাকার মতন। আর পুরো জোন ১ থেকে ৬ এর ৫ দিনের টিকিটের দাম ৪৬ টাকার কাছাকাছি।
হাতের কাছে অনেক মানচিত্র পাবেন। নিয়ে নেবেন ইচ্ছামতন। বলা তো যায় না কখন কি কাজে লাগে ... চোখ টিপি

২। খাওয়া-দাওয়াঃ
অসংখ্য খাবারের দোকান। কিছু কিছু খোলা পাবেন রাত ১ টা পর্যন্তও; বিশেষ করে তুরস্ক, তিউনিসিয়া, মরক্কোর দোকানগুলো। একেবারে কম খরচে খেতে চাইলে সাড়ে ৫ টাকায় পেট ভরবে বলে আশারাখি; থাকবে কেবাব, দুরুম, পানিনি (যে কোন একটা) এবং কোমল পানীয়। আর পেট যদি না ভরে? ব্যতিক্রম তো কিছু থাকবেই ... হাসি

৩। ডিজনীল্যান্ডঃ
যেতে চাইলে উঠে পড়ুন সকাল সকাল। পুরো ১টা দিন লাগবেই। ডিজনীল্যান্ড পার্ক আর ওয়াল্ট ডিজনী স্টুডিও; প্রবেশমূল্য ৬২ টাকা। আপনি যদি জোন ১ থেকে ৩ এর টিকিট কিনে থাকেন, বাড়তি আরো ৮ টাকা যাওয়া-আসার জন্য। ও আর একটা কথা। ইয়ে মানে ... বেশ চমৎকার নাচ-গান হয় কিন্তু ওখানে। "একটু খিয়াল কইরা" ... খাইছে
ছবি ১ : ডিজনীল্যান্ড পার্ক
ডিজ়নীল্যান্ড পার্ক

৪। লুভ মিউজিয়ামঃ
চাইলে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন ওখানেই। আর যদি হন আমার মতন অগারাম তাহলেও নিদেনপক্ষে আধবেলা। পুরো এলাকা হাঁটতেও এর থেকে বেশী সময় লাগে। আর আমার মতন দুষ্টু হলে হাজার হাজার দুষ্টু ছবির সামনে দাঁড়িয়ে অথবা বসে দিবাস্বপ্ন দেখে নিতে পারবেন। ১৪ টাকায় থাকতে পারবেন ওখানে পুরো একদিন। আপনি যদি শিল্পরসিক হন, কিনে নিতে পারেন প্যারিসের অন্যান্য জাদুঘর দেখার প্যাকেজ টিকিট। অবশ্যই বেশ কম দামে। দাম শুনিতে চাহিয়া লজ্জা দিবেন না; আমি তখন অন্য কিছু দেখায় ব্যস্ত ছিলাম ... চোখ টিপি
ছবি ২ : লুভ মিউজিয়াম
লুভ মিউজিয়াম
ছবি ৩ : মোনালিসা
মোনালিসা ... আর মানুষ

৫। রাতের প্যারিসঃ
বের হতেই হবে, দেখতেই হবে। একটু সীন নদীতে নৌ-বিহার ও করে ফেলতে পারেন। দয়া করে একা নৌ-বিহার করে পয়সা নষ্ট করবেন না; আমি যেমন করি নাই। ... আফসোস ... মন খারাপ

৬। সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
"মানিব্যাগ পিছনের পকেটে রাখাটা দৈহিক ও মানসিক যন্ত্রণার কারণ হতে পারে।"

প্রস্তুত তো তাহলে? চলেন যাই।


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

এইবার মিস করছি, আগামীবার করুম না।

...........................
Every Picture Tells a Story

রেশনুভা এর ছবি

আমার স্পেন যাওয়ার বহুত ইচ্ছা। দেখা যাক, নেক্সট সামারে।

স্বপ্নহারা এর ছবি

আহা দেড়টা বছর আগে এই লেখাটা দিতেন। আসল কথাটা বলেননি...পারলে কিছু ফ্রেঞ্চ শিখে যেতে...খাইছে

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

রেশনুভা এর ছবি

হুম ... এইটা অবশ্য জরুরী পয়েন্ট। তবে না পারলেও বেশী ক্ষতি নাই অন্তত প্যারিসে। তবে প্যারিসের বাইরে শুনছি খবর আছে।

তন্ময় [অতিথি] এর ছবি

লেখক:
হুম ... এইটা অবশ্য জরুরী পয়েন্ট। তবে না পারলেও বেশী ক্ষতি নাই অন্তত প্যারিসে। তবে প্যারিসের বাইরে শুনছি খবর আছে।
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

আরেকটা জরুরী কথা হয়ত বলা যায় - ভাইজানেরা, পকেট সাবধান!

কারন প্যারিস হইল এই দুনিয়ায় পকেটমাইর-গো স্বর্গরাজ্যগুলোর একটি।


The 10 worst cities for pickpockets

1. Barcelona, Spain
2. Rome, Italy
3. Prague, Czech Republic
4. Madrid, Spain
5. Paris, France
6. Florence, Italy
7. Buenos Aires, Argentina
8. Amsterdam , Netherlands
9. Athens , Greece
10. Hanoi , Vietnam

রেশনুভা এর ছবি

এই জন্যই বস সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিছি ... দেঁতো হাসি

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

মোনালিসা দেখি দিন দিন ছোট হয়ে যাইতেছে। মন খারাপ

রেশনুভা এর ছবি

আমি খুবই অবাক হইছিলাম মোনালিসা দেইখা। ভাবছিলাম বেশ বড়-সড় হবে। ক্যাম্লে কি? তাও দেখা লাগছে ভাই ১০ হাত দূর থেইকা। ঐ ১০ হাতের মধ্যে কাউরে ঢুকতে দেয় না। মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।