এখন বাংলাদেশের ঘড়িতে ভোর ৪টা ৪৯। কিছুদিন আগে দেখলাম জ্বালানি উপদেষ্টা বললেন ঘড়ির কাঁটা আর পেছানো হবে না। ডিএসটি নিয়ে সচলায়তনে পোস্টও দেখেছি। আমি আর নতুন কিছু যোগ করতাম না কিন্তু একটা চিন্তা মাথায় ঢুকছে। দেশে যাচ্ছি মনে হয় ডিসেম্বরে। তখনও এই অবস্থা থাকলে তো মহা বিপদ। পাঁচটা বাজতে না বাজতেই সন্ধ্যা। আমার বান্ধবীদের সাথে আড্ডায় ব্যাঘাত ঘটার সমূহ সম্ভাবনায় আমি খুবই মর্মাহত। জ্বালানি উপদেষ্টার আইপি সহ ব্যাঞ্চাই।
এই লেখাটারে দিনপঞ্জী ক্যাটাগরীতে ফেলা ছাড়া উপায় নাই। এখনও যাঁরা অপেক্ষা করছেন নতুন কিছু জানবার বা শিখবার আমারে কইষ্যা মাইনাস দিয়া দেন পড়া শেষ না করেই। আর যাঁরা থাকবেন, আমরা ছোট্ট একটা বিড়িপান বিরতি শেষে আবার ফিরে আসব। নিয়ে যাব আপনাদেরকে সরাসরি এনস্কেডেতে।
চলেন একটু ঘুরে আসি পার্কে পার্কে, রাস্তায় রাস্তায় এনস্কেডের ফল (Fall) দেখতে। এই ছবিগুলো সপ্তাহখানেক আগে তোলা। এখন আর তেমন দেখার কিছু নাই। সব পাতাই প্রায় ঝরে গেল বলে। এই জায়গাটা একেবারে আমার বাসার পাশে। বাঁয়ের হলদে গাছটা এখন প্রায় ন্যাড়া।
ছবি-১
এই ছবিটা মনে হয় সিটি সেন্টারের কাছাকাছি কোথাও তোলা।
ছবি-২
কাছেই এক পার্কে তোলা। এই গাছটার অবস্থা খুবই খারাপ। অকালেই বুড়া।
ছবি-৩
ঐ পার্কেই। এ এখনও বেশ আছে।
ছবি-৪
এবার আরেকটা বিরতি। বিরতির পর স্থানীয় সংবাদ।
খবর খুবই খারাপ। পিএইচডি শুরু করে এ’কদিন গায়ে বাতাস লাগিয়ে বেরিয়েছি বেশ। দুর্মুখেরা এও বলেছে আমি কী পড়াশোনার লাইন পরিবর্তন করে সাহিত্য বা নারীদের মন জাতীয় কোন কিছু নিয়ে পড়ছি কী না। প্রথমটা আমারে দিয়ে হবে না; তবে দ্বিতীয়টা নিয়ে ঘাটাঘাটি করে বেশ মজা আছে। এক ধরনের মাইন্ড গেম বলতে পারেন। এখনই আমার সম্পর্কে যাচ্ছেতাই কোন সিদ্ধান্তে উপনীত হয়েন না। আমি ছেলে ভালু, লুক এট্টু খারাপ। যাই হোক, পড়াশোনা নিয়ে ব্যাপক ব্যস্ত। এইটা লিখেই একটা প্রেজেন্টেশন বানাতে হবে। এইটা লিখে সময় নষ্ট করার কারণ জানতে চান নিশ্চয়ই। বলুম না।
এবার খেলার খবর ক্রিকেট। আমাদের সাথে আছেন চৌধুরী ভাই। চৌধুরী ভাই শুনতে পাচ্ছেন?
“মিরপুরের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। একটু আগেই আমরা ইতিহাসের সাক্ষী হয়ে প্রত্যক্ষ করেছি বাংলাদেশের দামাল ছেলেরা কীভাবে কঠিন এবং বন্ধুর পথ পাড়ি দিয়ে প্রতিপক্ষের কাছ থেকে নির্মমভাবে জয় ছিনিয়ে নিয়ে আসলেন। সাকিব নামক এক কালবৈশাখী ঝড়ে মাস্তুলবিহীন জাহাজের মতই টলে উঠল প্রতিপক্ষ। জীবন্ত কিংবদন্তী, বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, টেম্পারেমেণ্ট ধরে রেখে দলের কল্যাণের জন্য হিট থ্রু দ্যা লাইন ব্যাট করেছেন তা অনুকরণীয় হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। আপনারা দেখেছেন তিনি কত চমৎকারভাবে দৃষ্টিনন্দন সব শট খেলেছেন; স্কয়ার অব দ্য উইকেট, ইন ফ্রন্ট অব দ্য উইকেট, ইন ফ্রন্ট অব দ্য ব্যাট, ইন ফ্রন্ট অব দ্য প্যাড সবরকমের শট খেলে এক গৌরবময় শতরানের … … …”
এবার আবহাওয়া। দিনের শুরুতে আশা করতে পারেন এরকম আকাশ।
ছবি-৫
আবহাওয়া বার্তা যদি সঠিক বলে প্রমাণিত না হয় তাহলে দিনের মধ্যভাগে পাবেন এরকম।
ছবি-৬
আর শেষভাগে হালকার উপর ঝাপসা মেঘের সাথে থাকতে পারে এক ছটাক রোদ অথবা বজ্রসহ বৃষ্টি। মানে...আমি ঠিক সিউর না।
ছবি-৭
আজ যাই, আসব আরেকদিন।
|
মন্তব্য
২,৩,৫ দারুন লাগলো রেশনুভা! লেখাটাও চমৎকার হয়েছে।
আমি সবসময় প্রথম মন্তব্যটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আজকে দেখি কপাল খুবই ভালু; পোস্টানোর ১/২ মিনিটের মাথায় দেখি লেখা নীড়পাতায়, ক্যাম্নে কী? তারপর ৫ মিনিটের মধ্যে মন্তব্য, আপনার কাছ থেইক্যা।
ভাল্লাগতেছে। কামে যাই অহন ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
৫ নাম্বার ছবিটা বেশি ভালু লাগলো।
---------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
আইচ্ছা, আপনারা কাছাকাছি থাকেন বুঝলাম। কিন্তু ব্লগেও কী একসাথে লগ ইন করেন? এর আগেও দেখছি আপনাগো কমেন্ট পাশাপাশি।
যাউক গা। ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
- বস, বিরতি ঠিকমতো হয় নাই। বিরতির আগ পর্যন্ত লিখে সেটা পোস্ট করে বিরতিতে চলে যাবেন। তারপর এসে সেখান থেকে আবার শুরু করবেন। আপনার যেহেতু অ্যাপেন্ড করার সিসটেম নাই, অতএব নয়া পোস্ট দিয়া শুরু করবেন। মডুরা বয়া বয়া খালি ঝিমায়, অগোরে খাটান!
বিরতিটা ঠিকঠাক উপভোগ করতে না পারলেও লেখাটা ভালৈ লাগছে। এনশেডে তো বেশি দূরে না। মুনস্টার দিয়া ঢুইকা সোজা আয়া পড়েন বস। ধুমায়া ধূমা ছাড়ুমনে কোলনের ডোমের সামনে বইসা। সাহিত্য নিয়া দাঁতমুখ ভাঙা আলোচনা না করলেও দ্বিতীয় অপশনটা লৈয়া ভালৈ পেরেকটিস করোন যাইবো। কোলনের ঐ এলাকায় মাশাল্লাহ ললনাসমাগম কম হয় না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এখন আর লাভ নাই গো দাদা, ঠান্ডা পইড়া গেসে, ললনারা এখন কম্বল পইরা ঘুরাঘুরি করে... চোখের শান্তি আর হয় না...
=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
স্যার, আপনি তো দিনকে দিন ভালো লেখা শুরু করেছেন। ছবিগুলোও খুবই চমৎকার। ওখানকার মানুষ, পরিবেশ, ইত্যাদি নিয়েও লিখুন।
পিপিদা আপনিও! ...খেলুম না।
বিগত ৪র্থ বর্ষের পোলাপাইনগুলারে পাইলে একটা কোর্স নিতাম আবার। আমার তিলেতিলে গড়ে তোলা একটা কচি ইমেজ ধ্বংসের দিকে আগায় যাচ্ছে।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
[@ ধুগো ভাই] আপনার সাহচর্য পাইলে যে কিছু অন্তত শিখতে পারুম এইটা আগের অনেকগুলা পোস্ট দেইখাই বুঝছি। জার্মানীর শুধু Bad Bentheim নামক একটা ছোট্ট গ্রামেই গেছিলাম। চইলা আসবো। আপনি আপনার বিদ্যায় শান দেন। শিখান লাগবো।
আর আপনি নিজেই ঝিমান না তো?
উলটা জায়গায় পোস্ট মাইরা ফালাইছি
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
লেখা তো ভালোই , ছবিগুলো (৫,৬) ম-হা ভালো ,,৫.৫ তারা ! *তিথীডোর
পুরা আধডজন দিলেন না।
পড়েছেন, মন্তব্য করেছেন অনেক ধন্যবাদ। এবার আমাদেরও সেই সুযোগটা দেন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
বাপরে...সাহসে কুলোয় না ! আমি কেবল মুগ্ধ পাঠক ;ভালো লাগলেই কমেন্টাই...হাঃহাঃহাঃ! লিখতে থাকবেন.. *তিথীডোর
পড়লাম।
ছবিগুলো বেশ সুন্দর।
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
সত্যি?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
সত্যি
সত্যি
তিন সত্যি
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
আজ যাই, কমেন্ট দিবো আরেকদিন
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
- যা, ফুট।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কই যাও? (টেকনিক্যালি যাইতে দিলাম না, আটকায়ে দিলাম )
গানের সাথে কণ্ঠ মিলাইলাম। ট্যিউ ট্যিউ, আজ যাই, কমেন্ট দিবো আরেকদিন, ট্যিউ, ট্যিউ!
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
রেশ্নুভাই, ঝাক্কাস হইসে!
[বাবা একসময় এন্সকেডেতে থাকতেন, আইটিসিতে জিপিএস নিয়ে পড়তে গিয়েছিলেন, যতদূর মনে পড়ে। ওখানকার বাঙ্গালীদের সাথে পরিচয় কেমন আপনার?]
----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।
- ললিতবিস্তর
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধইন্যাপাতা।
পরিচয় ভালই। ITC তে এখনও মনে হয় বেশ কিছু বাঙালী আছেন; তাঁদের সাথে অবশ্য তেমন যোগাযোগ নাই।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
চমৎকার! ছবিগুলা ভাল লাগলো।
এত ব্যস্ততার মাঝে পড়ার জন্য তোমারে ধন্যবাদ দিতাম না।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভালো লাগলো রেশনুভা ভাই।
-------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
অনেক ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
গতকাল সিমন ভাইয়ের সাথে কথা বলতে বলতে টের পেলাম এতদিন ধরে ব্লগে আছি কিন্তু লেখা ভাল লাগছে অথবা লেখা ভাল লাগে নাই এর বাইরে বেশী কিছু মন্তব্য করা হয় নাই তাই আজকেও যথারীতি ধারাবাহিকতা বজায় রেখে বলি- লেখা ভাল লাগছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ছবি?
ধন্যবাদ অনেক।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভাই কমু নাকি স্যার কমু বুঝতাসিনা।
ছবি গুলা ভালৈছে। পরিচিত কেউ এমুন ছবি তুলতে পারে ঠিক বিশ্বাস হইতে চায়না। খালি মনে হয় নিশ্চিত গুগল করে হাতে ধরায়া দিসে
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
আহহারে। কী এক যন্ত্রণায় পড়লাম।
মানুষ মানুষ ভাই ভাই,
আসো মিলে মিশে যাই।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
মন্তব্যতো সব ছবিতে আটকে আছে, বস লেখালেখির পাশে ফটোগ্রাফীটাও চালায় যাইতে পারেন, তাতে একের ভিতর দুই পাওয়া যাইবো, আর নারীকুল তাতে ব্যাকুল হইয়া ছুইটা আইবো।
ধন্যবাদ।
দলছুট।
বেশি বেশি দুয়া করেন। আমিন।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
স্যার, রিসার্চ বাদ দিয়ে ছবি তোলা স্টার্ট করলেন কবে? সব ফিল্ডই তো দখল কইরা ফেলতাসেন!! খুবই সুন্দর হইসে!!
- শূন্য (৩৯)
[ বিঃ দ্রঃ ৩৯ লিখলাম যাতে চিনতে পারেন... :P]
ভালো করছো। তবে গোপনসূত্রে খবর আগেই পাইছিলাম যে তুমিই সেই যে কী না পরীক্ষার খাতায় যা পাইতা সেটারেই নিক হিসেবে বাইছা নিছো।
ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
এহহে!! এমনে!! জনসম্মুখে!!
এইবার কিন্ত কোপাইসি!! ওস্তাদের খেইল শেষ রাইতে...!
স্যার, আপনে কিন্ত আমার কোন লেখায় কমেন্টান না
- শূন্য
সুখী মানুষের লেখায় আমি কমেন্টাই না। যেদিন দুখী লেখা দিবা কেউ আমারে ঠেকায় রাখতে পারব না।
ব্যতিক্রম আছে ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
কি যে কন স্যার...লাস্ট সেমিস্টারে তো হেয় ৪ এ ৪ ই হাকাইছে মনে হয়।
/
ভণ্ড_মানব
খেলার সংবাদটা জট্টিল লাগলো... জাফরুল্লাহ শরাফতরে মিস্করি!
=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
উনি নিজেই একটা কিংবদন্তী।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
৬ নাম্বার আমার কাছে সবচেয়ে ভালো লাগল, লেখা পড়ে খুব মজা পেলাম।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অনেক ধন্যবাদ সাইফ ভাই। ৬ নম্বর ছবিটা আমারও খুব প্রিয়।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
সচলে আমি অত্যন্ত অনিয়মিত। আজ সচলে এসে অনেক অনেক ভাল লেখা পড়ে ফেললাম! ধন্যবাদ রেশনুভা
লুদমিলা কে অনেক অনেক আদর।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ছবি লেখা দুইই ভালো লেগেছে
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তাতা'পু, আপনারে ফোন কইরা ধন্যবাদ দিয়া দিব।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ছবি গুলো চমৎকার!
অনেক ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আপনার ছবি তোলা আর লেখালেখির দক্ষতা দিন দিন বেড়েই চলছে দেখি।
লেখাপড়া কিছু করেন মিয়া। পরে মাইনসে কইবো তোগোর স্যার phd. ফেইল মারসে...তখন আমগোর কেমন লাগবো কন?
/
ভণ্ড_মানব
আমি তো চিন্তা করলাম সারাজীবন ধরেই পিএইচডি করবো। চাকরির ঝামেলায় আর যাব না।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ছবিতো বেশি জোস হইতেছে! সাবাস!!
লেখাটাতেও অনেক রং এর ছটা পেলাম, ভালো লাগলো
আমাদের এইখান থেকে তো এনস্কেড বেশি দূরে হওয়ার কথা না। ডিসেম্বরে দেশে যাচ্ছেন নাকি, নাইলে একটা ট্যুর দেয়া যাইতো।
"Life happens while we are busy planning it"
নতুন মন্তব্য করুন