যাহ। এখন এক্কেবারে ঘুটঘুটে অন্ধকার; লোডশেডিং। কিছুটা পথ যেতেই দূরে দেখা যায় একটু আলোকবিন্দু। মোমবাতি হবে হয়ত। উঁকি দেই জানালা দিয়ে। এক কিশোরী তার দুটো বেণী দুলিয়ে পড়ছে। আর একটু ভালো করে দেখার চেষ্টা করি। আলো-আঁধারিতে চাপা পড়ে যায় দৃষ্টিপথের অনেকখানি। যেটুকু পথ যেতে পারে আমার চোখ তাতে ধরা দেয় এক বাবা; পরম মমতায় তাঁকিয়ে আছেন মেয়ের দিকে। মেয়ের মাথায় তাঁর স্নেহভরা হাতটাকে মনে হয় অপার ভরসার প্রতীক। মেয়েটার চোখদুটো এই অন্ধকার ছাপিয়ে আরও স্পষ্ট হয়ে ধরা দেয় আমার কাছে। সেই চোখে দেখিনি কোন নিরাশার ছাপ; অনেক দীপ্তিময় ঐ চোখজোড়া।
হঠাৎই সব বাতি জ্বলে উঠে। সরে যাই। আরো এগোতে থাকি আলোমাখা পথ ধরে অজানার দিকে। “এই সিএনজি, যাবা?” – শব্দের উৎসে এক যুবক। সময় দেখার অজুহাতে একটু থমকে দাঁড়াই। চোখ চলে যায় যুবকের পাশে; এক ক্ষীণকায়া তরুণী আর তাঁর কোলের তোয়ালেটার দিকে। তোয়ালের পাশ দিয়ে দেখা যায় ছোট্ট ছোট্ট হাত। আর একটু কাছে গিয়ে দেখি সেই মায়াবতীকে। আহ, কী সুন্দর। ঘন কালো একরাশ চুল; গোলাপী আভা তাঁর গায়ে। চোখের মনিটা ঠিক ঐ যুবকের মতন, হালকা বাদামী। পূর্ণ চোখে দেখছে সে তাঁর নতুন জগৎটাকে; দেখছে তাঁর মাকে। ওর মা মাথা নামিয়ে কী এক দুর্বোধ্য ভাষায় কী যেন বলে ওকে। হাতের আলতো স্পর্শ মা এর নাকে মুখে মাখিয়ে সাড়া দেয় ও। ওর বাবা চেয়ে থাকে ওদের দিকে; দৃষ্টিতে মুগ্ধতা। আর আমার মুগ্ধতা নজর এড়িয়ে যায় ওদের।
ঐ মুগ্ধ চোখে আরো দূরে তাকাই। পথ যে এখনও অনেকটা বাকী, সময় ও নেই যে বেশি। যেতে যেতেই শুরু হয়ে যায় বড় বড় ফোঁটার বৃষ্টি। বর্ষণ সিক্ত আলো ঝলমলে নগরীটাকে দেখতে দেখতেই এগোতে থাকি। দেখা হয়ে যায় এক যুগলের সাথে। আমার বেশ কিছুটা সামনেই ওরা। নিজেদের মনের রঙে একে অপরকে রাঙিয়েছে, ভিজিয়েছে; আর এখন ভিজছে অকৃপণভাবে অঝোর ধারায়, একত্রে। ছেলেটা হঠাৎই তাঁর আধখানি হাতার গেঞ্জির উপরের শার্টটা খুলে ফেলে; মেলে ধরে উপরে তাঁর সঙ্গীকে একটু ছায়া দিতে, বৃষ্টি থেকে। মেয়েটা তাঁকায় ছেলেটার দিকে। চোখের হাসি যে এত সুন্দর হতে পারি তা আগে দেখিনি। আর ছেলেটার চোখে দেখি আজীবন ছায়া হয়ে থাকার উদগ্র, অবাধ্য বাসনা।
চলে যায় ওরা হাতে হাত রেখে অন্য পথে। বৃষ্টিও থেমে যায় একটু পর। সোডিয়াম লাইটের ঘোলাটে আলোতে সদ্য বৃষ্টিভেজা পথটাকে অনেক চকচকে লাগে দেখতে। দূরের সুরম্য ঐ অট্টালিকাগুলোর মতই। এদিকটায় অবশ্য মাটি ছোঁয়া ঘরই বেশি চোখে পড়ে। এমন কোন কোন ঘরের পাশ দিয়ে যাবার সময়ই দেখা যায় এক অভাবী মা তাঁর সন্তানের মুখে তুলে দিচ্ছেন হাড়ির তলানীতে পড়ে থাকা ভাতের শেষ গ্রাসটুকু। কোন এক দিনমজুরী বাবা তাঁর ছোট্ট মেয়েটার হাতে তুলে দেয় কাঠি লজেন্স। কোন এক সক্ষম ভাই নিয়ে আসে বোনের জন্য এক শিশি আলতা। আর কোন এক স্বামী ঘরের দাওয়ায় অপেক্ষা করা বউয়ের গায়ে জড়িয়ে দেন সস্তা জরী পাড়ের লাল শাড়ী। ওরাও এত সুন্দর করে হাসতে পারে! ওদের সবার মুখের ঐ অদ্ভূত দ্যুতি এই কৃষ্ণতিথির অন্ধকার টুকু কে অনেক দূরে সরিয়ে দেয়।
আর এক ঝলক ওদেরকে দেখে নিয়ে সামনে তাঁকাই। সময় ফুরিয়ে আসছে ক্রমশ। দূরে পরে থাকে শহরের আলোর ঝলকানি আর লোকজনের ব্যস্ত আনাগোনা। গাড়ীগুলোর ক্রমাগত ভেঁপু শব্দ আর ক্রেতা-বিক্রেতার বচসাও একসময় আর শোনা যায় না। শুধু হৃদয় মাঝে দেখি ঐ দৃশ্যগুলো; হাসিখুশী মানুষগুলো। এক অন্ধকার কানাগলির সামনে এসে দেখি এক একলা মানুষ। দাঁড়িয়ে আছে ঠায়; কোনো অপেক্ষা কী কারো জন্যে? ঐ মানুষটাকে যে বড্ড চেনা মনে হয়।
হঠাৎ করেই অনেক ভারী মনে হয় নিজেকে। আমার পতন হয় দ্রুত; অভিকর্ষজ ত্বরণের থেকেও দ্রুত। আকাশটা দূরে সরে যেতে থাকে, তারাগুলো আরো ম্লান হয়ে যায়। ঐ মানুষটার ভিতরে ঢুকে যাই আমি। সেই তো আমার একমাত্র আশ্রয়। জানা যায়নি আমার আশ্রয়দাতার দেহ থেকে এই আমি, তাঁর অবাধ্য মনটা, কীভাবে মুক্তি পেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর।
-------------------------------------------------------------------------
ঘুমিয়ে পড়েছিলাম না কী? এখানেই বা কী করে এলাম। এইসব সাতপাঁচ ভাবতেই ভাবতেই উঠে পথ চলা শুরু করি আমি। ক’টা বাজে এখন? জামা-কাপড় তো ভিজে চুপচুপে। বৃষ্টি পড়েছে নিশ্চয়ই। কিন্তু কোথায়? রাস্তাঘাট তো সব শুকনো মনে হচ্ছে। মনটা এত ফুরফুরে লাগছে কেন? অনেকদিন পর বুক ভরে বাতাস নিলাম আজ। স্বপ্ন দেখেছিলাম কী? অনেকগুলো স্বপ্ন, হাসিমাখা মুখ। কেন জানি, অঝোর বর্ষায় ভিজতে ইচ্ছে করছে খুব।
আমি সেই বর্ষণের অপেক্ষায় আছি।
মন্তব্য
যেতে যেতে পথে...হুমম,একটু অন্যধাঁচের মনে হলো আপনার অনান্য লেখাগুলোর চাইতে,, পড়তে ভালো লাগলো! *তিথীডোর
এটা জানতে পেরে ভালো লাগলো।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
"ওদের সবার মুখের ঐ অদ্ভূত দ্যুতি এই কৃষ্ণতিথির অন্ধকার টুকু কে অনেক দূরে সরিয়ে দেয়।"----------চমৎকার হয়েছে রেশু ভাই।
এস হোসাইন
---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
ধন্যবাদ অনেক ভাই।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
এইরে সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখি গুড়িগুড়ি বৃষ্টি। এমন দিনে অফিসে যেতে হবে দেখে মন খারাপ হয়ে গেল। তবে আপনার লেখা মন খারাপ হয় নাই। লেখা ভালো হৈছে!
..........................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
আপনার মনটা এইবার একটু ভালো করেন বস।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভালো লাগল পড়ে। সুন্দর শব্দ বিন্যাস। ঘটনা গুলি আমাদের সমাজের খন্ড চিত্র, কিন্তু অনেক পরিচিত এবং ভালোবাসায় পরিপূর্ণ। ধন্যবাদ রেশনুভা ভাই।
দলছুট।
পড়লেন দেখে অনেক ভালো লাগলো দলছুট ভাই।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
লেখাটা চমৎকার হয়েছে! বাকি লেখাগুলোর চেয়ে একদম আলাদা। বেশ ভালো লাগলো!
পড়তে পড়তে আনিসুল হক এর 'ফাঁদ' এর কথা মনে পড়ছিলো।
অনেক ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
সহমত। একেবারে শেষে এসে 'ফাঁদে'র কেন্দ্রীয় চরিত্রটার কথা মনে পড়ে গেলো...।
______________________________________________________
মধ্যরাতের কী-বোর্ড চালক
পড়তে বেশ ভাল্লাগলো
----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
অসংখ্য ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আপনার অন্যান্য লেখাগুলো থেকে আলাদা এক টা লেখা। সেইরকম।
সত্যি? অনেক ভালো লাগলো।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
লেখাটা কেমন যেন, বিষন্ন বিষন্ন ভাব। অন্য রকম। ভালো থাকুন।
স্বপ্নদ্রোহ
আপনিও।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভাল লাগলো!
ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
"ঐ অদ্ভুত দ্যুতি এই কৃষ্ণতিথির অন্ধকারটুকুকে অনেক দূরে সরিয়ে দেয়...." দারুণ সুন্দর তো লাইনটা!!
এতক্ষণ পরে ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভ্রাতঃ হে,
এই প্যারাটার জন্যেই তো 'প্রিয়'তে রেখেছি!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
খুব ভাল্লাগলো লেখাটা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
থ্যাংকু বস
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
- হায় হায়, আমি কমেন্ট করি নাই? পড়ছিলাম তো সেই তখনই, যখন দিলেন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইডা তো কমেন্টের কমেন্ট করলেন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
পুরা 'ছচল' হইলে তারা মারতাম, কয়টা মারতাম এইটা এখন কইতামনা।
ভালু পাইলাম, আত্মারাম খাঁচাছাড়া হয়া স্বপ্নের ভুবনে ঘুর-পাক মাইরা আসলো, জুশ লাগলো।
-------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
থ্যাংকস বস।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
তোমার অন্যান্য লেখা থেকে একদম অন্যধাচের কিন্তু খুব ভালো লাগলো পড়তে।
মনে হচ্ছে একজন লেখক রেশনুভার আর্বিভাব হচ্ছে
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
প্রিয় মানুষগুলোর কাছ থেকে ভালু ভালু কথা শুনতে অনেক ভালু লাগে।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
বৃষ্টি বৃষ্টি একটা অনুভূতি হচ্ছে লেখাটা পড়ে।
...............................
অন্ধকারে অন্ধ নদী
ছুটে চলে নিরবধি
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
খুব সুন্দর লেখা...
হে হে নিশ্চই আমার মন্তব্যের অপেক্ষাতেই ছিলেন।
আগেই পড়ছি মোবাইল থেকে...কেন জানি কমেন্টানো হয় নাই।
লেখা স্বাদু হয়েছে বরাবরের মতোই...একটু ভিন্ন বলেই হয়তো ভালোলাগাটা একটু বেড়েই গেছে।
ডিসেম্বর আইতাসে...আমি কিন্তু আছি আপনারই অপেক্ষায়।
রেশনুভাই, আমিও অপেক্ষায় আছি। কবে দেশে আসবেন, সেইটার
রাহিন, সিমন ভাই, ভ্রম, ভণ্ড, অপ্র ...
সবাইকে অনেক ধন্যবাদ অমূল্য এই উৎসাহটুকু দেওয়ার জন্য।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
নতুন মন্তব্য করুন