তাহলে এবার রাখি? ফোনের ওপাশ থেকে একথাটাই শোন তুমি-
নীরবতাটা খুব অসহ্য রকমের চুপচাপ, বিদায় বলে তাই সরে যাওয়া।
আর কিছুক্ষণ যেতে না যেতেই, অস্থির আমি আরো অস্থির হই।
ফের বকতে ইচ্ছে করে; নিজের বাধ্য হতে যে পারি না আমি-
রঙিন স্বপ্নগুলোর জন্য মায়া হয়; তবুও মুক্তি দেই এক নিঃশ্বাসে।
দৌড়ে যাই পিছু পিছু; ফিরে পেতে চাই স্বপ্নগুলো, অবুঝ মায়া যে।
সত্যি বলছি, ভালোলেগে ছিল তোমায়- হয়ত ভালোবাসা ...
নিজেকে ঠকালাম বলেই কী ভালোবাসাটা 'হয়তই' থেকে গেল?
তুমি এসে কখনও দেখে নিও এক ঝলক; স্বপ্নদের মৃত্যু নেই যে-
মন্তব্য
ভালো... আরও কিছু কবিতা লেখা হোক
-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
হাহাহা ... ইদানীং সাহস বেশি হয়ে গেছে।
যে বা যেটা আমার জন্য না, সেখানেই উৎসাহ বেশি ...
অনেক ধন্যবাদ।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ভালোবাসা মানেই বোধহয় কেবল নিজেকে ঠকানো...
কয়বার হল অপ্র? নিজেকে ঠকানো?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
হায়... "সখী ভালবাসা কারে কয়/
সেকি কেবলি যাতনাময়!!"
ভায়া, কবিতায় মার্কস দেবো নাকি আবৃত্তিতে??
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দুইটাতেই একটু বেশি করে দিও ...
তা নাহলে কিন্তু "সংঘর্ষ অবশ্যম্ভাবী"
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
এইটা কিছুই হয় নাই বস আমি জানি।
ঘোরে ঘোরে দিয়া দিছি।
আর আপনি আছেন, সেই ভরসাও আছে ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ব্যাপার্কি? এইয়া কেডা মনু? কেডা তোমার লগে ঘিড়িঙ্গিবাজী করসে? নামটা খালি কও। সানডে মানডে কোলজ কইরা দিমু! :|
-------------------------
ওলো সুজন আমার ঘরে তবু আইলোনা
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলোনা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই সমাজের সামনে হ্যাতের কথা কওন কি উচিৎ কাম হইব?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
কোবতে বুঝি না; তয় সব মহান এবং গুরুজন লেখক নাকি কোবতে দিয়ে শুরু করে, তারপর বাকি সব।
চলুক!
"Life happens while we are busy planning it"
আরো চলবে? চললে পরে পঁচা ডিম অবধারিত।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
'স্বপ্নদের মৃত্যু নেই' আপনারে কেডা কইছে! আলবৎ মৃত্যু আছে তার!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
এমনে চিন্তা করেন দেইখাই তো শুধু হা-হুতাশ করেন।
স্বপ্নে থাকেন ম্যান। বাস্তবে নামলেই গিয়াঞ্জাম।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
এই কবিতটা একদিন আমারই লেখার কথা ছিল...........প্রতিভার অভাবে লেখা হয়নি
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
হ...এখন দেখলেন, কুপ্রতিভার ব্যবহার।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
কাঁচা ছিলো কিনা জানি না, এখন বেশ টসটসে মনে হচ্ছে।
শেখ নজরুল
শেখ নজরুল
অনেক ধন্যবাদ নজরুল ভাই।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
কাঁচা কবিতা নুন দিয়া খাইতে মজাই লাগে
আপনে এইখানে কী করেন? ভাবীর পাশে বইসা থাকেন। যান।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
কবিতা সাধারণত পড়ি না, বুঝি না বলে। এই কবিতার প্রথম লাইন পড়ে মনে হল আরও একটু পড়ে দেখি, আর পড়া শেষে মনে হল- বাহ্..বেশ তো...
সব কবিতা কি এমনই হয়?
সন্ধ্যা
পড়ছেন দেখে ভিজা কাপড়ের মতন হৃদয় নিংড়ায় ভালোবাসা দিলাম।
কোবতে পড়ার লোক নাই ...
আর আপনি আমার কবিতা বুইজ্জা লাইছেন! কত বড় অফমান ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ঝাইড়া কাশেন মিয়াভাই
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
যে ঠাণ্ডা পড়ছে কাশতেই আছি, শুনেন না?
ভালো থাকেন ভাইয়া।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
নাকি ভালবাসাটাকে "হয়তো" হতে দিয়েই দুজনে ঠকলেন?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ইন্টেলিজেন্ট কোশ্চেন ...
ঠগ আর বাটপারের গল্পের মতন মনে হচ্ছে এখন ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
নতুন মন্তব্য করুন