সাদা চোখে এই পরিসংখ্যান একেবারেই আশা জাগানিয়া নয়। এখনই নিরাশ হবেন না দয়া করে। টেস্ট ক্রিকেটে সময়ের হিসাবটা যে এখনও বাকী রয়ে গেছে। আসুন একটু দেখে আসি বাংলাদেশের জন্য ঐ পাঁচটি দিন কেমন ছিল।
সর্বশেষ ঘটনাটা এই তো বছর দেড়েক আগে চট্টগ্রামে। নিউজিল্যান্ড ৪র্থ ইনিংস শুরু করে প্রায় দেড়দিনের ও বেশি হাতে রেখে আর ৪র্থ দিন শেষে ১৪৫/২; লক্ষ্য ৩১৭। শেষ দিনে খেলতে নামার আগে বাংলাদেশের দরকার ছিল ৮ উইকেট আর নিউজিল্যান্ডের ১৮২ রান। ঐ বছরের শুরুতেই মিরপুরে দক্ষিণ আফ্রিকাও ভুগেছিল বেশ আমাদের কাছে। শেষ ইনিংসে দরকার ছিল ওদের ২০৪ রান আর হাতে ছিল অফুরন্ত সময়; প্রায় আড়াই দিন। এবার চোখ ফেরাই সেই বিখ্যাত ফতুল্লা টেস্টের দিকে। অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩০৬ রান, সময় ছিল প্রায় সাড়ে পাঁচ সেশন। ৫ম দিনে ওদের দরকার ছিল মাত্র ৯৫ রান, হাতে ছিল ৬টি উইকেট। আর বাকী দু’টো ঘটনাতো ২০০৩ এর পাকিস্তান সফরের। যেই সিরিজেই কী না ক্রিকেট বিশ্ব দেখেছিল ক্রিকেট শুধু ভদ্রলোকের খেলাই নয়, পাকি চোররাও এখানে হরহামেশাই উপস্থিত থাকে। মুলতান টেস্টে পাকিস্তানের লক্ষ্য ছিল ২৬১ আর সময় ছিল প্রায় আড়াই দিন। ৩য় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৪৮/৬। করাচী টেস্টটা অবশ্য এ সবক’টা থেকেই একটু আলাদা। কারণ, এর আগের সবগুলোতেই বাংলাদেশের প্রথম ইনিংসে লিড ছিল। শুধু করাচীতেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ৫৮ রান পিছিয়ে থেকে। পাকিস্তানের জেতার জন্য দরকার ছিল ২১৭ রান আর শেষ দিনের শুরুতে স্কোরবোর্ডে জমা ছিল ওদের ১১২/১।
একটা মিল কিন্তু বড্ড লক্ষণীয়। এই সব কয়টি টেস্টের কোনটিতেই কিন্তু শেষ দিন সকালে বাংলাদেশের হাতে ব্যাট দেখা যায়নি। সবগুলোতেই প্রতিপক্ষ লক্ষ্য পূরণের জন্য পেয়েছিল অনেকটুকু সময়। আর অবশিষ্ট যে চারটি টেস্টে ৪র্থ ইনিংসে ২০০ এর বেশি রান তাড়া করে জয় পেয়েছে, সেই দল দু’টো হল ভারত তিনবার আর শ্রীলংকা এক বার। প্রত্যেক টেস্টেই বিজয়ী দলের কাছে গড় পড়তায় সময় ছিল প্রায় পাঁচ সেশন; আর গড় লক্ষ্যমাত্রা ছিল ৩০০ রানের একটু বেশি।
এবার চলুন একটু শত্রু শিবিরের রেকর্ডের দিকে নজর দেই। গত দশ বছরে উপমহাদেশের মাটিতে ৪র্থ ইনিংসে ২০০ এর বেশি লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের কোন জয়ের নজির নেই। হেরেছে ১টিতে, অবশিষ্ট সবগুলো ড্র। এই ছয়টি ইনিংসের মধ্যে সবচেয়ে দ্রুত রান তোলার অংকটা হল প্রায় সাড়ে তিন কিন্তু হারাতেও হয়েছিল ৬টি উইকেট ৪৮ ওভারের মধ্যে। সবগুলো টেস্টেই ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩০০ রানের উপরে শুধু একটি বাদে। ২০০০ সালে ফয়সালাবাদে ৪র্থ দিন শেষে পাকিস্তান এগিয়েছিল ১৬০ রান, হাতে ছিল ৮টি উইকেট। ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ ছিল ২৪৪ রানের, সেশন ছিল দুইটি; ফলাফল ড্র, ইংল্যান্ড ১২৫/৫।
অতীত নিয়ে অনেক ঘাটাঘাটি হল। বর্তমানের দিকে চোখ ফেরাই এখন। বাংলাদেশ আজকের দিনের শেষে এগিয়ে ৯৫ রান, হাতে আছে ৪ উইকেট। ক্রিজে সাকিব-শফিউল, অপেক্ষায় নাঈম, রুবেল, রাজ্জাক। এই সিরিজের আগের ৩টি ইনিংসে শেষ ৪ উইকেটে বাংলাদেশের সংগৃহীত গড় রান ১১৮ এর উপরে। এই হিসাব অনুযায়ী সাকিব এণ্ড কোং এর কাছ থেকে আমরা আরও ১০০ রানের বেশি আশা করতেই পারি। তাহলে আগামীকাল লিডটা যেয়ে দাঁড়াবে দুইশো ছুঁইছুঁই। যদি ওভারপ্রতি তিন রান করেও হয়, পার করে দিতে পারবো আমরা সকালের সেশনটা।
তাহলে? গেম অন। আগামীকাল লাঞ্চের পরে ব্যাট করতে যাওয়ার সময় ইংল্যান্ডের দরকার ২০০ রান। আমাদের ১০টি উইকেট আর সময় প্রায় ২ সেশন, ওভার ষাটেক এর মতন। ওভারপ্রতি সাড়ে তিন করে রান তুললে খুবই সম্ভব তবে উইকেট হারানোর ঝুঁকিও অনেক বেশি। আর উইকেটে আজ থেকেই বল বেশ ঘুরেছে। সকালে রাজ্জাকের পাওয়া উইকেট দু’টো আর শেষ বিকালে সোয়ানের ক্লাসিক্যাল অফস্পিনে জহুরুলের আউট সে কথাই বলে। ২০০ রানের পুঁজি যদি বাংলাদেশ পেয়েই যায়, আমাদের স্পিনাররা কী আরো একটু বেশি বিষাক্ত হয়ে উঠতে পারবে না?
কেমন হতো যদি আগামীকাল বিকালে শেষ ড্রিংকস ব্রেকের আগে ইংল্যান্ডের দরকার পড়তো শ’খানেক রানের মতন আর বাংলাদেশের শেষ ৪/৫টি উইকেট!
স্বপ্ন দেখতে মানা নেই, একটু অন্যরকম একটা দিনের জন্য।
পরিসংখ্যানঃ ক্রিকইনফো স্ট্যাটসগুরু
মন্তব্য
হে ভ্রাতঃ
খেলাধুলায় আগ্রহ নেই, তবু পড়লাম! (হাসি)
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্য আমি, ধন্য ... :)
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
বাংলাদেশ দেড়শ রানেরও লিড নিতে পারবে না। পারলে অবাক হব।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
কিন্তু খুশি হইবেন না? ক্যাম্নে কী?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
খুশি হব না কেন, অবশ্যই হব... তবে আগে হোক, তারপর।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
ফাহিম, আপনি কোন ফাহিম একটু বলেন তো? ফাহিম নওরোজ? :-?
===================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
বুয়েট র্যাগ ক্রিকেটে ইউ আর পির সাথে খেলায় আপনারে যে এল বি ডাব্লিউ করসিলো, সেই ফাহিম... মনে পড়সে??
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
ওয়াওওওওওও! দোস্ত, তুই!!!!!!!!!!!!!!!!!! আ-জি-ব কান্ড!!!! ফেসবুকে এড কর জলদি!
কিন্তু দোস্ত, ওইটা এলবিডব্লিঊ ছিল না!! আম্পায়ারের মাথা খারাপ হইয়া গেসিল!!
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
হে হে হে... কে আম্পায়ার ছিলো মনে আছে তোর? যদ্দুর মনে পড়ে সিভিলের মাহমুদ...
ফেসবুকে মেসেজ পাঠাইসি, চেক কর...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
(রেশনুভা ভাই, প্রথমেই স্যরি বলতেসি আপনার ব্লগে আমাদের ব্যক্তিগত আলাপচারিতায়! প্লিজ কিছু মনে কইরেন না!)
কে আম্পায়ার ছিল, তাকে আমি কেমনে ভুলিব???? সে ছিল আমারই ঘনিষ্ঠতম বন্ধু মিজান, কেমিক্যালের! শালার সাথে কয়েকদিন ধরে ঝগড়া চলতেসিল র্যাগ বিষয়ক ঝামেলায়!
যাই হোক, এতে কিন্তু আমি তোকে 'ডাউন' করতেসি না! সেদিন আসলেই তোর বল খেলতে খুব কষ্ট হচ্ছিল! মাথাও গরম হয়ে গেসিল। আমার পরিষ্কার মনে আছে, আমি ডাউন দ্য উইকেট খেলতে গেসিলাম! লেগস্ট্যাম্পের উপরে ছিল বলটা! মিজান বেকুবটা এলবি দিয়া দিল!! হাহাহাহা!
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
খালি মিজান? আপিলটা দেখবি না?? আমার আপিলে ক্যাফেটেরিয়ার প্রত্যেকটা ইট বালু কণা কাইপা উঠসিলো... এল্লেইগাই তো আউট দিসে, নাইলে তো দিতো না... তয় বলটা আসলেই লেগস্ট্যাম্পের উপ্রে আসিলো... হে হে হে...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
বাহ। দারুণ তো। আমার পোস্টের সুবাদে দুই বন্ধুর মধ্যে আবার যোগাযোগ পুনরুজ্জীবিত হলো।
বিয়াপক খুশির খবর। :D
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আর দুইটা উইকেট হাতে থাকলে খুব ভালো হইতো। অন্তত ড্র করা উচিত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সহমত।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আরো দুইটা উইকেট থাকলে বাংলাদেশের ড্র করার একটা চান্স থাকতো। এই ম্যাচে বাংলাদেশের জেতার চান্স তৃতীয় দিনেই শেষ হয়ে গেছে। আজকে ৬ উইকেট পড়ে হারটা নিশ্চিত হলো শুধু...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
সব ঠিকাসে। কিন্তু ২০০ লীডে গেলেও বাংলাদেশ বড়জোর ড্র কর্তে পারে, জয় না। এই পিচে আসলেই কিছু নাই বোলারদের জন্যে। সোয়ান দুয়েকটা বল জায়গামতো ফেলে টার্ন করিয়েছে, তাতে আসলে পিচ ভেঙ্গেছে -এটা প্রমাণ হয় না। পিচ এখনো মজবুত। তারুপর ইংল্যান্ডের ব্যাটিং লাইনাপ বিশাল লম্বা। ট্রেডওয়েলেরও ফার্স্টক্লাসে একশ আছে...
তবে ড্র করলেই মন্দ কি ?? ইংল্যান্ডকে এশেজের আগে একটু বাড়তি কড়কে দেয়া যাবে...
_________________________________________
সেরিওজা
পিচ আসলেই এখনও তুলনামূলক ভাবে পঞ্চম দিনের তুলনায় অনেক ফ্ল্যাট। তারপরও ... :) । স্বপ্নে যখন খামু পোলাও-কোর্মাই খাই।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
বেশি আশাবাদী হতে পারছি না। নজু ভাইয়ের মতো আমিও মনে করি আরো ২ টা উইকেট থাকলে খুব ভালো হতো।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আসলেই খুব ভালো হত আরো ২টা উইকেট থাকলে। যা নাই, তা নিয়ে আক্ষেপ করে লাভ কী!
দেখা যাক।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
দেখি না কী করে!
খেলা বিষয়ক পোস্ট !!!
পড়ে আমার
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমি আশাটাশা করার মধ্যে নাই। চুন খাইতে খাইতে এখন আর দৈ চিনি না।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হাঁটতে শেখার আগেই দৌড়াতে চাইলে বিপদ। জয়-টয় বাদ দেন। আগে বাংলাদেশ খেলে ড্র আদায় করে নিতে শিখুক। তারপর জয়ের কথা ভাবা যাবে।
শেষ দিনে হাতে আছে ৫ উইকেট, আরো ৩২২ রান করতে হবে---এই পরিস্থিতিতেও দেখি বাংলাদেশের খেলোয়াড়রা বলে "জয়ের ভালো সম্ভাবনা আছে"---যে কথা স্বয়ং অস্ট্রেলিয়াও বলবে না।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সকালের ধাক্কা কাটায় উঠসে আল্লাহ'র রহমতে
এখন ১৬৬ রানের লীড, সাকিব এন্ড নাঈম ব্যাটিং করছে। দেখা যাক কী হয়। আমরা স্বাধীনতা মাসে আরেকটা বিজয়ের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ বাংলাদেশ টিম।
কামরুজ্জামান স্বাধীন।
লক্ষ্য ২০৯, ৫৪ ওভার।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
- ইংল্যান্ড জিতে যাবে। দিনের বাকি সময়ে ব্যাট করে ২০৯ রান তাড়া করা কঠিন কিছু না। বাংলাদেশ হলেও জিততো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই দিনটাও বাকী দিনগুলার মতই ম্যান্তা মারা ... :(
কবে যে জিতুম। ধূর ... :(
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
নয় উইকেটে হারলাম......এতোটা খারাপ হবে ভাবি নি :-(
-স্নিগ্ধা করবী
আম্পায়াররাই ম্যাচটা জিতে গেলো!
নতুন মন্তব্য করুন