• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

আরিফকে কি সবাই ভুলে গেছে?

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: বুধ, ২৮/০৫/২০০৮ - ১:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoআমাদের সমাজে অনেক কিছু বিষয়েই আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করি। কিন্তু আমাদের দৌড় ঐ মৌখিক আস্ফালন পর্যন্তই। কার্যকারনে দেখা যায় যে আমরা আশা করে থাকি যে অন্য কেউ আমাদের হয়ে কাজগুলো করে দেবে।

কার্টুনিস্ট আরিফ নিয়ে যে সব নাটক অনুষ্ঠিত হল আমাদের দেশে এবং এ নিয়ে অনেকেরই দ্বিমত নেই যে ছেলেটি শুধু শুধু পরিস্থিতির শিকার হয়ে মিথ্যে অপবাদ নিয়ে এতদিন জেলে থাকল। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের পত্রিকাগুলোতে আরিফ নিয়ে একটিও উল্লেখযোগ্য রিপোর্ট পড়ি নি। কোন অদৃশ্য কাঠির ইশারায় সবাই তাকে এড়িয়ে গেছেন চাচা আপন বাঁচা বলে।

একমাত্র ব্যতিক্রম আজ দেখলাম। বিশিষ্ট সচল এবং সাংবাদিক অমি রহমান পিয়াল আরিফের একটি স্বাক্ষাৎকার নিয়েছেন। ইংরেজী ভাষায় এটি প্রকাশিত হয়েছে ই বাংলাদেশে

স্বাক্ষাৎকারটি পড়ে আমার অনেক গুলো অনুভূতি হয়েছে: ছেলেটির অসহায়ত্ব দেখে বুক কান্নায় ভরে উঠেছে, জেলে জেএমবি দ্বারা আক্রান্ত হবার ঘটনা পড়ে ক্রোধে ফেটে পরেছি (এই কি তাকে সেইফ কাস্টডিতে রাখা?), মঈনুল হোসেনের কারনেই কি তার এই ভোগান্তি সে চিন্তায় মগ্ন হয়েছি। তার জেলের সঙ্গী আরাফাত রহমান কোকোর ভণ্ড মুখোশ দেখে হেসেছি। সবচেয়ে কষ্টের কারন এই ছিল অমি রহমান পিয়ালের আগে কোন সাংবাদিক আরিফের স্বাক্ষাৎকার নেয়ার প্রয়োজন মনে করেন নি।

আমাদের সমাজকে প্রশ্ন করতে হবে কিসের ভয়ে আমরা সব সময় থাকি? কেন আমাদের ধর্মের মুখোশ পড়ে এই ভণ্ডামি গুলো করতে হয়?

আপনারা স্বাক্ষাৎকারটি পড়ে নেবেন। অমি রহমানের প্রতি রইল শ্রদ্ধা আর সহস্র কোটি ধন্যবাদ।


মন্তব্য

অয়ন এর ছবি

ভালো লাগলো আরিফের বর্তমান কাজের কথা জেনে।

রণদীপম বসু এর ছবি

হাঁ, আমরা আরিফকে ভুলে গেছি। যতদিন আরিফ নাম দিয়ে ব্যবসা করতে পেরেছি, ততদিন করেছি। এখন আমরা নতুন ব্যবসা খুঁজছি।

আমাদের মুখ আর পাছার মধ্যে কোন তফাৎ আছে কি ?
অমি রহমান পিয়াল-কে শুধু ধন্যবাদ নয়, কৃতজ্ঞতাও জানাচ্ছি। শুভ কামনা করি নোংরা রাজনীতি আর জঘন্য মৌলবাদের দুঃখজনক শিকার আরিফের জন্য।
আর নিন্দা জানাচ্ছি নিজেদেরকে, ওর জন্য কিছুই করছি না আমরা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমি রহমান পিয়াল এর ছবি

ধন্যবাদ রেজওয়ান ভাই। আমি এর বাংলাটি কিছুক্ষণের মধ্যে সচলে প্রকাশ করতে যাচ্ছি


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

সুমন চৌধুরী এর ছবি

রেজওয়ান ভাইকে ধন্যবাদ।
পিয়ালকে কৃতজ্ঞতা।



ঈশ্বরাসিদ্ধে:

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাইলে বাংলাটাই পড়ি... অপেক্ষায় রইলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুহম্মদ জুবায়ের এর ছবি

আরিফের দুর্ভোগের পেছনে সবচেয়ে বড়ো দায়, আমার মতে, প্রথম আলো-র। ওই সময়ের ঘটনাবলির সময় সচলে প্রথম আলো যা হারালো নামে একটি ব্লগে লিখেছিলাম, প্রাতিষ্ঠানিক বিশালত্ব ও প্রভাব দিয়ে প্রথম আলো বিপর্যয় ঠেকাতে পারতো, তার প্রতিষ্ঠানের কর্মীদের রক্ষা করতে পারতো। তা না করে উল্টে আরিফকে তারা নেকড়ের মুখে তুলে দিয়েছিলো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আরিফ জেবতিক এর ছবি

বিষয়টি এতো সোজা নয় ।
এখানে যারা সাংবাদিক আছেন তারা সকলেই স্বীকার করবেন যে বর্তমানে বাংলাদেশে মেরুদন্ডঅলা মিডিয়া নেই ।

এটা সাংবাদিকদের ব্যর্থতা নয় , এটা আসলে প্রতিষ্ঠানের ব্যর্থতা ।
-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধন্যবাদ ।

মৃদুল আহমেদ এর ছবি

আমরা অনেকেই আরিফকে ভুলে যাই নি....
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মুজিব মেহদী এর ছবি

চাইলে প্রথম আলো আরিফকে সেভ করতে পারত, কিন্তু করে নি। প্রদায়ক না হয়ে প্রথম আলোর স্টাফ আর্টিস্ট হলে হয়ত কর্তৃপক্ষ অন্যরকম করে ভাবত। কী জানি, তাই বা নিশ্চিত করে বলি কীভাবে!
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শেহাব এর ছবি

আরিফের কথা শুনে মনে হল গ্রেপ্তার হবার বেপারে সে সরকারের রেশনাল কে সাপোর্ট করে।

অতিথি লেখক এর ছবি

আরিফ সূর্যের জন্য অপেক্ষা করছে ।
সাক্ষাতকারের তারিখ তো অনেক আগের । এখন উনি কোথায়- কিভাবে আছেন । ইলেকশন কমিশনে কাজ করার কথা কী সাম্প্রতিক?

উনি কাউকে দোষী না করলেও তৎকালীন প্রশাসন- মিডিয়া দায় এড়াতে পারেনা- তাঁর দুঃস্বপ্ন দেখার দায় ।

কড়িকাঠুরে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।