কোন এক বিকেলে ধানমন্ডিতে

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলাড্ডায় যাব পণ করে রেখেছিলাম আগেই। কাল সকালে নজরুলকে ফোন করে বললাম আসছি। সে জানালো যে সাড়ে পাঁচটা থেকেই অনেকে থাকবে। আমার যেতে যেতে হল সাড়ে ছটা। বাবুর্চী রেঁস্তোরার দোতালা তিনতলা ঘুরেও কারও দেখা না পেয়ে আবার নজরুলকে ফোন দিলাম। সে পরিবারের সাথে তখনও রাস্তায় এবং তৎক্ষণাৎ খবর দিল উপস্থিত সচলদের। তিন তলার পাশে একটি বিশেষ জায়গায় ঠাই হয়েছে সচলদের। একে একে পরিচয় হল সবজান্তা, রণদীপম, জালাল ভাই, আনিস ভাই, সীমন, মামুন হক এবং আরও অনেকের সাথে।

খাবার ছিল মজাদার, এর বর্ণনা দিয়ে পেটে পিলে জন্মাবার ঝুঁকি নিতে চাচ্ছি না। তারপর সে তো অনেক গল্প, এক পোস্টে হবে না। তাই ছবিই কথা বলুক:

সচলায়তনের অফিসিয়াল মডেল
সবজান্তা
জালাল ভাই
রণদীপম বসু
খাবারের কিয়দংশ
'কথা কম কাজ বেশী' এই কথায় 'বিপ্লব'
"কাবাব পরোটা ভাল হয়েছে, আর আছে কি?" - ভাস্কর
মেয়ের সাথে আহমেদুর রশীদ
আনিস ভাই জুবায়ের ভাইয়ের স্মরণে জমায়েতের দাওয়াত দিচ্ছেন
এক ঝাক সচল
আরও এক ঝাক সচল


মন্তব্য

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

আপনার ক্যামেরাটা কইছিলো চিন্তিত

রণদীপম বসু এর ছবি

অল্পকথায় অনেক বক্তব্যে পাঁচ তারা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

ওখানে আরো একজন ছিলেন...

auto
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিবিড় এর ছবি

চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুহান রিজওয়ান এর ছবি

আড্ডাড় বর্ণনা বড়ই সুস্বাদু... শেষই হতে চায় না আর...
------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সুজন চৌধুরী এর ছবি
রণদীপম বসু এর ছবি

তাড়াতাড়ি চইলা আসেন, দুই-মেগাপিক্সেল রেডি আছে...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সিরাত এর ছবি

Bah!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।