একটি ঝাকানাকাময় সন্ধ্যা

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: শনি, ১২/০২/২০১১ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ মেলা থেকে বাসায় এসেই শুনি মোবারক পদত্যাগ করেছে। মিশরের আজ খুশির দিন। সেই ভালোলাগা নিয়েই আরেকটি খুশির কথা জানাচ্ছি।

আগেই ঠিক করেছিলাম যে আজ বইমেলায় যাব। বিডিনিউজ২৪.কম এর নতন সিটিজেন জার্নালিজম সাইট উদ্বোধন হবে ৪টায়। এছাড়া সাড়ে পাঁচটায় রয়েছে গোয়েন্দা ঝাকানাকার মোড়ক উন্মোচন।

জম্পেশ আড্ডার উদ্দেশ্য নিয়ে পৌনে চারটায় মেলায় পৌঁছালাম। তখন লোকজন মাত্র আসা শুরু করেছে। লিটিল ম্যাগের স্থানে গিয়ে শুনলাম কারেন্ট দেয় ৫টার সময় তাই বিডিনিউজের অনুষ্ঠান ৫:৩০ এ হবে। গেল মেজাজ খারাপ হয়ে। ওদিকে সচলরা আসা শুরু করেছে - কিন্তু ঝাকানাকার দেখা নেই। আমরা খালি পাঠসূত্র, লিটিল ম্যাগ কর্নার, নজরুল মঞ্চ এসব যায়গায় চরকির মত ঘুরলাম।

তারপর সাড়ে ছটার পর হঠাৎ ফোনে খবর এলো ঝাকানাকার উন্মোচন আসন্ন। দ্রুত ছুটে গেলাম। তখনকার কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। অফিস থেকে একটি ফ্লিপ ক্যামেরা ধার করেছিলাম ভিডিও করব বলে। সেটি সময়মত কাজ করল না তাই স্থির-চিত্রই সম্বল:

আমার ভাল লাগল যেভাবে সচলরা গোয়েন্দা ঝাকানাকা নিয়ে বললেন - সুরন্জনা, যাযাবর ব্যাকপ্যাকার, বুনোহাস, সিমন - এরা। মাজহার ভাই ওবং রিটন ভাই তো ভাল বলেনই। রিটন ভাই বললেন যে আমাদের দেশ কিছু নিম্নমানের কমিকে ছেয়ে আছে। তার মাঝে গোয়েন্দা ঝাকানাকা আশার আলো দেখাচ্ছে। তবে তিনি বললেন যে ছাপার মান আরও ভাল হতে পারত - রংয়ের বিন্যাসে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। নিশ্চয়ই পরবর্তী সংস্করণে ঠিক হবে।

এই পর্যায়ে এসে সবজান্তাকে মাইর দিতে ইচ্ছে করছে। যাবার সময় বলে দিল অফিসে যাচ্ছি কাজ করতে - ২টার সময় থেকে কিউবির মেইনটেনান্স হবে। ঘড়ি ধরে ঠিক রাত দুইটার সময়ে নেট চলে গেল। কোনক্রমে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে পোস্টটা দিলাম।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ঝাকানাকার জন্য শুভ কামনা রইল।

তাসনীম এর ছবি

ঝাকানাকার জন্য অনেক শুভ কামনা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমার এক বোন হাতে পাবার সাথে সাথে পড়ে ফেলেছে। তার মতে 'দারুণ'। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ক্বালা ক্বালা কুতুবিহী হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
কৌস্তুভ এর ছবি

এট্টা মাত্র পাতার ছবি দিলেন? নির্মম বটে আপনি!

পাঁচলম্বর ছবিতে বড়দির উচ্ছ্বাসটা চমৎকার ধরেছেন।

পল্লব এর ছবি

বাকি পাতাগুলার ছবি দিবেন না? মন খারাপ

==========================
আবার তোরা মানুষ হ!

অপছন্দনীয় এর ছবি

মন খারাপ

বড্ড মিস করলাম মন খারাপ

অতিথি লেখক এর ছবি

ঝাকানাকার জন্য অনেক অনেক শুভ কামনা।
-----------------------------------------
Sad Stories

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।