সাবরিনার জন্যে প্রার্থনা

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: বিষ্যুদ, ১৬/০২/২০১২ - ৭:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচল সাবরিনা সুলতানা খুবই অসুস্থ। তার মাসকিউলার ডিসথ্রপি আগে থেকেই ছিল। আজ দুপুরে নিউমোনিয়া পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শ্বাসযন্ত্রের পেশিগুলো ঠিকমতো কাজ করছে না। এ জন্যে বিকেলের দিকে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

সাবরিনা তার শক্তিমান লেখনি দিয়ে দেশে প্রতিবন্ধীদের জন্যে নাগরিক সুবিধা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে সচেতনতা সৃষ্টি করে চলেছেন বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে। তার সংস্থা বি-স্ক্যান ইতোমধ্যেই এ বিষয়ে বিভিন্ন দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

সাবরিনার সাহসী এক নারী এবং জীবনের অনেক বাধা জয় করে এগিয়ে যাচ্ছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন উনি এই অসুস্থতাকে জয় করে শিঘ্রই বাসায় ফিরতে পারেন।

ছবি: 
07/10/2007 - 4:15পূর্বাহ্ন

মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

সাবরিনার আশু আরোগ্য কামনা করছি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ধুসর গোধূলি এর ছবি

সহসচল সাবরিনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি মনেপ্রাণে।

ব্যাঙের ছাতা এর ছবি

সাবরিনার জন্য সুস্থ্যতা কামনা করছি।

তাসনীম এর ছবি

পূর্ণ সুস্থতা কামনা করছি। তাঁর সাহস এবং অদম্য শক্তির কাছে হার মানবে অসুস্থতা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তাপস শর্মা এর ছবি

উনার মতো মানুষের খুব দরকার এই সমাজে। উনি সুস্থ হয়ে ফিরে আসুক আবার আমাদের মাঝে।

অনার্য সঙ্গীত এর ছবি

সাবরিনা আপা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
অনেক শুভ কামনা।

সহসচল যাঁরা আশেপাশে আছেন ওনার, ওনার পরিবারের পাশে থাকুন। উনি নিজে সবসময় মানুষের পাশে থেকেছেন।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাই দ এর ছবি

পূর্ণ সুস্থতা কামনা করছি।

চরম উদাস এর ছবি

মনে প্রানে প্রার্থনা করছি। অবশ্যই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

তিথীডোর এর ছবি

প্রার্থনা করি আপু যেনো জলদি সেরে ওঠেন....

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

হিমু এর ছবি

সাবরিনা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

মৃত্যুময় ঈষৎ(অফলাইন) এর ছবি

মন খারাপ উনার সুস্থ হয়ে ওঠা সমাজের জন্য প্রয়োজনীয়।

উজানগাঁ এর ছবি

অনেক অনেক শুভকামনা। সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসুন আমাদের মাঝে।

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

দ্রুত সুস্থ হয়ে উঠুন-এ কামনা করছি।

তারেক অণু এর ছবি

সাবরিনা আপার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি মনেপ্রাণে।
অবশ্যই উনি শীঘ্রই সুস্থ হয়ে এসে পোষ্ট দিবেন সচলে, মেতে থাকবেন উচ্ছল জীবনে।

ধূসর জলছবি এর ছবি

মন খারাপ মন খারাপ হয়ে গেলো। দ্রুত সুস্থতা কামনা করছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুবই হার্ট ব্রেকিং। নিউমোনিয়া হলো কিভাবে? নিউমাভ্যাক নিয়ে রাখলে মনে এই ঘটনা ঘটার সুযোগ কমতো। মানসিক দৃঢ়তা এবং সবার সহযোগীতায় সাবরিনা ফিরে আসতে পারবেন এই কামনা করি।

দ্যা রিডার এর ছবি

প্রার্থনা করছি যেন উনি দ্রুত আরোগ্য লাভ করেন ।

যুধিষ্ঠির এর ছবি

দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন প্রিয় সাবরিনা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

মন খারাপ করা খবর।
দ্রুত সুস্থতা কামনা করছি।

সাগর এর ছবি

সাবরিনা, উঠে আসুন তাড়াতাড়ি।
এই সমাজটাকে ঝাকুনি দেয়ার জন্য আপনাকে খুব প্রয়োজন।
অনন্ত শুভকামনা।

সুমাদ্রি এর ছবি

সুস্থ হয়ে ওঠো সাবরিনা তোমার অসম্ভব প্রাণশক্তি দিয়ে আবার।

অতিথি অতীত এর ছবি

সাবরিনা আপু জলদি জলদি ফিরে আসুন।

অতীত

অরফিয়াস এর ছবি

সাবরিনার দ্রুত সুস্থতা কামনা করছি, উনার মতো দৃঢ় মানুষের আমাদের সমাজে খুব প্রয়োজন।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অনিকেত এর ছবি

সাবরিনার দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি শিগগীরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তিনি--
অনিঃশেষ শুভ কামনা--

কুমার এর ছবি

সাবরিনাপুর দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রৌঢ় ভাবনা এর ছবি

তাঁর সুস্থতা কামনা করছি।

সুহান রিজওয়ান এর ছবি

সচলের পাতায় আবার সাবরিনা আপার লেখা পড়তে চাই। সুস্থ হয়ে তিনি ফিরে আসুন, এই কামনা রইলো।

সুমিমা ইয়াসমিন এর ছবি

সাবরিনাকে সুস্থ হতেই হবে। অনেক কাজ যে পড়ে আছে...! এত স্বপ্ন, এত পরিকল্পনা...। গতকালও আমাদের কথা হচ্ছিল এসব নিয়ে।
কিছুক্ষণ আগে জানলাম, সাবরিনা আগের চেয়ে একটু ভালোর দিকে। ডাক্তাররা আশা করছেন আগামীকাল আরো উন্নতি হবে। এখনো আইসিইউতে আছেন, অক্সিজেনও চলছে। সবার প্রার্থনার শক্তি সম্পৃক্ত হোক সাবরিনার মঙ্গলে।

সাফি এর ছবি

আপু যেভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে আছেন, সেইভাবে অসুস্থতাকে জয় করে আবার আমাদের মাঝে ফিরে আসবেন খুব শীঘ্রই। এই আশা রাখি।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

সাবরিনা আপু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা করছি।

---------------------
আমার ফ্লিকার

দ্রোহী এর ছবি

কাল রাতে খবরটা শুনে মন খারাপ হয়ে গেছে।

সাবরিনার জন্য শুভকামনা।

নীড় সন্ধানী এর ছবি

আমার দেখা সবচেয়ে অদম্য মনোবলের অন্যতম দৃষ্টান্ত সাবরিনা!!!
আমাদের মতো অকেজো সুস্থ মানুষদের চেয়ে অনেক বেশী সক্রিয় সাবরিনা সুলতানা তার মনোবলের জোরে আবারো সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করছি। সাবরিনার জন্য এক পৃথিবী শুভকামনা। সুস্থ হয়ে আবারো ফিরে আসুন আপনার কর্মজগতে!
হাসপাতাল থেকে পাওয়া খানিক আগের সংবাদে একটু স্বস্তিবোধ করছি।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তদানিন্তন পাঁঠা এর ছবি

উনি খুব শীঘ্রই আবার পূর্ণ উদ্যমে সকল কাজে কর্মে সরব হবেন, এই আশাই করি।

সুমিমা ইয়াসমিন এর ছবি

সাবরিনাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে । শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়েছে আজ। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী কাল বাসায় ফিরবেন তিনি।

পরিবর্তনশীল এর ছবি

খবরটা শুনে আর সাবরিনা আপুর গল্প পড়ে মনটা অসম্ভব খারাপ হয়ে গিয়েছিলো।

আপডেট পড়ে স্বস্তি পেলাম।

ধূসর জলছবি এর ছবি

হাসি

সুমন চৌধুরী এর ছবি

দ্রুত সুস্থ হয়ে উঠুন সাবরিনা

তানিম এহসান এর ছবি

সাবরিনা আপা, তাড়াতাড়ি সুস্থহয়ে উঠে নতুন একটা কাজে আমাদেরকে জড়িত হতে ডাকুনতো। ম্যালাই কাজ বাকি পড়ে আছে .. অপেক্ষায় থাকলাম সবটুকু শুভকামনাসহ।

সাবরিনা সুলতানা এর ছবি

সচল পরিবারের সকলের এতো এতো ভালোবাসায় আমি মুগ্ধ, বিস্মিত! এত অল্পই সময় দিতে পারি এখানে তবুও আমাকে মনে রাখার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাই রেজওয়ান ভাইসহ সচল বন্ধুদের।
আপনাদের সকলের ভালোবাসার টানই বুঝি আবারো আমাকে ফিরিয়ে আনলো সচলায়তনে হাসি

প্রতিটা অনুপ্রেরণামূলক মন্তব্য আমার ভেতরে অদ্ভুদ এক মানসিক শক্তির জোয়ার বইয়ে দিয়েছে।
সবাই ভালো থাকুন। আর ভালো রাখুন।
শুভকামনা নিরন্তর।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মায়ার নেশা কাটাতেই এ তীব্র অস্থিরতা
তবু, মায়ার পাহাড়েই আমার নিত্য বসবাস।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।