আমেরিকা থেকে ব্লগে লিখেন মাশুকুর রহমান। স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তার লেখাগুলো খুবই তথ্যবহুল ও সমৃদ্ধশালী।
উনি এবার পোস্ট করেছেন ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের এনবিসি ও সিবিসি টিভিতে প্রচারিত স্বাধীনতা যুদ্ধ ও এর ভিক্টিমদের নিয়ে কিছু ফুটেজ। আপনাদের জন্যে এগুলো এখানে দেয়া হলো। আশা করছি হয়ত কোনদিন আমাদের সত্যিকারের একটি সমৃদ্ধশালী মুক্তিযুদ্ধের আর্কাইভ হবে যেখানে এগুলো থাকবে ও পরবর্তী প্রজন্ম এগুলো দেখে জানতে পারবে আমাদের সঠিক ইতিহাস। জার্মানীতে স্কুলের ছাত্রছাত্রীদের নাৎসী কন্সেন্ট্রশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয় যাতে তারা বুঝতে পারে গণহত্যার বিভৎসতা। আফসোস আমাদের স্কুলের কারিকুলামে এমন শিক্ষা নেই।
এনবিসি নিউজ (১/৭/১৯৭২): ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ
পাকিস্তানী সৈন্য কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও কর্মচারীদের হত্যার দৃশ্য।
সিবিসি নিউজ (২/২/১৯৭২): খুলনায় গণহত্যা
খুলনায় গনকবর এবং গনহত্যা নিয়ে ফুটেজ। লাখেরও বেশী লোক মারা গেছে এই শহরেই।
এনবিসি নিউজ (২/২০/১৯৭২): ধর্ষনের শিকার আমাদের মা-বোন
পাকিস্তানী আর্মি কর্তৃক গণধর্ষনের বিবরন। ১৩ বছরের মেয়েকেও রেহাই দেয়া হয়নি। তাদের কোলে অনাকাঙ্খিত শিশু, শর্মিলা বোসরা স্বীকার করুক আর না করুক।
মন্তব্য
রেজওয়ান ভাই, অনেক তথ্যমুলক পোষ্ট। মাশুকুর রহমান কে আমাদের অনেক অনেক ধন্যবাদ।
_____________________________
টুইটার
আমাদের স্কুলের কারিকুলামে গণহত্যার ব্যাপারটা লুকানোর চেষ্টা করা হয়, শিক্ষা দেয়া তো দূরের কথা
আমাদের স্কুলের কারিকুলামে গণহত্যা তো বটেই এমন কী মুক্তিযুদ্ধের যথাযথ ইতিহাসও লুকানো হয়!
...এই পোস্টটিকে স্টিকি করা হোক।।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অনেক ধন্যবাদ।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
রেজওয়ান ভাইকে অনেক ধন্যবাদ।
মাশুকুর রহমানের ব্লগের আমি একজন নিয়মিত মুগ্ধ পাঠক। তিনি কিন্তু সচলেরও একজন সদস্য!
হাঁটুপানির জলদস্যু
এই পোস্টটাকে স্টিকি করার দাবি জানাচ্ছি।
হাঁটুপানির জলদস্যু
ধন্যবাদ রেজওয়ান ভাই।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আশা করছি না, একদিন হবেই হবে। হতেই হবে।
====
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
ইমরুল হাসান'র প্রস্তাবটা ভালো। অবশ্য যদিও জানিনা এইখানে এত ভিডিও রাখনের স্পেস আছে কি না। মুক্তিযুদ্ধের অরিজিনাল ফুটেজ তো অনেকই আছে।
মুক্তিযুদ্ধের বই নিয়া কি আর্কাইভ করা যায় ?
______________________________________
পথই আমার পথের আড়াল
জালাল ভাইর কথাটাই রিপিট করছি,
একদিন হবেই হবে, হতেই হবে
অসম্ভব ভাল লাগল, রেজওয়ান ভাই
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
নতুন মন্তব্য করুন