ধন্যবাদ।

রাকিব হাসনাত সুমন এর ছবি
লিখেছেন রাকিব হাসনাত সুমন (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ১০:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে সচল হলাম। যারা নিজগুনে আমাকে সচল হতে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এখানে অনেকেই আছেন যাদের লেখা আগে থেকেই আমার পরিচিত। অনেকেরই ভক্ত পাঠক আমি। খুব একটা ভালো লেখা হয়তো আমার দ্বারা হবেনা। কিন্তু ভালো লেখাগুলো নিয়মিত দেখা ও তাতে স্বনামে মন্তব্য করার সুযোগ তো অন্তত পেলাম। তবে ভালো হোক আর মন্দ হোক আমার টুকটাক লেখা পড়ার মতো যন্ত্রণা কিন্তু সবাইকেই মেনে নিতে হবে। ভালু থাকুন সবাই। আসুন সবাই মিলে একটি সুস্থ, গণতান্ত্রিক ও মৌলবাদ-যুদ্ধাপরাধী মুক্ত সোনার বাংলা গড়ে তুলি।


মন্তব্য

হিমু এর ছবি

প্রিয় সুমন, আপনাকে কেউ নিজগুণে সচল করেননি, আপনিই নিজগুণে সচল হয়েছেন। আপনার এই পোস্টের সুযোগে অনাগত সচলদের উদ্দেশ্যে সবিনয়ে আবারও অনুরোধ জানাই, সচলে নিয়মিত লেখা ও মন্তব্যের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করতে।


হাঁটুপানির জলদস্যু

রাকিব হাসনাত সুমন এর ছবি

আবারো ধন্যবাদ হিমু ভাই।

নিঘাত তিথি এর ছবি

স্বাগতম।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিপ্লব রহমান এর ছবি

সচল সুমন, (বিপ্লব)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই এর ছবি

অভিনন্দন এবং স্বাগতম

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রাহা এর ছবি

সুস্বাগতম... সচল পরিবারে ।
আপনার সুস্থ, গণতান্ত্রিক ও মৌলবাদ-যুদ্ধাপরাধী মুক্ত সোনার বাংলা গড়ার............... এই সুন্দর স্বপ্ন সত্যি হোক সেই প্রত্যাশা
থাকল ।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

শেখ জলিল এর ছবি

অভিনন্দন।
স্বাগতম সচল পরিবারে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

বিপ্রতীপ এর ছবি

অভিনন্দন...
সচল থাকুন...সবসময়

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

সুমন চৌধুরী এর ছবি

স্বাগতম্



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

স্বাগতম।

আসুন সবাই মিলে একটি সুস্থ, গণতান্ত্রিক ও মৌলবাদ-যুদ্ধাপরাধী মুক্ত সোনার বাংলা গড়ে তুলি।

এই ধারণায় অবিশ্বাসীদের সচল হবার কোনও সুযোগ মডুরামেরা রাখবেন না বলেই আমার বিশ্বাস।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নিঝুম এর ছবি

লেখা চলুক জোরেসোরে...
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

জাহিদ হোসেন এর ছবি

আপনার আনন্দটি বুঝতে পারছি। এবার লেখার ভিতরে ছড়িয়ে দিন তাকে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন!

মেরা নাম্বার কাভ আয়েগা মন খারাপ

কল্পনা আক্তার

..............................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রাবাব এর ছবি

স্বাগতম। ল্যাইখ্খ্যা ফ্যালান।

দ্রোহী এর ছবি

অভিনন্দন।
"সুন্দর বাড়ী হল, এবার সুন্দর দেখে একটা বউ আন খোকা।"


কি মাঝি? ডরাইলা?

অয়ন এর ছবি

স্বাগতম

ইশতিয়াক রউফ এর ছবি

স্বাগতম। এবার বুঝবেন, আসল ল্যাঠার মাত্র শুরু!! চোখ টিপি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দীর্ঘ বিরতির পর ব্লগিংয়ে স্বাগতম।
নিয়মিত লিখুন, সচল থাকুন।

রাকিব হাসনাত সুমন এর ছবি

এতো শুভেচ্ছা স্বাগতম !! আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে ব্লগে ... কথা হবে কমেন্টে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।