দৈনিক যায়যায়দিন এ একটি এসএমএস নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে আজ। " মোবাইল ফোনে একটি মেসেজে রাজনৈতিক মহলে তোলপাড়" শীর্ষক প্রথম পাতায় প্রকাশিত সংবাদটিতে দেশের প্রধান কয়েকজন রাজনৈতিক নেতার সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য দেয়া হয়েছে।
মেসেজের শেষ দিকে বলা হয়েছে "কমপক্ষে ১০ জনকে এটি ফরোয়ার্ড করুন। এটা আপনার জাতীয় দায়িত্ব"।
মন্তব্য
মোবাইল নষ্ট...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
এসব ফালতু বিষয় নিয়ে বিশেষ সংবাদ পরিবেশন যাযাদিকেই মানায়!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
যাযাদি-তে মেসেজটি পড়লাম, এত লম্বা মেসেজ কি মোবাইল সাপোর্ট করে?
আমার পরিচিত একজনের মোবাইলে এই অত্যন্ত আপত্তিকর ও দুরভিসন্ধিমূলক মেসেজটি তিনটি এস, এম,এস-এ ভাগ হয়ে আসতে দেখেছি। কেউ কি আসলেই এটি ১০ জনের কাছে ফরওয়ার্ড করেছেন? নাকি একজনই সবাইকে পাঠিয়েছেন? আমার কাছে পাঠানোর নম্বরটি আছে। এমন কি প্রেরকের নামও আছে। কিন্তু শোনা যাক প্রথমে অন্যদের কাছে।
কীরকম মেসেজ দেখতারলাম না।
কমেন্টাইতে পারলাম না।
তবে, হাঁটুতেবুদ্ধি বাহিনীর তথ্যদপ্তরে এইসব কাজের জন্যে বিশেষ লোকজন থাকার কথা।
আবার লিখবো হয়তো কোন দিন
কাঠমোল্লা,টেকমোল্লাদের সাথে পাল্লা দিয়ে এখন অলিভমোল্লাদের উৎপাত ।
১০ জন পাঠালে কি কামিয়াব হবে, না পাঠালে কি গজব পড়বে-সেটা বলে নাই?
----------------------------------------
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন