যুদ্ধাপরাধীদের বিচারে সন্ধ্যায় সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে নবম জাতীয় সংসদ। সিলেট-৩ আসনের আওয়ামী দলীয় এমপি মাহমুদ উস সামাদ ৈচাধুরী সংসদে প্রস্তাবটি উত্থাপন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারেরর ঘোষনা পুনর্ব্যক্ত করেন বলে জানা গেছে। আলোচনায় অংশ নিয়ে রাশেদ খান মেনন ১৯৭৩ সালের আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বিচার আইনে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব করেন।
মন্তব্য
ভাই খবরটা পাওয়া মাত্র দিলাম.....এতো দ্রুত বিশ্লেষন দেয়ার সাহস পেলামনা....স্বপ্ন দেখতে ভয় লাগে....
চোখ থেকে মুছে ফেল অশ্রু টুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই.........
------------------------------------------------------------------------------------
হাতের কাছে ভরা কলস, তবু তৃষ্ণা মিটেনা
হাতের কাছে ভরা কলস, তবু তৃষ্ণা মিটেনা।
----------------------------------------------------------------------------
এখনো স্বপ্নের জগতে আছি কিনা বুঝতে পারছিনা... তবে স্বপ্নটা না ভাংলেই হয়... সব যেনো এক ধাক্কায় শেষ হয়ে যায়...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আমিও বিশ্লেষণের অপেক্ষায়। সুখবররের জন্য ধন্যবাদ।
খবরটা জেনে খুব ভাল লাগছে । আমিও বিশ্লেষণের অপেক্ষায় রইলাম ।
বিশ্লেষণ করতে গেলেই তো মাথার ভেতর যুক্তি খেলাতে হবে । যুক্তি (লজিক) যতক্ষণ চালু থাকবে ততক্ষণ কেউ মিথ্যা স্বপ্ন দেখালেও অন্তত আমরা টের পাব যে মিথ্যা স্বপ্ন দেখান হচ্ছে । কিছু করতে পারি বা না পারি সত্য-মিথ্যার পার্থক্যটা ঠিকি টের পাব । কাজেই চলুন, বিশ্লেষণ হয়ে যাক ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বিশ্লেষণ দাও মিয়া। আগে প্রফেশনাল ব্যাখ্যা শুইনা তারপর অ্যামেচারের ব্যাখ্যা দিমু
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আগে করুক, তারপরে খুশি হবোনে।
খবর শুনে মন ভালো হলো।
তবে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।
আমাদের ঘর এতোবার পুড়েছে...
তবুও আশা থাকে...
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন