প্রৌঢ়ের আত্মকথন
আজ ছয় মাস হলো চা খাই না
বাসায় মেহমান আসলে নেহাত্ ভদ্রতা করে বলি,
এক কাপ চা দেই?
সলজ্জ না শুনলে মনে মনে খুশিই হই
এখনো চা বানানো শিখে কুলাতে পারি নি
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
বারান্দায় মানিপ্ল্যান্ট গাছগুলির যত্ন দরকার
কারনে অকারনে আসি যাই ওদিকটায়
পানি আর দেয়া হয় না ওদেরকে
মানুষই নেই, গাছ দিয়ে কি হবে?
দখিনের জানালাটা খোলা রাখি প্রতি রাতে
যদি তুমি এসে দাঁড়াও এই আশায়
মাথার ওপর ঝাড়বাতিটা দোলে
ওইযে সেবার কিনেছিলাম দার্জিলিং থেকে
নীল রংয়ের আবছা কাচের টুংটাং
এখন আর জ্বালাই না বাতিটা
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
জানো, আর গাড়ি চালাই না
মন থাকে না রাস্তায়
ড্রাইভার চালায়
সেদিন লাগিয়ে দিলো একটা টয়োটার সাথে
কিছু বললাম না বেটাকে
মানুষই নেই, কি হবে নিথুত গাড়ি দিয়ে?
ছেলে দুটো বড় হয়েছে
বিয়ে থা দিতে হয়
তুমি থাকলে এসব নিয়ে কে মাথা ঘামাতো
ড্রইং রুমে বিবিসি দেখতাম আর পা দোলাতাম
এখন টিভির দিকে তাকিয়ে থাকি, দেখি না কিছুই
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
আলমারি থেকে তোমার গয়নাগুলি নামিয়ে দেখি
আলত করে ধরে দেখি
খুঁজি তোমার নরম হাতের ছোয়া
ঘড়ির কাটা ঘুড়ে চলে
আমার চোখে ঘুম নেই
মানুষটাই নেই, কি হবে একলা ঘুমিয়ে ।
আজকাল খুব বেশি ইউনিভার্সিটি যাই না
ক্লাস নেয়া, খাতা দেখা সব টংয়ে উঠেছে
ইচ্ছা করে না
ভালো লাগে না ।
ওরা সব যার যার কাজে যায়
খালি ঘরে একা বসে থাকি
মৃতেরা ফিরে আসে না জানি
তাই দেখা দিতে বলি না তোমাকে
শুধু পর্দার ওপাশে দারিয়ে একবার খুক্ করে একটু কাশো
কিচ্ছু ভালো লাগে না একা একা
কিচ্ছু ইচ্ছে করে না একা একা ।
--রিম সাবরিনা
(একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা)
মন্তব্য
প্রৌঢ়কালের একাকীত্ব অনুমান করতে চেষ্টা করলাম। যোগসূত্রগুলো ছুটে গিয়ে বিয়োগের শুরু। এরপর শূন্যতা। কী করার আছে?
[ অকারন > অকারণ, নিথুত > নিখুঁত, আলত > আলতো, কাটা > কাঁটা, ঘুড়ে > ঘুরে, দারিয়ে > দাঁড়িয়ে ]
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বানান ভুল বোধহয় খুব বেশি হয় আমার। ধরিয়ে দেবার জন্যে থ্যাংক্স। ঃ)
সাবরিনা আপনি পৌঢ়ের অনুভূতিটা ঠিকমত ফুটিয়ে তুলেছেন। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে ঠিক কবিতা হয়ে উঠেনি। একটা গদ্য গদ্য ভাব থেকে গেছে।
তবে আরো কবিতা লিখুন। আপনার কবিতার মধ্যে সম্ভাবনাটা স্পষ্ট।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এটা তো গদ্য কবিতা, গদ্য গদ্য ভাব থাকবেই একটু। দেখি সামনে আরেকটু কাব্যিকতা আনা যায় কি না।
এটা যখন পড়ছি, তখন আমার হাতে এক মগ চা...
ভালো লাগলো কবিতাটা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভাল লেগেছে জেনে খুশি হলাম।
গদ্যের মতন লাগলো কিছুটা। বিয়োগী সুরটা স্পর্শ করে গেলো।
একাকীত্ব লেখায় আটকেছে ভালোভাবেই।
কবিতা গদ্য অত ভাবিনা, পড়তে ভালো লাগলে সব ঠিক।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ধন্যবাদ। কবিতাটা এক প্রতিবেশীকে নিয়ে লেখা। মন্তব্য মনে ধরেছে।
--রিম
আজকে স্বভাববিরুদ্ধ কাজ করেছি। সবার মন্তব্যের উত্তর দিয়েছি। বুঝলাম না কেন একটাও দেখা যাচ্ছে না...
--রিম
সবাইকে ধন্যবাদ কবিতাটা পড়ার জন্যে।
--রিম
অসাধারন,মন ছুঁয়ে গেলো।
[বিষণ্ণ বাউন্ডুলে]
নতুন মন্তব্য করুন