হাতি চড়ুই

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: সোম, ২৬/০৪/২০১০ - ৯:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাতি চড়ুই

মন খারাপের চড়ুইটাকে দানাপানি খাইয়ে খাইয়ে,
আসকারা পাইয়ে পাইয়ে,
এ্যাত্ত বড় একটা হাতি বানিয়ে ফেলেছি
কয়েকটা দিন আদর যত্নে পুষেও দেখেছি।
এখন সে আমাকে খেতে চায়;
কি যে করি প্রাণ যায়।

হাতি চড়ুইকে সমঝে চলি
তাই তাকে আস্তে বলিঃ
মাঝে মাঝে আসতে যেতে,
অল্প সল্প কাউন খেতে;

এখন তুমি কত্ত বড়,
শুড় পেঁচিয়ে আমায় ধর;

আস্ত কলাগাছ খাচ্ছ গিলে,
ছোট ছিলে ভালই ছিলে;

হাতি চড়ুইয়ের পায়ের চাপে মন যে হল চ্যাপ্টা,
ঝাপসা মাথায় ভাবি শুধু কে যেন মোর বাপটা;

এখন আমি মন খারাপের খ্যাতা পুড়ি,
এই যে দেখো সবার মাঝে কানে ধরি;

ইচ্ছে করে হাতির পায়ে দেই ক’খান কিল,
কিন্তু কে দেয় ডাক্তারকে ইয়া বড় বিল;

তাই তো আমি বুদ্ধি করে,
কাক ডাকা এক দুষ্টু ভোরে,
কোত্থকে এনেছি গো বেজায় ভারী ডিম,
হতেও পারে সেখান থেকে রসিক পালোয়ান ভীম;

নিজেকে আজ দিচ্ছি নাকো একটুকুও গাল,
হাতি চড়ুই মর তুমি; তুমি ভুয়া, জাল।

-রিম সাবরিনা


মন্তব্য

লাল-মডু এর ছবি

নিজ ব্লগে প্রকাশিত। আপনার কাছ থেকে আরও চমৎকার লেখা আশা করছি। অসংখ্য ধন্যবাদ।

রিম সাবরিনা এর ছবি

নিজ ব্লগে প্রকাশিত'র মাজেজা ঠিক বুঝলাম না। এটা কি ভাল না খারাপ?? আপনাকেও ধন্যবাদ।

-রিম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।