ফুটপাথের সিদ্ধার্থ

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৭/০৪/২০১০ - ৮:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফুটপাথের সিদ্ধার্থ

সকালের নরম আলো এসে মুখে পড়েছে,
চাদরের ফাঁক থেকে অনিচ্ছার উঁকি দিলাম;
নীল ভাঙাচোরা টয়োটা ড্রাইভিং শেখাচ্ছে,
একজন দুইজন বেরিয়েছে প্রাতঃভ্রমনে,
আমারই কেবল তাড়া নেই;
অলস শুয়ে আছি ফুটপাতের বিছানায়।

ঘর ছেড়েছি অনেকদিন
ভালো লাগে না তাই;
এখন আমার সাথে শুধু আমি
আর তাপ্পি মারা ঝোলা
যেখানে রসায়নের একটা এম.এস;
আর কালকের অর্ধেক খাওয়া বনরুটি।

রিকশার আনাগোনা দেখছি
গাড়ির হাইড্রোলিক হর্নগুলো যেন বুনো ষাড়
ব্যস্ত মানুষ যায় স্কুল অফিস আদালতে
আমিই ভালো আছি;
দেয়ালে ঠেস দিয়ে বসে
চিন্তাহীন, ভ্রান্তিহীন।

দিনের হুড়োহুড়ির পর সন্ধ্যা নামে
চায়ের দোকানদার রুস্তম, আমাকে ওস্তাদ মানে
সযত্নে দিয়ে যায় পাউরুটি-কলা বা ভাত তরকারি
ইটের বালিশ মাথায়,
শুয়ে পড়ি আকাশের দিকে মুখ করে
অভিযোগ নেই, আছে বিচিত্র সুখ।

রাত বাড়ে, মাথার কাছের দেবদারু হয় অশ্বথ বৃক্ষ
আর আমি হই এযুগের সিদ্ধার্থ;
তোমাদের আছে চারদেয়ালের স্থুল রাজত্ব,
আর আমার আছে খোলা ফুটপাথের আঙিনা
আর ফিরে যাব না,
সিদ্ধার্থরা ফেরে না।।

-রিম সাবরিনা


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সিদ্ধার্থরা কি এম. এস. টা রাখে? অবশ্য ফুটপাতের সিদ্ধার্থরা স্বেচ্ছায় হয়না ........ চিন্তিত

অনেক ভাল্লাগছে কবিতাটা।

নহক

অতিথি লেখক এর ছবি

সিদ্ধার্থরা কি এম. এস. টা রাখে? অবশ্য ফুটপাতের সিদ্ধার্থরা স্বেচ্ছায় হয়না ........ চিন্তিত

অনেক ভাল্লাগছে কবিতাটা।

নহক

অতিথি লেখক এর ছবি

সিদ্ধার্থরা কি এম. এস. টা রাখে? অবশ্য ফুটপাতের সিদ্ধার্থরা স্বেচ্ছায় হয়না ........ চিন্তিত

অনেক ভাল্লাগছে কবিতাটা।

নহক

রিম সাবরিনা এর ছবি

ভাল্লাগছে জেনে ভাল্লাগলো। প্রশ্নটা ঠিক বুঝলাম না যদিও।

--রিম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জোহরা ফেরদৌসী এর ছবি

চমৎকার ।
........................................
তোমারই ইচ্ছা কর হে পূর্ণ ....

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

আমি তো ভাবছিলাম শেষে হিমুর কথা বলবেন! যাইহোক শুদ্ধ বাংলায় লেখা কবিতাটি বেশ ভাল লেগেছে... অনেকটা গল্প গল্প ভাব আছে...
--শফকত মোর্শেদ

-----------------------------------------------------------------------------------------------
সহজ কথা যায় না বলা সহজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।