রাত জাগার প্রতি এক ধরনের আকর্ষন কাজ করে। অলস বসে থাকি কিংবা গান শুনি। আর তুচ্ছ ব্যাপার নিয়ে ভাবি। কেমন একটা অপার্থিব শান্তি শান্তি ভাব ভর করে মনে। মাঝে মাঝে হিসেব মেলানোর অপচেষ্টা চালাই। খুব একটা লাভ হয় না তাতে। কারন জীবনের ক্যালকুলাসটা নিউটন সাহেব আবিষ্কার করেন নি, করেছেন স্রষ্টা নিজে।
আজকে অবশ্য একা বসে নেই। কয়েকজনকে জোগাড় করে দল ভারি করে ফেলেছি। এই দলে আছে তিনটা টিকটিকি আর একটা তেলাপোকা। কিন্তু একটু আগে তেলাপোকাটাকে আগ্রহ হারিয়ে আলমারির নিচে আশ্রয় নিতে দেখলাম। অলসতা তার কাছে বাহুল্য। যে কারনে অনেক সৃষ্টি নিঃশেষ হয়ে গেলেও সে টিকে থাকবে বহুকাল। প্রকৃতি তার অলস সন্তানদের বঁচিয়ে রাখে না। বির্বতন নিয়ে টিকটিকিদের মতামত জানতে পারলে খারাপ হত না। কিন্তু ভাষাগত সমস্যা আছে। মুশকিল! ভাব বিনিময়ের বিকল্প খুঁজে বের করতে হবে।
অক্টোবর, ২০০৯
মন্তব্য
লেখাটা পড়ে মনে হচ্ছিল গতকালের ঘটনা। তারিখটা সব এলোমেলো করে দিলো। আরেকটু বড় করার দরকার ছিলো।
আসলেই একটু বড় হলে ভাল লাগত। দেখি সামনে নতুন কিছু লিখতে পারি কিনা। কয়েকটা লেখা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। তাদের আকার আকৃতি দেয়া দরকার।
রিম সাবরিনা
rim.sabrina@yahoo.com
প্রথম প্যারাটা পড়ে বড্ড আকর্ষন অনুভব করেছিলাম গোছানো একটা বড় লেখা পড়ার, কিন্তু হয়ে উঠল না- কারন লেখাটাই যে অনেক ছোট!
-- শফকত মোর্শেদ
lukochuri@gmail.com
আসলেই...বেশি ছোট লেখাটা।
rim.sabrina@yahoo.com
তেলাপোকা আমি একেবারেই সহ্য করতে পারি না ~x(
সাবরিনা সুলতানা
তেইল্লাচোরা ধবংস হউক।
rim.sabrina@yahoo.com
বিষয়টা সুন্দর । আমি রাত জাগি । স্ট্রিম অব কনসাসনেস প্রভবিত লেখা। বড় কোন লেখার আশায আছি। ভালো থাকুন।
------অ্যামেচার-------
harunmr9@gmail.com
স্ট্রিম অব কনশাসনেস বস্তুটা কি? এটা কি খাওয়া যায়?
rim.sabrina@yahoo.com
ভাবছি, অক্টোবর ২০০৯ এ আমি কোথায় ছিলাম?
ছিলেন এই দুনিয়ারই কোন অলি গলিতে...
rim.sabrina@yahoo.com
নতুন মন্তব্য করুন