শিয়ালের দুঃখ
--রিম সাবরিনা
এক যে ছিল হালুম মামা
করত বনে বাস,
হরিণ শিকার ছেড়ে হঠাৎ শুরু
করল ঘাসের চাষ।
বিরাট এক মিটিং ডেকে
জানিয়ে দিলো হেঁকে,
এখন থেকে শিকার টিকার
এক্কেবারে বন্ধ;
তাই শুনে শেয়াল মশাই
খেপে রাগে অন্ধ।
মজার মজার শিকার ছেড়ে
ঘাস খাবো মেপে?
আর নাকের ডগায় খরগোশেরা
ঘুরবে ফুলে ফেপে??
ধ্যাত্তেরিকা, বলল শিয়াল
থাকবো না এই দেশে,
এতদিন শিয়াল থেকে
গরু হবো শেষে?
এই না বলে,
গোটা কতক লুঙ্গি-জামা
পুটলিটাতে বেঁধে,
মনের দুঃখে শিয়াল মশাই
চলল কেঁদে কেঁদে।
মন্তব্য
মজার হইছে।।।
ধন্যবাদ...!
রিম সাবরিনা
হ , এই হইলো আমার দুঃখের কাহিনী
তবে ছড়ায় অনেক ছন্দপতন হইছে, মাত্রাজনিত ভুলও আছে, ধরায়া দেই..
যেমন প্রথম প্যারাতে আমরা হরিণটা বাদ দিতে পারি, তাইলে মাত্রা ঠিক থাকে
দ্বিতীয় প্যারাতে ব্যাপক সমস্যা আছে।
অনেকটা এরকম -
বিরাট এক মিটিং ডেকে
জানিয়ে দিলো হেঁকে,
শিকার টিকার এই বনেতে
বন্ধ এবার থেকে
এইটার জন্য অন্যকিছু আলাদা করে মিলাতে পারেন।
মধ্যের দুই প্যারাতেও মাত্রাজনিত ভুল আছে। শুধু শেষের প্যারাটা নিয়া আরেকটু পাকনামি করি -
এই না বলে, লুঙ্গি-জামা
পুটলি ভরে বেঁধে,
মনের দুঃখে শিয়াল মশাই
চলল কেঁদে কেঁদে।
আশা করি আমার পাকনামিতে মাইণ্ড করেন নাই
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
বাপস্! আসল শিয়াল এসে আমার নকল শিয়ালের জারিজুরি ধরে ফেলছে। কবিতার তো দেখি এক্কেরে পোস্টমর্টেম করে ছাড়ছেন! পছন্দ হইলো!
রিম সাবরিনা
মজার হইছে দেকেতেআছি। এই ধরণের মজার ছড়া-টড়াই মোর ভাল্লাগে, বজ্জেন। অটৈপসি খারাপ লাগলেও খেকশিয়াল ভাইয়ের এইটা শিক্ষনীয় হইছে।
শাফি।
আপনি কি একজন বরিশাইল্যা মনু? হাহাহা...
শিয়ালে সাথে একমত। আমি ব্যাকরণ জানিনা তবে দ্বিতীয় প্যারা ৬-লাইনের হওয়ায় ছন্দ-ভঙ্গ হয়েছিল।
বাহ! ভালো হইছে।
আপু আপনি এখনো কমেন্টের পর নিজের মেইল আর নাম লিখেন কেন? আপনি তো হাচল হইছেনই!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
সরালাম। হাচল মানে কি হাফ সচল?
নতুন মন্তব্য করুন