বৃষ্টি এবং তারপর

রিম সাবরিনা এর ছবি
লিখেছেন রিম সাবরিনা [অতিথি] (তারিখ: রবি, ০১/০৮/২০১০ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টি এবং তারপর

শাড়ির আঁচলে এক মুঠো কাচ পোকা লুকিয়ে,
আজ বের হয়েছিলাম শহরটা দেখবো বলে।

একদিনের বৃষ্টি রঙে রাঙানো এই চিরকালের ধুলির শহর
ব্যস্ত গাড়ি আর উড়ন্ত রিকসার পালে বারো মাসি হাওয়া
শাহবাগের মোড়ে টগর নামের মেয়েটার বেলি ফুলের মালা বেচা
হাইকোর্টের ফুটপাতে পাগলা ফকির এর আজব প্রলাপ
আর আমার খালি পায়ের উদাস পথচলা

শর্মা হাউসে গরম কফিতে সাবধানী চুমুক
ফুলার রোড এর ফুটপাথে অলস গল্পের গুনগুন
পরে থাকা ঝালমুড়ির ঠোঙার দিকে কাকের চতুর চোখ
জলে ভেজা রাধাচুড়া আর কৃঞ্চচুড়ার মুখোমুখি দাড়িয়ে
আর আমার শুধু হেটে চলে যাওয়া

পিচ ঢালা পথে আজ যেনো একটু বেশী কালো
উত্তর-এর ঠান্ডা বাতাস
পশ্চিম এর ঘুম ঘুম সুর্য
একটা দুটা বাদুরের আনাগোনা
হাতের কাচ পোকাদের শুন্যে ছুড়ে
অবশেষে ক্লান্ত পায়ে আমার ঘরে ফেরা

শহর তুমি মাঝে মাঝে এমন এলোমেলো বৃষ্টিতে ভিজো
কাচ পোকাদের ডেকে নিয়ে আবার বেরিয়ে পড়ব তোমাকে দেখতে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালই লেগেছে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রিম সাবরিনা এর ছবি

ধন্যবাদ!! হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

বানান দেইখেন একটু
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রিম সাবরিনা এর ছবি

বাংলা বানান আমার কথা শোনে না। আমিও তার কথা শুনি না। কিন্তু দুজনেরই দুজনের কথা শোনা উচিত।

সুহান রিজওয়ান এর ছবি

পুরাপুরি অফটপিকঃ আজকে শর্মা হাউসে যাওয়া হয়েছে, আপনার কবিতা দেখে তাই ঐখানেই চোখ আটকে গেলো মন খারাপ

_________________________________________

সেরিওজা

রিম সাবরিনা এর ছবি

হাহাহা...কি খেলেন? শর্মা হাউস আমার একটা খুব প্রিয় জায়গা।

মুস্তাফিজ এর ছবি

কবিতা ভালোই লেগেছে। ছবিটাও।

...........................
Every Picture Tells a Story

রিম সাবরিনা এর ছবি

ধন্যবাদ।:) ছবিটা গুগল থেকে নেয়া। এ ব্যাপারে আবার কোন নিয়ম কানুন নেই তো??

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রেফারেন্স থাকা দরকার। বিশেষ করে ছবিটা যদি সচলে আপলোড করেন। নিজের ছবি না হলে সচলে আপলোড করা মনে হয় ঠিক নয়। ছবির ইউআরএল ব্যবহার করে লিংক দিতে পারেন।

রিম সাবরিনা এর ছবি

ছবির ইউআরএল দিয়ে দিলাম।
http://blogs.eveningsun.com/mull/2008/05/rain_rain_didnt_go_away_now_we.html

প্রকৃতিপ্রেমিক এর ছবি

Rain rain go away
Come again another day..

অতিথি লেখক এর ছবি

....................................
ফুলার রোড এর ফুটপাথে অলস গল্পের গুনগুন
পরে থাকা ঝালমুড়ির ঠোঙার দিকে কাকের চতুর চোখ
জলে ভেজা রাধাচুড়া আর কৃঞ্চচুড়ার মুখোমুখি দাড়িয়ে
আর আমার শুধু হেটে চলে যাওয়া .........

অনেক কিছু মনে পড়ে গেল। সেই ছোটবেলা থেকে এই লাইনগুলো আমার জীবনে ঘটে আসছে। কিন্তু এত সহজে কখনও বলতে পারিনি। আপনাকে ধন্যবাদ।
ইদানীং আর ফুলার রোডে যাওয়া হয় না। দেখি সময় করে যাবো একদিন।

পলাশ রঞ্জন সান্যাল

রিম সাবরিনা এর ছবি

নিশ্চয়ই যাবেন ওদিকে সময় করে। যান্ত্রিক জীবন থেকে বেরোবারও দরকার আছে...

অতিথি লেখক এর ছবি

শাড়ির আঁচলে এক মুঠো কাচ পোকা লুকিয়ে,
দারুণ উপমা!
যদিও উড়ন্ত রিকশা ঠিক বুঝিনি কারণ ঢাকার রিকশা এখন জ্যামে কেবল ঝিমই পারে, চলতে পারে না...।

জহিরুল ইসলাম নাদিম

রিম সাবরিনা এর ছবি

আসলেই, ঢাকা এখন বাসের অযোগ্য।

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

ভালো লাগলো।

রিম সাবরিনা এর ছবি

পাঠকের ভালো লাগাতেই লেখকের ভালো লাগা...

অতিথি লেখক এর ছবি

শহর তুমি মাঝে মাঝে এমন এলোমেলো বৃষ্টিতে ভিজো
কাচ পোকাদের ডেকে নিয়ে আবার বেরিয়ে পড়ব তোমাকে দেখতে।

ভাল লাগলো

রিম সাবরিনা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!

অপর্ণা হাওলাদার  [অতিথি] এর ছবি

রিম আপু , ভাল্লাগছে হাসি

চন্দ্রবিন্দুগুলা একটু গোলমাল হইছে আপু আর কৃষ্ণ (ষ + ণ )

টাটা বাই বাই ------

রিম সাবরিনা এর ছবি

আররে অপর্না বেগম! দিল খুশ হয়ে গেল তোমাকে এখানে দেখে...

রাশেদ লতিফ এর ছবি

লেখা টিতে চোখ আটকে গেলো, বুক মার্ক করলাম, শেয়ার করার কোনো ব্যাবস্থা নেই কেন এই ফোরামটাতে?

রিম সাবরিনা এর ছবি

i feel honored! no, unfortunately no scope to share on sachalayatan. . to.

রিম্মী চৌধুরী [অতিথি] এর ছবি

খুব্বি ভাল লাগল পড়ে।

অসাধারন...।।

প্রকৌ: রিপন খান এর ছবি

.......ভালো লেগেছে........কাজ আমাকে প্রিয় শহর থেকে দুরে রেখেছে.....আপনি কাছে নিয়ে গেলেন......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।