বেলা তিনটায় 'লাঞ্চো' সেরে অফিসে বসে একটু ঝিমাচ্ছিলাম। তারিক আজিজ এসে প্রস্তাব দিল চলেন বইমেলায় যাই। তার কুপ্ররোচনায় অফিস ফাঁকি দিয়ে বইমেলায় চলে গেলাম। ২০১৪'র মেলায় আজকেই প্রথম যাওয়া। সেই আনন্দে দু'শ টাকা দিয়ে একটি সিএঞ্জি চালিত অটোরিক্সা ভাড়া করে ফেললাম। এবারের মেলা দুই অংশে বিভক্ত। শিশুতোষ বইয়ের প্রকাশনী এবং সরকারি প্রতিষ্ঠানের স্টল বাংলা একাডেমির ভেতরে আর বাকিরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে। একাডেমি চত্তরে আজকে যাইনি। উদ্যান বেশ ফাঁকা ফাঁকা, প্রশস্ত। হারেরেরে রেরে করে "গ্রন্থ মেলা গ্রন্থ মেলা অমর একুশে গ্রন্থ মেলা" টাইপের থিম সং এর উৎপাত নাই এবার।
প্রথমেই গেলাম সেবা প্রকাশনীতে। দুজনে মিলে গোটা ত্রিশেক বই কিনে ফেললাম সেখানে। হেনরি রাইডার হ্যাগার্ডের দুটো নতুন অনুবাদ এসেছে। "ফিনিশড" এবং "হিউ হিউ অর দ্য মনস্টার"। এছাড়া "অতল পৃথিবী", "স্বর্ণকীট" এবং "হিচ-হাইকার"ও কিনে ফেলেছি। তিনটাই চমৎকার কিছু অনুবাদ গল্পের সংগ্রহ। স্বর্ণকীট এবার নতুন এসেছে। লম্পট রানার সাম্প্রতিক অবস্থা যাচাই করার জন্য মাসুদ্রানা সিরিজের নতুন কয়েকটা বইও কিনলাম।
সবগুলো বই কাঁধে ঝুলিয়ে কিছুদূর হাঁটতেই ছুডুবেলার বান্ধবী সুমি'র সাথে দেখা। সে এখন সেলিব্রেটি হয়ে গ্যাছে। একাত্তর টিভিতে নানান অনুষ্ঠান উপস্থাপনা/পরিচালনা ইত্যাদি নিয়মিত করে থাকে। একাত্তর টিভির লুকজনের সাথে জনসমক্ষে 'মিলামিশা' বিপদজনক। তারপরেও ঝুঁকি নিয়ে তার সাথে বেশ কিছুক্ষন আড্ডা হলো। ট্যাড়া চোখে তার হাতে ধরা মাইক্রোফোনের দিকে কয়েকবার তাকালেও সে আমার একটা সাক্ষাতকার পর্যন্ত নিল না! আমার চেহারা নাহয় একটু দুধে আলকাতরা, তাই বলে একটা মিছেমিছি ইন্টারভ্যু নিলে কী এমন ক্ষেতি হত? আমরা কি এই সুমি চেয়েছিলাম?
এরপর আমরা দূর্দশা দেখার আশা নিয়ে অন্যপ্রকাশের সামনে গেলাম। সে আশায় গুড়েবালি। অন্যপ্রকাশের উচিৎ টোকেন সিস্টেমের মাধ্যমে বই বেচা। মেলার বাইরে টোকেন মেশিন থাকবে, যে বই আপনি অন্যপ্রকাশ থেকে কিনতে চান তার একটা টোকেন সেই মেশিন থেকে সংগ্রহ করে দাঁড়িয়ে থাকবেন। আপনার সিরিয়াল এলেই দ্রুত কাউন্টারে যেয়ে টাকা দিয়ে বইটি সংগ্রহ করে বাড়ির পথ ধরবেন। টাকা দেয়ার প্রসঙ্গে আরেকটি ঘটনা মনে পরল। তারিক বাংলা একাডেমি থেকে একটা অভিধান কিনেছে। তার দাম এসেছে দুইশ চব্বিশ টাকা। বাংলা একাডেমির সেলসম্যান তাকে বলেছে দুইশ চব্বিশ টাকা ভাংতি দ্যান। কোন খুচরা দিতে পারবো না। (নিলে নেন, নাইলে নাই)
মেলা থেকে ফিরে আসার আগে দেখা হল প্রভাবশালী এলাকা কারওয়ানবাজারের উপসর্দার ও আইভরী কোষ্ট ফিরত উপন্যাসিক আমিষুল হকের সাথে। প্রথমা থেকে তারিক একটা বই কিনেছে গর্ভকালীন জটিলতা বিষয়ক। যেহেতু প্রথমা থেকে বের হয়েছে সূতরাং এটাতে আমিষুল হকের অটোগ্রাফ দেয়া উচিৎ, এই বলে তারিক কিছুক্ষন গাইগুই করেও শেষ পর্যন্ত আর অটোগ্রাফ নিতে যায়নি। একেবারে শেষ মুহূর্তে কুটি কুটি টেকা দামের বইয়ের দোকান পাঠক সমাবেশে যেয়ে পকেট খালি করে শহীদুল জহির সমগ্র কিনে ফেলেছি। পরে অবশ্য শহীদুল জহিরের সমস্ত জীবনের সাহিত্যকর্ম মাত্র ১৩১৫ টাকায় কিনে ফেলতে পেরে একটু লজ্জাই লাগলো।
মন্তব্য
হায় বইমেলা !!
বইমেলা আসলেই মনটা এত ছটফট করতে থাকে, বোঝানো সম্ভব না।
লেখা এত ছোট কেন? আমরা যারা দূরে থাকি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করি বইমেলার গল্প শোনার জন্য। গল্প শুনে দুধের সাধ পানিতে মেটান আর কি।
তার মাঝে পড়ার আগেই শেষ টাইপের লেখা আরও কষ্ট দেয়।
এর পরের পর্ব যেন অনেক বড় হয় আর অনেক অনেক বিস্তারিত লেখা আসে বইমেলা নিয়ে।
দ্বিতীয় লাইনে বইমেলায় - বইলেমায় হয়ে গেছে, ঠিক করে দিবেন নাকি?।
শুভেচ্ছা রইল।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
বড় লেখা লিখতে আলসেমি লাগে, পারিও না। তবে এবার বইমেলা নিয়ে নিয়মিত লেখার ইচ্ছা আছে। দু'আ কইরেন যেন প্রতিদিন বইমেলা যেতে পারি
বানান ভুল ঠিক করে দিলাম। ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও শুভেচ্ছা।
এই উপলব্ধিটা ভাল লাগলো।
দেশে আসার কোন পরিকল্পনা আছে এবার?
১। তারেকাণুর পৃথিবীর পথে পথে বইটি নেননি?
২। এবার মাহমুদুল হকের সমগ্র কেনার ইচ্ছে আছে( বছর দুই আগে মুজতবা সমগ্র কিনে এখনো ২য় খন্ড শেষ করে তৃতীয় খন্ডে যেতে পারিনি) উনার লেখার পরিমানও যথেষ্ট কম আশা করছি ওই দামের আশে পাশেই কিনে আমিও লজ্জিত হওয়ার চেষ্টা করবো
মাসুদ সজীব
১। সচলদের বই কেনার জন্য একটা বিশেষ দিন বরাদ্দ করা হবে, যাতে সর্বোচ্চ সংখ্যক সচলের অটোগ্রাফ নিশ্চিত করা যায়।
২। গতবছর আমিও মুজতবা আলী সমগ্র কিনেছি, যদিও খুব সামান্য পড়া হয়েছে। মাহমুদুল হকের সমগ্র কোন প্রকাশনী আনছে? আমার কাছে অবশ্য সবগুলোই আছে প্রায়।
১।হুম ভালো বুদ্ধি, আমাকেও আওয়াজ দিয়েন আসার ট্রাই নিমু।
২। বই শুধু জমছে, পড়বো পড়বো করা আসলে পড়া হয়না অনেক কিছু। বই মেলা আসলে কয়েকদিন আবেগের ঝড়ে মাসখানিক তুফান গতিতে পড়ি তারপর ঝড় থেমে যায় বই পড়া কমে যায়। বইগুলোর দিকে তাকিয়ে ভাবি আরেকটু অবসর পেলেই আবার শুরু করবো, এই করেই বছর বছর ফাঁকি দিয়ে যাচ্ছি। আমি ঠিক জানিনা ওনার সমগ্র আছে কিনা, খোঁজ নিতে হবে। আমি শুধু দুইটা বই পড়েছি উনার, কালো বরফ এবং জীবন আমার বোন। আপনার কাছে উনার লেখা কয়টি এবং কোন কোন বইগুলো আছে কষ্ট করে জানাবেন।
মাসুদ সজীব
১। কালো বরফ
২। জীবন আমার বোন
৩। নিরাপদ তন্দ্রা
৪। প্রতিদিন একটি রুমাল
৫। অশরীরী
৬। খেলাঘর
৭। অনুর পাঠশালা
৮। অগ্রন্থিত গল্প
মাহমুদুল হকের এই আটটা বই আমার সংগ্রহে আছে।
এগুলোর বাইরে আছে পাতালপুরী, মাটির জাহাজ আর চিক্কোর কাবুক। সবগুলোই সাহিত্য প্রকাশের স্টলে পাবেন। বিশেষ করে মাটির জাহাজটা পইড়েন। অসাধারণ
______________________________________
পথই আমার পথের আড়াল
হিয়ার কামস দ্য লিভিং লিজেন্ড নজু ভাই। এই তিনটা বুক শেলফের চিপায় পরে ছিল। এগারটাই আমার আছে
http://www.flickr.com/photos/24099247@N00/12308578916/
প্রতিদিন একটি রুমাল, অগ্রন্থিত গল্প আর চিক্কোর কাবুক সংগ্রহে নেই। ফ্যাঁচ ফ্যাঁচ।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
মাসুদ সজীব
মাহমুদুল হকের সমগ্র নেই। আপাতত সমগ্র প্রকাশের সম্ভাবনাও নেই। যেহেতু প্রায় সব বই-ই আলাদাভাবে পাওয়া যাচ্ছে। গ্রন্থাকারে যা প্রকাশ পেয়েছিলো তার বেশিরভাগটাই সাহিত্য প্রকাশের স্টলে পাবেন।
তবে গ্রন্থাকারে প্রকাশিত সব লেখা এখন পাওয়া যায় না। মাহমুদুল হক প্রচুর লিখেছিলেন। বেশিরভাগই লাপাত্তা এখন।
তাঁর করা অসাধারণ কিছু অনুবাদ এখন পাওয়া যায় না (যদিও আমি চিপা দিয়ে পড়ে ফেলতে পেরেছি)। হয়তো সেগুলো একসময় বই আকারে আবার বাজারে আসবে।
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই অনেকদিন তো পার করলেন আইলস্যামি কইরা, এইবার লেখা ছাড়েন। নইলে আপনার বিরুদ্ধেও একখান সুষ্ঠু নিরপেক্ষ আর্ন্তজাতিক মানের তদন্ত দল গঠন করা হবে, আপনার আইলস্যামির পাশাপাশি বাকশালী আর ফ্যাসিবাদী আচরনেরও সুষ্ঠু বিচার করা হবে বলে রাখলুম
মাসুদ সজীব
ধন্যবাদ।
নোমান২৯
হাহা, আমি এই বই বিনে পয়সায় পেয়েছিলাম। বাড্ডে গিফট।
বইমেলা মিস করছি...
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই জেবনে কিচুই গিফট পেলাম না
তারিক আজিজ নামটা শুনলেই কেমন সাদ্দামের কথা মনে পড়ে যায়।
আর, দুধে আলকাতরা রংটা খারাপ না। মাসান মাসুদ, ড্যানজেল ওয়াশিংটন, উইল স্মিথ এসব হিরোরা কেউ তো আপনার চেয়ে ফর্সা ছিল না।
শুভেচ্ছা
সেটা আমি বুঝে কী ফায়দা, সুমি তো বুঝলো না
আপনাকেও শুভেচ্ছা।
বারী, হিউ হিউ তো বেশ আগের বই। আর "স্বর্ণকীট" এবং "হিচ-হাইকার" চমৎকার গল্প সংকলন। তবে, বিশেষ করে হিচ হাইকারে অনীশ দাস অপু সম্পাদকের সুবিধা নিয়ে নিজের বেশ কয়েকটা গল্প ঢুকিয়ে দিয়েছে যা বেশ পীড়া দায়ক!!
আমার তো আজই যেতে ইচ্ছে করছে শহীদুল জহিরের সমগ্র কেনার জন্য!!
সচলের লেখকদের বইয়ের জন্য আসলেই একটা আলাদা দিন থাকা উচিৎ - অটোগ্রাফও নেয়া হবে, দিনভর টুকরো টুকরো সচলাড্ডাও হয়ে যাবে!!
____________________________
অতল পৃথিবীও অনীশ দাস অপু'র সম্পাদনা। নিজের কয়টা ঢুকিয়েছে এখনো দেখিনি। হিউ হিউ মনে হয় গত বইমেলার পরে বের হয়েছে। সেবা'র বই আজকাল বইমেলা ছাড়া তেমন কেনা হয়না। তাই হিউ হিউ কেও এই মেলার নতুন বই হিসাবে বিবেচনা করলাম আর কি।
শহীদুল জহির সমগ্র-এর প্রচ্ছদ, বাঁধাই, প্রিন্ট সবই অত্যন্ত চমৎকার। দ্রুত কিনে ফেলেন।
বইমেলা নিয়ে কিছু ভাবনা আছে... সেগুলো নিয়ে আলাদা একটা পোস্ট দিবো। পরপর দু'দিন গেলাম। নিয়মিত যেতে পারবো কি না জানি না এখনো। চেষ্টা করবো।
আপনি সিরিজ করেন, প্রতিদিন লিখেন বইমেলার আপডেট
______________________________________
পথই আমার পথের আড়াল
প্রতিদিন যেতে পারবো না মনে হয়। আশা করি এইবার আপনার সাথে দেখা হবে মেলায়। তাড়াতাড়ি পোস্ট দেন।
গিয়েছিলাম আজ। নতুন জায়গায় ভালো লেগেছে। শহীদুল জহিরকে নিয়ে আপনার উপলব্ধি দারুন লাগল। এভাবে ভেবে দেখি নাই
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
আপনার বই দেখলাম তো মনে হয় মেলায়, "সান্ধ্যকালীন ট্রেনে গোপন যাতায়াত"। হরিশংকার জলদাস মুখবন্ধ লিখেছেন। সচলদের বই যেদিন কিনবো সেদিন আপনারটাও কেনার ইচ্ছা আছে।
এই পোস্ট ব্যক্তিগত ব্লগে সরায়া ০০২ ছাড়েন দেখি।
..................................................................
#Banshibir.
আপনের থিবো সাব কুতায়
আজ বিকেলে আসব, গেলে আওয়াজ দিয়েন--
facebook
শুক্র-শনি অবশ্যই যাব। এই দুই দিন দেখি পারা যায় কিনা
প্রথমদিন যেয়ে বই কিনলাম কয়েকটা কিন্তু মেলায় আরাম পেলাম না, ভাগ হয়ে যাওয়া জিনিস দেখতে ভাল লাগে না। পোস্ট ভাল্লাগছে।
নতুন মন্তব্য করুন