জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়েছে-এই সংবাদে উৎফুল্ল দেখছি অনেকেই। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন-শিগগিরই ছাড়া পেয়ে যাবে নিজামী। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার বাংলাদেশের অধিকাংশ মানুষ। কিন্তু নিজামীকে একজন যুদ্ধাপরাধী হিশেবে গ্রেফতার করা হয়নি। গ্যাটকো দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং খুব বেশি উৎফুল্ল হবার কিছু নেই।
৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের উত্থান এবং ধীরে ধীরে রাষ্ট্রক্ষমতায় তাদের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠায় আমাদের স্বৈরসামরিকশাসক-ক্ষমতা লোভী রাজনীতিবিদ-রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিষয়ে লিখতে গেলে সাতখন্ড রামায়ন লিখতে হবে। আমি শুধু প্রাসঙ্গিক বিবেচনায় আমার একটি অপ্রকাশিত ছড়ার ঘটনা বয়ান করি।
নব্বই-এর দশকের প্রারম্ভিককাল। এক সন্ধ্যায় আমি গেছি আজকের কাগজের ধানমন্ডি অফিসে। আমাকে পেয়ে বার্তা সম্পাদক আবু বকর চৌধুরী এবং চিফ রিপোর্টার সৈয়দ বোরহান কবীরকে বেশ উৎফুল্ল মনে হলো। এক কাপের জায়গায় পরপর দুকাপ চা এলো। এ কথা সে কথা বলে আমাকে আটকে রাখা হচ্ছে , বুঝতে পারলাম। কিন্তু ঝেড়ে কাশছে না দুজনের কেউই। সৈয়দ বোরহান কবীর টেলিফোনে বারবার কারো সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে অবশেষে বললো- ‘একটা ছবির ক্যাপশন লেইখা দিয়া যান রিটন ভাই। ক্যাপশনটা হইতে হইবো ছড়ায়।’
বোরহানকে বললাম-‘ঘটনা কি মিয়া খুইলা বলো!’
বোরহান যা বললো তাতে তো আমার মেজাজটা গেলো বিগড়ে। কিছুক্ষণ আগে সংসদ ভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতা আবদুস সামাদ আজাদ জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে কোলাকুলি করেছেন। আর সেই ছবি ক্যামেরাবন্দি করেছে ফটোসাংবাদিক। ছবিটা ছাপা হবে আগামীকাল দৈনিক আজকের কাগজের ফ্রন্টপেজে।
কিছুক্ষণ চুপচাপ ঝিম মেরে বসে থেকে চরম হতাশা আর অপমানে বিপন্ন ও বিষন্ন আমি নিউজপ্রিন্টের প্যাডে খসখস করে লিখলাম-
কোলাকুলি হয়ে গেলে নিজামী ও সামাদের
তাতে কিছু এসে যায় তোমাদের? আমাদের??
-এসে যায় এসে যায় এসে যায়,
তিরিশ লক্ষ প্রাণ, স্বাধীনতা, সম্মান / গ্লানি আর অপমানে
ভেসে যায় ভেসে যায় ভেসে যায়^^^^
বকর আর বোরহান ক্যাপশনটি পাঠ করে উচ্ছ্বসিত। তৃতীয় কাপ চা শেষে বাড়ি ফিরে এলাম।
পরদিন সকালে আজকের কাগজের ফ্রন্টপেজে নিজামী-সামাদ আজাদের কোলাকুলির ছবিটা খুঁজি। পাইনা। ব্যাকপেজে খুঁজি। পাইনা। পুরো পত্রিকা তন্নতন্ন করে খুঁজি। নেই। দৈনিক পত্রিকায় নিউজ যেমন ‘কিল’ করা হয়, তেমনি কিল করা হয়েছে নিজামী ও সামাদ আজাদের কোলাকুলির এই ছবিটাও।
মন্তব্য
সহমত...আনন্দে আটঁকানা হবার মতো আসলে কিছু ঘটেনি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ধন্যবাদ বিপ্রতীপ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
রিটন ভাইয়ের লেখা আর বিপ্রতীপ এর মন্তব্যের সাথে একমত
তবে “আল্লাহর আইন আর সত্ লোকের শাসন” কায়েম করার যে দল.. তার প্রধানের দুর্নীতির দায়ে আটক হওয়া একবারেই কোন গুরুত্ব বহন করেনা, এমনটা আমার মনে হয়না !
রিটন ভাই, বহু বছর আগে লেখা সেই ছড়াটি এখনও সমসাময়িক.. শুধু কুশীলব পরিবর্তন হয়েছে এই যা !
ভালো কথা, এখন আপনি পুরোপুরি সুস্থ্ তো?
সত্ লোকের শাসন - এ সমস্যা নাই, খালি আল্লাহ্র আইন টা না টানলেই ভাল ছিল।
ধন্যবাদ আকতার।
কিন্তু আমার মনে হয়।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
এই গ্রেফতার আসলেই কোন আলাদা গুরুত্ব বহন করে না কিছুটা মানসিক সান্তনা ছাড়া।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
- আমাদের দেশীয় শূকরের পশ্চাৎদেশ হতে নির্গত রাজনীতিবিদদের কারণেই ঐ বেজন্মাগুলোর এতো বাড় বেড়েছে।
আজন্ম ঘৃণা থাকবে উভয়ের প্রতি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ।
আমৃত্যু ঘৃণা থাকবে আমার।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আজকের কাগজে এ আবার নতুন কি?
তবে ক্যাপসন ছড়াটা আসলেই মোক্ষম ছিলো। আফসোস আমাদের রাজনীতি চরিত্র...
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুধু আজকের কাগজকে দোষ দেয়া ঠিক নয়।
দেশের সব পত্রিকাতেই এমনটি ঘটে।
এমনকি প্রগতিশীলতার লিজ গ্রহণকারী পত্রিকাতেও।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
সামাদ তো সামাদ
কিন্তু শেখ মুজিবের আওয়ামিলীগ যখন জামাত কে নিয়ে ক্ষমতায় যাওয়ার আন্দোলন করে একসাথে
তখন আমাদেরকে হা হয়ে বসে থাকতে হয়...
আমি তো সেটাই বলতে চেয়েছি।
আমার লেখায় ব্যাপারটা ক্লিয়ার হয়নি বোধ হয়।
সামাদ আজাদের সেই কোলাকুলিটা তার ব্যক্তিগত কোলাকুলি ছিলো না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি কোলাকুলিটা করেছিলেন নিজামীর সঙ্গে।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আজকের কাগজেরই এই অবস্থা! বাকীরা কি করবে? ওরা তো সবাইকেই 'কিল' করবে। জঘন্য কাহিনী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বাকিরাও করে, শুধু আজকের কাগজকে দোষ দিয়ে লাভ নেই।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
নিযামীকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও হতে পারে। দুর্ণীতি মামলায় বেকসুর খালাস করে দিয়ে প্রমাণ করতে পারবে, নিযামী ফেরেশতার মত লোক, তত্ত্ব সরকার যে জামাতের প্রতি নমনীয় না, ফাঁকতালে তা ও প্রমাণ করা যাবে। গোআ নাগরিকত্ব মামলার মত এইডা সার্টিফিকেটের গ্রেপ্তার হওয়া খুবই স্বাভাবিক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আপনার চিন্তাটা আমার পছন্দ হয়েছে।
ভাই আপনি ঠিক কথা বলেননি বরং তার চেয়েও বেশি যথাযথ কথা বলেছেন। আমাদের দেশে এ জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি................
ধন্যবদ রিটন ভইকে.........
অদ্ভুদ আঁধার এক
হুঁ ... খুবই সুক্ষ্ণ চাল ...
মন্তব্যে (বিপ্লব)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
অচ্ছ্যুৎ বলাই, দুর্দান্ত, আতিথি লেখক এবং শামীমকে ধন্যবাদ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
সচলে কোন চায়ের কাপের ইমোকটিন নাই, থাকলে মজাদার ক্যাপশন সচলে শেয়ার করার জন্য আপনাকে চতুর্থ কাপ চা দিতাম।
-----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
চতুর্থ কাপ চা পাওনা রইলো।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
বরাবরের মতন বলছি-ভাল থাকুন। ভাল লিখুন। আমরা আছি। আমরা দেখব। আমরা পড়ব। এবং....আমরাই মন্তব্য দেব।
-নাফে মোহাম্মদ এনাম।
অনেক ধন্যবাদ নাফে মোহাম্মদ এনাম।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
এই পোস্ট পড়ে মনে পড়ে গেল রিটন ভাই আর আমীরুল ভাইয়ের একটা যৌথ বইয়ের নাম - রাজাকারদের ছড়া ।
সে তো অনেক কাল আগের কথা , বোধহয় ৮৮/৮৯ সাল ।
গণকবর ও মুক্তিবাহিনী, ন্যাট জিও, ১৯৭২
কোলাকুলি হয়ে গেলে নিজামী ও সামাদের
তাতে কিছু এসে যায় তোমাদের? আমাদের??
এসে যায় এসে যায় এসে যায়,
তিরিশ লক্ষ প্রাণ, স্বাধীনতা, সম্মান
গ্লানি আর অপমানে
ভেসে যায় ভেসে যায় ভেসে যায়...
---
গণমাধ্যমে সেন্সর আর সেলফ-সেন্সর ছিলো, আছে, থাকবে। যেনো যে গল্পের শেষ নেই।...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ঠিক।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধন্যবাদ।
আমার আর আমীরুলের যৌথ ছড়ার বইটির নাম ছিলো ‘রাজাকারের ছড়া’।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধন্যবাদ।
আমার আর আমীরুলের যৌথ ছড়ার বইটির নাম ছিলো ‘রাজাকারের ছড়া’।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
শুধু কি তাঁরাই? এতোদিন পর পড়লেও অসাধারণ মনে হলো আমারও। স্রেফ অসাধারণ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
স্রেফ ধন্যবাদ আপনাকে!আপনি এতো লেখেন কিভাবে?
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আমি এতো লিখি?
আমি তো মহাফাঁকিবাজ! আমার যাবতীয় লেখা পিচ্চি সাইজের!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কোনো কাজে লাগবে কি না জানি না, তবে এইসব নেপথ্যগল্প লিপিবদ্ধ হয়ে থাকা দরকার মনে হয়।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমারো তাই মনে হয়।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কোনো কাজে লাগবে না।
দৃশ্যমান গল্পই কাজে লাগে না আর এইগুলো তো নেপথ্যগল্প!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধরা যাক, এখন থেকে ২০ বা ৫০ বছর পরে কেউ সামাদ-নিজামীর কোলাকুলির ছবি (আশা করি এর কপি কোথাও না কোথাও আছে) এবং আপনার এই লেখাটা পেয়ে গেলো, সেটা কি ইতিহাসের কাজে লাগবে না? আজ হয়তো অকিঞ্চিৎকর মনে হচ্ছে, পণ্ডশ্রম মনে হচ্ছে, ভবিষ্যতের কথাও ভাবা দরকার। কী বলেন?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
রাজাকাররা মারা গেলে, তাদের কবরও কি বাংলার মাটিতে হবে? বাংলার মাটি কি এতবড় হিপোক্রেসি মেনে নেবে?
-সাহোশি
নিজামীর জেলে যাওয়ায় যারা উৎফুল্ল হচ্ছেন তাদের কথা ভেবে আমার নিজের জীবনের একটা গল্প মনে পড়ে গেল-
বেশ কয়েক বছর আগে আমার এক বন্ধুর বাবা মারা গেলেন। বন্ধুকে স্বান্তনা দেবার মতো কোন কথা আমরা খুঁজে পাচ্ছি না, এমন সময় আমাদের এক বন্ধু যার বাবা মারা গেছেন তাকে উদ্দেশ্য করে বলে উঠল, দোস্ত মন খরাপ করিস না, তোর বাবা শবেকদরের রাতে মারা গেছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে?
-সাহোশি
(বিপ্লব)
নতুন মন্তব্য করুন