এন্টিছড়া > পনিটেলে চৈড়া

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: শনি, ০২/০৮/২০০৮ - ৯:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তাই তাই তাই
পনিটেলে চৈড়া গাধায় দেশ ভ্রমণে যায়।
ঘুর্তে ঘুর্তে গাধায় গেলো হীরক রাজার দেশে
যেইখানে ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর গানের সুরে কাশে।
যেই দেশেতে মুড়ি মুর্কির একই সমান দাম
সেই সে দেশে গিয়া গাধায় পেলো রে সম্মান।
আয় ছেলেরা আয় মেয়েরা পনিটেলে চড়ি
পনিটেলে চৈড়া চলো গাঙ হাঁত্রাই।


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

এটা কী লিখলেন? আপনি কি আসল রিটন? নাকি নকল, দুই নম্বরী কেউ?

এতো বছর যে রিটনের ছড়ার সঙ্গে পরিচিত, তার সঙ্গে এটা একেবারেই যাচ্ছে না। অন্ত্যমিলের গোলমাল যে কেউ ধরতে পারবে। ছন্দজ্ঞান আমার একেবারেই নেই, তবু মনে হয় সেখানেও কিছু গড়বড় আছে।

সত্যিকারের রিটন হলে প্রশ্ন করি, আপনি কি প্রকৃতিস্থ আছেন? নাকি DUI (Driving Under Influence-এর মতো এটা WUI (Writing Under Influence)-এর কেস?

আমি আপনাকে নিয়ে সত্যিই উদ্বিগ্ন হচ্ছি। আপনি গাধাকে পনিটেলে তুলে দিয়েছেন। ক্যাম্নে কী? এই নামের কেশবিন্যাসটি বড়োজোর মশা-মাছি বা মৌমাছির ভার নিতে পারবে, তাই বলে আস্ত গাধা মাথায় তুলে দেবেন? কাব্যে-ছড়ায় এই ধরনের স্বাধীনতা অবশ্য জায়েজ আছে, গদ্যে লিখলে আমাকে লোকে পেটাবে। কেন যে পদ্য লিখি না!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

লুৎফর রহমান রিটন এর ছবি

সংবিধিবদ্ধ সতর্কিকরণটা লিখতে ভুলে গেছি ভ্রাতা জুবায়ের। এইটা একটা এন্টিছড়া। ছড়ায় ছন্দ-অন্ত্যমিল অপরিহার্য। এন্টিছড়ায় সেই বাধ্যবাধকতা নেই। সুমন চৌধুরী থেকে ধার করে বলি- বুঝতে হবে, ইজি থাকতে হবে।

আমি আপনাকে নিয়ে সত্যিই উদ্বিগ্ন হচ্ছি। আপনি গাধাকে পনিটেলে তুলে দিয়েছেন। ক্যাম্নে কী? এই নামের কেশবিন্যাসটি বড়োজোর মশা-মাছি বা মৌমাছির ভার নিতে পারবে, তাই বলে আস্ত গাধা মাথায় তুলে দেবেন? কাব্যে-ছড়ায় এই ধরনের স্বাধীনতা অবশ্য জায়েজ আছে, গদ্যে লিখলে আমাকে লোকে পেটাবে। কেন যে পদ্য লিখি না!

কিন্তু গল্পের গরু তো জানতাম গাছেও ওঠে......

ধন্যবাদ আপনাকে।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সুমন চৌধুরী এর ছবি

পারফেক্ট অ্যান্টি-ছড়া!



ঈশ্বরাসিদ্ধে:

মুহম্মদ জুবায়ের এর ছবি

বুঝলাম। এখন ইজি থাকার চেষ্টা করি। দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ঝরাপাতা এর ছবি

এন্টি ছড়া ঠিকাছে।

ছড়ায় ছন্দ-অন্ত্যমিল অপরিহার্য। এন্টিছড়ায় সেই বাধ্যবাধকতা নেই।

এই কথার সূত্র ধরে বলতে চাই- যদি এন্টি ছড়ার সংজ্ঞাটা পাল্টানো যায়। মানে এন্টি ছড়ায় ছন্দ-অন্ত্যমিল থাকবে, কিন্তু সবসময় মাত্রা একই থাকবে না। যে কোন প্যারায় এটা মাত্রা পরিবর্তন করতে পারে।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আলমগীর এর ছবি

জুবায়ের, ভাল একটা এন্টিকমেন্ট হয়েছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

আসলেই! গাধা কিভাবে পনিটেলে চড়ে! নাকি অন্য কোন অর্থ আছে যা বুঝতে পারিনি! হাসি

লুৎফর রহমান রিটন এর ছবি

এন্টিছড়ায় সবই সম্ভব অতন্দ্র প্রহরী।
অন্য কোনো অর্থ নাই যা আপনি বুঝতে পারেন নি।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

স্নিগ্ধা এর ছবি

আমার কিন্তু বড্ডই ভালো লাগলো দেঁতো হাসি
আর তাছাড়া এটা তো বোধ হয় 'এ্যান্টি' ছড়া, হুমম......

রিটন ভাই, ছড়াটা আসলেও চমৎকার হাসি

লুৎফর রহমান রিটন এর ছবি

হুমম...এটা তো এন্টিছড়া।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আকতার আহমেদ এর ছবি

"এন্টিগল্প" "এন্টিছড়া"-য়
পনিটেলে চড়ছে গাধা
"সাহিত্যের এই দারুণ খরায়"
পাঠক ভাবে, বাহন ভেবে
এবার বুঝি শূলে চড়ায় !!!! চোখ টিপি

লুৎফর রহমান রিটন এর ছবি

‘‘সাহিত্যের এই দারুণ খরায়’’
সাহস পেলাম তোমার ছড়ায়।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মজাক হৈসে হেভি।

আমি প্রায় গোটা দশেক অভিধান ঘেঁটে জানলাম, পনিটেল শব্দটির অর্থ মাত্র একটি: ঘোড়ার লেজসদৃশ একধরনের কেশবিন্যাস। অন্য আর কোনও অর্থ তার নেই।

আপনি সেই পনিটেলে চাপালেন গাধা! গড়াগড়ি দিয়া হাসি

মোক্ষম এন্টিছড়া।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফর রহমান রিটন এর ছবি

ছড়ার ক্ষেত্রে আপনি তো ভাই একজন ‘সাধু সন্ন্যাসী’!
পনিটেলের অর্থ জানতে আপনি কিনা গোটা দশেক অভিধান ঘেঁটে ফেললেন!
আরে ভাই পনিটেলে গাধা চাপিয়েছি কি সাধে? এন্টিছড়া লিখলাম যে!
এটা আপনাকে বুঝতে হবে। বুঝে ইজি থাকতে হবে।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পনিটেলের অর্থটা জানতাম আগে থেকেই। কিন্তু সংশয় ছিলো: আরও কোনও অর্থ নেই তো!
সে-কারণেই অভিধান ঘাঁটাঘাঁটি হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

Ochol aani এর ছবি

১ম আলুতে দেঁতো মহাজনের লগে এক নির্লোমের ছবি ছাপা হইছে দেখলাম... রিটন ভাইয়ের এন্টিছড়া কি তাগো লাইগা? তাইলে কিন্তু ছড়া পুরাই এন্টি হইছে... খাইছে

লুৎফর রহমান রিটন এর ছবি

তারমানে পুরা এন্টি হয় নাই।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

Ochol aani এর ছবি

পুরাই এন্টি হইছে...
প্রথমে ইজি হইলাম... ইজি হইয়া বুঝলাম... বুইঝা আরো ইজি হইয়া গেলাম... হাসি

ফারুক ওয়াসিফ এর ছবি

হইলে কিন্তু বেশ হয়। অ্যান্টিতে যখন নাম লেখাইছেন, ওইটাও একটা দেন না ভাই, দেখি আর ইজি থাকি। যদিও দ্যাশে ইজি থাকা কঠিন, আর সেখানেই থাকতে হয় কিনা!

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

s-s এর ছবি

একটু ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত মনে হলো,আসলেই কি তাই?

লুৎফর রহমান রিটন এর ছবি

না ভাই। কোনো ব্যক্তিগত বিদ্বেষ-টিদ্বেষ প্রসূত নয়, ১০০% কল্পনাপ্রসূত।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ইশতিয়াক রউফ এর ছবি

ক্যাম্নে কী? বুস্তারলাম না... চিন্তিত


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

রায়হান আবীর এর ছবি

ইশতি ভাই,
বুঝতে হবে, বুঝে ইজি থাকতে হবে।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

লুৎফর রহমান রিটন এর ছবি

ঠিক। ঠিক। ঠিক রায়হান আবীর।
বুঝতে হবে। বুঝে ইজি থাকতে হবে।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রায়হান আবীর এর ছবি

বস যাই বলেন ছড়া কিন্তু সিরাম হৈছে।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

নজমুল আলবাব এর ছবি

এইখানে রাষ্ট্রদ্রোহের কিছু নাইতো? থাকলে কইলাম আমি নাই...

ভুল সময়ের মর্মাহত বাউল

লুৎফর রহমান রিটন এর ছবি

দ্রোহ থাকলেও থাকতে পারে কিন্তু রাষ্ট্রদ্রোহ নাই রে ভাই।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

স্বপ্নাহত এর ছবি

এন্টিছড়া ইকটু আকটু এন্টিনার উপর দিয়া গেলেও ক্ষতি নাই।

কি কন ভাই? দেঁতো হাসি
---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

লুৎফর রহমান রিটন এর ছবি

এন্টিনার উপর দিয়া যাইতে পারে বইলাই তো এইটার নাম এন্টিছড়া!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এন্টি ছড়া বুঝি না... সেকারনে আমারও প্রথমবার খটকা লাগলো... এখন মনে হইতেছে এন্টিছড়া বুঝি এইরকমই...
তবে সচলে এন্টিগল্প এন্টিছড়ার প্রাদুর্ভাব দেখা দিতেছে... আমি ভাবতেছি এন্টিব্লগ লেখবো একটা... হা হা হা হা... শুরু করলাম...

আর নাজমুল... এইখানে দ্রোহ আছে... কিন্তু রাষ্ট্রদ্রোহ নাই... দ্রোহীও নাই... বউয়ের ডরে সে যে কোথায় লুকাইলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

লুৎফর রহমান রিটন এর ছবি

একটা মাত্র এন্টিছড়া লিখলাম আর নজরুল আপনি কিনা অপবাদ দিলেন-সচলে এন্টিছড়ার প্রাদুর্ভাব দেখা দিতেছে!

ঠিক আছে। এন্টিছড়ার সিরিজ লেখার পরিকল্পনাটা বাতিল করে দিলাম।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দাদা... তাই যদি বলে থাকি তবে অধমকে উত্তম মধ্যম দিন।
প্রাদুর্ভাব কি সবসময় দূর্ভোগের হয়?
বাগানে ফুলের প্রাদুর্ভাবে আমি বিচলিত হই না।
এন্টি সিরিজে নিজে শামিল হয়েও আমি বোঝাতে পারলাম না যে এই প্রাদুর্ভাবে আমি যার পর নাই খুশিত? মন খারাপ

যা হোক... প্রয়োজনে আমি এন্টিব্লগ লেখা বাদ দিই... আপনি এন্টিছড়ার সিরিজ চালিয়ে যান...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনার এন্টিব্লগের অপেক্ষায় রইলাম।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বুঝতে হবে, বুঝে ইজি থাকতে হবে... হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

লুৎফর রহমান রিটন এর ছবি

জ্বী জনাব। সহমত।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রাফি এর ছবি

আমি না বুইঝাই ইজি আছি...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

লুৎফর রহমান রিটন এর ছবি

ইজি থাকলেই হলো।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

কনফুসিয়াস এর ছবি

একটু মুচকি হাসি দিয়া যাই।
(বাস্তবে আমারে দিয়া ঠা ঠা জাতীয় অট্টহাসি ছাড়া আর কিছু হয় না, তাই ব্লগই ভরসা!)
অবশ্য মুচকি না বলে এইটারে এন্টিহাসিও বলা যায়। হাসি

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনার এন্টিহাসি তো দেখছি অট্টহাসিরই ক্লোন!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আলমগীর এর ছবি

একটু প্যান্টি জাতীয় কিছু লিখলে কেমন হয়?

লুৎফর রহমান রিটন এর ছবি

খুব ভালো হয়। লিখুন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মুজিব মেহদী এর ছবি

তাই তাই তাই
পনিটেলে চৈড়া চলো গাঙ হাঁত্রাই।

ইজি আছি।

................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

লুৎফর রহমান রিটন এর ছবি

ইজি থাকাটা খুব দরকারী।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মৃদুল আহমেদ এর ছবি

ক্রিং ক্রিং পনিটেল, হ্যালো হ্যালো হ্যালো
কে তুমি, চাওটা কী বল বল বল!
আমি ভাই এ ছড়াটা বুঝে যেতে চাই,
পনিটেলে চাপা ঐ গাধাটা কে ভাই?
ক্রিং ক্রিং পনিটেল, হ্যালো হ্যালো হ্যালো...
যার যা বোঝার, সে তো ঠিকই বুঝে গ্যালো!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

লুৎফর রহমান রিটন এর ছবি

মৃদুল, কাজী আবুল কাসেম বেঁচে থাকলে তোমারে মাইর দিতো। তাঁর ছড়ার প্যারোডি বানাও?

পনিটেলে চাপা ঐ গাধাটা কে ভাই?

ঐটা আমি। অন্য কেউ না। কসম।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ধুসর গোধূলি এর ছবি

- এন্টি ছড়ার গাধা দৌড়ায় পনি টেইলে চড়ে
তাইনা দেখে খোকাখুকীর হাসি নাহি ধরে!
ছড়া পইড়া, লেইখা আমি হাইসা হই খানখান
অরে তোরা বাজারে তালিয়া যতো আছোস পুলাপান। (তালিয়া)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ ধুসর গোধূলি। আপনি দেখি ছড়াকারও!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মনজুরাউল এর ছবি

দুর্দান্ত !কালোর্ত্তীর্ণ !!

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

তানভীর এর ছবি

আমি কিন্তু বুঝছি...বুঝে ইজি আছি হাসি ...তবে সন্ন্যাসীদাকে আগে একটা বিপ্লব দিছি...আরেকটা বিপ্লব আপনারও পাওনা হৈছে

এই লন (বিপ্লব)

পুনশ্চ- এন্টি-ছড়ার কায়দা তো শিখায়ে দিলেন...এখন এ লাইনেই হাত পাকাবো কি না চিন্তা করছি...আসল লাইনে কিছু করার তো মুরোদ নাই

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ তানভীর আমাকে বিপ্লব দিলেন, কিন্তু আমি তো বিপ্লবকে চাই। ওর লেখার একজন অনুরাগী পাঠক আমি।
ইজি থাইকেন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ভূঁতের বাচ্চা এর ছবি

ছড়ার চাইতে মন্তব্যগুলো পড়ে বেশি মজা পেলাম।
দারুন এন্টিছড়া হয়েছে।

--------------------------------------------------------

লুৎফর রহমান রিটন এর ছবি

ছড়ার চাইতে মন্তব্যগুলো পড়ে বেশি মজা পেলাম।

আমিও।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সাম্যবাদী এর ছবি

"আয় ছেলেরা আয় মেয়েরা পনিটেলে চড়ি
পনিটেলে চৈড়া চলো গাঙ হাঁত্রাই।"
....
এইখানেতে আইসা আমার গলায় পড়ল দড়ি
মনে হ্‌ইল ফিরতি পথে গরুর ল্যাজ এ চড়ি।
যেইখানেতে ত্যালের দাম সোনার থেইকা বেশি
সেইখানেতে আবার নাকি স্বাধীন বাংলাদেশী
সাদা সাদা গাছের উপর রঙিন রঙিন ফল
খালে বিলে মণি মুক্তার যেন নামে ঢল
মনে কয় আর ক'দিন এমন চইলা গেলেও হয়
বেশ তো আছি , আছি তো বেশ - খায়া পৈরা বাঁচি।

লুৎফর রহমান রিটন এর ছবি

আরে সাম্যবাদীও তো দেখছি দারূণ এন্টিছড়া লিখতে পারেন!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

শেখ জলিল এর ছবি

পনিটেলে চৈড়া গাধায় দেশ ভ্রমণে যায়।
...মোক্ষম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ শেখ জলিল।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ভবঘুরে এর ছবি

দুর্দান্ত এন্টি ছড়া-
দুই চক্ষু ছানাবড়া।
লাগল শুধু ধাধা-
কইতে পারেন
কে হইল এই
পনি টেলের গাধা?

ফারুক ওয়াসিফ এর ছবি

পনি টেলে চইড়া গাধা দ্যাশে আইসা ঘামে
আইসা দেখে বইসা দ্যাখে, ঘইস্যা বুঝে নামে,
এইখানেতো তো ভাই, মজা নাই আর চামে।

চামে চামে মারে মজা,
গাধায় সাজে রাজা-গজা।

গজা খাইয়া রাজা এবার কামের গান গায়:
'মজা আমার মজা, ওগো মজেছি মজায়
এখন আমি দেশান্তরি, আমারে কে পায়।'

বাকিটা কবি জীবনানন্দ দাশ আমার কাছ থেকে চুরি করে নিয়ে ছেপে দিয়েছেন, তাই কর্তার নামেই উদ্ধৃত করি:

আবহমান কালের ভাঁড় আসে গাধার পিঠে চড়ে
সেইখানে তারা পরস্পর মুখ দেখাদেখি করে জলে...

রিটন ভাই চালাইতে থাকেন, দেখবেন ছড়ায় ছাড়াক্কার হয়ে দিগ্বিদিক অন্ত্যমিলে ভরে উঠবে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

আবু রেজা এর ছবি

ছড়ার বিপরীত ভাবনা এন্টিছড়া! দারুণ আইডিয়া!!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

আবু রেজা এর ছবি

ছড়ার বিপরীত উপস্থাপনা এন্টিছড়া! দারুণ আইডিয়া!!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।