মুজিবের থাকা না থাকা

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: শুক্র, ১৫/০৮/২০০৮ - ৮:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শেখ মুজিবশেখ মুজিব

দেয়ালে দেয়ালে সারা দেশ জুড়ে লেখা ছিলো তাঁর নাম
পুরনো দেয়াল সেই অজুহাতে করিয়েছি চূনকাম।
টিভির ফুটেজে সংরক্ষিত ছিলো তাঁর যতো ছবি
এডিট করেছি ইরেজ করেছি নষ্ট করেছি সবই।
ছোটদের যতো পাঠ্যসূচিতে লেখা ছিলো তাঁর নাম
জ্ঞাণপাপী কিছু লেখক জুটিয়ে সব ছেঁটে ফেললাম।
রেডিওতে ছিলো তাঁকে নিয়ে গাওয়া কালজয়ী কিছু গান
ইরেজ করেছি নষ্ট করেছি গান হলো অবসান।
চলচ্চিত্রেও ছিলো তাঁর ছবি, দিয়েছি বেজায় ঘষে
ভেবেছি মুজিব ইতিহাস থেকে চিরতরে গেছে খসে।

ইতিহাস থেকে মুজিবের নাম মুছে দিয়ে অতঃপর-
উল্লাসে মাতি-নেই নেই নেই, নেই সেই মুজিবর ।

এতো মুছলাম এতো কাটলাম এতো ঘষলাম তবু
এই বাংলায় মুজিবর নেই বলতে পারি না কভু।
এতো কাটা-ছেঁড়া তবুও মুজিব কী করে সজীব রয় ?
এই বাংলায় কারা অবিচল মুজিবের কথা কয়!

প্রকৃতির কাছে পাঠ নিতে নিতে অবশেষে জানলাম
এই বাংলার পরতে পরতে লেখা আছে তাঁর নাম!
যেদিকে তাকাই এই বাংলার মাটি আর আসমান
সবখানে দেখি মুজিবের ছায়া আর তাঁর জয়গান।

প্রতিদিন জেনো সূর্যের নামে মুজিব উদিত হয়
প্রতিদিন জেনো দখিনা বাতাস মুজিবের নামে বয়।
প্রতিদিন জেনো মুজিবের নামে সহস্র ফুল ফোটে
মুজিবের নাম গান হয়ে ওঠে হাজারো পাখির ঠোঁটে।
প্রতিদিন জেনো ভোরের শিশির মুজিবের নামে ঝরে
মুজিবের নামে টাপুর টুপুর অঝোরে বিষ্টি পড়ে।
রাতের আকাশে মুজিব জোছনা , আকাশে মুজিব চাঁদ
নদী কলোকলে ঝর্ণার জলে মুজিবের সংবাদ।
ফসলের মাঠে প্রতি মৌসুমে প্রতিটি শস্যকণা
মুজিবের যতো কীর্তিকে নিয়ে করে শুধু আলোচনা।

কৃষকের চোখে হাসে মুজিবর নবান্ন উৎসবে
মুজিব মুখর শাপলার বিলে ডাহুকের কলরবে।
নৌকার পাল লাঙলের ফলা এবং ধানের শীষে
ঊর্মির ভিড়ে সমূদ্র তীরে মুজিবর আছে মিশে।
বটের ছায়ায় উদাসী দুপুরে রাখালের প্রিয় বাঁশী
সিম্ফনি তোলে-মুজিব তোমাকে ভালোবাসি ভালোবাসি।

মায়ের আঁচলে বোনের বেনীতে বাবার জায়নামাজে
অষ্টপ্রহর মুজিবর আছে সকল শুভর মাঝে।
কিষাণি বধূর সন্ধ্যা প্রদীপে পড়ে মুজিবের ছায়া
নকশী কাঁথার বুননে বুননে মুজিবের যতো মায়া।
জারি সারি আর ভাটিয়ালী গানে মুজিবের যতো কথা
মুজিবের প্রেমে নুয়ে পড়ে ঘাস লাজুক স্বর্ণলতা।
শরতে আকাশে শাদা শাদা মেঘ মুজিবের ছবি আঁকে
ধ্রুবতারা হয়ে মুজিবর আছে তারাদের ঝাঁকে ঝাঁকে।

বইয়ের মলাটে মুজিবর আছে কবিতার পঙক্তিতে
ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে নাটকে ও সঙ্গীতে।
মুজিব মূর্ত চারুশিল্পীর বিমূর্ত ক্যানভাসে
বাংলার দুখে বাংলার সুখে মুজিবর কাঁদে, হাসে।
মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে পোস্টারে ফেস্টুনে
লাল অক্ষর আরো লাল হয় মুজিবের তাজা খুনে।

শ্রমিকের ঘামে মজুরের শ্রমে শিশুদের সমাবেশে
উদ্দীপনার হিমালয় হয়ে মুজিব দাঁড়ায় এসে।
শিক্ষার্থীর মননে মেধায় মুজিবর জাগ্রত
ধ্বংসস্তুপে মুজিবর জাগে ফিনিক্স পাখির মতো।
লাখো শহীদের শোনিত প্রবাহ মুজিবের পানে ধায়
জোনাকীর আলো জ্বলে আর নেভে বিনম্র শ্রদ্ধায়।
দ্রোহে প্রতিবাদে প্রতিরোধে জেনো মুজিবর আছে কাছে
স্মৃতিসৌধ ও শহীদ মিনারে মুজিবর মিশে আছে।
মুজিবর আছে বাংলাদেশের অপরূপ পতাকায়
মুজিবর আছে মানচিত্রের মায়াভরা আঙিনায়।

এদেশের কোটি মানুষের বুকে মুজিব নিয়েছে ঠাঁই
তিনি অবিনাশী অবিনশ্বর তাঁহার বিনাশ নাই।

রচনাকাল^ ১৩ আগস্ট ২০০৬


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একটু আগে এক মন্তব্যে যে-কথাটি লিখলাম, সেটারই পুনরাবৃত্তি করতে হচ্ছে: শেখ মুজিব আর বাংলাদেশ সমার্থক

অসাধারণ ছড়াটি আবার পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ, রিটন ভাই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ সন্ন্যাসী। শেখ মুজিব আর বাংলাদেশ সমার্থক-এই বোধ আর বিশ্বাস থেকেই ছড়াটা লিখেছিলাম।
ইতিহাস থেকে তাঁকে মুছে ফেলার অপচেষ্টা কোনোদিন
সফল হবে না।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আকতার আহমেদ এর ছবি

এদেশের কোটি মানুষের বুকে মুজিব নিয়েছে ঠাঁই
তিনি অবিনাশী অবিনশ্বর তাঁহার বিনাশ নাই।

শেখ মুজিব আর বাংলাদেশ সমার্থক এতে কোন সংশয় নেই !
ধন্যবাদ রিটন ভাই, এই অসাধারণ লেখাটির জন্য ।

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ আকতার।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রাফি এর ছবি

শ্রমিকের ঘামে মজুরের শ্রমে শিশুদের সমাবেশে
উদ্দীপনার হিমালয় হয়ে মুজিব দাঁড়ায় এসে।
শিক্ষার্থীর মননে মেধায় মুজিবর জাগ্রত
ধ্বংসস্তুপে মুজিবর জাগে ফিনিক্স পাখির মতো।
লাখো শহীদের শোনিত প্রবাহ মুজিবের পানে ধায়
জোনাকীর আলো জ্বলে আর নেভে বিনম্র শ্রদ্ধায়।
দ্রোহে প্রতিবাদে প্রতিরোধে জেনো মুজিবর আছে কাছে
স্মৃতিসৌধ ও শহীদ মিনারে মুজিবর মিশে আছে।
মুজিবর আছে বাংলাদেশের অপরূপ পতাকায়
মুজিবর আছে মানচিত্রের মায়াভরা আঙিনায়।

অসাধারণ রিটন ভাই; অসাধারণ।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

লুৎফর রহমান রিটন এর ছবি

ধন্যবাদ রাফি।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

তারেক এর ছবি

অসাধারণ হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অনিন্দিতা এর ছবি

খুব ভাল লাগল আপনার অসাধারণ ছড়া।
আপনি আরেকটু বেশী লিখেন না কেন?

তানবীরা এর ছবি

অসাধারন আর পাচ তারা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

বিপ্লব রহমান এর ছবি

তিনি অবিনাশী অবিনশ্বর তাঁহার বিনাশ নাই।

শ্রদ্ধা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ফেরারী ফেরদৌস এর ছবি

অসাধারণ! এর বেশি কিছু বলার নাই।

অবাঞ্ছিত এর ছবি

আমি আপনার লেখার বরাবরই বড় ভক্ত
মুজিব ছাড়া বাঙলাদেশ খূঁজে পাওয়া শক্ত
নিজের পিতার মৃত্যু দিনে উৎসব করে যে জাতি
এমন কি আর আশ্চর্য যে হবে তার দুর্গতি।
জারজ নাকি বলে তাকে যে পিতাকে চেনেনা
আমরা জাতি জারজ না বেইমান স্রষ্টাও জানেনা।

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

গীতিকবি এর ছবি

এক কথায় অসাধারন।

____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"

____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"

guest_writer rajkonya এর ছবি

হৃদয় থেকে মুছতে পারেনি সেই নাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।