সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১০ ঘোষণা করা হয়েছে। প্রতিবছর বইমেলায় প্রকাশিত বইয়ের ওপর বিভিন্ন শাখায় এই পুরস্কার প্রদান করা হয়। ২০১০ সালে এই পুরস্কারটি পেয়েছেন উপন্যাসে কথাশিল্পী রাবেয়া খাতুন, গল্পে নাসরীন জাহান, প্রবন্ধে মফিদুল হক, কবিতায় কামাল চৌধুরী এবং শিশুসাহিত্যে কাইজার চৌধুরী।
এবছর নবীন লেখকের প্রথম বই ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন উপন্যাসে গাজী তানজিয়া,কবিতায় তনুজা ভট্টাচার্য, শিশুসাহিত্যে রিফাত কামাল সাইফ এবং গল্পে মাহবুব আজাদ ওরফে হিমু। মেলায় প্রকাশিত ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প শিরোনামের বইটির জন্যে মাহবুব আজাদ এই পুরস্কারটি অর্জন করেছেন।
তোমাকে অভিনন্দন হিমু। আমার বিশ্বাস,বাংলাদেশের সাহিত্য অঙ্গনে তোমার নামটি হীরকদ্যূতির বিস্তার ঘটাবে একদিন।
মন্তব্য
অসামান্য, অসামান্য খবর!! সবার কাছে ছড়িয়ে যাক আমাদের সময়ের সেরা লেখকের নাম!
ওরে-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ-এ কোপা!
মাহে গুরু!!!
এডিটঃ যাহ মাহে গুরু লিখতে গিয়ে সেকেন্ড হয়ে গেলাম গরররর
অভিনন্দন মাহবুব ভাই!
অভিনন্দন হিমুভাই।
সুপার্ব, দারুন খবর।
অভিনন্দন মাহবুব আজাদ, অভিনন্দন হিমু।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
হিমু ভাই, অনেক অভিনন্দন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আসেন এখন ম্যাগনাম ওপাসের পিডিএফ বানায় ফেলি
তবে রে পাপিষ্ঠ! বই কিনুন, বই কেনান! লেখকও মানুষ, তারও মন আছে, পাকস্থলী আছে !
কাউন্টারের উলটা সাইডে গেলেনগা...(দীর্ঘশ্বাস)
সাবিহ ওমর: আপনার জন্য রিলিভেন্ট লিঙ্ক
হিমুকে অভিনন্দন
)
আমি কিন্তু একটা মাটির টুনিব্যাঙ্কে চারানা আটানা কইরা জমান শুরু কর্সি, আপনার সায়েন্স ফিকশন গল্পসমগ্র কেনার জন্য ... আসেন একজন আরেকজনের পিঠ চুল্কাই
হিমু,
তোমার জন্য রইল শ্রদ্ধা মেশানো অভিনন্দন। অনেক বড় লেখক হয়ে উঠবে এ আমার দৃঢ় বিশ্বাস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
রিটন ভাই, আমি চমকিত এবং আনন্দিত!
সেই সাথে সংকোচ বোধ করছি, আপনার এই আস্থা অপাত্রে রক্ষিত হচ্ছে কি না ভেবে। আমার চেষ্টা থাকবে আপনার আশীর্বাণীর যোগ্য হয়ে ওঠার।
এই পুরস্কারের আয়োজক ও বিচারকমণ্ডলীকে ধন্যবাদ জানাই। আমার লেখা তাঁদের পড়ে পুরস্কারের যোগ্য মনে হয়েছে, জেনে ভালো লাগছে খুব!
অবাক হওয়ার মত কিছু না!
প্রত্যাশা বাড়ার মত কিছু না!
যেই লেখক তার বইয়ের ফ্ল্যাপে নিজের মেইল ঠিকানা দিয়ে পাঠকের মন্তব্যের জন্য আগ্রহে অপেক্ষা করেন, একটি পোল খুলে বসেন, বই নিয়েই আরেকটি ব্লগসাইট খুলে বসেন...তার কাছে প্রত্যাশা করতে পুরষ্কার লাগে না।
যতদিন হিমু অথবা মাহবুব আজাদ এর মধ্যে এই রকম মনোভাব থাকবে আমার মনে হয় পাঠক নতুন বই এর জন্য অপেক্ষা করে থাকবে, নিজের গাঁটের টাকা খরচ করেই বই কিনবে, অন্যের কেনা অথবা মূর্ছনার জন্য বসে থাকবে না ।
অভিনন্দন ।
সচলের একজন হিসেবে, ব্লগোস্ফিয়ার এর একজন হিসেবে ।
তনুজাদি কেও অভিনন্দন । এটিও তাঁর প্রথম বই।
তিনিও আমাদের ব্লগোস্ফিয়ার এর একজন ।
আমার সৌভাগ্য দুইটা বই এর মোড়ক উন্মোচনেই ছিলাম!
দুইটা বই এর প্রথম সংস্করণের কপি আমার কাছেই আছে B-)
অভিনন্দনের জোয়ারে এই পেইজ তো শেষ পর্যন্ত যাইতে পারতেছে না!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ওরে খাইছে!!!!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অভিনন্দন হিমু।
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
অভিনন্দন হিমু।
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন
ফুল্প্যান্ট হিমুকে অভিনন্দন।
অভিনন্দন!!!!!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক খুশির খবর!!
অভিনন্দন হিমু ভাই।
আমি কি বলসিলাম! হ্যাঁ? আমি কি বলসিলাম আমার ফেসবুক স্ট্যাটাসে?
আমি মোটেই আশ্চর্য হইনাই!
অভিনন্দন!!!
দারুণ খবর! অভিনন্দন হিমুভাই!
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অনেক অনেক অভিনন্দন হিমু ভাই। অনেক ভাল্লাগলো খবরটা শুনে।
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আজকেই বইটা কিনে কিছুক্ষণ আগে বাসায় এসেছি।
খবরটা জেনে ভাল লাগল। অভিনন্দন হিমু ভাই।
---------------
আলোর ছটা
---------------
অভিনন্দন!!!
খুব আনন্দের সংবাদ...
রিটন ভাইকেও ধন্যবাদ...
ব্যাপক অভিনন্দন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অভিনন্দন, হিমু ভাই।
ধন্যবাদ, রিটন ভাই।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ রিটন ভাই, এ অসাধারন খবরটি আমাদের দেয়ার জন্য।
হিমুদা...জল্দি দেশে আসেন, জর্মন শিন্নি চাই
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হিমু ভাই, অভিনন্দন !!!!
যাত্রা হলো শুরু...
_________________________________________
সেরিওজা
যোগ্যতার মূল্যায়ন ভাল লাগল। অভিনন্দন।
আরে ! অভিনন্দন !!
পুনশ্চ: সামনেই আপনার জন্য অপেক্ষা করছে "প্যানাসনিক সাহিত্য পুরস্কার" :D
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ!
ঐরকম পরিস্থিতির কথা ভেবেই ইলিয়াস কাঞ্চন বলেছেন, "না না এ হতে পারে না!"
ওরেব্বাস! বিশাল অভিনন্দন! কি তাকটা লাগায় দিলা!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
খাইসে
ব্যাপক অভিনন্দন ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
জোশ খবর! ব্যাপক অভিনন্দন...
========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
অভিনন্দন।
*************************************************************************
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
জানতাম এরকম ব্যাপার ঘটবেই। তবে এত তাড়াতাড়ি ঘটবে বুঝতে পারিনি।
প্রথম বইয়েই কেল্লাফতে!
অনে.....ক.................................অভিনন্দন..................হিমু।
অভিনন্দন!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অভিনন্দন!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লেখক হিসেবে দায়িত্ব বেড়ে গেলো। আগামী বইমেলায় পাঠকের প্রত্যাশা আরো বাড়বে, হুশিয়ার...
আর এটা শুধু না, দায়িত্ব আরো আছে... পোলাপানে শিন্নি তোবারক কাফফারা এসব কী কী জানি কথা তুলতেছে... সেটাও নিশ্চিত দায়িত্বের মধ্যেই থাকে...
আর পাপিষ্ঠ প্রকাশক গেলো কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
লেখালেখি বন্ধ করে দিবো ...
শিন্নি তোবারক কাফফারা সব হবে! আপনারা যারা মুমিন ভায়েরা খাওয়াতে চান আমাকে ভালুমন্দ, আপনাদের সবার মনোবাঞ্ছা পূরণ করা হবে!
পাপিষ্ঠ প্রকাশক গা ঢাকা দিয়েছে। মেসেজ দিলাম সাড়াশব্দ নাই।
ওরে ওরে! কী শুনাইলেন গুরু!
হিমুরে অভিনন্দন। সাহিত্যিক হিমু
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
কঠিন খবর!!!!! হিমু, অনেক অভিনন্দন...... চালায় যাইতে হবে এইভাবেই...
=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
প্রথম বলেই ছক্কা! অভিনন্দন!!
অভিনন্দন!
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
অসংখ্য অভিনন্দন !!!
সবেতো শুরু ...
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমার ছোট ছোট দুই-একটা একাডেমিক/ প্রফেশনাল অর্জন আছে। প্রতিবার ইমেইল-এর সাবজেক্ট লাইন দেখেই বুক দুরু দুরু করতো, গায়ের তাপমাত্রা বেড়ে যেত । আজ রিটন ভাইয়ের এই পোস্টের শিরোনাম দেখে ভেতরে কি আছে না পড়েই কেন যেন সেরকমই লাগলো।
এ স্বীকৃতি আরো বড় স্বীকৃতির জন্য আপনাকে আত্মবিশ্বাসী করে তুলুক।
অনেক অনেক অভিনন্দন আপনাকে।
চ্রম ভালু খবর রে হিমু!
যদিও জানতাম এটা জাস্ট আ ম্যাটার অফ টাইম যে এরকম কিছু হবে...তারপরেও এত্ত তাড়াতাড়ি এই পুরস্কার পেলি দেখে খুউব ভাল্লাগছে।
অনেক অনেক অভিনন্দন তোকে কেলুয়া!
এই তবে হোক শুরু!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
হিপ হিপ হুররে!!
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
ইশতি, আর লজ্জা দিও না।
সাবিহ, মেলিতা, তাসনীম ভাই, তুলিরেখা, রেজওয়ান, মুর্শেদ, বদ্দা, জালাল ভাই, লীলেন্দা, শুভাশীষদা, তিথীডোর, শাওনদা, যুধিষ্ঠির্দা, রেনেট, সুহাস ভাই, আলোর ছটা, শিমুল, নজরুল ভাই, তানিম, সিমন, সুহান, রিয়াজউদ্দীন, সুবিনয়দা, কিংকু, কায়েশ ভাই, বালক, অনিন্দিতা, রাগিব ভাই, সুজন্দা, জুলিয়ান সিদ্দিকী, ফাহিম, তানভীর ভাই, আহিরভৈরব, বুনোহাঁস, বন্যরানা, মাশীদ, রাহিন, আপনাদের তোমাদের তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ!
দেখলেন তো ফুলপ্যান্ট পরে চলাফেরার সুবিধা...বইটা হাতে আসলেই কমেন্ট জানাব, আনন্দের ঠেলায় পিডিএফ করে ফেলতাম, পরে আপনাদের পাকস্থলীর কথা চিন্তা করে ওই ধান্দা বাদ দিলাম।
খুব খুশি হয়েছি, আরো সাফল্য আসবে সামনেই...বলেছেন জ্যোতিষি তাসনীম।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ওরে! এ তো দেখি, ''হৈ হৈ কান্ড, রৈ রৈ ব্যাপার"! অভিনন্দন হিমু!
২ বছর ধরে সচলায়তন পড়ছি, কাজেই একটু হলেও এ আনন্দের আমরাও ভাগিদার। আরও গৌরব বয়ে আনুন নিজের, পরিবারের আর আমাদের সবার জন্য, এই কামনাই রইলো।
আর, নিউইউর্কে গ্রীষ্মের মধ্যে আসলে, ৭ পদের ডিনার খাওয়াবো, যান! ভাল রেস্টুরান্টেই।
আবারো অভিনন্দন!
- শরতশিশির -
একটু না, অনেকটুই ভাগিদার। অনেক ধন্যবাদ!
কাসেল চলে আসেন। আমাদের এক পদ, বদ্দার ইশপিশাল গরমাগরম ভেড়ার তেহারি, সাথে ঠাণ্ডা বিয়ার।
অভিনন্দন জনাব মাহবুব আজাদ!
আর হ্যা যা বলতেছিলাম- উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেটার রেসপনসিবিলিটি...
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
পার্টি! পার্টি!!
ব্যাপক অভিনন্দন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বিশাল অভিনন্দন হিমু ভাই।
আমি দীর্ঘসময় ধরে সচলায়তনের নীরব পাঠক। এ সময়ে যে সকল সচল কে খুব কাছের মানুষ বলে মনে হয়েছে আপনি নিঃসন্দেহে তাদের মধ্যে প্রথম দিকে থাকবেন। অনেক অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
কাঁপানো খবর হিমু!!!!!!!!
এরকমটাই হবার ছিল অবশ্য
সচলের জন্য সেরা একটা খবর সন্দেহ নেই। ভাগ্যবান বোধ করছি সহসচল হিসেবে
ধন্যবাদ পোস্টের জন্য রিটন ভাইকে।
তেমন কোন খবর না। এরকমই হবার কথা।
পুরস্কার জারি থাকুক
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
পুরা কোপানি খবর। অভিনন্দন হিমু
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন!!!!
হিমুকে নিয়ে আমার হিংসার সীমা নাই---
আমি জানতাম সে 'বিশ্রী রকমের ভাল' গল্প লিখিয়ে
তার লেখা গল্প পড়ে অনেকদিন প্রচন্ড মেজাজ 'খারাপ' হয়েছে
প্রবল পরাক্রান্ত হিংসার ছোবলে রাতের পর রাত অনিদ্রায় কেটেছে
কিন্তু সে যখন বই বের করল, তখন দুশ্চিন্তায় আমার চোখের কোলে কালি পড়ে গেল।
কী সর্বনাশ!
শেষ রক্ষা তো আর করা গেল না মনে হয়---
ব্যাটা যদি এইবার পুরষ্কার-টুরষ্কার পেয়ে বসে
'তবে সব যাবে ধ্বসে!!'
আমার 'আশংকা' যে মিথ্যে নয় সেটা রিটন ভাই একটু আগে জানিয়ে দিয়ে গেলেন।
হায়, এখন তো মনে হচ্ছে এই সারাটা বছর আমার নির্ঘুম কাটবে!!!
হিমু, যদিও আমি ভীষন রকম 'হিংসিত' তোমার এই সাফল্যে, স্বীকার করতে দ্বিধা নেই, কী রকম জানি বেশ গর্বিতও বোধ করছি।
তোমার জয়যাত্রা অব্যাহত থাকুক
এবার তো প্রস্তুত রথ, ওঠো জয়দ্রথ!
আপনাকে গর্বিত হতে দেখে হিংসায় জ্বইলা পুইড়া গায়ের রং তো গায়ের রং, আমার হাড় কালা করলাম রে ♪♫
অনেক ধন্যবাদ বস! কিন্তু জয়দ্রথ তো এক বিরাট লুলু ছিলো !
দারুণ একটা খবর। অনেক অনেক অভিনন্দন!
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ওরে খাইসে!! অভিনন্দন হিমু ভাই!!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এই রাত দুপুরে না লগায়া থাকতে দিলেন না!
অনেক অভিনন্দন হিমু ভাই। আপনাকে আমার শুরু থেকেই ব্লগার ভাবার বদলে লেখক ভাবতেই ভালো লাগে।
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
- ওরে কালিয়া, সেইজন্যই বলি, মুরুব্বীদের দোয়ার উপর কিছু নাই। এই আমরা, তোর মুরুব্বিরা খালেস দিলে দোয়া খয়রাত করেছিলাম বলেই তো...!
যাইহোক, এগুলা তো আর মানবি না। তারপরেও মুরুব্বিদেরকে তুই হারাজীবন গালিই পাইড়া যাবিরে খাড়ু। যা, যতোখুশি গাইল্যা। কিন্তু মুরুব্বি হোনে কে নাতে, আমরা কেবল তোর জন্য দোয়াই করে যাবো।
এইবার ক' কবে খাওয়াবি, কী খাওয়াবি! না খাওয়াইলে দোয়া রিটার্ন লমু। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা অনাস্থা প্রস্তাব আবার আনুম কৈলাম।
এক কাম কর। সামের সপ্তাহান্তেই বদ্দারে ঠোঙায় ভইরা রওনা দে। তুই তো ইউনূস, খাওয়াবি না। এইখানে চইলা আয়। আমিই খাওয়ামু নে। এই রকম একটা খবরে চুপ কইরা থাকতে ইচ্ছা করতাছে না। মনের নাচন থামাইতে তো কিছু একটা করা লাগবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অবশ্যই তুই খাওয়াবি। শুধু তাই না, পাওনা কুড়ি ইউরো গুণে গুণে তুলে দিবি আমার হাতে। আইতাছি খ্রা। এইবারও যদি স্টেশনে নাইমা হেবোর্খোমা দেক্তে হয় তাইলে বুঝবো কুফাটা আসলে তুই নিজে!
আনন্দ সংবাদ! ভালো লাগছে। অনেক অভিনন্দন!!!
------------------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।
দারুণ ভালো এবং খুশির একটা খবর!!!!
অনেক অভিনন্দন লেখক মাহবুব আজাদ অরফে হিমু ভাইকে (তালিয়া)
আমাদের বিশ্বাস, এই সাফল্য আপনাকে একদিন আরও বড় কোন জায়গায় পৌঁছে দেবে।
দারুণ ভালো এবং খুশির একটা খবর!!!!
অনেক অভিনন্দন লেখক মাহবুব আজাদ ওরফে হিমু ভাইকে (তালিয়া)
আমাদের বিশ্বাস, এই সাফল্য আপনাকে একদিন আরও বড় কোন জায়গায় পৌঁছে দেবে।
অভিনন্দন হিমু ভাই।
নীল ভূত।
উঠন্তি মুলো কিন্তু পত্তনেই চেনা যায় !
অভিনন্দন মাহবুব আজাদ !
সেইরকম একটা খবর!
সচলায়তনের পাঠক/ব্লগারদের কাছে অনেকটা প্রত্যাশিত সংবাদ।
তবু বিরাট পার্টি হতে পারেই। কারণ ঐ যে প্রথম বলেই ছক্কা।
অভিনন্দন হিমু। বিপুল অভিনন্দন!
-----------------------------------------------
[i] মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না [i]
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
অভিনন্দম।
বিজ্ঞান তোকে ভালবাসলো তাইলে?
হিম্ভাই, জলদি দেশে আহেন। চিল্লাচিল্লি খানাপিনা করে উৎসব না করা পর্যন্ত কলিজা জুড়োবে না।
অনেক অভিনন্দন হিমু ভাই। অনেক গর্বিত বোধ করছি।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অভিনন্দন! অভিনন্দন!
তমিজ উদদীন লোদী
অভিনন্দন
_____________________________
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
যাক, আমার ধারনা মতে হিমু ঠিক লাইনেই আছে। রাশি রাশি অভিনন্দন। এর সাথে নতুন নতুন ধরনের চরিত্র ও গল্প আমরা হিমুর কাছ থেকে পাবো এমনটা আশা করতে পারি।
ওডিন, বলাইদা, আবির, সুজন ভাই, রাফি, জাহিদ ভাই, আশরাফ ভাই, খেকু, জিহাদ, মারুফ ভাই, মৃত্তিকা, নীল ভূত, অদ্রোহ, বিগ সি, বাঘাদা, সঙ্গীত, লোদী ভাই, অকুবিপ্লবী এবং পিপিদা, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা পড়েন বলেই লিখি।
আমি অবাক হই নাই। এটাই তো স্বাভাবিক।
অভিনন্দন। (তালিয়া)
চ্যাটলগ গুলা সেভ করে রাখলাম। আরেকটু নাম টাম হলে ঐগুলার সঠিক প্রয়োগ করা হবে। মু-হা-হা-হু
- সেম সেম!
আমার কাছে খালি চ্যাটলগ না, বলাইদা'র বাসায় মোবাইলে রেকর্ড করা "ইয়ে যুক্ত" কথা বার্তাও আছে। আরেকটু নাম ডাক হোক। ওগুলা জায়গামতো আপ করে দেয়া হবে। খ্যাক খ্যাক খ্যাক...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে হে মাজেদা মাশরুম আর খোদেজা খারতুমদের বাণী বিবৃতি বক্তৃতা শুন্তে শুন্তে সব শিখ্যা ফালাইসি রে গোদাহ! একদম কপিপেস্ট প্রতিক্রিয়া দিমু, একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে এসব প্রচার করছে। এরা জনগণের শত্রু, ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের আড়কাঠি। এদের প্রতিহত করতে হবে।
হিমুদা, সারাদিন পরে সচলে ঢুকতে যাবো, এর মাঝেই অনেকিতদা জিমেইলে আমার টিকি দেখেই বললেন, সুসংবাদ শুনেছ? আমি সাথে সাথে বললাম, কেন বস? আপনার বিয়া ঠিক হয়ে গেল নাকি? উনি ডিজিটাল দীর্ঘশ্বাস ফালায়া কয়, না সুসংবাদ আমার না, হিমুর। আমি কইলাম, তাইলে কি উনার বিয়া ঠিক হইয়া গেল? উনি আবারো ডিজিটাল দীর্ঘশ্বাস ফালায়া কয়, আরে ব্যাটা বদমায়েশ, আমি কই কি আর এই হালায় ভাবে কি? তখন আর কি হতাশ হইয়া কইলাম, ঠিক আছে, কন, সিন ডা কি?
উনি কইলেন, আপনার বইয়ের পুরষ্কারের কথা, শুনে খুব খুশি লাগল, অন্তত বলতে পারব, যিনি এবারের গল্পের বইয়ের প্রথম পুরষ্কার পেয়েছেন, তাকে ব্যক্তিগত ভাবে না চিনলেও তার ব্লগ পড়েছি, তাকে ব্লগে চিনি। আজকে সচলায়তনের জন্যে একটা উৎসবের দিন। অনেক অনেক অভিনন্দন, আপনার এই সাফল্য অব্যাহত থাকুক এভাবে ভবিষ্যতে এই কামনাই করি।
আর রিটনদাকে অনেক অনেক ধন্যবাদ পোস্ট দিয়ে আমাদের এই খবরটা জানানোর জন্যে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সাইফ ভাই, 'ডিজিটাল দীর্ঘশ্বাস'টা কি ও কেমনে দেয় ? এটা কি কোন রোগের উপসর্গ নাকি?
========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
অভিনন্দন হিমু ভাই। এটা সময়ের ব্যপার ছিল, তাই অবাক হইনাই।
দুই খান ব্যাপার। হিমু ভাইকে জিটকে বলছিলাম... এই বছর ক-শাখায় পুরষ্কার পেলেন, সামনের বছর খ-শাখায়ও পেয়ে দেখিয়ে দিন!
এই পোস্টটা পেয়ে দিনটা যে কত ভালো হয়ে গেল! ধন্যবাদ, রিটন দা'। আগের দফায় ইটা রাখতে ব্যস্ত ছিলাম, তাই মিস হয়ে গেছিলো।
পাশাপাশি, সচলদের একটা ছোট-খাটো রোল-কল হয়ে যেতে দেখলাম এই পোস্টে।
হিমু,
অনেক অনেক অভিনন্দন। যুগ যুগ বাঁচুন, আর লিখতে থাকুন।
খানাপিনার খাদকতালিকায় ভুক্ত কইরেন।
হাঁটুপানির জলদস্যু গেলেন কই? বস, কোন এক মাহবুব আজাদ পুরস্কার লৈতে যাইতেছেন। চলেন, আটকাই।
যথার্থ মূল্যায়ন হয়েছে। অভিনন্দন হিমু ভাই।
এতদিন হিমু ভাইকে জানতাম আন্ডারগ্রাউন্ডের সেরা লেখক, মূলধারায় কেন এমন একজন লেখক যাচ্ছেন না ভেবে খালি আফসোস হতো। এতদিনে সেটা গেল, খবরটায় অবাক হবার কিছু তো নেই। অনেক অনেক অভিনন্দন।
কি কারনে যেন এই খুশীর দিনে জুবায়ের ভাইয়ের কথা মনে পড়লো। উনি যেইখানেই থাকুন, আশা করি দেখতেছেন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
হিমু
অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইল।
বিস্তর অভিনন্দন। আমার দৃঢ় বিশ্বাস এ সিঁড়ি আরো উপরে উঠবে।
মাহবুব আজাদের সাফল্যে খুবই আনন্দিত। অনেক ধন্যবাদ রিটন ভাই।
হিমুকে অনেক অভিনন্দন। আমরা গর্বিত।
অনেক অনেক অনেক অভিনন্দন, হিমু! বইটি যে কবে পড়তে পাবো!
___________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
অনেক অনেক অভিনন্দন
-------------------------------------------------------------------
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়
অনেক অভিনন্দন ! পুরস্কার নিঃসন্দেহে যোগ্য পাত্রেই পড়েছে ।
সাইব্বাই, সাফি, ফকির লালন, নিভৃত, পাঠক, স্বাধীন ভাই, আলমগীর ভাই, রবিন ভাই, মণিকা, আনন্দী, নন্দিনী ... সবাইকে ধন্যবাদ। এই প্রাপ্তির আনন্দ আপনাদের সাথে ভাগ করতে গিয়ে বহুগুণিত হলো।
অনেক, অনেক অভিনন্দন! বই কেনার টাকাটা পুরাই মার যাবে না এটা ভাবতেই ভাল্লাগতেসে
হ, আশ্চর্য্য মোটেও হই নাই, আনন্দ হয়েছে বড়। হিমুদা'রে অভিনন্দন। আর রিটনদা'রেও ধইন্যবাদ খবরটা দেওয়ার জন্য।
আর হিমুদা, এর পরেও যদি বলেন এখন কিছুদিন লেখাপত্র দেবেন না, তাহলে কিন্তু জাতির কাছে খবর আছে...
কৌস্তুভ
সবার পরে এসে সবচেয়ে জোরে ঠুশঠাশ করে গেলাম।
হিমু আমাদের সময়ের সবচাইতে প্রতিভাবান লেখক। এ বিষয়ে আমি নিঃসন্দেহ হয়েছি অনেকগুলো বছর আগেই।
অনেক অভিনন্দন হিমু ভাই! সামনে আরও অর্জন অপেক্ষা করে আছে আপনার জন্যে।
চুলদাড়ির জঙ্গল ভেদ করে তীব্রচোখের চাহনীই বলে দেয়, এছেলে অনেকদূর যাবে,যেতেই হবে! আরো বড় হও দাদাঠাকুর ...অজস্র অভিনন্দন!!!
হিমু, প্রথম বইয়ের জন্য পুরস্কার প্রাপ্তিতে আন্তরিক অভিন্দন জানাচ্ছি।
সাবাস!
আপনার কাছে কিন্তু আসলেই প্রত্যাশা বেড়ে গেল!
মোড়ক উন্মোচনের দিন আপনার ওপরে ঝাড়া আধা ঘণ্টা 'লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ' সুরে ব্যাপক চেঁচিয়ে অনেক গুণগান করেছি, উপস্থিত অপরিচিত লোকজন ঘাবড়ে গিয়েছিল!
আর আপনি দেখছি পুরো জাতিকেই ঘাবড়ে দিলেন!
এবার দাবড়ে বেড়ান। বাংলা লেখালেখির জগতে। আরো শক্তি নিয়ে।
দায়িত্ব বাড়ল। কথাটা যেন মনে থাকে।
আর হ্যাঁ, অভিনন্দন। অ-নে-ক অভিনন্দন।
আরো বড় পুরস্কারের চেয়ে কামনা করি, আপনার বই বাঙালির ঘরে ঘরে পৌঁছাক। আবাল-বৃদ্ধ-বণিতারা কোনো ভণিতা ছাড়াই দৌড়াক মাহবুব আজাদের বইয়ের পেছনে...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
প্রত্যাশা বেড়ে গেছে শুনে খুবই ভয় পেলাম! কিন্তু তারপরও অযুত নিযুত ধন্যবাদ মৃদুলদা!
আমিও চাই বইটা আরো লোকে পড়ুক। কেউ কথা রাখেনি ।
আরে আরে! কি দারুণ খবর! কি ভীষণ ভাল খবর!!
অভিনন্দন!
তা, আমাদের পার্টি ফার্টি কবে দিচ্ছেন?
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
হে হে আমি মানসচক্ষে আপনাকে দেখতে পাচ্ছি গালফোলাদি, আপনি এক হাতে আপনার সেই সুন্দরী বান্ধবীর হাত আর অন্য হাতে একটা মস্কোভস্কায়ার বোতল নিয়ে কনুই দিয়ে কলিং বেলে চাপ দিয়ে হাঁক পাড়ছেন, "বদ্দা কই গ্যালো, ইটস পার্টি টাইম!"
য়িঅভিনন্দন...
নিচের ছবিটা আপনার জন্য...
[img=auto][/img]
অভিনন্দন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনার গল্প একটাও পুরা পড়ে শেষ করতে পারি নাই।
পুরষ্কার পাইলেন। এখন তো করতেই হবে (রিকগ্নিশানের জন্যে লালায়িত পাঠক)। বইটা অবশ্য নাই।
যাক, অভিনন্দন। বাংলার জয়েস হয়ে উঠুন, এই আশীর্বাদ করে দিলাম, যান। (অবিশ্বাসীর আশীর্বাদে কাজ হয় না মনে হয় যদিও)
আন্তরিক অভিনন্দন!!
মোটেও অবাক হই নাই। তবে এখনও বই মেলায় যাওয়ার সুযোগ হয় নাই দেখে আফসোস হচ্ছে ....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হা হা...পেট পুরে খেয়ে আর খাইয়ে কে কবে বড় লেখক হতে পেরেছে?
হিমু আপনি লিখে যান, আপনার লেখার ব্যপারে আমাদের উচ্চাশার কথাতো আগেই জানিয়েছি।
উপরে নজরুল ভাইয়ের কমেন্টে (নুরু মানিক)। আর অনেক অভিনন্দন গ্রহন করুন।
অসাধারন। অনেক অভিনন্দন রইল।
আন্তরিক অভিনন্দন!!
অভিনন্দন, হিমু ভাই।
বাহ! মাহবুব আজাদকে অভিনন্দন।
বইটি এখনও কেনা হয়নি, তবে আজ যাবো, কিনবো আশা করি।
অভিনন্দন বস। আমি আগে থেকেই জানতাম আপনার বই একটা মাইলস্টোন হয়ে থাকবে আমাদের জন্য। জলদস্যুগিরি বাদ্দিয়া পুরা দস্তুর লেখকই হইয়া যান মিয়া, কী আছে দুনিয়ায়?
এত খুশীর একটা খবর! অথচ আমি কাঁদছি। শুধুই কেঁদে যাচ্ছি। কিছুতেই থামতে পারছিনা। কী ভীষন ভাবে অনুভব করছি, যে ও নেই।
জুবায়েরের কাছে হিমু আর অরুপ এই দুটো নাম খুব শুনতাম। খুব ভালোবাসতো তোমাদের। তোমরা যে কত গুনী তার লম্বা ফিরিস্তি দিত, অনেক কিছু বলতো, অনেক স্বপ্ন দেখতো তোমাদের নিয়ে।
খোদা, আজ যদি জুবা্যের থাকতো !
তুমি অনেক বড় লেখক হবে হিমু। অনেক অনেক বড়। আমার শুভকামনা আর দোয়া রইলো তোমার জন্য ।
--------------------------------------------------------------------------------
- ভাবী, আপনি মোটেও মন খারাপ কইরেন না তো! জুবায়ের ভাই একটা বিশাল পরিবার দিয়ে গেছেন আপনাকে। এতোগুলো মুখের দিকে তাকিয়ে হলেও মনটা ভালো করার চেষ্টা করুন, প্লিজ।
হিমু অবশ্যই একদিন দেশের সো কলড নামী লেখিয়েদের ভিত কাঁপাবে, এইটা আমার বিশ্বাস। আর আমরা মুরুব্বিরা তো আছিই। কালো গরুকে পিটায়া কেমনে গুলাবি বানাতে হয় আমরা কি আর জানি না!
আপনার ভাগের পিটনাটা কি আমি দেবো, নাকি আপনিই দিবেন, পত্রপাঠ জানিয়েন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
" হিমু অবশ্যই একদিন দেশের সো কলড নামী লেখিয়েদের ভিত কাঁপাবে, এইটা আমার বিশ্বাস।"
এইটা মনে হয় আমাদের সচলায়তনের সবারই বিশ্বাস।
ছেলেটা এইমাত্র একটা পুরুষ্কার পেলো, আর এখনি তুমি ওকে পিটানোর কথা বলছো? না না এক্ষুনি পিটা দেওয়ার দরকার নাই। শেষে বিগরাইলে কী হবে?
আমি তো ওর ভাবী হই, আমার সাথে তো কান মলার সম্পর্খ। পিটা যা দেবার তা তুমিই দিও। সংগে আমার কান মলাটাও।
তুমি গরু পেলে কোথায়? আমি তো জানতাম হিমু বাঘ! কেমন যত্ন করে মেয়েদের কামড়ায়!!
হ্যা, দুগো সত্যি অনেক বড় পরিবার! সত্যিই তো তোমরা আছো। না, আর কাঁদবো না। আর তোমার পাল্লায় পড়লে না হেসে উপায় আছে? ( তুমি বল্লাম ঠিক আছে তো?)
--------------------------------------------------------------------------------
*সম্পর্ক
--------------------------------------------------------------------------------
ভাবী, বিবাহিত/এনগেজড দেবরদের তো অনেক দেখভাল করলেন...এবার আমার মতো অবিবাহিত দেবরদের জন্যও কিছু একটা ব্যবস্থা করেন
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আরে, আপনি তুমি বলবেন না তো কি আপনার ঘটকালী করা বালিকা এসে বলবে? না মানে বলছিলাম কি, ঐ বালিকাও বলবে। কিন্তু ঐটা তো "অন্যরকম তুমি"। আপনারটা তো আরো অনেক অধিকার সম্পন্ন। আপনার তো পদ দুইটা। একে ভাবী তায় আবার আমার ঘটক!
হিমুরে এই যাত্রা 'বখশ' দিতে বলেন? আপনি জানেন না ভাবী পরশুদিন সকালে এই ব্যাটা পুরা "আন্তর্জাতিক চেইন পেরেশানি"তে রাখছে আমাদের কয়েকজনকে। পাইয়া লই খালি উড়োজাহাজ আলকাতরা কোম্পানির এমডিরে। অর ঘুমের হেজিমোনি বাইর করুম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাবী, জুবায়ের ভাই যেমন নেই, তেমন আছেনও। সচলায়তনে মিশে আছেন তিনি, সচলদের স্মৃতিতে আছেন, এমনকি আমার যে তুচ্ছ বই পুরস্কৃত হলো, তার ভূমিকার পাতাতেও জুবায়ের ভাই আছেন। আপনার শোকটুকু আমরাও বহন করতে চাই, যদিও জানি তা হালকা হবার নয়।
আমি জানি হিমু, আর কোথাও কেউ ওকে মনে না রাখলেও সচলায়তন/তোমরা ওকে বাচিঁয়ে রেখেছো/রাখবে তোমাদের মাঝে।
এই যে সুখে দুঃখে আমরা সবাই একসাথে হাসি কাঁদি, এ রকম ব্লগ কী পৃথিবীর আর কোথাও আছে? না, কোথাও নেই। আমার হারানোটা খুব বেশী বলেই আমি খুব বেশী পেয়েছি। সচলায়তনের একজন হতে পেরেছি।
আশা করছি আগামী সপ্তাহে তোমার তুচ্ছ বইটা ( খুব বেশী বিনয় না?) হাতে আসবে। ভুমিকাটা তখন দেখবো। ভালো থেকো।
--------------------------------------------------------------------------------
আন্তরিক অভিনন্দন । দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলুক সামনে চলা ..
.......................................
তোমারই ইচ্ছা কর হে পূর্ণ ....
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
সবাই খালি অভিনন্দন দেয়...কিন্তু হিমু ভাই কি শুধু অভিনন্দন পেয়েই খুশি ?? নাকি অন্য কিছুও চান? গোয়েন্দা ঝাকানাকা কই???
ম্যাগনাম ওপাস গল্পটা বেশ ভালো লেগেছে!! তবে রকিব, রমা কিংবা আনিস তিনজনকেই বোকা বোকা লাগলো। ইকবাল রোডে গিয়ে খোঁজাখুজি না করে বই মেলায় গেলেই বইটা পাওয়া যেত...হেহেহে
পরের বইমেলায় আপনার অটোগ্রাফসহ বই চাই!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
অভিনন্দন হিমু ভাই.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]
-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
অনেক অভিনন্দন। শুভেচ্ছা।
...........................
Every Picture Tells a Story
অভিনন্দন!! অভিনন্দন!!
বইটা তাহলে কেনা যায় বলছেন
এই জোশে আপনার অসমাপ্ত গল্পগুলা শেষ করেন না!
:-D
হিমু ভাই দেশে আসলে খাওয়া চাই :-D
---------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
এইমাত্র একজন বন্ধুর কাছে খবরটা পেলাম। যাকে আমি অনেকদিন আগে বলেছিলাম 'হিমু' কি জিনিস। আজকে সে আমাকে সুখবরটা দিয়ে আনন্দিত। হিমু হলো সেইজন সচলে আসার আগ থেকেই যার লেখা গোগ্রাসে পড়তাম। সেই হিমু পুরষ্কার পেয়েছে দেখে, নিজের বিবেচনার উপর ভরসাটা অনেক বাড়লো।
অভিনন্দন হিমু, আপনার হাত দুটো বাংলা সাহিত্যকে সচল রাখুক।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অভিনন্দন হিমু স্যার !!
অভিনন্দন এর সাগরে ডুবাইয়া দিলাম!! ভাইসা ওডার পর আরো অভিনন্দন!!!
অভিনন্দন, হিমু ভাই।
অভিনন্দন!
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
এ যে দেখছি বিশাল ব্যাপার হিমু! কাল তোমার সাথে কথা হলো, তখন কি জানতে না।
অভিনন্দন! অভিনন্দন! হাজার হাজার অভিনন্দন জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
না তীরুদা, তার ঘণ্টাখানেক পর জানতে পারলাম ... অনেক অনেক ধন্যবাদ!!
অভিনন্দন।। অভিনন্দন।। অভিনন্দন।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু া
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
অভিনন্দন হিমু, যদিও দেরি হয়ে গেল।
অভিনন্দন নির্বাচকদেরও। এজন্য যে পুরস্কৃত করার জন্য তাঁরা লেখার মানকেই শুধু বিবেচনা করেছেন। ব্লগার, পত্রিকায় লেখেনা, কোন বিশেষ লবী না - এসব বলে উপেক্ষা করেননি।
সচলায়তনের পাঠকমাত্র হিমুর সাহিত্যসৃষ্টির ক্ষমতা সম্পর্কে জানেন। আমি নিজেও বার দুই হিমুকে শুধু বিশুদ্ধ সাহিত্যচর্চার ব্যাপারে অনুরোধ করেছিলাম। দ্বিতীয়বার এ'নিয়ে হিমুর প্রতিক্রিয়া ভিন্ন ছিল। তবু সেই অনুরোধ আবার জানিয়ে যাচ্ছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অসংখ্য ধন্যবাদ পাণ্ডবদা! কিন্তু বিশুদ্ধ সাহিত্যচর্চার সুযোগ কি আমাদের আর কারো হাতেই আছে ?
নিযুত অভিনন্দন হিমু ভাই!
দুঃখ হচ্ছে যে দূরে থাকার কারণে আপনার বইটা সংগ্রহ করতে পারছি না। কিন্তু আপনার লেখার গুণমুগ্ধ পাঠক আমি। আমার বিশ্বাস বাংলা সাহিত্যের একটা স্থায়ী আসন আপনি করে নিবেন।
আবারো অভিনন্দন।
===অনন্ত===
অভিনন্দন হিমু ভাই, মহা অভিনন্দন !!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেক অনেক অভিনন্দন হিমু ভাই। আরও অনেক পদক শোভা পাক সচলদের দেয়ালে।
............................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
অভিনন্দন হিমু ভাই, আপনার আর সচলায়তনের পাঠক বলে আমার নিজেরই ভীষন গর্ব হচ্ছে। মনে হচ্ছে পুরস্কারটা আমিই পাইছি ।
আমাদের একদফা, এক দাবি..
"হিম্ভাই,
অটোগ্রাফওয়ালা বই চাই।" :)
পুরস্কার প্রাপ্তির অভিনন্দন।
আর, সাথে সাথে আগামীবার একটা "ঝাকানাকা সমগ্র" করা যায় কিনা, এই উস্কানী!!! ;)
- মুক্ত বয়ান
অন্য সব কিছু আপাতত দূরে থাক । লেখক মাহবুব আজাদের এই সাফল্যে একজন সামান্য পাঠক হিসেবে আমার অভিনন্দন । লেখক হিমু কিংবা মাহবুব আজাদের এই লেখক সত্ত্বা সবসময়ই আমার প্রিয় ছিলো এবং আছে । অনেক অনেক শুভ কামনা ।
ওয়াইল্ড স্কোপ, স্নিগ্ধা, কৌস্তুভ, ভূতোদা, রাজিব, আয়নামতি, নাহার মনিকা, জানা হয়নি, পাপিষ্ঠ আলবাব, জিফরান, শামীম ভাই, বাউলিয়ানা, নৈষাদদা, লাবণ্য, কোয়াস, বিলীন অরণ্য, মামুন ভাই, জোহরা ফেরদৌসী, তারানা, নীল রোদ্দূর, মুস্তাফিজ ভাই, সোয়াদ, অনীক, নীড় সন্ধানী, বাবু, পউট্যাখালী, একলব্য, প্রবাসিনী, পলাশদা, অনন্ত, নাশুদা, সুরঞ্জনা, অচেনা, মুক্ত বয়ান, নিঝুম ... সবাইকে আবারও ধন্যবাদ। পুরস্কারপ্রাপ্তির চেয়ে বড় আনন্দ বোধ করছি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে।
আগামীবছর কৌতুকের নতুন বই চাই।
অভিনন্দন।
হিমু, আমার চুনরী ওড়নার খোঁটা আর দিবো না,এই খুশীতে গেশেঙ্ক কইরা দিলাম! অনেক অভিনন্দন।
এরপর মিউনিখ গেলে আরেকটা দিয়েন কিন্তু! আপনার ওড়না তাবিজের মতো ফল দেয়, দেখলেন তো ?
কেউ অরূপরে একটু কানে ধইরা সচলে নিয়া আসতে পারবেন? মোটকুটারে মিস করতেছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কাজটা আপনিই করুন, একটা ফোন দ্যান ওকে
...........................
Every Picture Tells a Story
আমিও মুস্তাফিজ ভাইয়ের সাথেই সুর মিলাইলাম।
আপনারাই হয়তো চাইলে কাজটা করতে পারেন। অন্য কারো পক্ষে হয়তো সম্ভব না...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অরূপরে বহুদিন ধরেই সচলে মিস করতেছি। আর করতে চাই না। অরূপরে সচলায়তনে চাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও খুব মিস করি ওনাকে। কবে যে অভিমান কাটবে... অরূপ ভাই ছাড়া সচল মানায় না।
অরূপ অরূপ ডাক পাড়ি, অরূপ ছাগু কার বাড়ি? আয়রে ছাগু ঘরে আয়, দুধ মাখা ঘাস কাকে খায় ।
হিমু যে কত ভালো লেখক তা সচলায়তনের সব্বাই জানতো এতদিন। এবারে সারা বাংলাদেশ জানলো। আশাকরি নবীন লেখক ক্যাটাগরীতে প্রতি বছর একজন করে সচল লিখিয়ে পুরষ্কার পেতেই থাকবেন।
আপনাকে অনেক শুভকামনা।
দারুণ খুশির খবর। অভিনন্দন জানাতে অনেক দেরী করে ফেললাম।
অ-নে-ক অ-নে-ক অভিনন্দন !
অনেক অনেক অভিনন্দন!
গুরু, এ তো সবে শুরু...
লেখক মাহবুব আজাদের সাফল্য কামনা করি।
এখনি পি ডি এফ বানান শুরু করা উচিত । নাইলে "হিমু" যখন "হুমায়ুন আহমেদ" এর চেয়ে বড় হয়ে যাবে ততদিনে বইয়ের সংখ্যা কিন্তু বিশাল হবে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অভিনন্দন হিমু ভাই...
— বিদ্যাকল্পদ্রুম
বিশাল অভিনন্দন হিমু ........................
অভিনন্দন হিমু ভাই...শাবাশ...!
সচলের পাঠক হিসেবে আপনার পুরস্কার প্রাপ্তির আনন্দটা নিজের মাঝেও অনুভব করছি।
কবে যে আপনার বইটা পড়ামু!!
শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন, শুভেচ্ছা আর অভিনন্দন ........................ চা খেয়ে আসি
...............................................................
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
যাক, এই বাবদ আমার নামটা ইতিহাসে উঠে গেলো! ঐতিহাসিক বইয়ের ব্লার্বে রয়ে গেলো এই পাঠকের হস্তাক্ষর।
থ্যাঙ্ক য়ু আজাদসাহেব, আমাদের সবার বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য। অভিনন্দন জানাতে দেরি হলো অনেক, এর মধ্যে প্রত্যাশিতভাবেই শুভেচ্ছার বন্যা বয়েছে। আরো ভালো লিখুন, শুভেচ্ছার সাথে প্রত্যাশাও সেই অনুপাতে থাকে এই কথাটা মনে করিয়ে দিই। এবার একটা পিচ্চিতোষ গল্পের সংগ্রহ চাই। জমেছে তো বেশ কতোগুলো।
আবারও ধন্যবাদ, প্রিয় পাঠক মূলোদা! দেখুন আপনার ব্লার্বের জোর !
প্রত্যাশা পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।
চমৎকার একটা খবর!
হিমুকে অসংখ্য অসংখ্য অভিনন্দন
সবচেয়ে ভালো লাগছে এটা অনুভব করে যে দেশে প্রতিভার সঠিক মূল্যায়ন হচ্ছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আবারো অভিনন্দন !!!
-------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
তিন দিন পরে সচলে এসে এই সংবাদ পড়ে মন্তব্য না করে থাকতে পারলাম না। যদিও এর আগে শতশতবার অনেকে বলে গেছেন তবুও আমার তরফ থেকে অভিনন্দন জানানোর লোভ সামলাতে পারলাম না। বড় গলায় মানুষ-কে বলতে পারবো "ঐ যে, মাহবুব আজাদ আছেন না? পুরস্কার পেলেন? উনি আর আমি তো একই ব্লগে লিখি!! উনি অবশ্য হিমু নামে লেখেন, হে হে :D"
আপনাকে নতুন লেখক হিসেবে পুরস্কৃত করা হলে কী হবে আমরা তো জানি আপনি আসলে কত পুরোনো লেখক, হুম??
অনেক অনেক শুভ কামনা আপনাকে।
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
অনেক আগেই খবরটা দেখলেও, অনেক দেরিতেই মন্তব্য করছি।
হিমু ভাইয়ের লেখার প্রতি আলাদা একটা আগ্রহ, ভালো লাগা অনেক আগে থেকেই ছিলো। প্রত্যাশিত হলেও, এই খবরটা পড়ে খুব অবাক হয়েছি, এবং একই সাথে অসম্ভব ভালোও লেগেছে। এতো বড়ো একটা সাফল্য, এতো বড়ো অর্জন... সচলায়তন পরিবারের একজন হিসাবে নিজেকে ভাবতে বেশ ভালো লাগছে। অভিনন্দন, হিমু ভাই।
ধন্যবাদ রিটন ভাইকে, খবরটা জানানোর জন্য। এবং হিমু ভাইয়ের লেখালেখি চলুক পুরোদমে। এখন প্রত্যাশা কিন্তু বেড়ে গেছে আরও অনেকখানি। আগামী বইমেলায় আপনার উপন্যাস পড়তে চাই
দৃপ্ত, বিষণ্ণ, বইখাতা, সমুদ্রাফি, চড়ুই, এনকিদু, শিক্ষানবিস, গৌরীশ, তৌফিক, জ্বিনের বাদশা, এমি, শাফক্বাত, অতন্দ্র প্রহরী ... অশেষ ধন্যবাদ! যত না এই পুরস্কারপ্রাপ্তিতে অভিনন্দনের জন্যে, তারচেয়ে বেশি আনন্দিত বোধ করছি আপনারা বিনাপুরস্কারেই আস্থা রেখেছেন এতদিন আমার ওপর, সে কারণে।
খাইছে ! হিমু জলদি একটা পাইরেটেড পিডিএফ মেইল দ্যাও ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমার শালী ধরা গুরু পুরস্কার পাইলো না, আর আপনে কি সব হাউকাউ লিক্ষ্যা পুরুস্খার ফাইলেন!!??
আপনের না সারা দিন সারা রাত হইল্যদা পাঞ্জাবি পইরা রস্তায় টইটই করনের কথা? আপনে ব্লগে ফাল পারেন ক্যা?
আপনে না থাকলে ত আমার গুরুর পুরুস্কারের রাস্তা পরিস্কার হয়া যাইতো!!!
ও গুরু!! দ্যাশে কি শালির শর্ট পড়ছে ? নাকি আমার গুরুর বিদ্যার শর্ট পড়ছে? কোন দুলার কোন শালির এত সাহস যে আমার গুরু রে পুরস্কার না দিয়া হেমু রে দ্যায়???
বিচার কার্যে সুক্ষ কারচুপি হইয়াছে!! সব হুমায়ুন আহমদের দালাল!! হিমু ডাক নাম দেইখ্যা হুমায়ুন আহমেদের তদবীরে পুরস্কার দিছে!!
গুরুরে!! আমগো কপাল খাইলো ক্যাডায় রে!!!
আমিই তানভী |
বিশাল অভিনন্দন!
অনেক অনেক অভিনন্দন হিমু ভাই।
অভিনন্দন। অনেক অনেক। আপনার লেখার ধরন আমার অনেক পছন্দ।
গল্পের পরে বড় উপন্যাস পড়বার আশা রাখি।
যদিও দেরি হলো, কিন্তু অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে পাঠক হিসেবে প্রতি বছর যেন আগের বছরগুলোকে ছাপিয়ে যান, সেই দাবি জানিয়ে গেলাম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন