ঢাকা আমার ঢাকা
স্বপ্ন এবং ভালোবাসার রঙ তুলিতে আঁকা।
ঢাকা আমার ঢাকা
ঐতিহ্যের চারশো বছর স্মৃতির সুবাস মাখা।
ঢাকা আমার ঢাকা
হঠাৎ করেই থমকে যাবে ইতিহাসের চাকা?
ঢাকা আমার ঢাকা
ক্যান যাবে না এই ঢাকাকে ‘এক শহরে’ রাখা?
ঢাকা আমার ঢাকা
এক শহরে দুইটা মেয়র!! বোকার স্বর্গে থাকা!?
ঢাকা আমার ঢাকা
দ্বিখণ্ডিত করছে তোমায় গোবর্ধনের কাকা!
ওরে গোবর্ধন
চোখ খুলে দ্যাখ কান পেতে শোন--ক্ষুব্ধ জনগণ।
ক্ষুব্ধ জনগণের ভাষা বুঝছে না তোর কাকা!
জবরদস্তি দ্বিখণ্ডিত করছে শহর ঢাকা!!
পনেরো কোটি বুকের ভেতর খুব মমতায় রাখা
ঢাকা আমার ঢাকা......
২৯ নভেম্বর ২০১১
মন্তব্য
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
আমি অলস। পড়ি কিন্তু মন্তব্য করি কম। আপনার লেখাও পড়েছি। দুর্ধর্ষ পিচ্চিটাকে নিয়ে লেখাটা পড়ে খুবই মজা পেয়েছি।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
অসাধারণ স্যার। আমরা গড়ার চাইতে ভাঙায়ই বেশি পারঙ্গম। এই ভাঙার সাথে সাথেই থমকে গেলো ইতিহাসের চাকা। ঢাকা শহরের আর কোনও ইতিহাস লেখা হবেনা, লেখা হবে উত্তর বা দক্ষিণ ঢাকার ইতিহাস।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ। তবে আমার মনে হয় সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
_____________________
Give Her Freedom!
ধন্যবাদ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আচ্ছা এই গোলাগুলিটা করে কি ভাবে?
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ব্র্যাকেটে গুলি লিখতে হয় রিটন ভাই।
ব্রাকেটে গুলিলিখলাম। দেখি গোলাগুলি শুরু হয় কি না
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
জাস্ট অসাধারণ
ধন্যবাদ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
দারুণ লাগলো ছড়াটা রিটন ভাই
শুনে উদাস হলাম!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
কষ্ট দুঃখ ক্ষোভ সবকিছুকে একসাথে এত সুন্দর করে কিভাবে প্রকাশ করেন ! দারুন লাগলো।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
_____________________
Give Her Freedom!
গুল্লি
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ব্রাকেটে গুলি লিখতে হয়,হিমু বললো। তা না হলে গোলাগুলি শুরু হবে না অনিন্দ্য!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
চমৎকার লেখা স্যার...
আহা সাধু! সাধু ।
সাধু সাবধান!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
এইটা তো দেখি গোলাগুলি ছাড়াও আরো কিছু!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ছড়া!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
দারুণ লাগল। সবকিছু ভেঙ্গে পড়ে। শুধু ফ্লাইওভারই নয়, ঢাকাও ভেঙ্গে দু'টুকরো হলো।
_________________
[খোমাখাতা]
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
পাল্টা
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
দারুণ...না উত্তর না দক্ষিণ...ঢাকা একটিই থাকুক।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
একটি ঢাকাই থাকবে।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আরো কিছুকাল আগে অন্যরকম করে কিছু কবিতা ছড়া লিখলে বা চিল্লাচিল্লি করলে হয়তো এই ছড়াটি লেখার প্রয়োজন হতনা। আমরা সব কিছুই দেরীতে করি
ছড়া যথারীতি
আমার দেরী হবার কারণে আমি খুবই লজ্জিত!
পরেরবার ঢাকা ভাগের আগেই চিল্লাচিল্লি করবো।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ছন্দের স্নিগ্ধতাকে ছাপিয়ে কঠোর প্রতিবাদের প্রস্তুতি নেবারও ডাক দিন রিটন ভাই। জনমানুষের বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন; সেটা যেন সংকীর্ণ দলীয় রাজনীতি কর্তৃক ছিনতাই হয়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে।
সামান্য লেখক আমি। আন্দোলন গড়ে তোলার সামর্থ নেই। কিন্তু প্রতিবাদ জারি আছে। ওটা থাকবে।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
যেদিন দীর্ঘ একবছর পরে কঙ্গো থেকে ফিরে এক বৃষ্টি স্নাত স্নিগ্ধ ভোরে ঢাকার মাটিতে নামি সেদিন লিখেছিলাম,
ঢাকা আমার ঢাকা
তোমার বুকে আমার সকল স্বপ্ন এঁকে রাখা
পরম মায়ায় তোমার চরণ চুমি
বৃষ্টিস্নাত স্নিগ্ধ প্রাতে স্বচ্ছতোয়া তুমি।
সেই ঢাকা দ্বিখণ্ডিত হবে ভাবতেই নিলয় চিরে যায়।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাইজান আপনার চৈনিক জীবন কেমন চলছে?
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
সময়োপযোগী। ভালো লাগলো। গুড জব।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আপনি কই রিটন ভাই? সব তো চিলশকুনে খেল
অন্য জায়গায় একটি লেখায় মন্তব্য করেছেন সম্প্রতি। এইখানে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। আপনি 'ঠিকাছে' বললে মনে হয় ঠিক আছে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
চিলশকুনগুলো অনেক শক্তিশালী আর সংঘবদ্ধ।
তোমার সেই লেখাটি অসাধারণ ছিলো।
তোমার জার্মান জীবন সুন্দর কাটুক।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
অনেক সুন্দর ছড়া হয়েছে রিটন ভাই।
আচ্ছা বাংলাদেশের রাজধানী এখন কি হবে?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আমাদের কপাল ভাল যে মাত্র টুকরো হয়েছে, টুকরো টুকরো হয়ে যায়নি!
দারিদ্র তুমি মহান!!!!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
নতুন মন্তব্য করুন