লোটাস তো নয় মনিব কোনো
ক্রিকেটাররা দাস না,
ওরে বাছা তোরা কেউই
পাকিস্তানে যাস না ।
অইটা একটা মৃত্যুপুরী
অইটা কোনো দেশ না,
লোটাস মোটেও নয়কো প্রভু
তার ইচ্ছেটাই শেষ না।
একটা সাকিব জন্ম নেয় না
মোটেও শত বর্ষে,
নরক জেনেও ঝাঁপ দিবি ক্যান
লোটার পরামর্শে!
সাকিব-তামিম তৈরি থাকিস
প্রতিরোধের জন্য,
সোনামানিক তোদের পেয়ে
দেশের মানুষ ধন্য।
ষোলো কোটির সমর্থন কি
শুনতে তোরা পাস না?
পাকিস্তানে যাস নে বাছা
পাকিস্তানে যাস না।
১৫ এপ্রিল ২০১২
মন্তব্য
চরম চরম চরম চরম
বস তানিম -> তামিম হবে। ঠিক কইরা দিয়েন একটু।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
দিলাম। ধন্যবাদ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
চরম হয়েছে!
লোটা কমবলরা অন্ধ হয়ে গেছে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
আহা কী অপূর্ব ছন্দ! এই ছন্দসুর ওদের কানেও পৌঁছাক।
প্রভুখন্ড গুরু, প্রভুখন্ড।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!!
এর চেয়ে দূর্দান্ত আর কী হতে পারে!!!
প্রভুখন্ড গুরু
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
চখাম!
দ্রুত ছড়িয়ে পরুক ছড়াটি সকল ক্রিকেট প্রেমীদের মাঝে। বাংলাদেশ দলের পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোর মাঝে সার্থকতা পাক ছড়াটি।
লোটাস কামাল কে ধিক্কার।
ষোলো কোটি মানুষের মনের কথাটাই বলে দিলেন রিটন ভাই!
এইটা দারুণ হয়েছে !!
______________________________________
পথই আমার পথের আড়াল
কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই কবিতাটি পোস্টার আকারে ছাপিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে বিলি করার উদ্যোগ নিন। ব্যক্তিমানুষের ক্ষুদ্র স্বার্থের জন্য দেশের বৃহত্তর স্বার্থ ক্ষুণ্ন করার অধিকার কারো নেই। এমন গণবিরোধী প্রচেষ্টা গণপ্রতিরোধ দিয়ে রুখতে হবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
চরম
দুর্দান্ত!! আমরা যে কবে নিজেদের ছোটো ভাবা এবং মেরুদণ্ডহীন আচরণ করা বন্ধ করবো!
অসাধারন হয়েছে।
দুরন্ত হয়েছে!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
একেবারে মনের কথা ...। কি দারুন তার বহিঃপ্রকাশ ।
আমরা হলাম আমজনতা
সঙ্গে আছি তোদের,
দেশের তোরা সোনার ছেলে
স্বপ্ন দেখাস মোদের।
ওই বেটারা কি দিয়েছে?
ভেজালভরা দেশ ,
তোরাই হল এক উছিলা, বলতে পারি
'সাবাশ বাংলাদেশ' ।
অইটা কোনো দেশ না
অসাধারণ একটা ছড়া। অসাধারণ। সকলের শুভবুদ্ধির উদয় হোক।
দারুন।।।।।।।।।।।।।।।।।।।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এই কবিতাটা ক্রিকেটারদের পড়ান দরকার।।
ধন্যবাদ অনেক সবাইকে।
আচ্ছা কমেন্টে ইমো দিতে হলে কী করতে হবে? খুঁজেই তো পাচ্ছি না।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
..................................................................
#Banshibir.
অসামান্য!
অসাধারণ, চলুক তবে
এমনটাই চাই।
পাকি ছাড়াও দেশ আছে ভবে,
দলের অভাব নাই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"পাকিস্তানে যাস নে বাছা
পাকিস্তানে যাস না"
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দুর্দান্ত
facebook
অসাধারণ!
মুগ্ধ!!! অসাধারণ!!
অসাধারণ
______________________________________
লীন
নতুন মন্তব্য করুন