আমি আর সুকুমার

লুৎফর রহমান রিটন এর ছবি
লিখেছেন লুৎফর রহমান রিটন (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০১২ - ১০:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


যে পেয়েছে শৈশবে সুকুমার রায়কে
তার মজা আজীবন, তাকে আর পায় কে!
লাল মলাটের বই মাঝে অই ম্যাঁও-টা
বেড়ালটা কতো প্রিয়! আমি তার ন্যাওটা!

শৈশবে কৈশোরে ফ্যান্টাসী বেশুমার
শৈশব রাঙালেন জাদুকর সুকুমার।
পায়ে পায়ে ছায়া হয়ে পিছু নেয় ফূর্তি
গড়েছেন অপরূপ অদ্ভুত মূর্তি!
ঘাটে ঘাটে ঘটে কতো কাণ্ড ও কীর্তি
সুকুমার ছাড়া কেউ শৈশবে ফিরতি?

আমাদের ছেলেবেলা সুকুমার সঙ্গী
কতো তাঁর অবয়ব কতো তাঁর ভঙ্গি!
‘রামগরুড়ের ছানা’ ‘হেশোরাম হুঁশিয়ার’
একসাথে বেড়ে উঠি আমি আর সুকুমার।

‘কাঠবুড়ো’, ‘হুঁকোমুখো’, ‘কানে খাটো বংশী’
একেকটা ভয়াবহ! কী যে বিধ্বংসী!
কাকে ছেড়ে কাকে ধরি বলবো কি বাপু রে
বলে ‘ভয় পেও না’ গো ‘বাবুরাম সাপুড়ে’।
‘কুমড়োপটাশ’ আর ‘কিম্ভুত’, ‘খিচুড়ি’
নেই রে তুলনা তাঁর নেই কোনো কিছুরই।
‘আবোল তাবোল’ শুনে ‘ঝালাপালা’ কানটা?
শুনে নিতে পারো তবে ‘হিংসুটি’ গানটা।
‘দাশুর খ্যাপামি’ দেখে মনে লাগে খটকা?
‘খাই খাই’? ‘কিছু চাই’? ফোটে ‘চীনেপটকা’!
‘শব্দ কল্প দ্রুম’-এ কুপোকাৎ ছাত্র
‘ছায়াবাজি’ ‘গোঁফচুরি’ আর ‘সৎপাত্র’
‘পাগলা দাশু’কে চেনো? ‘কাতুকুতু বুড়ো’কে?
মাঞ্জা কে শিখিয়েছে ‘ব্যোমকেশ’ খুড়োকে!
সুকুমার নাচালেন ছন্দের বাহারে
আহারে ‘দ্রিঘাংচু’! ‘ট্যাঁশগরু’ আহারে...
‘হ য ব র ল’কে দেখে হেসে ওঠে সজারু
সুকুমার আছে তাই দুনিয়াটা মজারু।

সুকুমার আছে তাই আমিও যে আছি রে
আমি আর সুকুমার থাকি কাছাকাছি রে!
সুকুমার সবখানে গোঁফে আর দাঁড়িতে
বুড়ো হয়ে গেছি তবু পারি নাই ছাড়িতে!
জীবনটা কেটে যায় হাসি-গানে-রঙ্গে
ভাগ্যিস সুকুমার ছিলে তুমি সঙ্গে!

মুছে দিয়ে জীবনের গ্লানি আর হাহাকার
একসাথে বেঁচে থাকি আমি আর সুকুমার।

অটোয়া, ৩০ অক্টোবর ২০১২


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

"বেড়ালটা কতো প্রিয়! আমি তার ন্যাওটা!"
ওহ রিটন ভাই !!
শুভ জন্মদিন তাতা বাবু !!

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অসাধারণ গুরু গুরু


_____________________
Give Her Freedom!

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

জি.এম.তানিম এর ছবি

অসাধারণ! অদ্ভূত!

গুরু গুরু

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মাহবুব লীলেন এর ছবি

‘হ য ব র ল’কে দেখে হেসে ওঠে সজারু
সুকুমার আছে তাই দুনিয়াটা মজারু।

কথাখান আমারো...

লুৎফর রহমান রিটন এর ছবি

হ। জানি তো!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

বাপ্পীহায়াত এর ছবি

জটিললল

মুস্তাফিজ এর ছবি

সুকুমার আছে তাই আমিও যে আছি রে
আমি আর সুকুমার থাকি কাছাকাছি রে!

...........................
Every Picture Tells a Story

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আইলসা এর ছবি

এই লাল মলাটটা দেখলেই আমার পাগলা দাশুর কথা মনে পরে আর মন ভাল হয়ে যায়। হাজার সমস্যার মাঝেও পাগলা দাশু আমাকে ধুম ধারাক্কা আনন্দ দিতে পারে। পাগলা দাশু আর সুকুমারে শেষ লেখাটা আমার সব'চে প্রিয় লাইন

আদিম কালের চাদিম হিম
তোড়া্য় বাধা ঘোড়ার ডিম
ঘনিয়ে এলো ঘুমের ঘোর
গানের পালা সা্ঙ্গ মোর।

রিটন ভাই, অনেক ধন্যবাদ। আমাদের হয়ে বসকে শ্রদ্ধা জানিয়ে দেয়ার জন্য

জীনটা কেটে যায় হাসি-গানে-রঙ্গে
ভাগ‌্যিস সুকুমার ছিলে তুমি সঙ্গে!

-----------এক্কেবারে মনের কথা

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

অতিথি লেখক এর ছবি

হাততালি
-লাবণ্যপ্রভা

লুৎফর রহমান রিটন এর ছবি

দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ঈপ্সিত/চম্পাকলি  এর ছবি

"একসাথে বেঁচে থাকি আমি আর সুকুমার"
-আম্মো তাই।
চলুক

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

নিলয় নন্দী এর ছবি

যা দিয়ে গেছেন কম নয়, তবু এই লোকটা যদি আর পাঁচ-দশটা বছর বেশি বাঁচতেন !
ছত্রিশ বছর কি একটা জীবনের সীমা হতে পারে?
মন খারাপ

লুৎফর রহমান রিটন এর ছবি

হুম।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

অতিথি লেখক এর ছবি

অসাধারণ

-zayy

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ইয়াসির আরাফাত এর ছবি

চমৎকার, চমৎকার ছড়া রিটন ভাই। হাততালি

একটু দুঃখ পেয়েছি অবশ্য। সুকুমার বাবুর এই বইটা থেকে আমার সবচেয়ে পছন্দের লেখা লক্ষনের শক্তিশেল (তার পরেই অবশ্য আছে পাগলা দাশু আর হ-য-ব-র-ল)। এটার কথা যদি কোথাও থাকতো, আহা!

লুৎফর রহমান রিটন এর ছবি

একটু দুঃখ থাকাটা ভালো দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

Chhanda Mahbub এর ছবি

উফফ লাল মলাটের বইটা দেখে জপ করে ছেলেবেলা চলে আসল। এই বইটা কিমি। করে হলেও ১০০০বার পড়েছি

লুৎফর রহমান রিটন এর ছবি

আমি পড়েছি ১০০২ বার শয়তানী হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

Chhanda Mahbub এর ছবি

হা হা হা................. যান একদর ১০০১.৫ বার

Mahbub Ali এর ছবি

চমৎকার লাগল। সুকমার রায়ের অনেকগুলো লেখার শিরোনাম চলে এসেছে। ছড়াকারের মুন্সিয়ানা তো জানা। অনেকের ভালো লাগবে।

লুৎফর রহমান রিটন এর ছবি

আমার মুন্সিয়ানা! শয়তানী হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সঞ্জয় মজুমদার এর ছবি

অভিবাদন রিটন ভাই। অসাধারণ একটি ছড়া। এই লাল বইটি যে কতবার পড়েছি তার হিসেব দিতে পারব না।

লুৎফর রহমান রিটন এর ছবি

আমিও।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রংতুলি এর ছবি

দারুণ দারুণ!! হাততালি

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

অরফিয়াস এর ছবি

গুরু গুরু অসাধারণ !

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রাতঃস্মরণীয় এর ছবি

আসাধারণ! হাততালি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

লুৎফর রহমান রিটন এর ছবি

দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আশালতা এর ছবি

বাহ্‌। হাততালি

----------------
স্বপ্ন হোক শক্তি

লুৎফর রহমান রিটন এর ছবি

দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

অনার্য সঙ্গীত এর ছবি

গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

কড়িকাঠুরে এর ছবি

বাহ!!! বাহ!!! অসাধারণ!!!- হাততালি

লুৎফর রহমান রিটন এর ছবি

দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সুমিমা ইয়াসমিন এর ছবি

চমৎকার! গুরু গুরু

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সাফিনাজ আরজু এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

আসাধারণ!

"সুকুমার আছে তাই আমিও যে আছি রে
আমি আর সুকুমার থাকি কাছাকাছি রে! " হাততালি

লুৎফর রহমান রিটন এর ছবি

দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

প্রৌঢ় ভাবনা এর ছবি

হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানিনা),
হয়ে গেল'হাঁসজারু' কেমন তা জানিনা।

চমৎকার লাগলো আপনার ছড়াটাও।

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

কাজি মামুন এর ছবি

আপনিই পারেন, রিটন ভাই! ছড়ায় ছড়ায় পুরো সুকুমারকেই যে তুলে আনলেন।
ছেলেবেলায় পড়া ছড়াগুলো এখনো ঘোরাফেরা করে মনের গহীন অন্দরে। এখনো কি জীবন্ত এরা! জটিল থেকে জটিলতর হওয়া জীবনের টানাপোড়েন থেকে মুক্ত করে আনার অদ্ভুত ক্ষমতা রয়েছে এদের।

মুছে দিয়ে জীবনের গ্লানি আর হাহাকার
একসাথে বেঁচে থাকি আমি আর সুকুমার

আমরাও বেঁচে থাকি সুকুমারের সাথে। তবে সাথে থাকেন আপনিও। এইটুকু বাড়তি সুবিধা আমাদের রয়েছে, যা থেকে আপনি বঞ্চিত! হাসি

লুৎফর রহমান রিটন এর ছবি

হেহ্‌ হেহ্‌ হে মামুন দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

জাতবেদা মিশ্র  এর ছবি

কি যে অসাধারন লাগলো , বলে বোঝাতে পারব না । হাসি

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

লুৎফর রহমান রিটন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

চমৎকার লেখা রিটন ভাই। ফিরে গেলাম সেই ছোট্ট কালে। যখন সুকুমার পুরো শৈশবকে মাতিয়ে রেখেছিল চলে গেলাম সেই সময়ে। তখন পশ্চিমবঙ্গ থেকে ভোরের তারা নামে একটা ছড়াপত্র নিয়মিত বের হতো। একবার সুকুমার সংখ্যা বের হলে আমিও একটা ছড়া লিখেছিলাম। সম্ভবত ছিয়াশি সালে। লেখাটা স্মৃতি থেকে তুলে দিচ্ছি-

মিষ্টি ছড়াকার
বড় হয়েও মন ছিল কার
ছোট্ট শিশুর মতো?
কার লেখাতে আসত চলে
ভাবনা শিশুর যত?

হ-য-ব-র-ল এর লেখক
মিষ্টি ছড়াকার,
সকল শিশুর কাছের মানুষ
নামটি সুকুমার!

লুৎফর রহমান রিটন এর ছবি

অনেক আগে লেখা তোমার ছড়াটাও সুন্দর নাদিম।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

অতিথি লেখক এর ছবি

ছন্দে ছন্দে কথা কয় জন পারে রে
রিটন ভাই একটাই ছড়া খান আহারে !

অসাধারণ রিটন ভাই। উত্তম জাঝা!

অমি_বন্যা

লুৎফর রহমান রিটন এর ছবি

দেঁতো হাসি

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মন মাঝি এর ছবি

চলুক

দারুন!

****************************************

খেকশিয়াল এর ছবি

মুছে দিয়ে জীবনের গ্লানি আর হাহাকার
একসাথে বেঁচে থাকি আমি আর সুকুমার।

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সাবেকা  এর ছবি

অসাধারণ গুরু গুরু

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

স্যাম এর ছবি

অসাধারণ !!!
কোথাও কোন ঘাটতি নেই - এক্কেবারে ১০০ তে ১০০!
সুকুমার রায় নিশ্চয়ই ভীষন খুশি হত - পড়লে!
পারফেক্ট ট্রিবিউট গুরু গুরু

স্বপ্নখুঁজি এর ছবি

মুগ্ধ।।।

অতিথি লেখক এর ছবি

‘হ য ব র ল’কে দেখে হেসে ওঠে সজারু
সুকুমার আছে তাই দুনিয়াটা মজারু।

আবোল-তাবোল হ য ব র ল সব মিলে এক দারুণ সৃষ্টি! আমি কিন্তু ইস্কুলে যাবার আগে থেকেই আপনার ছড়া পড়েছি, সুকুমার পড়েছি একটু বড় হয়ে ইস্কুলে ভর্তি হবার পর! হাসি

নির্ঝর অলয়

মেঘা এর ছবি

অসাধারণ রিটন ভাই। আমার মন খারাপ ভাল করার একমাত্র নিজস্ব আবিস্কার করা ওষুধ হলো হ য ব র ল পড়তে হবে আর গড়াগড়ি দিয়ে হাসতে হবে। একটা সময় মুখস্ত বলতে পারতাম। এতো পড়াই পড়েছিলাম যে এক লাইন বললে পরের লাইন এমনিতেই মনে পরে যেত।

সুকুদাদা ছিলেন বলেই আমরা ছোট থেকেই বই পাগলা। নাহলে আর কে দেখাতো বই পড়ার জাদু কে জানে!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অতিথি লেখক এর ছবি

একটা সময় মুখস্ত বলতে পারতাম।

গুরু গুরু নেভারল্যান্ডে আপনার আসন বাঁধা

জুন এর ছবি

গুরু গুরু

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

অতিথি লেখক এর ছবি

নেই সুকুমার এই জগতে না-ই বা খুঁজে পেলে
ওই দুনিয়ায় সেই সুকুমার সবকিছুতেই মেলে

ছাড়বে যেদিন মেলের গাড়ি ছুটবে যেদিন তেপান্তর
পুরবে সেদিন ছন্দে আবার খামখেয়ালের শূন্য ঘর

- সম্রাট দাশুগুপ্ত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।