কাকা আসেন এইবার একটা শান্তি চুক্তি করি।
কি কইলেন? শান্তি নাই? সো হোয়াট! শান্তি পদক তো আছে!
শান্তি কি পোলার হাতের মোয়া? না শান্তি ধরে গাছে?
সাট্টিফিকেট থাকলেই হবে।
মনে নাই? মামু আমার বাঘ শিকারে গেছিলো না?
কিন্তু ভুল কইরা বন্দুক ন্যায় নাই,
অসুবিধা কি? সাট্টিফিকেট দেইখ্যাই বাঘ হালায় লৌড় দিয়া পলান দিছিলো না!
আসেন, সেই গল্প আরেকবার স্মরণে আনি।
শান্তি হালায় আইবোই আইবো, আমি জানি।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
আসেন কাকা এইবার ইমুন একটা শান্তি চুক্তি করি য্যান
সকলে আরাম পাই। ট্যাকা নাই? নো প্রবলেম, ন্যান ঋণ ন্যান।
ঋণ আপনের অধিকার, মনে রাখবেন।
আসল ফিরৎ দেওয়ার দরকার নাই খালি সুদটা দিয়েন।
পোলার লগে কথা কইবেন?
এই ন্যান সেলুলার ফোন।
যেইডা খুশি ডাউনলোড করেন,বাংলা হিন্দি আরবীতে আছে কতো রিং টোন!
মাইনসে বদনামী গায় আর বিটলামি করে?
হালারা জেলাস,আরে থোন থোন
জিন্দেগিতেও অরা কেউ আপনেরে দিবো না একট্যাকা লোন।
আসেন কাকা ফতুয়া আর ফতোয়ারে একাকার কইরা ফালাই মুফতি হালাগো ডরে-
গণিমতের মাল মাইয়ামাইনসেরে ধর্ষণ জায়েজ যদি সেটা মুছলমান ব্রাদাররা করে।
আমার কথায় বিশ্বাস স্থাপন করেন যদি,
এই ন্যান ‘‘স্বাধীনতা পদক’’ আপনের লিগা
একট্যাকা হাদিয়ার বিনিময়ে সাইদাবাদে নিষ্কন্টক জমি দশ-বারো বিঘা
লগে শর্ষিণার পীরের দোয়া এক প্যাকেট, সেইটাও ফ্রি।
ধর্ষণে ধর্ষণে আসেন পরিশুদ্ধ হই।
কি কইলেন? আজাইরা প্যাঁচাল আর খামাখা হইচই?
সুশীল সমাজের সামনে এমুন কথা মুখে আনতে নাই?
তাতে সোম্মান যায়, পরিবেশ বিনষ্ট হয়?
আসে মহামারী?
তার থিকা ফগার মেসিন দিয়া আসেন ডেঙ্গু মশা মারি।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
‘‘কোথাকার কোন ছৈয়দ নজরুল’’ তাজউদ্দীনরা ইন্ডিয়ার তালে
প্রবাসী সরকার বানাইছিলো একাত্তর সালে-হেই কোন কালে
এ্যাতো কিছু মনে থাকে ? তারচে আসেন কাকা এইবার একটা শান্তি চুক্তি করি তবে,
অতীত-ফতিত নিয়া ঘাঁটাঘাঁটি করলেই সোজা ‘‘ক্রসফায়ার’’ হবে।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
অবআমলা-অবআর্মির মতোন আসেন গাছেরটাও খাই আবার তলারটাও কুড়াই।
রিটায়ার কইরাই চলেন যোগদান করি রাজনৈতিক দলে,
কুটকৌশলে আর ছলে আর বলে
নমিনেশন একবার যদি পায়া যাই
তবে তো হালায় খেইল খতম পয়সা হজম, কুনু চিন্তা নাই।
বছর পাঁচেক পরে যদি দিগদারি পেরেশানি করে, তয়
অইন্য পাট্টির আদর্শে অনুপ্রাণিত হয়া আসেন দল বদল করি।
‘‘শাবাশ বাংলাদেশ’’ কয়া একবার যাগো মারছি তাগো ফের বুকে জড়াইয়া ধরি।
কুনু অসুবিধা নাই তারা দলে নিবো
সোম্মানের সহিত তারা চেয়ার আওগাইয়া দিবো।
কি কইলেন? দলের ভিত্রে গণতন্ত্র নাই?
আরে কাকা হ্যারলিগাইতো অরা খালি গণতন্ত্র গণতন্ত্র কইরা চিক্কুর পাড়ে,
ঘরে পর্যাপ্ত খানাখাইদ্য থাকলে কি কেউ ভাত দে ভাত দে কয়া ছোলোগান মারে?
কাকা আসেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি,
বাপ আর পোলার সমন্নয়ে খুলি বিকল্প দোকান
হাইকোটের সামনে বইসা ফটুসেশনের লিগা আসেন তিলাওয়াত করি পবিত্র কোরান।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
কাজকাম না থাকলে আসেন কাকা একটা গোলটেবিল বৈঠক করি।
কিছু বুদ্ধিজীবী কিছু বিবৃতিজীবী আর পরফেছার রাজনীতিবিদ
দ্যাশের চিন্তায় যাগো আরাম হারাম আর খোয়া গেছে নিদ
কলামিস্ট সাম্বাদিক আর কিছু অবআমলা অবআর্মি মিয়া আর বিবিতে
হাইস্যকর প্যাঁচাল পাড়ি ছিরিয়াস ভঙ্গিতে, আসেন টক শো করি টিভিতে।
দ্যাশে চ্যানেলের অভাব আছে নিকি?
ইস্পন্সর পাওয়া গেলে টক শো হররোজ-হামেশা প্রচার হইবো ঠিকই।
চলেন একটা মোবাইল ফোন কোম্পানিরে ধরি।
প্রভার্টিকে আসেন প্রপার্টিতে রূপান্তরিত করি।
নিরপেক্ষতার লেবেল গলায় ঝুলাইয়া হয়া যাই শান্তির পৃষ্ঠপোষক,
পঁচিশে মার্চের গণহত্যাকে আসেন আমরা ‘‘পিটুনি অভিযান’’ বলি
একাত্তরকে বলি ‘‘গন্ডগোলের বছর’’ আর পাঠককে বলি ‘‘ঘোষক’’ ।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
রাজাকার-আলবদর আর ঘাতক দালাল-টালাল বলা নিষিদ্ধ বারণ
দ্যাশের উন্নয়নের রোডম্যাপে এইসব বিভক্তিই অন্তরায়, বলা যায়
পিছাইয়া থাকনের এইটাই প্রধান কারণ।
ইন্ডিয়ার মালাউনগো ওল্ড রাম খায়া আর কানকথা হুইনা
যারা আমার পেয়ারা পাকিস্তানী মুছলমান ব্রাদারগো আলাদা করছে আমার থিকা তাগো নিস্তার নাই।
আসেন কাকা দ্যাশটারে আরেকবার পাকিস্তান বানাই-
স্বৈরাচার-রাজাকার একাকার হয়া ফের সাতচল্লিশে ফিরা যাই।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
কাকা আসেন এইবার একটা শান্তি চুক্তি করি।
লাইফটা বোরিং হয়া গেছে ? ঘরে ফিরা আরাম পান না? কুনু জেল্লা নাই?
তয়-সরকারী জমি দখল কইরা আসেন একটা বাগানবাড়ি বানাই।
এমুন বাগানবাড়ি যেইখানে দুনিয়ার সব ফেছিলিটি
আপনে এম্পিসাব, আপনে মন্ত্রিসাব, এপিএস, ব্যবসায়ী, উপদেষ্টা, মহা ছেলিব্রিটি,
এমুন বাগানবাড়ি যার কাছে রূপকথা ফেল
বাগানবাড়ির গেটে হেলিপ্যাড-বন্দর-এয়ারপোর্ট-পাজেরো বা রেল
সবকিছুর আসা যাওয়া উঠা নামার বন্দোবস্ত চাই?
কুনু চিন্তা নাই
সব হবে যদি নাকি ঠিক থাকে ক্ষমতার লাইন
আপনের লোম্বাও ছিঁড়তে পারবো না কুনু আদালত-আইন।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
কাকা আসেন প্রয়োজনে চুরি করি সরকারী ত্রাণ আর রিলিফের টিন
সুন্দরবন থিকা নিয়া আসি মায়া আর চিত্রা হরিণ
ময়ূরও রাখতে চান? নাই অসুবিধা। তবে-
অন্ধ্রপ্রদেশ থিকা ময়ূরের আমদানী বহুতই ঝামেলা
সেটা মনে রাখতে হবে।
চিন্তার কারণ নাই এইদেশে সবই পাওয়া যায়
ব্যাবাক মজুত আছে মিরপুর চিড়িয়াখানায়।
ট্যাকারকুমির যদি হন তয় একখান কুমিরওতো লাগে
চলেন বুকিং দেই ক্রোক্রোডাইল সব্তের আগে।
তয় কাকা সাবধান হালার সাম্বাদিকে যদি পায় টের-
কিছুটা গ্যাঞ্জাম হবে, মুভি আর ইস্টিল ক্যামেরার ফাঁদ পাতে, দিয়া রাখে ঘের।
কুনু প্রাইভেছি নাই এমুন আজিব দ্যাশ যখন তখন জ্বলে ক্যামেরার ফ্লাস
দৈনিক পত্রিকা টিভির চ্যানেলগুলা সোম্মানী মানুষের সব করে ফাঁস!
খোদার কসম কাকা এমুন দ্যাশের কুনু ভবিষ্যৎ নাই
নাদান জনতা আজ হের লিগা ক্ষমতায় আপনেরে চাই।
ঋণগ্রস্ত এই জাতি খোয়াব দেখবো খালি- দারিদ্র্য জাদুঘরে যাবে একদিন
এই জাতি কুনুদিন শোধ দিতে পারবো না আপনের ঋণ......
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
দ্যাশের এক ঘোরতর সংকটে কাকা আসেন দুইজনে সংলাপে বসি
দর্জা-জানালা সব বন্ধ কইরা থুই আসেন পিরীত করি দুইজনে মিলা
আগামীতে আমরাই দুইজনে দ্যাশটারে খামু মিলাঝিলা
বাইরে অপেক্ষমান উৎসাহী পোলাপান উজবুক জনগণ তাতাথৈথৈ
ভিত্রে কি কথা হলো মিডিয়া জিগায় যদি
দুইজন একইসাথে একই কথা কই-
অত্যন্ত আন্তরিক আর সৌহার্দপূর্ণ পরিবেশে ফলপ্রসু আলোচনা- ক্যামেরায় বলি
হ্যারপর ক্যামেরায় পোজ দেই হিটলারী হাসি দিয়া করি গলাগলি।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
বিশ্বব্যাংকের প্রেছক্রিপশনটারে ছহি হাদিছের লাহান মুখস্ত কইরা আসেন উন্নয়ন কর্মছুচি প্রণয়ন করি
রুগী মইরা যাউক মাগার অপারেশন ছাকছেসফুল হওন চাই।
দাতা দ্যাশের খবর্দারির যাঁতাকলে যদি কাকা
চ্যাপ্টা হয়া যাই,অসুবিধা নাই-
কুটনৈতিক ছিষ্টাচার ভুইল্লা চলেন ভিনদেশী এ্যাম্বাছিডর আর হাইকমিশনারগো পায়ে গিয়া পড়ি
কোলাকুলি মুছাফার তুফান ছুটাইয়া দিয়া ফাটাফাট কদমবুছি করি।
একটু মেহেরবানী যদি অরা করে তয় আপনে তো ধনী
পানির দরে আসেন বেইচা দেই ত্যাল-গ্যাস-কয়লার যাবতীয় খনি-
শেভরন এশিয়া এনার্জি আর নাইকোর কাছে,
পাবলিকেরে চাপা মারি-ফুরাইবো না ফুরাইবো না চিন্তার কারণ নাই মাটির ভিত্রে বহুত ইস্টক আছে!
বিদেশি কোম্পানিগুলা পার পায়া যাবে দেশি আইনজীবী দিয়া
চুতিয়া পাবলিক সন্দেহ করবো না
নামিদামি বেরিস্টারগো দ্যাশপ্রেম নিয়া।
তয় কাকা কিছু কিছু গরিবঅথচসৎসাম্বাদিক আর কিছু পত্রিকা খোঁচাখুঁচি করবার পারে
আপনে মহান কাকা ইজাজত দ্যান যদি খামুস কইরা দিমু হুমুন্দির পুতগুলারে।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
আসেন কাকা এইবার নয়া চিন্তা করি
সবথিকা ডেঞ্জারাস বিশ্ববিদ্যালয় আর কলেজের পোলাপান ছাত্রগো ধরি।
ইস্টুডেন পলিটিক্স খামুস কইরা দেই, জীবনের প্রতি যদি থাকে মায়া ডর
পলিটিক্স বাদ দিয়া হারামজাদারা তরা ল্যাহাপড়া কর!
পোলাপানগো ল্যাহাপড়া না করায়া শিক্ষক-ছারেরাও মাসে মাসে বেতনটা ন্যায়
কতিপয় লালনীলগোলাপীসবুজহলুদকালাশাদারংবাজ শিক্ষক সারা বচ্ছর পলিটিক্স করে আর বিবৃতি দ্যায়,
ন্যাতা আর নেত্রীর সামনে খাড়ায়া খালি হাত কচলায়
নিজেগোর সোম্মান মর্যাদা নিজেরাই ফিকা মারে বুড়িগঙ্গায়
ভার্ছিটি শিক্ষক হয়া যায় আর্দালি, খানসামা হয়া যায়, হয়া যায় দলীয় লেজুড়!
ঈদে পুজা পার্বনে গোপনে খাইতে চায় দুম্বার গোশ্তো ও খোর্মা খেজুর!
ইয়েস ইয়েস করে, পাও টিপে মনিবের, ইশারায় উঠে বসে তারপর হয়া যায় উপাচার্য ভিছি
আমি তো মূর্খ কাকা শিক্ষক হুইন্নাই শ্রদ্ধায় গড়াগড়ি খাই মিছামিছি,
রাষ্ট্রের পতি হয়, মানুষের ক্ষতি হয়, মিছিলে মানুষ মরে তবুও টিভিতে ছারে হাসে দিনে রাতে,
আসেন কাকা এইবার ছারেগোও সাইজ করি ছাত্রগো সাথে।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
দ্যাশের ভাবমূর্তি যারা নষ্ট করতে চায়
তারাই খামাখা খালি গিট্ঠু পাকায়, ভিনদেশে যায় আর নালিশ জানায়।
বিদ্বান-পন্ডিত-শিক্ষিত্ মানুষের কাজ কাম নাই কিছু, আগাছার মতো অরা প্রতিদিন বাড়ে
উল্টাপুল্টা ল্যাখে আবোল তাবোল কয় খামাখা প্যাঁচাল আর খালি ফাল পাড়ে,
ব্যাবাক কিছুতে অরা হান্দায় বাম হাত, বিবৃতি ঝাড়ে!
ক্ষমতায় যাওনের শটকাট পদ্ধতি চোরাগলি আছে
চেতনা ও আদর্শ বিসর্জন দিলে পরে ক্ষমতার মসনদ আয়া পড়ে কাছে!
ফতোয়াবাজের লগে সমঝোতা চুক্তিও জায়েজ করণ যায় ক্ষমতার লোভে
কিবা আসে যায় কাকা সামান্য প্রতিবাদ হাউকাউ গুটিকয় মানুষের ক্ষোভে?
ফতোয়ার দলিলটা লিখিতও হয় যদি ভয় নাই,
এইজাতি অতিক্ষুদ্র স্মৃতিশক্তিধারী
হালারা ভুইল্লা যাবে অচিরেই ঘটনাটা, বাজী ধরতে পারি।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
নতুন টেকনিকে কাকা পিছন ভুইল্যা আসেন সামনে তাকান
পুরাতন হিস্টোরি বাদ দিয়া নয়া নয়া ইতিহাস ল্যাখান-
অতীতে কে কবে কি করছিলো সেইটা বাদ দ্যান, কতোজনে কতো কিছু
করে পিছকমিটির চ্যারম্যানও হইছিলো কেউ কেউ,
আবার জয়বাংলা ছোলোগানও দিছে স্বাধীনতার পরে।
সব কিছু মনে রাখন বোকামি
আপনে তো জানেন কাকা কেমুন শান্তি প্রিয় লোক আমি।
আসেন কাকা এইবার একটা চিরস্থায়ী শান্তি চুক্তি করি তয়
ত্রিশ লাখ শহীদ আর পাঁচ লাখ ধর্ষিতা মা বোনের নামে-
‘‘ ঘাতকের গাড়ি পতাকা শোভিত? -শান্তি শান্তি।
মুক্তিযোদ্ধা অনাহারে থাকে? -শান্তি শান্তি।
যুদ্ধাপরাধী এমপি মন্ত্রী? -শান্তি শান্তি।
বধ্যভূমিতে উপাসনালয়? -শান্তি শান্তি।
মুজিবহত্যার বিচার হয়না? -শান্তি শান্তি।
বিচারপতির বিব্রতবোধ? -শান্তি শান্তি।
জেলহত্যার আসামী খালাস? -শান্তি শান্তি।
জনকের নাম মুছে ফেলা হয়? -শান্তি শান্তি।
বাংলাদেশটা তালিবান হবে? -শান্তি শান্তি।
য়্যূনিভার্সিটি-মাদ্রাসা এক? -শান্তি শান্তি।
পাঠ্যসূচিতে ভুল ইতিহাস? -শান্তি শান্তি।
সংখ্যালঘুরা ভিটেমাটিহীন? -শান্তি শান্তি।
পূর্ণিমা কাঁদে ধর্ষিতা হয়ে? -শান্তি শান্তি।
সাম্প্রদায়িক ধর্মান্ধতা? -শান্তি শান্তি।
মুক্তবুদ্ধি চাপাতির নিচে? -শান্তি শান্তি।
কাদিয়ানীদের উপর হামলা? -শান্তি শান্তি।
সংবিধানকে ক্ষত-বিক্ষত? -শান্তি শান্তি।
মানবাধিকার ভুলুণ্ঠিত? -শান্তি শান্তি।
রাজপথে নারী বিবস্ত্র হয়? -শান্তি শান্তি।
সন্ত্রাস আর লাশ আর লাশ? -শান্তি শান্তি।
জঙ্গিবাদের মহাউত্থান? -শান্তি শান্তি।
জনসমাবেশে গ্রেনেড হামলা? -শান্তি শান্তি।
একযোগে বোমা সারা দেশজুড়ে? -শান্তি শান্তি।
বিচারপতিকে আদালতে খুন? -শান্তি শান্তি।
ক্ষমতায় বসে শুধু লুটপাট? -শান্তি শান্তি।
মন্ত্রীসভাতে ষাটগম্বুজ? -শান্তি শান্তি।
দেশের অর্থ বিদেশে পাচার? -শান্তি শান্তি।
নিরীহ মানুষ গণগ্রেফতার? -শান্তি শান্তি।
দাবির মিছিলে পুলিশের ট্রাক? -শান্তি শান্তি।
দ্রব্যমূল্য আসমান ছোঁয়া? -শান্তি শান্তি।
বিদ্যুৎহীন ভূতুড়ে স্বদেশ? -শান্তি শান্তি।
ক্ষুধার্ত শিশু পেটে ভাত নাই? -শান্তি শান্তি।
মঙ্গায় মরে কতো অনাহারী? -শান্তি শান্তি।
ফুলবাড়ি আর কানসাটে খুন? -শান্তি শান্তি।
পিতা ও পুত্র দেড়শো টুকরা? -শান্তি শান্তি।
মেয়েদের হলে পুলিশি হামলা? -শান্তি শান্তি।
ক্লিনহার্টের খুন-নিপীড়ন? -শান্তি শান্তি।
গণতন্ত্রের টুঁটি চেপে ধরা? -শান্তি শান্তি।
বুটের তলায় রাষ্ট্রযন্ত্র? -শান্তি শান্তি।
র্যাবের গল্প ক্রসফায়ারের? -শান্তি শান্তি।
বিরোধী দলকে নিধনযজ্ঞ? -শান্তি শান্তি।
একাত্তরের চেতনা বিনাশ? -শান্তি শান্তি।
শুধু অবরোধ আর হরতাল? -শান্তি শান্তি।
চারদলজোট কেয়ারটেকার? -শান্তি শান্তি।
ইয়াজুদ্দিন মানবপাপেট? -শান্তি শান্তি।
দ্বি-পদ দখলে বিপদে স্বদেশ? -শান্তি শান্তি।
ভোটার লিস্টে দুই কোটি ভূয়া? -শান্তি শান্তি।
মহাসংকটে নিপতিত জাতি? -শান্তি শান্তি।
জরুরি আইনে জনগণ খুশি? -শান্তি শান্তি।
ফখরুদ্দিন নিরাশার আলো? -শান্তি শান্তি।
রাঘবে-বোয়ালে জেল থই থই? -শান্তি শান্তি।
অপরূপ-কথা জেনারেল মঈন? -শান্তি শান্তি।
নতুন থিওরি মাইনাস টু? -শান্তি শান্তি।
বেনজীর হবে হাসিনা-খালেদা? -শান্তি শান্তি।
ওম শান্তি।
ওম শান্তি।
ওম শান্তি।
...যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেনু সংস্থিতাহ্ .......
মুক্তিযুদ্ধকে ভুলে গেলিনু মুছে ফেলিনু জাতির পিতাহ্ ’’ .......
আসেন কাকা এইবার ইমুন একটা শান্তি চুক্তি করি য্যান পিরথিবি টাশ্কি খায়া যায়।
একদম ফাস্কেলাস,এ্যাক্সপোর্ট কোয়ালিটি,
কাড়াকাড়ি লাগে য্যান তামাম দুনিয়ায়।
চুক্তি স্বাক্ষর হয়া গেলে আসেন কাকা ছেলিব্রেট করি, এই ন্যান চুকা দই খান
এই দই খায়া খায়া বিশ্বকাপে গোল দিছে ফ্রান্সের হেড করা বিখ্যাত জিদান।
আসেন উৎসব করি, ফ্যাশন প্যারেড করি
লেফট্ রাইট বাম ডান ক্যাট্ওয়াক ম্যাগা ছিরিয়াল .......
আপনে ঈমানে কন খত্মে তারাবি হবে কবে কাকা বাঙালি ও বাংলার কৃষ্ণপক্ষ গ্রহণের কাল?
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
মন্তব্য
এই পোস্টটাকেও স্টিকি করা হোক।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
ধন্যবাদ সুমন রহমান।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
সুমন ভাই, আপনে তো শুধু স্টিকি করতে বললেন। আমি তো ভাবলাম বাংলাদেশের সংবিধানে এটাকে যোগ করার কথা বলব।
হ্যাটস অফ।
______ ____________________
suspended animation...
অমিত বলে কি!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
রিটন ভাই, ভুল বললাম কই ?
আমাদের সংবিধানের মূলকথা-
"আসেন কাকা এইবার একটা শান্তিচুক্তি করি"
__________________________
suspended animation...
সর্বনাশ!
নকলের অভিযোগে অভিযুক্ত হবো না তো!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
তাইলে সেইটাও করা হোক। আগে স্টিকি কৈরা সচলের সংবিধান তারপর বাংলাদেশের সংবিধানের জন্য দেনদরবার........
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
গুরু আপনারে আমার বিপ্লবী সেলাম।
এটাকে স্টিকি করা হোক।
বাচ্চালোগ তালিয়া বাজাও.......
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ঐ মিয়া খবর কি তোমার?
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
এইতো চলে আরকি।
আপনিতো ফায়ারব্রিগেটওয়ালাগো ঘুম হারাম কইরা দিলেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এক বন্ধু ইন্টারনেটে (সম্ভবত আপনার ওয়েবপেজ থেকেই) এই ছড়াটি পাওয়ার পর আমাকে দেখায়। তারপর থেকে এটি হয়ে গেছিলো হিট - আসেন কাকা, এইবার একটা শান্তি চুক্তিকরি।
ছড়াটি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের বাংলাদেশী ছাত্রদের নবীন বরন অনুষ্ঠানেও আবৃত্তি করার কথা ছিলো। পরে বিশাল হয়া যায় বলে আর করা হয়ে উঠে নাই।
তবে এখনও ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের বৈকালিক আড্ডায় ঘুরে ফিরে আসে এটি- বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
আর গুরু, বিপ্লবী সালাম!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
সাপ্তাহিক ২০০০এ প্রথম দেখেই মনে হয়েছিল ঃ এ ছড়া কি আবৃত্তি করা সম্ভব? তার পরে মনে হল এটা লিখতে লিটনকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ ছড়ার বীট আর অন্তমিল ওর অস্তিত্বের অংশ। অনেকেই এমন স্বভাব কবি। তবু বদলাতে হয়, নাহলে লোকে বলে উত্তর-আধুনিকতার দীক্ষা পায় নি, রয়ে গেছে সেকেলে, সুতরাং এখন অচল। অবশ্য খুব ছোটবেলাতে রবীন্দ্রনাথের 'আফ্রিকা' পড়তে গিয়েও একটা ধাক্কা খেয়েছিলাম, পদ্যে অভস্ত কানে। তবু বলিঃ রিটন , এটা হয়ত আপনার সবচেয়ে শক্তিশালী ফর্ম নয়, ভেবে দেখতে পারেন।
কেউ যদি এটা আবৃত্তি করে ইউটিউবে রাখেন, হয়ত শুনে শুনে কানটা মানিয়ে নিতেও পারি। পৌনঃপুনিকতার নন্দন সীমারেখা চোখের চাইতে কানে বেশি আগে পৌঁছে যায়।
ভেবে দেখবো।ধন্যবাদ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধন্যবাদ ফারুক হাসান।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
বাচ্চালোগ তালিয়া বাজাও.......।
সাধু! সাধু!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সাধু সাবধান!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আগ্গুন
------------------------------------
আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।
ডাবল গ-এ উত্তাপও ডাবল!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
সাপ্তাহিক ২০০০ এ পড়েছিলাম। তখনই ইচ্ছা ছিল এটিকে ব্লগে তুলে দেই।
এখন রিটন ভাই নিজেই তুলে দিয়েছেন দেখে ভালো লাগলো।
তালিয়া বাজাও.....।
ঘাবড়াইছি.................
কি মাঝি? ডরাইলা?
ঘাবড়ানের কারণ নাই।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আগুনের গোলা একেবারে।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
তাই নাকি!
আগুন থেকে সাবধান।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
হায়! এইটা দেখি স্টিকি হয় নাইক্কা!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
স্টিকি করতে হলে মনে হয় পুরা লুৎফর রহমান রিটনরেই স্টিকাইয়া রাখতে হয়।
ভালো লেখা যে স্টিকি করা হয় তা বোধহয় না। সাম্প্রতিক ঘটনার সাথে সরাসরি সম্পর্কিত এবং সব ব্লগারদের দৃষ্টি আকর্ষণের জন্য কর্তৃপক্ষের পোস্টগুলোই স্টিকি করা হয়।
অবশ্য ফিচারড্ বা বাছাই লেখার একটা আলাদা তালিকা থাকতে পারে। কিন্তু তাতে কর্তৃপক্ষের কাজের মাত্রা বেড়ে যাবে বেশ।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কর্তৃপক্ষের কাজের মাত্রা না বাড়ানোই শ্রেয়।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধর্ম আর গণতন্ত্র শান্তি আনেনি ইতিহাসে কোথাও
শান্তিপূর্ণভাবে লিখে গেছে হত্যা আর দাসত্বের কলাকৌশল
বহুদিন পরে রিটন ভাইয়ের খোঁজ পেলাম
চিনতে পারলেন?
মাহবুব লীলেন
+৮৮ ০১৭১১৩১৮৩০৩
না চেনার কারণ নেই লীলেন।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আমাদের যত কাকারা, নতুন একটা দেশ পায়া খুশিমত করে গেল মস্করা।
স্বভাব-কবি না হলে এবং শুধু কবিতা ও ছড়া নিয়ে না থাকলে এতো বিশাল এক জিনিস বৈচিত্র বজায় রেখে শেষ পর্যন্ত লিখে যাওয়া প্রায় অসম্ভব। রিটন, বাংলায় একজনই।
দুর্দান্ত হয়েছে। আবৃত্তি এমপিথ্রি করে নেটে রাখলে অনেক বেশি শ্রোতা পেতো লেখাটি।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ধন্যবাদ শোহেইল মতাহির চৌধুরী ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
রিটন ভাই নিজেই আবৃত্তি করলে ভালো হয়। টিভিতে দেখা সেই গোঁফঅলা মানুষটার কণ্ঠ আবার শুনতে ইচ্ছে করছে।
আমরা এ আগুন ছড়িয়ে দেবার দায়িত্বে আছি।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
গোঁফঅলারা ভালো আবৃত্তি করতে পারে না!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আগেই পড়া, তবু মুগ্ধ হলাম আবার পড়ে।
আরো চাই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধন্যবাদ আবর পড়ার জন্যে।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
পুরা 'ধর তক্তা মার পেরেক'
গুফু রিটন ভাইয়ের জন্য গুফ ও চশমা সুদ্ধ বিপ্লব ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গুঁফো থ্যাংকস!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
হইছে। স্যালুট।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
পদ্য যে কি ভয়ংকর শক্তিশালী তা রিটন ভাই হাতে কলমে প্রমান করে দিলেন। এ যেন পুরো বাংলাদেশের ইতিহাস, , বাংলাদেশীদের পোস্টমর্টেম। মুগ্ধ হয়ে পড়ে গেলাম। অসাধারণ, অসাধারণ!
কেউ কি এটা একটু আবৃত্তি করবেন? দুজন মিলে করলে মনে হয় ভাল হয়, পুরুষ-নারী কন্ঠ মিলিয়ে।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন