• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

এমনটা কেন হয়?

অতন্দ্র প্রহরী এর ছবি
লিখেছেন অতন্দ্র প্রহরী (তারিখ: রবি, ১৮/০৫/২০০৮ - ১০:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে এক হিন্দু পরিবার থাকেন। ছোট্ট পরিবার। স্বামী-স্ত্রী আর দুই ক্ষুদে বাচ্চা। পরিচয়ের প্রথমদিকে অদ্ভুতরকমের একটা কাকতালীয় ব্যাপার খুব বেশি মজার মনে হয়েছিল আমাদের কাছে। সেটা হল, আমার ফুপুর দুই ছেলের নাম আর উনাদের দুই ছেলের নাম একদম এক! প্রান্ত আর বৃন্ত।

প্রান্ত-বৃন্ত'র মা আমাদের বাসায় আসেন প্রায় প্রতিদিনই। আমার সাথে খুব একটা দেখা অবশ্য হয়না। আম্মার সাথে উনার গল্প করার আওয়াজ পাই মাঝে মাঝে, সেই সাথে প্রান্তকে দুষ্টুমি থামানোর জন্য হালকা ধমক। অল্প কয়েকবার দেখা হয়েছে উনার সাথে। লিফটে, বাসার দরজা খুলে দেবার সময়, উপরতালায় আরেকটা পরিবারের দাওয়াত খেতে গিয়ে, এভাবেই আর কি। কিছুদিন আগে পূজার সময় অনেককিছু রান্না করে খাইয়েছিলেন উনি। খুব সহজ, সাধারণ, জড়তাহীন, হাসিখুশি একজন মহিলা। উনার কথা মনে করতে গেলে উনার চেহারা নয়, বরং উনার হাসিখুশিমাখা কন্ঠস্বর কানে বাজে।

প্রায় মিনিট বিশেক আগে একটা খবর শুনে আমি খুবই হতবাক হযে গেছি। এখনো যদিও পুরোপুরি জানি না, শুনলাম ভদ্রমহিলার নাকি ব্রেন টিউমার ধরা পড়েছে! স্বাভাবিকভাবেই তাদের বাসায় কান্নার রোল পড়ে গেছে। কথাটা শোনামাত্রই বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠেছিল। মাথাটা একটু ফাঁকা লাগছিল। খুব বেশি খারাপ খবর শুনলে আমার এমনটা হয়। শুনছি ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে তাকে খুব তাড়াতাড়ি।

আমি আসলে এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা ব্যাপার ঘটে গেছে। যার সাথে কখনো সেভাবে কথা পর্যন্ত হয়নি, তার জন্য কিভাবে এতটা খারাপ লাগতে পারে আমি নিজেও জানি না। রাত পোহালে কি ঘটতে যাচ্ছে ওই পরিবারে, অথবা কি ঘটবে আগামী দিনগুলোতে সেটা আমার জানা নেই। তবে সৃষ্টিকর্তার কাছে আমার মন থেকে প্রার্থনা যেন সব ঝড়-ঝঞ্ছা আর বিপদ থেকে রক্ষা করেন উনি এই পরিবারটাকে। খুব খারাপ কিছু যাতে না ঘটে যায়।

মনটা খুব খারাপ লাগছে, খুব বেশি রকম খারাপ। একটা প্রশ্নই খালি ঘুরপাক খাচ্ছে মাথায়, এমনটা কেন হয়?


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

শুনে খারাপ লাগল খুব, উনি সুস্থ হয়ে উঠবেন আশা করি ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পরিবর্তনশীল এর ছবি

যার সাথে কখনো সেভাবে কথা পর্যন্ত হয়নি, তার জন্য কিভাবে এতটা খারাপ লাগতে পারে আমি নিজেও জানি না

ওনার জন্য অনেক শুভকামনা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর এর ছবি

এমনটাই হয় আসলে...শুভ কামনা রইলো...

---------------------------------

অতিথি লেখক এর ছবি

ওনার সুস্থতা কামনা করছি।
eru

-------------------------------------------------
pause 4 Exam

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মইত্যা, গোআযমের মতো পিশাচরা সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে দিব্যি, আর পৃথিবী-উজ্জ্বল-করা লোকেরা আক্রান্ত হয় জটিল সব রোগে!

ভদ্রমহিলা সুস্থ হয়ে উঠবেন, এই প্রত্যাশা ও কামনা রইলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই ;)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

অতিথি লেখক এর ছবি

অতন্দ্র প্রহরী-
আপনার সংবেদনশীলতাকে শ্রদ্ধা জানাই। প্রান্ত-বৃন্তের মা সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি।

নুশেরা তাজরীন

guest_writer এর ছবি

জগতে দুস্টের বিনাশ নেই । ভাল মানুষ গুলো চলে যায় কাদিয়েই।

অভী আগন্তুক

guest_writer এর ছবি

প্রার্থনা করি আরেক জন ভাল মানুষ যেন আমাদের ছেড়ে না যায়।

অভী আগন্তুক

অতিথি লেখক এর ছবি

জগতে দুষ্টের বিনাশ নেই । ভালো মানুষ গুলো চলে যায় কাঁদিয়েই ।

প্রার্থনা করি যেন আরএকজন ভাল মানুষ আমাদের না কাঁদায়।

অভী আগন্তুক

অতন্দ্র প্রহরী এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ।
(বেটার লেইট দ্যান নেভার!) ;-)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।