উৎসর্গ
সংসারে এক সন্ন্যাসী-
অদেখা কেউ, যিনি তাঁর সামান্যতম অনুভূতি দিয়ে অসামান্যভাবে ছুঁয়ে দিতে পারেন আরেক অদেখা কে!
পরশ্রীকাতর না হওয়া সত্ত্বেও, প্রতিবেশী মাসুদ সাহেবের হাস্যজ্জ্বল চেহারা আর তাঁর প্রতি পাড়ার সবার আগ্রহ, সন্মান দেখে রায়হান সাহেব দীর্ঘশ্বাস না ফেলে পারেন না। মাসুদ সাহেবের জায়গায় কল্পনা করে নিজেকে সুখী ভাবতেও ভালো লাগে। তবে এত বছরের পরিচয়েও কখনো সেটা বুঝতে দেন নি তাঁকে।
হঠাৎ একদিন আবেগপ্রবণ হয়ে মাসুদ সাহেব তাঁর অনেক না বলা কথা খুলে বলেন রায়হান সাহেবকে। তখন আবারও বুক চিড়ে দীর্ঘশ্বাস আসে রায়হান সাহেবের। তবে এবার হতাশার নয়, পরম সস্তি আর মুক্তির। নিজেকে তখন মাসুদ সাহেবের চেয়েও ভাগ্যবান বলে মনে হতে থাকে তার।
মন্তব্য
সেইদিন আপনার কথা ভাবছিলাম। সচলে পুরা অচল হয়ে গেছেন। তাও ভালো ফিরে আসছেন।
গপ্পটা ভালো লাগছে...
---------------------------------
আশা করি এখন থেকে সচল হয়েই থাকব! মাঝখানে বেশ ঝামেলাতে ছিলাম কিছুদিন
থেংকু!
খুব ভালো লেখা হয়েছে, অতন্দ্র প্রহরী। অনেক দিন পর, আপনার লেখা পড়লাম। খবরটা না দিয়ে থাকলে, দেই, আর দিয়ে থাকলে, আবার দেই - আমি অচল থেকে সচল হয়েছি। কিন্তু তেমন ভালো কোনো এখনো লিখতে পারতাছিনা। মনেহচ্ছে যাত্রা অস্তাচলগামী।
ভালো থাকবেন আর নিয়মিত লিখবেন।
ধন্যবাদ আখতার ভাই। খবরটা না দিয়ে থাকলে, দেই, আর দিয়ে থাকলে, আবার দেই - মন্তব্য হয়ত নিয়মিত করি না, কিন্তু যাদের লেখা আমি নিয়মিত পড়ি তাদের মধ্যে আপনি একজন। আপনার লেখা আমার ভাল লাগে। তাই চিন্তা করবেন না কি লিখছেন, নিজের মত করে লিখে যান, দেখবেন সবারই ভাল লাগবে তা
ভাল লাগল।
ধন্যবাদ
সচলায়তনকে এতোদিন পাহারাহীন রেখে কোথায় ছিলেন?
চমত্কার পুঁচকে গল্পটি আমাকে উত্সর্গ করা হয়েছে দেখে আমি এখন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এতদিন একটু নিজের দূর্গ পাহারা দিচ্ছিলাম! এখন থেকে আবারও আপনাদের পাহারাতে থাকব আশা করি
আমার মত পুঁচকে লেখকের(!) আপনাকে উৎসর্গকৃত গল্প আপনি গ্রহণ করেছেন দেখে খুবই ভাল লাগল
একেবারে মনস্তাত্বিকতায় ভরপুর ছোট এক গল্প। খুব ভাল লাগলো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ তীরুদা, আপনার ভাল লাগসে জেনে আমারো খুব ভাল লাগল। দেরিতে জানা সত্ত্বেও।
(বহুত আগের কমেন্ট, জবাব দেয়া হয়নি, দেরিতে দিচ্ছি)
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
ভাল লেগেছে।
নতুন লেখা দেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
অনেক কাল আগের মন্তব্য। এরই মাঝে নতুন লেখা চলেও এসেছে অনেক।
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
অনেকদিন বাদে, এই লেখাটাতে ঢুকলাম। গল্পটা কেন কি মনে করে লিখসিলাম, তা মনে নাই। তবে গল্পটা আবার পড়ে, হঠাৎ করেই আজ একটা জিনিস উপলব্ধি করে চমকে গেলাম। একেই কি বলে "কো-ইন্সিডেন্স"?! আমি হতবাক এখন। যার উদ্দেশ্যে বলতেসি, তাঁর চোখে পড়বে কি না জানি না, তবে আমি সত্যিই এখন কয়েকটা প্রশ্নের জবাব পেয়ে গেলাম।
নতুন মন্তব্য করুন