বত্রিশ--লজ্জাবতী
তেত্রিশ--অজ্ঞাত
চৌত্রিশ--অজ্ঞাত
পয়ত্রিশ--অজ্ঞাত
ছত্রিশ--কন্টেকারি
সাইত্রিশ--বেগুন
আটত্রিশ--হাতিশুঁড়
ঊনচল্লিশ--লাল ভেরেণ্ডা
চল্লিশ--ভেরেণ্ডা
একচল্লিশ--আশশেওড়া
বেয়াল্লিশ--কলকাসুন্দা
তেতাল্লিশ--তেলাকুচো
চুয়াল্লিশ--কচুরিপানা
পয়তাল্লিশ--পোড়ানারেঙ্গা
ছেচল্লিশ--শাপলা
সাতচল্লিশ--পদ্ম
আটচল্লিশ--পদ্ম
মন্তব্য
"বনফুন" কী জিনিস?
আপনি সচলায়তনে একটা পোস্ট করছেন, শিরোনামে এ রকম একটা বানান ভুল কেন থাকবে?
ইদানিং ভুলটা বেশিই হচ্ছে। চশমা ছেড়েছিলাম, ভেবেছিলাম চশামা ছাড়াই বেশ তো চলছি। কিন্তু এখন মনে হচ্ছে চশমা আবার লাগবে।
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
তুমি যাবে ভাই যাবে মোর সাথে – নরম ঘাসের পাতে
চুম্বন রাখি অধরখানিতে মেজে লয়ো নিরালাতে
তেলাকুচা – লতা গলায় পরিয়া
মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া
হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে
তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে
কবিতায় তেলাকুচা লতার কথা পড়েছিলাম আজ তেলাকুচা ফুল দেখলাম আপনার কল্যাণে
ফাহিমা দিলশাদ
বরাবরের মতই অসাধারণ, গাফফার ভাই! আমরা যে এগুলোর পাশ দিয়ে হাঁটিনি, তা না। কিন্তু আমরা এগুলো দেখেও দেখিনি, এত ভাবিনি; অথচ প্রকৃতিকে না চিনলে বা না সখ্য করলে আমরা যে অপূর্ণ থাকি! আপনি আমাদের মত নিরাসক্তদের সাথে প্রকৃতির এই মিথস্ক্রিয়া ঘটিয়ে পূর্নতার দিকে এক পা হলেও এগিয়ে দিচ্ছেন!
আগামী বইমেলায় প্রথম দিন যেয়েই যেন বইটি হাতে পাই।
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
আমরা সম্ভবত দেখিনা, তাকাই। দেখা ও তাকানোর মাঝে বিস্তর ফারাক!
৩৪ আর ৩৫ সম্ভবত একই ফুল ল্যানটানা
______________________________________
পথই আমার পথের আড়াল
সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল
সত্যিই ছবিগুলো দারুণ!
৩৪ = ল্যান্টানা
৩৫ = ল্যান্টানা নয়, অন্য কিছু
৩৬ = এটা তিতবেগুন, কন্টেকারি নয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন