বাংলার তরু লতা গুল্ম ৩৭ : মাকাল ফল

আব্দুল গাফফার রনি এর ছবি
লিখেছেন আব্দুল গাফফার রনি [অতিথি] (তারিখ: সোম, ১০/১১/২০১৪ - ১:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

‘ওপরে ভালো ভেতরে কালো’-প্রবাদটার সংক্ষিপ্ত রূপ মাকাল ফল। ছোটবেলায় দাদি-নানির মুখে কতবার একথা শুনেছি।
‘কেন এমন বলা হয়?’ শুধোতাম দাদিকে।
‘মাকাল ফল দেখতে খুব সুন্দর।’ জবাবে বলতেন দাদি। ‘ঠিক যেন আপেলের মতো। তাই বা বলি কেন? আপেলের চেয়েও সুন্দর। কিন্তু ভেতরটা একেবারে যাচ্ছেতাই। যেন বিড়ালের বিষ্ঠা!’


‘কোথায় পাওয়া যায়?’
‘মাঠে?’
‘কই, দেখি না তো?’
‘আজকাল কি ওসব বালাই পোষে কেউ! কোথায় হারিয়ে গেছে সেসব গাছপালা।’


আসলেই হারিয়ে গেছে। মাঠ-ঘাট, বন-জঙ্গল দাপিয়ে বেড়িয়েছি, ‘কোনোদিন আপেলের মতো কোনও ফলের দেখা পায়নি। হঠাৎ এক দিন রাখালের হাতে দেখি সুন্দর মতো কয়েকটা ফল। মাঠ থেকে পেড়ে এনেছে ও। দাদি বললেন, ‘এই হলো মাকাল ফল।’
সত্যি ভারি সুন্দর ফলটা। দেখলেই কামড় দিয়ে খেতে ইচ্ছে করে। কিন্তু খাওয়া চলে না। ছোট ছোট দুই চাচাতো ভাই ফলগুলো নিয়ে খেলল দিনভর। আমি তক্কে তক্কে আছি, কখন ওদের আগ্রহ ফুরায়। পর দিন সকালে দেখি উঠোনে গড়াগড়ি খাচ্ছে ফলগুলো। এই সুযোগ, একটা নিয়ে ফাটিয়ে ফেললাম। তারপর ‘ওয়াক থু!’ সত্যিই খুব বিশ্রী ভেতরটা। দাদি যথার্থই বলেছেন। ঠিক যেন বিড়ালের বিষ্ঠা।


এরপর কেটে গেছে এক দশক। শহরেই থেকেছি বেশির ভাগটা। মাঝে মাঝে গ্রামে যাই। কিন্তু মাকাল ফলের নাগাল আর পাইনি। এখন তো ঢাকায় থাকি। বাড়ি যাওয়া হয় বছরে দুবার-কি তিনবার। তখন রাতে ঘুম। দিনের বেশির ভাগ সময় মাঠে-ঘাটেই কাটে। মাকাল ফলের দেখা আর পাই না। আসলে ওর কথা ভুলেই গেছি।
আমি ঢাকায় থাকি, কিন্তু তিন-চার জোড়া চোখ গ্রামের জলাজঙ্গল খুঁজে ফেরে বুনো গুল্ম-লতা। এরা আমার সাগরেদ। চাচাতো-খালাতো ভাই।
২০১৪ সালের কোরবানী ঈদ। বাড়ি গিয়ে শুনলাম সুসংবাদটা। আমার খালাতো ভাই সাহেদ নাকি মাকাল ফলের একটা আড়ৎ দেখে এসেছে সরিষাঘাটের মাঠে। সরিষাঘাট আমাদের পাড়া থেকে দু-কিলোমিটার দূরে। আঁট-ঘাট বেঁধেই যেতে হবে।
তবে ভয় একটা আছে। সাহেদ দেখে এসেছে বর্ষাকালে। এখন শরতের শেষ প্রায়। এতদিনে গাছ মরে গেছে কিনা সন্দেহ।
ঈদের তৃতীয়দিন। শাহেদের বড় ভাই পারভেজকে নিয়ে চললাম সরিষাঘাট। সাইকেলে।


পিসরাস্তা আর বাওড়ের মাঝখানে জঙলা একটা গর্ত। বুনো গুল্ম লতায় ঠাঁসা। গর্তের ভেতর মাঝারি আকারের একটা মেহগনি আর একটা শিশু গাছ। সেই গাছদুটে বেয়ে, জড়িয়ে-কুড়িয়ে উঠেছে হাজার লতার একটা উদ্ভিদ। এটাই আমাদের চরম প্রার্থিত মাকাল ফলের গাছ। মাকালের লতা-পাতায় চাপা পড়ে গাছদুটোর ‘ত্রাহি মধুসূদন’ অবস্থা।
সাইকেলটা রেখে নেমে পড়লাম গর্তের ভেতর। দু-’ভাইয়ের চারচোখ তন্ন তন্ন করে ঘুরল মাকালের লতায়-পাতায়। সম্পূর্ণ হতাশ। একটা ফলও নেই। পারভেজ হাল ছেড়ে দিয়েছে। বলল, ‘এখন বোধহয় ফল আর পাওয়া যাবে না।’
আমি বললাম, ‘ধৈর্য ধর, একটা না একটা পাবই। একবার একটার দেখা পেলে অন্যগুলোও সুড়সুড় করে বেরিয়ে আসবে, দেখিস।’
অনেক খোঁজাখোঁজি করেও যখন পেলাম না, তখন বললাম, ‘চল, গর্তের ওধারে যাই। ওই দিকে আরেকটা গাছ দেখছি শিশুগাছ বেয়ে ওপরে উঠেছে।
বুনোকাঁটার খোঁচা খেয়ে, কাঁটা ঝোপঝাড়ের মুড়িতে গোত্তা খেয়ে অনেক কষ্টে আবার গর্ত ছেড়ে ওপরে উঠলাম। ফল শূন্য! কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তারপর ইউরেকা! প্রথম ফলটা আমিই দেখলাম। আধাপাকা হলুদ রঙের রপবান ফল! তারপর আমার ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। একে একে কাঁচা-পাকা, বড়-ছোট মাঝারি ফলগুলো আড়াল ছেড়ে বেরিয়ে এলো।


সবকটা নাগালের বাইরে, অনেক উঁচুতে। ক্যামেরার সর্বোচ্চ জুম ব্যবহার করে টপটপ কয়েকটা ছবি নিলাম। আশপাশে খুঁজে-পেতে দেখলাম কোনও লাঠি-টাঠি পাওয়া যায় কিনা। মেহগনি-শিশু গাছের যে অবস্থা, বিশেষ করে মাকালের লতা-পাতাগুলো যা করে রেখেছে তাতে গাছে চড়া অসম্ভব। পেলাম একটা মোটা পাটখড়ি। পারভেজ তাতে লতা দিয়ে পেঁচিয়ে একটা আঁকাশি বাঁধল।


আঁকাশি দিয়ে টেনে কিছুটা নিচে নামতে সক্ষম হলাম একটা মাকালকে। আরও ক্লোজ ছবি পেলাম। এবার চেষ্টা করলাম একটা ফল পাড়া যায় কিনা। উদ্দেশ্য দুটো। মাকালের ভেতরের ছবি নেয়া। বীজের ছবিও পাওয়া যাবে তাতে। দ্বিতীয় উদ্দেশ্য বাড়ি গিয়ে ছোটদের দেখানো। কিন্তু আঁকাশি গেল ভেঙে। বেশ দূর থেকে খুঁজে পেতে একটা ভেরেল্ডাকচার ডাল নিয়ে এলাম। সেটার সাহায্যে বহু কষ্টে পাড়লাম গোটা তিনেক মাকাল ফল।


মাকাল ফল লতা জাতীয় উদ্ভিদ। এর লতা ভীষণ শক্ত। লতার রং সাদাটে সবুজ। লতা বেশ মোটা হয়।


গোড়ার দিকের লতা ২-৪ ইঞ্চি পর্যন্ত মোটা হতে পারে।


মাকালের পাতা চাল কুমড়োর পাতার মতো। তিনটি ফলকে বিভক্ত। গোলাকার। পাতার বোঁটা থেকে শীর্ষ ফলক পর্যন্ত দৈর্ঘ ৬ ইঞ্চি। আড়াআড়ি ব্যাস ৫ ইঞ্চি। পাতা খসখসে। বেশ পুরু। নরম।


পাতা গাঢ় সবুজ রঙের। বোঁটার দৈর্ঘ্য দেড় থেকে দুই ইঞ্চি। বোঁটা ১ ইঞ্চি মোটা।


মাকালের ফুল সাদা রঙের। লম্বা। মাইকাকৃতির। লাউফুলের সাথে মিল আছে। মঞ্জরি এক পুষ্পক। ফুল গন্ধহীন।


লাউয়ের মতোই ফুলের গোড়ায় ফল ধরে।


মাকালের মূল সৌন্দর্যই এর ফলে। ফল গোলগাল। মসৃণ। অসম্ভব সুন্দর।


কাঁচা ফলের রং সবুজ। ফল আপেলের মতো মোটা হয়। পূর্ণঙ্গ ফলের ওজন ৭৫ থেকে ১০০ গ্রাম।


ফল পাকার আগে হলুদ রং ধারণ করে।


পাকালে টকটকে লাল। বেশ শক্ত।


খোসা পুরু। ফলের ভেতরে জেলির মতো থকথকে এক ধরনের পদার্থ থাকে।


তার ভেতরে কালচে কদাকার বীজ।


বারোমাসি ফল। সারা বছর ফুল-ফল হয়। পানি পেলে সারা বছর চারা গজায়।


মাকালের বৈজ্ঞানিক নাম: Trichosanthes tricuspidata

আগের পর্ব : বাংলার তরু-লতা-গুল্ম-৩৬ : পেটারি

ছবি: 
17/05/2012 - 12:40পূর্বাহ্ন
17/05/2012 - 12:40পূর্বাহ্ন

মন্তব্য

প্রৌঢ় ভাবনা এর ছবি

অসংখ্য ধন্যবাদ। মাকাল ফল সত্যিই আগে দেখিনি।আপনার কল্যানে ভিতর-বাহির সবই দেখা হলো বটে।

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ আপনাকেও পৌঢ়দা। সবসময়ই আপনাকে পাশে পায়, এ আমার পরম সৌভাগ্য।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

তারেক অণু এর ছবি

খালার গ্রামের বাড়ীতে দেখেছিলাম বেশ আগে।

লেখা আরও বড় হলে ভালো লাগত , বিশেষ করে কেন এই ফলটি এমন তার বৈজ্ঞানিক কারণ, বিবর্তনের ইতিহাস ইত্যাদি তথ্য নিয়ে !!! তবে ফল পাড়া কষ্টের জন্য দিলাম ৫ তারা ! এমন পোস্ট আরও আসুক-

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ অণুদা, দেখি কতদূর কী যোগাড় করতে পারি এ নিয়ে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

রংতুলি এর ছবি

এতো বিখ্যাত/কুখ্যাত একটা ফল, অথচ এই প্রথম দেখলাম। সেজন্য ধন্যবাদ আপনাকে। হাসি

আব্দুল গাফফার রনি এর ছবি

শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

আজ বুঝলাম 'মাকাল ফল' শব্দ দুটোকে কেন মন্দ অর্থে ব্যবহার করা হয়। কষ্টসাধ্য পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আব্দুল গাফফার রনি এর ছবি

কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। কিন্তু ভাই, আপনার নাম কই?

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

এনকিদু এর ছবি

ভেতরটা খুব বেশি কদাকার মনে হল না, লোকে খারাপ বলে কেন বুঝলাম না।

"ভেরেল্ডাকচার" টা কি জিনিশ ? এইটা নিয়েও একদিন লিখেন।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আব্দুল গাফফার রনি এর ছবি

‌ছবিতে হয়তো অতটা কদকার মনে হচ্ছে না, চাক্ষুষ করলে বুঝতেন!
ভেরেণ্ডাকচা নিয়ে আগেই লেখা হয়ে গেছে, দেখুন এখানে

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুনেই এসেছি এতদিন; আজ দেখলাম হাসি

আব্দুল গাফফার রনি এর ছবি

দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

তাহসিন রেজা এর ছবি

ছোটবেলায় মামা বাড়িতে গিয়ে এই ফল অনেক দেখেছি।
ছবিগুলো অনেক সুন্দর।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ তাহসিন ভাই, ভালো থাকবেন।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

আমার সেজো মামা বেশ রাগী মানুষ । ছোটবেলা থেকে পরীক্ষায় খারাপ নাম্বার পেলেই পেলেই মাকাল ফল ডাকতো । খানিকটা বড় হবার পর বাগধারা পড়ে জানতে পারলাম মাকাল ফল মানে "দেখতে ভালো কিন্তু কোন কাজের নয় এমন জিনিস" । নিজের মাকাল ফল নাম ঘোছানোর জন্য তাই মাকাল ফল কি জিনিস না জেনেই কসে বাগধারা মুখস্ত করে গিয়েছি ।

আজ প্রথমবারের মত দেখলাম । অসংখ্য ধন্যবাদ ।

দস্যু ঘচাং ফু

==============================
চৈনিক নই, আমি নিতান্তই ভেতো বাঙালী,
নাই কোন তলোয়ার, কি বোর্ড খানাই সম্বল খালি;
জামাত দেখিলে তেড়েফুড়ে তাহাতেই ঝড় তুলি ।

আব্দুল গাফফার রনি এর ছবি

গ্রামের মাঠে-জঙ্গলে চলার সময় কখনও যদি মাকালের দেখা পান, দয়া করে ঘচাং ফু করবেন না যেন দেঁতো হাসি

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

এতদিন শুনেছিলাম , জীবনে এই প্রথম দেখলাম। ধন্যবাদ এই ধরণের একটা বিষয় জানানোর জন্য। চলুক

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনাকেও শুভেচ্ছা

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

লিটন  এর ছবি

আমি ভাবতাম মাকাল ফল মানে রূপকথার গল্পের কোন ফল। রূপকথার ফল (মাকাল ফল) যে সত্যি সত্যি আছে , পোস্ট পরে জানছি। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর পোস্টার জন্য !

আব্দুল গাফফার রনি এর ছবি

প্রথম দেখার আগে আমারও তা-ই মনে হত।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মাকাল ফল অনেক দেখেছি, কিন্তু আদি ও অকৃত্রিম মাকাল ফল আগে দেখা হয়নি। আমি আগে মেহগনি গাছের ফলকে মাকাল ফল জানতাম। ভুলটা ভাঙল। সিরিজ চলুক!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল গাফফার রনি এর ছবি

হো হো হো মাকাল ফলের অভাব নেই। সিরিজ চলবে। অন্তত এক হাজার গাছের চোদ্দপুরুষ উদ্ধার না করে ক্ষান্ত হচ্ছি না।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তাসনীম এর ছবি

আমিও প্রথমবার এই ফলটা দেখলাম। নামকরণের কারনটাও বোঝা গেল।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আব্দুল গাফফার রনি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ। ভালো থাকুন

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

মেঘলা মানুষ এর ছবি

জীবনে প্রথমবারের মত এই ফল দেখলাম। এট আসলেই সুন্দর দেখতে।
আপনি ছবিগুলোও তুলেছেন বেশ!

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ, আসলেই ফলগুলো সুন্দর।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

মাকাল ফল এই প্রথম দেখলাম আমিও। আসলেই দেখতে অনেক সুন্দর।
কিন্তু এই ফলটির কোন উপযোগিতা নেই কি?
ঔষধি হিসেবেও কি ব্যবহার নেই?
বিষাক্ত কি?
মুখে দিলে স্বাদ কেমন?
মাঝের বীজসহ জেলীর মত অংশটুকু বাদ দিলে বাকী অংশতো বেশ পুরু আর রসালো মনে হলো। খাওয়া যায়না? হাসি

অনেক প্রশ্ন করলাম।
হঠাৎ মনে হলো এই ফলের বাণিজ্যিক ভিত্তিতে চাষ হওয়া উচিৎ।
কেন? ইয়ে --- মানে ---- জামাতীদের মাকাল ফল দিয়া ঢিলাইয়া দেশ ছাড়া করার কাজে লাগানো যাবে।
আইডিয়াটা কেমন রণি ভাই? চোখ টিপি

আপনার পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা জানবেন।

------------------------------
কামরুজ্জামান পলাশ

আব্দুল গাফফার রনি এর ছবি

কিছু ওষধি গুণ আছে। স্বাদ কেমন চেখে দেখিনি। বিষাক্ত নয়। জামাতীদের জন্য ভালো জিনিস বিছুটি আর আলকুশি।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

মেঘলা মানুষ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

চমৎকার পোস্ট। প্রথম দেখলাম মাকাল ফল।

এহসান সাবির

আব্দুল গাফফার রনি এর ছবি

ধন্যবাদ ভাই< ভালো থাকবেন।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

অনেক অনেক ভালো, অনেক পরিশ্রমী লেখা।
সুন্দর ছবিগুলোও।

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ। সবসময়।

দীপংকর চন্দ

আব্দুল গাফফার রনি এর ছবি

শুভকামনা আপনাকেও

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।