কিওয়ার্ড কি দিব ঠিক করতে পারলাম না। মিথলজি? রূপকথা? নাকি মহাকাশবিজ্ঞান? তবে আমাদের হুজুরের জ্ঞানের সীমা যে এর সবকয়টাকে পার করে যায়, এ ব্যাপারে আমি অবশ্য নিঃসন্দেহ।
হুজুর চাল্লু লোক, অনেক কিছু জানেন। কোন দেশে নারী-পুরুষের অনুপাত কেমন, কোথায় বদলোকের নজর লেগে সব কলাগাছ পড়ে গেছে, কোন দেশে অন্ধলোক কুরান শরিফ পড়ে পড়ে চোখ ঠিক করে ফেলেছে, আধুনিক সাইন্স কোথায় কোথায় কুরান শরিফের চোথা মেরেছে -- সব খবর রাখেন। তবে আজকে জুমার নামাজে উনি যা বল্লেন তা এখনো হজম হয় নাই, হজম হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা তাও শিওর করে বলতে পারছিনা। খালি মনে রাখবেন, ঘটনা পুরাটাই সত্যি।
ব্যাপারটা এমন কিছু মহামারী ভাবে শুরু হয় নাই। আমি গিয়ে দেখি মাসালা নিয়ে বোরিং আলোচনা হচ্ছে, চুল কতটুকু লম্বা রাখা দরকার, গোঁফ না ছাটলে কি প্রব্লেম এইসব। আমরা ধৈর্য ধরে বসে আছি কখন সুন্নত পড়তে বলে। হঠাৎ শুনি হুজুর বলছেন, বাচ্চাদের মাথা কামানো নাকি ভাল না, ব্রেইন এফেক্ট করে। আমি ফিক করে হেসে দিলাম। আমার মত আরো কয়েকজন নাফরমান বোধহয় একই রকম বেয়াদবী করেছিল, কারণ হুজুর দেখলাম হঠাৎ সিরিয়াস হয়ে গেলেন, "আপনারা মনে করতেসেন আমি এমনে এমনে বলতেসি। এসব নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এগুলা সবই কুরানপাকে আসছে। আমরা তো কুরান শরিফ পড়িনা, তাই অন্ধ হয়ে আসি।" তারপর হুজুর শুরু করলেন তার 'বিস্তারিত আলোচনা'।
আমার যট্টুকু মনে আছে সেটা মোটামুটি এই --
আল্লাহপাক তার চারজন মেইন ফেরেস্তাকে নিয়ে মাঝে মাঝে মিটিং করতে বসেন। সেখানে আল্লাহ নির্দেশ দেন, কোথায় কতটুকু বৃষ্টি হবে, কার কার জান কবজ হবে এইসব। এদিকে এটা তো সবাই জানে যে ইবলিশ শয়তান বেহেস্ত থেকে বের হওয়ার সময় আল্লার কাছ থেকে কিছু পাওয়ার চেয়ে নিয়েছে। সেরকম একটা পাওয়ার হচ্ছে সে যখন যেখানে খুশি গিয়ে হাজির হতে পারে। তো শয়তান করে কি, আল্লাহ যখনি ফেরেস্তাদের মিটিং ডাকেন, ঐখানে গিয়ে আড়ি পাতে। কিন্তু এই মিটিং এ ক্লাসিফাইড সব ইনফো লেনদেন হয়, শয়তান এগুলা জেনে গেলে তো মুশকিল। তাই শয়তানকে দেখলেই ফেরেস্তারা দূর দূর করে ব্যাটাকে তাড়িয়ে দেন। কিন্তু শয়তান কি এম্নি ভয় পায়, সে তো বিরাট সাহসী লোক, আদমকে পর্যন্ত মিডল ফিঙ্গার দেখায় আসছে। এই জন্য আল্লাহ ফেরেস্তাদের কিছু তারা বানিয়ে দিলেন, শয়তানকে ঢিল দেবার জন্যে। হুজুর এখানে এসে জোকার নায়েক স্টাইলে কুরান শরিফের কোন একটা আয়াতের রেফারেন্স দিয়ে দিলেন, আমরা হাঁ করে শুনে গেলাম।
কিন্তু একেকটা তারা (হুজুর বলছিলন নক্ষত্রমন্ডলী) তো বিশাল বড় ব্যাপার, ফেরেস্তারা হ্যান্ডেল করেন কেম্নে?
উনারা পারেন, কারণ উনারা তারাগুলার চেয়েও বিশাল। জিব্রাইল (আ) নাকি এত বড় যে তার মাথায় পৃথিবীর সব পানি ঢেলে
দিলেও নাকি কোন কোনাকানা দিয়ে এক ফোঁটাও মাটিতে পড়বে না। আর ইস্রাফিল (আ) তো এত পাওয়ারফুল যে উনি শিঙ্গাটা হাত বদল করলেই পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যায়! উনারা যে তারা ছোঁড়াছুড়ি করতেপারবেন তাতে আর কি সন্দেহ?
তো মাঝেমাঝেই বেহেস্তে মিটিং হয়, মাঝেমাঝেই শয়তান খেদানোর দরকার পড়ে, আর তখনি উল্কাপাত হয়। শয়তান তো চাল্লু পাবলিক, সে ম্যাট্রিক্স স্টাইলে অধিকাংশই ডজ করে যায়। কিন্তু যখনি একটা তারা হিট করে, শয়তান নাকি এমনি ব্যথা পায় যে সে প্যান্ট খারাপ করে ফেলে। শয়তান নিঃসৃত সেই নাপাক তরল পদার্থ যখন পৃথিবীতে নেমে আসে, তখনি ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায়। এই কুয়াশা কিন্তু ভয়াবহ জিনিস, জমিনে পড়লে জমিন বন্ধ্যা হয়ে যায়, গাছে পড়লে গাছ মারা যায়, বাড়ির ছাদে পড়লে কার্নিশে আগাছা গজায়। আপনারা হয়ত ভাবছেন এসবের সাথে মাথা কামানো বা ব্রেইন ডিফেক্টের কি সম্পর্ক। আমিও ভাবছিলাম, তখনি হুজুরের পরিতৃপ্ত কন্ঠস্বর কানে আসলো, "এই কুয়াশা যখনি কোন কামানো মাথায় পড়ে..."
মন্তব্য
:D
হাহাহাহা, হাসতে হাসতে কাশি চলে আসছে
প্রায় হা হা প গে
এটা একটা কালজয়ী সিনেমার স্ক্রিপ্ট হতে পারে। দেলোয়ার জাহান ঝন্টু ইত্যাদিরে বাদ দিয়ে ওনারে ঐসব জায়গায় যোগাযোগ করার পরামর্শ দেয়া যেতে পারে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ভাই পুরা হা হা প গে হৈত, যদি আমি হাসির চোটে হুজুরের পাঞ্চলাইনগুলা মিস না করতাম :(
এই জাতীয় বৈজ্ঞানিক তথ্যগুলা সব একসাথে কৈরা একটা ইবুক করা যায় ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাহাহা... এই ভোরবেলা এমন খ্যালখ্যাল করে হাসতেসি বাসার সবাই ঘুম থেকে উঠে যাবে!
চ্রম! :D
:)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
এইডা যদি সত্য ঘটনা হয়া থাকে তাইলে হুজুররে বলেন অই লাইন ছাইরা বাংলা ছিঃনেমার বা ছিরিয়ালের ছিত্রনাট্য লেখতে। ওনার কল্পনাশক্তির প্রভাবে, আখেরে অনেক ফায়দা লাভ হবে।
আর যদি এইডা আপ্নে নিজের মতো কইরা লেইখা থাকেন, আপ্নারে স্যালুট। ভাই বাংলা সাহিত্যে হাস্যরস কমে আসতেসে, আপ্নে এইদিকটার দিকে একটু দেইখেন।
---- মনজুর এলাহী ----
আমি লিখব এই জিনিস??? ভাই তওবা করেন, নাইলে জিব্রীলরে ডাক দিলাম কিন্তু...
দারুন :-D
মার্ক টোয়েনের বলা একটা কথা মনে পড়ল, "বেতনভোগী একজন সহকারীও নেই শয়তানের, অথচ প্রতিপক্ষের কর্মচারীর সংখ্যা মিলিয়ন!"
=)) =)) =)) =)) =))
হাহাপগে!!
জটিল লেখছেন!!
---------------------
আমার ফ্লিকার
হিউস্টন, উই হ্যাভ আ হুজুর হিয়ার !!!!
_________________________________________
সেরিওজা
হা..হা..হা..হা....(এটা পড়ার পর হাসি থামানো কষ্টকর..)
প্রতি জুম্মায় হুজুররা যা বয়ান(!) দেন তা মাইকে সরাসরি সম্প্রচার করা হয় বলে আমরা আল্লার বান্দীরা (মেয়েছেলে) শুনতে পেয়ে কৃতার্থ হই..! তাহাদের বেশির ভাগ কথা বার্তার আগামাথা পাইনা...(আমার খোদা ভক্ত বাবা সম্ভবত মেয়েকে স্কুল-কলেজে পাঠিয়ে ভুল করেছেন)
অবাক হই এটা ভেবে যে...যারা সেই মুহুর্তে হুজুরের সম্মুখে উপস্থিত থাকেন তাদের মধ্যে কতভাগ শিক্ষিত যারা এই কথা গুলো ভুয়া জেনেও হজম করছে ...আর যারা অশিক্ষিত তাদের কথাতো বাদ-ই
প্রতি শুক্রবার আল্লাহর বান্দারা জেনেও না জানার ভান করে মসজিদে যে শান্তিপূর্ন পরিবেশ রক্ষা করেন তা দেখে হিংসা হয়(!)...কেন পৃথিবীতে এত শান্তি আসেনা.......?
(জয়িতা)
শীত আসার আগেই বিপজ্জনক হারে চুল ঝরতে শুরু করেছিল। শীত শেষে কী যে হয় !! আতঙ্কে আছি ...
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হুজুরকথন ভালো লাগলো। ধন্যবাদ
শেখ নজরুল
শেখ নজরুল
:) :)) :) :)) :)) =))
জটিল ঘটনা।
বসে বসে এই বয়ান সহ্য করলেন ক্যাম্নে?
তারচে বড় কথা কানফাটানো অট্টহাসি না হেসে থাকতে পারলেন ক্যাম্নে :-?
----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
হাহাহা।
আবার লিখবো হয়তো কোন দিন
খেকযযযযযযযযযযযযযয
খিকযযযযযযযযযযযযযয
নীল ভূত।
:)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
এই হুজুরের সিরিজ চাই কিন্তু, লেখা বোমা মার্কা হইসে পুরা।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
কোথায় থাকে এই হুজুর? কোন মসজিদের ইমাম? আমি তার দর্শন চাই, তার কাছে বায়াত নিমু!! তিনি তো জ্ঞানের ভান্ডার, তার কিঞ্চিৎ পাইলে ই আমার জীবন ধন্য হয়ে যাবে! প্লিজ্ ভাই, একটু জানান।
আমরা হাসছি কিন্তু আমার ধারণা বেশিরভাগ মানুষই এসব বিশ্বাস করে...:(
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
মাথার মালিক মানুষটা ধর্মপ্রচারকে পরিনত হন ।
বলেন সুবহানাল্লাহ !
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আপনাদের হুজুরতো দেখি দাদা সিরিজে ঢুকার পায়তারায় আছে।
আপনি এক কাজ করেন। তেনার জুমার খুতবাগুলির চুম্বক অংশগুলিকে মোবাইলে ভিড্যু করে ইউট্যুবে উঠায়া দেন। খালি আপনাদের মসজিদের লোকেরা একলা একলা ফিসপ্তায় এই স্ট্যান্ড আপ কমেডি দেখবেন, সেটা কি ভালু?
পোস্টে প্লাস, হুজুররে মাইনাস, জোকার নায়েক বলায় ওই অংশটুকুতে মাইনাস।
হাসতে হাসতে ইয়া বের হয়ে গেলো, ভাগ্যিস আমি আকাশে নাই :D
ইয়া আল্লা !!!
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আচ্ছা, "The Mist" সিনেমার কুয়াশার রহস্য-ও কি এটাই?? আমি ওই সিনেমাটা পুরা দেখি নি তো, তাই জিগাই আর কি!!!
-- হা হা.. এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই !
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
লাইনটা ব্যাপক হইছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
মালটা কোনহানকার? ঢাকা শহরের?
এই ব্যক্তির ওয়াজ আমি শুনে ধন্য হইতে চাই... প্লিজ... ঠিকানা দেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কি ভাই এইটার সিকুয়েল কোথায়?!! জব্বর একটা লেখা ।
বোহেমিয়ান
:) :)
শয়তানের মূত্রত্যাগকরণ সংক্রান্ত গল্প, জুমার নামাজের ওয়াজে আমিও শুনছি। তবে আগাগোড়া মনে নাই।
নতুন মন্তব্য করুন