বিকাশরজন কুসুমে তা দিই
আকাশে পারদে বিশালতা নেই
ভুবনে ভুবনে ভেড়া গুণে গুণে
দিবসরজনী বহিয়া যায়।
আঁধারের পাশে বাঁধা নেই কালো
ওহে সাকি তুমি বাকিটাও ঢালো!
শরত-শশীতে পশিতে পশিতে
ননীর পেয়ালা উছলি যায়।
ফুলে ফুলে দেখ ঢলে পড়ে জুঁই
বাগানের পথে পুঁইশাক রুই
গাজরের সাথে কী কথা তাহার?
তাহাদের?
কবি জানিতে চায়।
আহা কতকাল দেখিনা তো বনে
মধুকর শাখে গুনগুণ মনে
শাখামৃগ শাখে বাঁকামৃগ কোলে
পরম সুখেতে দুলিয়া যায়।
*গ্রহণযোগ্য সমালোচনা গ্রহণযোগ্য...
মন্তব্য
এই জায়গাটা পুরাই (গুলি) !
এই জিনিস মডারেশন কিউ পার হৈল কেম্নে??? তীব্র নিন্দা ও প্রতিবাদ!!!
হ মডুগুলি দিনকেদিন সাহারাখাতুন হয়ে যাচ্ছে
যাকগে এটা বোধহয় একটা বিচ্ছিন্ন ঘটনা...
"ভুবনে ভুবনে ভেড়া গুণে গুণে
দিবসরজনী বহিয়া যায়।"
উফফ
আপনার মত সমঝদার লুকের বড় অভাব...:(
আম্মো ঠিক ঐ লাইন্টাই কোট কর্তে গেস্লাম...
_________________________________________
সেরিওজা
"*গ্রহণযোগ্য সমালোচনা গ্রহণযোগ্য"
(গড়াগড়িহাসি)
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আমাদের ক্লাসে 'গিরাকাটা' নিকের একজন হুজুর ছিল...আপনার কমেন্ট দেখে উনার একটা ডায়লগ মনে পড়ল, "হাসাহাসির কি হায়েসে?"
হুমম... এখন আমারো মনে হচ্ছে রামগরুড়ের ছানা হয়ে থাকাই ভালো!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
জটিল কবিতা ওমর!!
শাখামৃগ শাখে বাঁকামৃগ কোলে
এই 'বাঁকামৃগ' জিনিষটা কি? :P
তোমার দিনকাল যাচ্ছে কেমন?
ঘাই হরিণীরা ঘাই মারতে মারতে এক সময় বাঁকামৃগ হয়ে যায়। আর আমার দিনকাল ভেড়া গুনে গুনে ভালই কেটে যাচ্ছে। তোমার কি অবস্থা? দাওয়াত পাবোতো? ;)
নতুন মন্তব্য করুন