বিরিঞ্চি বনের পাশে তোমার ছায়া
আর দু'চারটা বিকেলের কোপ
আজকের বিরিঞ্চি ঝোপ
তোমার ছায়া হয়ে পড়ে রয় বিকেলের পাশে।
সমুদ্রের আশে, যবে বিরক্ত মাঝি গান
গেয়েছিল। আর এদিকে যারা যারা
সমুদ্রে ফেরেনি তারা তারা
করেনি আকণ্ঠ পান
নিকষ বিকেলের ঘ্রাণ রৌদ্রের প্রথম পরশে।
কুষ্ঠরোগের ব্যাথা ম্লান হয়ে গেছে,
ম্লান হয়ে গেছে তারা, বেতের ফলের মত
দ্যাখ! দ্যাখ! ম্লান হয়ে গ্যাছে উহারা!
উত্তরের বিরান পথে ঐ তাহাদের চোখ
বিস্মিত বিড়ালের মত প্রবার উন্মুখ--
(শুনি কান্নার জল, শুনি জোছনার ছায়া
শুনি কান্নার জল, শুনি জোছনার ছায়া)
শুনি বাতাসের গায়ে ভাসে অধীর গাংচিল এক
গ্রীষ্মের পোড়ারোদ ভালবেসেবেসে।
(একটি প্রবার রিপন পরিবেশনা)
মন্তব্য
আপনার মাথা খারাপ
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কে যেন এই মন্তব্য খ্রাপ পেয়েছেন। কেন? মাথা খারাপ হওয়া কি খারাপ?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হায় ঘোড়াশিও! আমার সময়ের মানুষ আমাকে বুঝলো না!
হা হা
প্রবার রিপনের সাথে জী্দা'র মিক্স দেছো ক্যান??
মাই্নাস দেয়া হৈলো.....
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
প্রবার জীবন কেমন শোনায় দেখলাম ইকটু
ভালো...
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
চাষা মানুষ, কবিতা এমনেই বুঝিনা। এইটা আরও বুঝলাম না। বুঝার কিছু আছে নাকি তাই বুঝিনাই।
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
নতুন মন্তব্য করুন