খুব অল্প কথায় কিছু প্রয়োজনীয় তথ্য জানাবার উদ্দেশ্যে এই পোষ্ট।
১। সচলায়তন আরো কিছু দিন নিমন্ত্রিতদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থ্যাৎ ক্লোজড গ্রুপের বর্তমান পরিচিতির আপাতত পরিবর্তন ঘটছে না।
২। সচলায়তনের ব্লগারদের মুল্যবোধই সচলায়তনের নীতিমালা। আমরা 'সচল' রা আস্থা রাখছি নিজেদের রূচিবোধ ও বুদ্ধিমত্তার উপর । ভরসা রাখছি,পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতেই আমরা গড়ে তুলতে পারবো ভিন্নমত প্রকাশের এক মুক্ত প্লাটফর্ম।
৩। সচলায়তনের নানারকম কারিগরি ও প্রাসঙ্গিক খুটিনাটি সামলানোর জন্যে একটা ছোট্ট দল করা হয়েছে, যাদের দায়িত্ব শুধুই সচলায়তনের সাবলীল সচলতা নিশ্চিত করা। এই ব্যবস্থাটা সাময়িক এবং সচলায়তনের স্বার্থরক্ষায় পরিবর্তনশীল।
৪। সচলায়তনে প্রকাশিত যাবতীয় পোস্ট ও কনটেন্ট সংশ্লিষ্ট ব্লগারের বক্তব্য প্রতিফলিত করে মাত্র। কোন ব্লগারের বক্তব্যের জন্য সচলায়তন কর্তৃপক্ষকে কোনভাবে দায়ী করা যাবে না।
মন্তব্য
ব্যসতার জন্য খুব একটা ঢোকা হয়নি ব্লগে। সচলায়তন অবশই সমাহোয়্যার সেই নিজকনা ননা বুঝতে পেরেছি। এখন দেখা যাচ্ছে যারা সদস্য না তারা পড়তেও পারবেনা। প্রসাঙ্গিক বক্তব্য পড়লাম এবং সব রকম সহযোগিতা অবশ্যই থাকবে।
জেনে ভালো লাগল
__________________________________
ত্রসরেণু অরণ্যে
_____________________________
টুইটার
জেনে রাখলাম।
__________
কি মাঝি? ডরাইলা?
ঠিক আছে।
তথাস্তু।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
শুনলাম এ অপেক্ষায় রইলাম!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
মূল বক্তব্য অপরিবর্তিত রেখে উপরের পোষ্ট খানিকটা এডিট করা হলো।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
সচলায়তনের ব্লগারদের মুল্যবোধই সচলায়তনের নীতিমালা।
এটাই শেষ কথা । আর কোন নীতিমালার প্রয়োজন দেখিনা । এই কথা স্টিকি হয়ে থাকুক সকল 'সচল' এর কাছে ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জানলাম....
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
ঝামেলা তো!এই সব পোষ্টিয়ে সামনে টানাবে।
দাদাগিরি আর কারে কয়।এইসব ভাটের পোষ্ট প্রোথম পাতায় দেওয়া উচিত নয়।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
একমত
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হ, স্টিকি জিনিসটা কেমন কেমন লাগে। ২৪ ঘন্টার বেশি কোনো পোস্ট স্টিকি হয়ে প্রথম পাতায় ঝুলতে থাকলে কর্তৃপক্ষকে ব্যান করা হবে - এই মর্মে আন্দোলন গড়ে তুলুন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বামদিকে যে,টুকিটাকি আছে এই ধ্যষ্টামি তার মধ্যে রাখেন। এটা কোন পোষ্টই নয়।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
এই যন্ত্রনাটাকে আরো ২ দিন সহ্য করতে হবে। তার আগে সরানো হচ্ছে না। দুঃখিত।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ব্লগ পড়ার জন্য খুলে দেয়া হবে কবে?
তোমার সুরে সুরে সুর মেলাতে
অই মোটারাম পাবলিকেরা, আমি এই নিকে লেখার যোগ্যতা অর্জন করি নাই কেন?
জবাব চাই কুইক সার্ভিস।
পোস্টু দিয়া দেখ কাম হয় নাকি....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সচলায়তন, জয় হোক! দাবি জানাই আমার একাউন্ট সচল করা হোক।
আজই প্রথম লিখছি সচলায়তনে। গত দুই সপ্তাহ ধরে, সদস্য-স্বীকৃতি নিয়ে বেশ ভাবনায় ছিলুম। অবশেষে গতকাল, ই-মেইলের মাধ্যমে প্রবেশের অনুমতি পেলুম। সচলায়তন-কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই।
সচলায়তনের মূল উদ্দেশ্য, অনুভূতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করছি; এবং সেই সাথে, একজন ভারতীয় বাঙ্গালী হিসেবে, সমস্ত বাংলাদেশী সদস্য-বন্ধুদের প্রতি জানাই...আন্তরিক মৈত্রী-প্রীতি ও শুভেচ্ছা ।
মধুশ্রী
মধুশ্রীকে স্বাগতম সচলায়তস পরিবারে
৮ অগাস্ট ২০০৭ . সময় ২১:৩৯
এওল দিয়ে ঢুকে দেখি গোলাপি একটা ব্যানার।
অথচ ফায়ারফক্স দেখায় বন্যার নীল ব্যানার।
দুইরকম দেখায় কেন?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
রিফ্রেশ দেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পুরা তরমুজের জুস কালারের থিম হইছে ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
নতুন মন্তব্য করুন