• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বিস্মরণকে প্রতিরোধ করি, আসুন

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: শুক্র, ২৬/০৯/২০০৮ - ৫:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক দিন দু'দিন করে সময় কেটে যাবে। শোকের ঢেউ স্তিমিত হবে, প্রতিদিনের নতুন ঘটনার ভিড়ে একটু একটু করে হয়তো চাপা পড়ে যাবে মুহম্মদ জুবায়ের-এর নাম, যিনি আমাদেরই একজন পরম শুভানুধ্যায়ী ছিলেন।

তাঁকে কি বিস্মরণে হারিয়ে যেতে দেয়া উচিত আমাদের?

মুহম্মদ জুবায়ের এর লেখার স্বত্ব স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের ওপর ন্যস্ত এখন। তাঁর পরিবারের অনুমতি সাপেক্ষে সচলায়তনের পক্ষ থেকে তাঁর অপ্রকাশিত লেখাগুলি আগামী বইমেলায় প্রকাশের উদ্যোগ নেয়া হচ্ছে।

মুহম্মদ জুবায়ের আমাদের মাঝে বেঁচে থাকুন তাঁর অক্ষরগুলোর মধ্যে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এছাড়া দুটি ই-বই প্রকাশের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। একটি 'মুহম্মদ জুবায়ের ই-সমগ্র' এবং আরেকটি 'মুহম্মদ জুবায়ের স্মৃতি মালা'।

প্রকাশনা ছাড়াও আরও একটি বিশেষ উদ্যোগের কথা আমাদের মাথায় আছে। শোক কাটিয়ে উঠতেই এই উদ্যোগগুলি নেয়া হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

একটু আগে ইশতি আর শিমুলের সাথে এই নিয়ে কথা হচ্ছিলো। সচল কর্তৃপক্ষও একই রকম ভাবছেন জেনে খুব ভালো লাগলো।

জুবায়ের ভাইকে নিয়ে সবার স্মৃতিচারণ, ভালোবাসার লেখা নিয়ে ই-বইটিতে শুধু সচল নয়, ব্লগপরিমন্ডলের সবার লেখাই থাকা উচিত। আমার যে কোনো সাহায্য লাগলে শুধু জানাবেন। যে কোনো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সেরকমটাই ইচ্ছে অমিত।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যদি কিছু করতে পারি, জানাবেন প্লিজ...

বন্যা এর ছবি

সচলায়তন থেকে বই প্রকাশের উদ্যোগটা দেখে খুবই ভালো লাগলো। সকালে খবরটা দেখার পর থেকেই ভাবছি কিছু একটা লিখব, কিন্তু মনটা এত খারাপ হয়ে গেছে যে বারবার লগইন করেও কিছু লিখতে পারলাম না। জুবায়ের ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু সচলায়তনের তার লেখা পড়তে পড়তে মনে হয় সেটা ভুলে গেছিলাম। সচলায়তন থেকে ভবিষ্যতে যে প্ল্যনগুলোর কথা ভাবা হচ্ছে তা তে যদি আমাদের অংশগ্রহন করার উপায় থাকে তাহলে প্লিজ জানাবেন। জুবায়ের ভাইয়ের ফ্যামিলিকে ব্যাক্তিগতভাবে চিনি না বলে এব্যাপারে কোন কিছু প্রস্তাব করা থেকে আপাতত বিরত থাকছি। সচলায়তনের যারা ওনাদেরকে চেনেন তারা নিশ্চয়ই ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিবেন।

হাসান মোরশেদ এর ছবি

জুবায়ের ভাই নেই আজ কিন্তু তার পরিবার ও সচল পরিবার ।
শোক সামলে উঠে আমরা সবাই মিলেই তার স্মৃতি ও সৃষ্টিকে বাঁচিয়ে রাখবো ।

-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

অনন্য উদ্যোগের জন্য সচলায়তনকে ধন্যবাদ। লেখক কোনদিনও মরেনা ।মুহাম্মদ জুবায়ের বেঁচে থাকবেন তাঁর সৃষ্টি দিয়ে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রণদীপম বসু এর ছবি

এমন চমৎকার উদ্যোগের জন্য সচলায়তনকে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি। জুবায়ের ভাই সচল পরিবারের সৃজনশীল বর্ষীয়ান সদস্য ছিলেন। তাঁর সৃষ্টিকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অম্লান অভি এর ছবি

তাঁর আত্মার শান্তি কামনা করি...................গতকাল আমি ছিলাম প্রায় নেট বিচ্যুত তাই আসা হয়নি সচলায়তনে তাই দেরীতে তোমাকে জানাই সালাম...............প্রতিউত্তর রোহিত নির্বাক পৃথিবী এখনতো তুমি, সচলায়তন তোমাকে চিনিয়েছিল আমাকে আর এই শ্রদ্ধাজ্ঞলী তোমার অন্য দ্বার গুলো খুলে দিল।সচলায়তনের পাতায় তোমার জন্য সাহায্যের জায়গা জুড়ে এখন তোমারকৃত কর্ম ।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

আরিফ জেবতিক এর ছবি

যেকোন উদ্যোগে যদি আপনাদের পেছনের কাতারে দাড়াতে পারি , কিছুটা শান্তি লাগবে হয়তো ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যথার্থ উদ্যোগ।
মুহম্মদ জুবায়েরের যে লেখাগুলো সচলায়তনে আছে আপাতত: সেগুলো সাজিয়ে একটা ব-e তৈরি করা যায়।

তার সব অপ্রকাশিত লেখা জোগাড় করতে সময় লাগবে নিশ্চয়ই। তাছাড়া সচলায়তন যেহেতু প্রকাশনা সংস্থা নয় সেহেতু তার গল্প-উপন্যাসগুলো সচলায়তনের মাধ্যমে প্রকাশ না করে স্বনামখ্যাত কোনো প্রকাশনা সংস্থা দিয়ে প্রকাশ করতে চাইতে পারেন তার পরিবার। তবে সচলায়তন আগ্রহ জানাতে পারে, উদ্যোগ নিতে পারে বা দূতিয়ালি করতে পারে। তারা যদি সে দায়িত্ব সচলায়তনকে দিতে চান তবে তো কোনো সমস্যাই থাকলো না।

মুহম্মদ জুবায়েরের সৃষ্টিগুলো আরো পাঠকের মাঝে ছড়িয়ে দিতে সচলের উদ্যোগ সফল হোক।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তানবীরা এর ছবি

খুবই ভালো ভাবনা, ভালো লাগলো জেনে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

যে কোন উদ্যোগে
আপনাদের পাশে দাঁড়াতে পারলে ভালো লাগবে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

জ্বিনের বাদশা এর ছবি

খুব ভালো উদ্যোগ, সাফল্য কামনা করি, সাথে আছি।
জুবায়ের ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। তিনি নিশ্চয়ই ওপার থেকে এই উদ্যোগের সাফল্য দেখে খুশী হবেন, ভাববেন, "ধূর! কেন ছেড়ে এলাম ওদেরকে?"

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আরশাদ রহমান এর ছবি

অবশ্যই খুব ভালো উদ্যোগ।

জুবায়রে ভাইয়ের জানাজা এবং দাফন আজকে:

Zanajah :
Date: 09/26/2008 (Friday)
Time: 3:10 PM (After Jumma Payer)
Location: IANT, Richardson Mosque (www.IANT.com )
Address: Dallas Central Mosque
840 Abrams Road
Richardson , TX 75081
972-231-5698
Burial (Dafon):
Date: 09/26/2008 (Friday)
Time: Right after Zanajah Prayer
Location: Restland Memorial Park (Islamic Garden)
Restland Funeral Home and Cemetery
13005 Greenville Ave
Dallas , TX 75243
Phone: 972-238-7111 or 800-749-7379

বিপ্লব রহমান এর ছবি

(মোম) গুড বাই কমরেড!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

খুব ভালো উদ্যোগ, সাফল্য কামনা করি, সাথে আছি।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পরিবর্তনশীল এর ছবি

অসাধারণ উদ্যোগ। সাথে আছি সবসময়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মাহবুব লীলেন এর ছবি

মুহম্মদ জুবায়েরকে আমি চিনতাম না
বিচ্ছিন্ন কিছু লেখা পড়েছিলাম সচলে আসার আগে
তাকে চিনে উঠলাম সচলে
খুবই কম যোগাযোগে খুবই কম সময়ে যেন অনেক বেশি ঘনিষ্ঠ মনে হতো তাকে
তার লেখাকে

সচলের উদ্যোগ কিংবা চিন্তা একেবারেই ঠিকঠাক
যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো দরকারে আমি আছি এই বই প্রকাশের সাথে

যারা উদ্যোগ নিচ্ছেন একটা সচল মেইল আমার নামে আসলেই আমি নেমে পড়বো কাজে

লেখক না থাকাই স্বাভাবিক
গ্রন্থিত থাকুক তার লেখা আমাদের জন্য
থাকুক আগামীর জন্য

০২

তার অপ্রকাশিত লেখার সম্পর্কে আমার ধারণা নেই
বেশি লেখা থাকলে বিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন বই করা উচিত মনে হয়

অতিথি লেখক এর ছবি

সচলের এই উদ্যোগ এর সাথে আছি সব সময় । লেখকের প্রতি শ্রদ্ধা জানানোর এই হোক মাধ্যম ।
নিবিড়

অতিথি লেখক এর ছবি

মুহম্মদ জুবায়ের ভাই কে আমি চিনি না । সচলায়তনে আজ প্রথম অতিথি হিসেবে এসে উনার অনেক কিছু সর্ম্পক্যে অনেক কিছু জানতে পারলাম ।
আর উনার লেখা গুলি বই আকারে প্রকাশ নিঃসন্দেহে অনেক ভালো উদ্দোগ ।

অনিন্দিতা এর ছবি

খুব ভাল উদ্যোগ। সাফল্য কামনা করি।

আহমেদুর রশীদ এর ছবি

সাথে আছি

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

বিপ্রতীপ এর ছবি

জুবায়ের ভাইয়ের সাথে আমার তেমন কোন পরিচয় ছিল না। তবু অদ্ভুত এক বিষন্নতা ভর করেছে...গত দুদিন সচলায়তনে ঘুরে গেছি...লগইন করতে ইচ্ছে হচ্ছিল না। বার বার তাঁর একটা মন্তব্য মাথায় ঘুরে ফিরে আসছে...ঝাঁকের সাথে মিশে ভালোই ছিলাম, এবার জেনে গেলেন তো!

জুবায়ের ভাই বেঁচে থাকুন তার রচনায়... সচলায়তনের এই উদ্যোগ সফল হোক...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ উদ্যোগ। সচলায়তন কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং যে কোন প্রয়োজনে অবশ্যই পাশে থাকব। জুবায়ের ভাই বেঁচে থাকুক তাঁর লেখার মাঝে, আমাদের সবার মাঝে।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সবজান্তা এর ছবি

উদ্যোগকে সাধুবাদ।

জুবায়ের ভাই চলে যাওয়ার পরদিনই স্নিগ্ধা আপুর সাথে কথা হচ্ছিলো। জানিয়েছিলাম মন খারাপের কথা, বলেছিলাম আজ খারাপ লাগছে, হয়তো আর এক সপ্তাহ কিংবা এক মাস খারাপ লাগবে। এরপর আস্তে আস্তে সময়ের নিয়মেই সবাই ভুলে যেতে থাকবে। আমরাও মগ্ন হবো চটুল আলোচনা কিংবা লেখাতে। আস্তে আস্তে হয়তো স্মৃতিতেও ধুলো পড়বে।

সচলায়তনকে ধন্যবাদ, তাঁরা বিস্মৃতিকে এত সহজে আসতে দিতে চান না, ধরে রাখতে চান জুবায়ের ভাইকে, তার কাজগুলিকে কালো অক্ষরের বাঁধাইয়ে। প্রতিদিন বই এর তাকের দিকে তাকালেও হয়তো মনে পড়বে জুবায়ের ভাই এর কথা।

সচলায়তনের এই বিশাল উদ্যোগে ক্ষুদ্র একজন মানুষ হয়েও যদি তিল পরিমাণ সাহায্য করতে পারি, আমি কৃতজ্ঞ বোধ করবো।


অলমিতি বিস্তারেণ

অতিথি লেখক এর ছবি

অদ্ভুদ!
এত বড় মানুষের মৃত্যু হয় না, হতে পারে না।

সিনা.

পলাশ দত্ত এর ছবি

এই উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ কি পাবো একটা? কিভাবে কী করতে পারি?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

স্বপ্নাহত এর ছবি

সাফল্য কামনা করছি।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মৃদুল আহমেদ এর ছবি

আছি। থাকব। সবসময়।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

শুভ উদ্যোগ। মাসখানেকের মধ্যে হয়তো ছুটিতে দেশে যাবো। আমিও সঙ্গে আছি।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

জাহিদ হোসেন এর ছবি

আমি আপ্রাণ চেষ্টা করছি জুবায়ের ভাইয়ের কথা ভুলে থাকার জন্য। পারছি না সেটা বলাই বাহুল্য। বই প্রকাশের ব্যাপারে যেকোন সাধ্যমত সাহায্য করবো।_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

মুজিব মেহদী এর ছবি

যথাউদ্যোগ।
সফল হোক।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আবু রেজা এর ছবি

খুবই ভালো উদ্যোগ।
এ উদ্যোগ সফল হোক সেই প্রত্যাশা করি।
সব রকম সহযোগিতার আশ্বাস রইলো।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

পুতুল এর ছবি

খুব ভাল লাগছে, যদি কোন ভাবে সাহায্য করতে পারতাম!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্নিগ্ধা এর ছবি

তাঁকে নিয়ে লেখা কোন পোস্টে মন্তব্য করতে পারছিলাম না, এখন পারছি, তাই বলছি - যে কোনভাবে একটুও যদি কাজে আসতে পারি, যেন জানানো হয়।

শেখ জলিল এর ছবি

সচলায়তনের এ ঘোষণায় যারপরনাই ভালো লাগছে বোঝাতে পারবো না!
এ উদ্যোগ সফল হোক। সব ধরণের সহযোগিতার আশ্বাস রইলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রূপক কর্মকার এর ছবি

সঠিক উদ্যোগ। সার্থক হোক।
................................................................................
"নোবেল-বুকার নিয়ে এত কেন ফুর্তি করে বোকা পাঠকেরা?/মিডিয়ার উলুবনে সবই যেনতেনপ্রকারেণ।/প্রাচ্যের পদক হাতে স্নানে যায় বনলতা সেন।" -আবু হাসান শাহরিয়ার

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উদ্যোগটা প্রশংসনীয়। ধন্যবাদ সচলায়তনকে। ধন্যবাদ যুক্ত সবাইকে।
আমি খুব একটা কাজের কেউ না এ ব্যাপারে, তবু যদি সামান্য বেগাড় খাটার দরকারও হয়... জানাবেন।
বান্দা হাজির থাকবে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।