সচলদের দৃষ্টি আকর্ষণ

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: মঙ্গল, ৩০/০৯/২০০৮ - ১০:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচলবৃন্দ,

আপনাদের সকলের প্রতি অনুরোধ, সচলায়তনের প্রথম পাতায় ব্যক্তিগত যোগাযোগবাচক পোস্ট প্রকাশ না করতে। অন্য সচলদের সাথে আপনাদের ব্যক্তিগত যোগাযোগ ব্যক্তিগত পরিমন্ডলে সম্পন্ন করাই শ্রেয়। এ জন্যে ইমেইল বা সচল বার্তাব্যবস্থার আশ্রয় নিতে পারেন।

একই সাথে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিড়ম্বনাকর পোস্টের সূত্র ধরে অনুরোধ করা হচ্ছে, আমরা যেন সচলায়তনে অন্য কোন সদস্যের বিড়ম্বনা ও অপমানের কারণ হয়ে না দাঁড়াই। রসিকতা যখন মাত্রা লঙ্ঘন করে, তখন তা আক্রমণ ছাড়া আর কিছুই হয়ে ওঠে না।

আপনাদের সবার সহযোগিতার জন্যে ধন্যবাদ।


মন্তব্য