পাঠক সংখ্যা কম দেখানোর কারণ

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: সোম, ২৭/১০/২০০৮ - ১০:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল, অতিথি ও পাঠকবৃন্দ,

আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে পোস্টে "অত বার পঠিত" ফীচারটিতে এখন অনেক কম সংখ্যা দেখায়। সাধারণত পোস্টগুলি গড়ে দেড়শো থেকে তিনশো বার পঠিত হয় (কখনো কখনো তারও অনেক বেশি), কিন্তু এখন হয়তো দশ থেকে পঞ্চাশের মধ্যে ওঠানামা করছে।

এর কারণ হচ্ছে, অতিথিদের সুবিধা এবং সচলায়তনের সীমিত রিসোর্সের কথা ভেবে একটি বিশেষ ক্যাশিং পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, যে কারণে অতিথিদের ভিজিটসংখ্যা এখানে গণিত বা প্রদর্শিত হচ্ছে না।

আপনারা নিশ্চিন্ত থাকুন, সচলের পাঠক সংখ্যা কমেনি, বরং গত সপ্তাহে আরো একটি মাইলফলক অতিক্রম করেছে।

ভিজিট গ্রাফভিজিট গ্রাফ

পেইজ ভিউপেইজ ভিউ

ম্যাপ ওভারলে

Country Visits Pages/Visit Avg. Time on Site % New Visits
1. Bangladesh 40,225 10.16 00:28:08 21.70%
2. United States 27,129 8.36 00:21:12 26.75%
3. United Kingdom 12,696 9.77 00:25:24 10.07%
4. Australia 7,870 9.60 00:28:43 11.51%
5. Canada 7,859 9.14 00:22:06 12.01%
6. Germany 5,772 13.91 00:37:32 9.13%
7. Japan 4,589 6.60 00:17:58 12.92%
8. Singapore 4,413 8.60 00:30:19 6.03%
9. India 3,256 5.74 00:13:05 57.34%
10. Saudi Arabia 1,431 8.97 00:16:00 27.74%
Total countries 106 Total 125,266 Site Avg: 9.56 (0.00%) Site Avg: 00:26:20 (0.00%) Site Avg: 19.77% (0.91%)

Visits - The number of visits to your site.
Pages/Visit - The average number of pages viewed during a visit to your site. Repeated views of a single page are counted.
Avg. Time on Site - The average duration of a visit to your site.
% New Visits - The percentage of visits by people who had never visited your site before.

ধন্যবাদ।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'হিটের জন্য ব্যাকুল' আমি এইবার বুঝলাম ক্যাম্নে কী। চোখ টিপি

পরে সব হিট সুদে-আসলে না শোধ করলে বললাম আন্দোলন হবে...

রণদীপম বসু এর ছবি

হিট মানে যদি ঘুষি হয় তাহলে এই গ্যাঞ্জামের দরকার নাই। এমনিতেই বহুৎ ঝামেলা। মারামারি করনের সময় কই ?
কী কন শিমুল ! আর আপনি তো এমনিতেই শান্ত শিষ্ট ছেলে, তাই না ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চোখ টিপি
দিলেন তো প্যাঁচ লাগিয়ে।

হু, আমি একেবারে শান্তশিষ্ট। চেয়ারম্যানের সার্টিফিকেট আছে...

রণদীপম বসু এর ছবি

চেয়ারম্যানরেও একটা সার্টিফিকেট নিয়া নিতে কন। তাইলে এক্কেবারে পাক্কা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাঝে মাঝে দেখি ১০ বার পঠিত ৯ টি মন্তব্য! তাইতো বলি, এই অবস্থা কেন! রিসোর্স নিয়ে ভাবনা আর না আর না, কিছুদিন পরে সব লাগাম ছেড়ে দেবেন আশা করি। হাসি

আলমগীর এর ছবি

লে হালুয়া, ৩দিয়া গুণণ করিতে হইবেক।

মাহবুব লীলেন এর ছবি

অন্য প্রসঙ্গ
আগে সচলে মেইল এলে জিমেইলে জানান দিতো
এখন দেখি কোনো সাড়াশব্দ দেয় না

এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার ছিল

০২

আগে কোনো পোস্টের নিচেই ছিল লেখককে মেসেজ দেবার অপশন
সেটাও এখন আর দেখি না এবং মিস করি অনেক বেশি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। জানতাম না। দেখব।
২। লক্ষ্য করিনি। ঠিক করলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১। কোনদিনই এরকম নোটিফিকেশন পাইনি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটা প্রোফাইলে গিয়ে এনাবল করতে হয়। লীলেন ভাই এনাবল করে রেখেছিলেন। কিন্তু এখন আর সেটা পাচ্ছেন না।

http://www.sachalayatan.com/faq/show/761#q_10228

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনিস মাহমুদ এর ছবি

এই সুবিধা মনে হয় অতিথিদের জন্য নয়।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। জার্মানীর লোকজন সাইটে সবচেয়ে বেশী সময় কাটায়।
২। বাংলাদেশ থেকে যত লোক আছে তার অর্ধেকও আসে না ইউএসএ থেকে। তিন ভাগের এক ভাগ আসে ইউকে থেকে।
৩। ভারত থেকে প্রচুর নতুন অতিথি ব্লগ দেখতে আসছেন ইদানীং।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ইউক্রেন থেকে আমি কি একাই সচল-ভ্রমণ করি? নাকি ভ্রমণসঙ্গী আছেন কেউ?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আলমগীর এর ছবি

মেসেজ নোটিফিকেশন এখন কাজ করার কথা।

অছ্যুৎ বলাই এর ছবি

বাঙালির স্বভাব হলো ভিড়ের মধ্যে উঁকি দেওয়া। অতএব, হিট বেশি দেখলে পাঠকের আগ্রহ বাড়ে। যাক, জার্মানি অন্তত এক বিষয়ে চ্যাম্পিয়ন!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আরিফ জেবতিক এর ছবি

4. Australia 7,870 9.60 00:28:43 11.51%

অষ্ট্রেলিয়াতে এতো সচল প্রেমিক প্রেমিকা আছেন , জানা ছিল না । চোখ টিপি

ভূঁতের বাচ্চা এর ছবি

হেঃ হেঃ হেঃ
তাইলে বুঝেন এইবার !

--------------------------------------------------------

অমিত আহমেদ এর ছবি

কানাডা থেকে তো ভালোই লোক আসে।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দিগন্ত এর ছবি

আমি মেল আগেই পেয়েছি উত্তর দেব দেব করেও দেওয়া হয় নি। আমার কিছু বক্তব্য ছিল এ বিষয়ে -

১) পাতায় দেখানো সংখ্যার সাথে কি প্রকৃত হিট-এর কোনো আনুপাতিক সম্পর্ক আছে? আমার ধারণা নেই। ক্যাশিং করলে এই তথ্য যদি পুনরুদ্ধার না করা সম্ভব হয় তাহলে তথ্যটা কিছুদিনের জন্য বন্ধ থাক। মানে পোস্টের পাশে হিটসংখ্যা দেখানোর কোনো দরকার নেই - অন্তত প্রথম পাতায়। যদি সাময়িক হয়ে থাকে তাহলে ঠিক আছে ... সচলের বাইরে অনেকেই সচলে আসবেন যারা এই পোস্টটা পড়বেন না এবং ভুল তথ্য থেকে প্রভাবিত হতে পারেন। সেটা কাম্য নয়।

২) যদি প্রথম পাতার পোস্টপিছু হিটসংখ্যা বন্ধ থাকে তাহলে ততদিন সচলের সামগ্রিক হিট সংখ্যা প্রথম পাতায় আলাদা করে দেখানো যেতে পারে।

আমার বক্তব্যের বিষয় পরিষ্কার - সচলায়াতনের হিটসংখ্যা নিয়ে ভুল তথ্য বহিরাগতদের কাছে যেন না যায়।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

হিমু এর ছবি

চলুক

ডেভু মহারাজদের দৃষ্টি আকর্ষণ করছি।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্যাশিং বন্ধ করে দিলাম। দেখি কতখানি আছর পড়ে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দিগন্ত এর ছবি

যাঃ, হিটসংখ্যা বাড়ানোর চেয়ে তো আমি একটু ভাল পারফরমেন্স পেলে বেশী খুশী হতাম মন খারাপ ... যদিও আমেরিকায় এটা ম্যাটার করে না :)।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্যাশিং বন্ধ করার কারনে কিছুক্ষণের জন্য ভচকে গিয়েছিল। এখন একটু স্লো হলেও হিট কাউন্ট ফিরে আসার কথা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পলাশ দত্ত এর ছবি

শিশুল থেকে চুরি করি আগে : 'হিটের জন্য ব্যাকুল' আমি এইবার বুঝলাম ক্যাম্নে কী। পরে সব হিট সুদে-আসলে না শোধ করলে বললাম আন্দোলন হবে...।

দিগন্তের এই কথাটা জরুরি : ১) পাতায় দেখানো সংখ্যার সাথে কি প্রকৃত হিট-এর কোনো আনুপাতিক সম্পর্ক আছে? আমার ধারণা নেই। ক্যাশিং করলে এই তথ্য যদি পুনরুদ্ধার না করা সম্ভব হয় তাহলে তথ্যটা কিছুদিনের জন্য বন্ধ থাক। মানে পোস্টের পাশে হিটসংখ্যা দেখানোর কোনো দরকার নেই - অন্তত প্রথম পাতায়। যদি সাময়িক হয়ে থাকে তাহলে ঠিক আছে ... সচলের বাইরে অনেকেই সচলে আসবেন যারা এই পোস্টটা পড়বেন না এবং ভুল তথ্য থেকে প্রভাবিত হতে পারেন। সেটা কাম্য নয়।

আর কী। বেশি তো বুঝি না আসলে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

বিপ্লব রহমান এর ছবি

অপ্রসঙ্গ:

১. আজকাল লেখায় ছবি যোগ করতে পারি না। লেখায় ছবি যোগ করার জন্য যে ইমেজ বক্সটি আসে, তাতে ছবি যোগ হয় ঠিকই, কিন্তু শেষপর্যন্ত তা লেখায় আসে না।

এছাড়া ইমেইজ বক্সে অনেক অপ্রয়োজনীয় ছবি আছে, যেগুলো কীভাবে সরানো যায়, এখনো জানি না।

২. প্রচ্ছদ/ নীড়পাতায় আগে লেখক বা লেখা খোঁজার যে গুগল সার্চ ইঞ্জিন ছিলো, এখন তা নেই।

৩. অনেক সময় কোনো লেখায় রেটিং দেয়ার অপশন পাই না...[ তাহলে (বিপ্লব) দেবো কী ভাবে? মন খারাপ ]

৪. এছাড়া নিজের মন্তব্য সংশোধন করার অপশনও সব সময় কাজ করে না, তবে নিজের মন্তব্য আপত্তি জানানোর অপশনটি ঠিকই আসে! চোখ টিপি

---
প্লিজ হেল্প।।
---
সচলের সর্বাত্নক সাফল্য কামনা। জয় হোক!!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

Ctl+ F5 চেপে হার্ড রিফ্রেশ করুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভূঁতের বাচ্চা এর ছবি

অতিথিদের সব ভিজিট গনহারে বাদ না দিয়ে আইপি কাউন্ট করলে কেমন হয় ?

--------------------------------------------------------

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তাই করা হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ড্রুপাল ক্যাশিং বন্ধ করা হল। তিনটা ক্যাশিংয়ের মধ্যে দুটোই বন্ধ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনিস মাহমুদ এর ছবি

খুব মন দিয়ে পড়েছি পোস্ট আর মন্তব্যগুলো। তবে আমি নিজে খানিকটা technologically challenged হওয়ায় পোস্ট আর মন্তব্য- সবই আমার কাছে হিব্রু মনে হয়েছে। (শরমে বাঁচি না)

তবে এটুকু বুঝেছি, কিছু একটা গোলমাল ছিল আর সেটা সারানোর জন্য সবাই ব্যাকুল। আমিও। দেঁতো হাসি

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সাহাদাত উদরাজী [অতিথি] এর ছবি

বাংলা লেখা এগিয়ে চলুক!

মোঃ নজরুল ইসলাম এর ছবি

নেপাল থেকে দেখছি কেহই ব্রাউজ করেনা। তাহলে আমিই প্রথম। :০

নিলয় নন্দী এর ছবি

আমার গপ্পের পেজে নতুন কেউ কমেন্ট করলেন কি না, কোনো কমেন্টের জবাব দেয়া দরকার কি না- এই দেখতে গিয়া নিজে নিজেই হিট বাড়াইয়া ফালাইছি খাইছে খাইছে খাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।