"সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ" এর জন্য লোগো চাই

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: বিষ্যুদ, ১৩/১১/২০০৮ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্চ" বা CBGR এর জন্য লোগো আহ্বান করেছেন সচল এম এম আর জালাল। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই অলাভজনক প্রতিষ্ঠানটি বাংলাদেশের গনহত্যা বিষয়ক গবেষনা ও স্মৃতি সংরক্ষনের উদ্দ্যেশে সম্প্রতি যাত্রা শুরু করেছে।

আপনারা কেউ যদি ভলান্টারিলি কোন লোগো করে দিতে চান, ২০শে ডিসেম্বরের মধ্যে, ইমেইল মারফত JPG ফাইল পাঠিয়ে দিন জালাল ভাই এর ঠিকানায় (jalalabir [অ্যাট] gmail.com)

সীমিত ফান্ডিং ও অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এক্ষেত্রে সম্মানী প্রদান করা সম্ভব হচ্ছে না হলেও প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নির্বাচিত লোগোর নক্সাবিদের নাম যথাযোগ্য সম্মানে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন তিনি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।