দুর্ঘটনা বা চিকিৎসায় রক্তের খোঁজে অনেক দৌড়াদৌড়ি করতে হয় আমাদের।
বাংলাদেশের যে সকল সচল দুঃসময়ে রক্ত দিতে উৎসাহী তারা দয়া করে এখানে মন্তব্যের ঘরে ব্লাডগ্রুপ জানিয়ে দিলে একটা কাজের কাজ হতে পারে..
নিয়মিত অতিথিরাও ইমেইল ঠিকানা সহ রক্তের গ্রুপ জানাতে পারবেন
কমেন্টে শুধুমাত্র ইংরেজীতে লিখবেন..
* ১ম লাইনে রক্তের গ্রুপ (উদা. A+, এখানে A এবং + এর মধ্য দয়া করে স্পেস দেবেন না)
* কপি-পেস্ট করুন এই কোডটি [×restrict:roles=মডুরাম,গর্ভনর,সঞ্চালক,লেখক]। restrict শব্দটার আগে ক্রস × চিহ্নটি মুছে দিন।
* ২য় লাইনে লিখুন এলাকা ও শহরের নাম (উদা. Khilgaon, Dhaka)
* ৩য় লাইনে ইমেইল ঠিকানা লিখুন (শুধু নিয়মিত অতিথিদের জন্য প্রযোজ্য)
* ৪র্থ লাইনে মোবাইল নম্বর দিতে পারেন যদি প্রকাশ করতে সমস্যা না হয়
* কপি-পেস্ট করুন এই কোডটি [/restrict]।
একটি উদাহরন
O+
[×restrict:roles=মডুরাম,গর্ভনর,সঞ্চালক,লেখক]
Khilgaon, Dhaka
blooddoner এট জিমেইল
01713999999
[/restrict]
(restrict এর আগের ক্রসটি × মুছে দেবেন।)
কিভাবে এখানে রক্তের গ্রুপ খুঁজবেন?
-- Control +F চাপুন, তারপর গ্রুপ লিখুন (উদা. A+), তারপর Enter চাপুন। আরেকবার খুঁজতে F3 চাপুন
-- কাঙ্খিত রক্তের গ্রুপ পেলে bloodbank এট sachalayatan ডট com বা contact এট sachalayatan ডট com এ ইমেইল করুন। ইমেইলে আপনার কাঙ্খিত রক্তের গ্রুপ, সচলের নাম, আপনার ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস জানান।
মন্তব্য
A+
B+
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
A+
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
A+
__________
সুপ্রিয় দেব শান্ত
O+
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
A+
B+
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
O+
A+
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
O+
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
A+
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
B+
...........................
Every Picture Tells a Story
A+
O-
* আমার রক্তের গ্রুপটা (ও নেগেটিভ) একটু কম পাওয়া যায়, তাই প্রবাসে থাকলেও লিখে দিলাম। আমার চেনা কিছু লোক আছে এই গ্রুপের। তাই কেউ "ও নেগেটিভ" খুঁজলে সাহায্য করার চেষ্টা করতে পারি। ঢাকায় আমার ঠিকানা মিরপুর।
B+
B+
B+
দৃশা
A+
A+
* Travel to back home frequently, and possible to donate when get there.
samia
AB+
B+
B+
A+
O+
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
O+
*****************************************************
Everyone thinks of changing the world,
but no one thinks of changing thyself.
*****************************************************
B+
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
B+
O+
মূর্তালা রামাত
O+
AB+
বেশিরভাগ সময় ময়মনসিংহ থাকতে হয়। তবে প্রয়োজনে যোগাযোগ করবেন, ঢাকা গিয়ে দিয়ে আসব।
O+
আমার একটা রিকোয়েস্ট থাকল। এই পোস্ট যেন লগ ইন না করে কেউ দেখতে না পায়(বা এমন একটা ব্যবস্থা নেওয়া যাতে উটকো লোকের হাতে এসব তথ্য না যায়)। সবাই এখানে ভাল একটা কাজে উদ্যোগী হয়ে নিজ নিজ মেইল আইডি কিংবা নাম্বার রেখে গেছে। কিন্তু দুনিয়াতে বলদ ইতরের অভাব নাই, তারা এখান থেকে (হয়তো বা) ঠিকানা সংগ্রহ করে নানা উলটা পালটা মেইল এসব ঠিকানায় পাঠিয়ে বেড়াচ্ছে। অন্যদের কথা জানি না, তবে আমার ক্ষেত্রে এমন হয়েছে(আমার বিশ্বাস অনেকের সাথেই হয়েছে)।
সচলায়তনে ইমেইল আইডি দেখার অপশন কি এখন রেস্ট্রিক্টেড কি না জানি না। যদি ওখান থেকে না পেয়ে থাকে, তাহলে সম্ভাবনা বলে এই পোস্ট থেকেই ওই ধরনের অসভ্য লোক ঠিকানাগুলো সংগ্রহ করেছে। তাই সচলায়তন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল এই বিষয়টার দিকে বিশেষ নজর দিতে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা আমাদেরই সাবধানী হয়ে সুনিশ্চিত করতে হবে।
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
কি ভয়ঙ্কর!!!
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
O+
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই পোস্টের প্রতিটি কমেন্ট রেস্ট্রিক্টেড করা হচ্ছে। শুধুমাত্র পূর্ণ সচলরা এটা দেখতে পাবেন। রক্তের দরকার হলে কোন পূর্ণ সচলকে অথবা contact এট sachalayatan এ ইমেইল করুন। ইমেইলে রক্তের গ্রুপ, তারিখ, ঠিকানা, ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস জানান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
O+
O+
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
B+
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
A+
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
O+
আমি প্রবাসে থাকি। তবে দেশে থাকাকালীন সময়ে সাহায্য করতে পারব।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
O+
A+
আমার রক্তের গ্রুপ AB+
আমি ভারতে ,কলকাতা শহরের থেকে সামান্য দূরে থাকি। কর্মক্ষেত্র কল্কাতা। আমি দেখেছি বাংলাদেশ থেকে আনেক মানুষ কলকাতায় চিকিৎসার কারণে আসেন। এখানে যদি কোনো সচলের উপরোক্ত ব্লাড গ্রুপ বা অন্য কোনো ব্লাড গ্রুপের রক্ত প্রয়োজন হয় যোগাযোগ করবেন ।
B+
Kalabagan, Dhaka
01819242591
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
A+
নীড়পাতা.কম ব্লগকুঠি
A+
১। বন্ধুবরেষু, প্রকাশক ও কথা সাহিত্যিক রাজিব নূরের স্ত্রী তনুজা আকবরের রক্তের অনুচক্রিকা এখন ৫,০০০+ মাত্র। তার জন্য রক্তের (ও+) সন্ধান করতে গিয়ে সহব্লগারদের দারুন সহযোগিতা পেয়েছি। সে জন্য কৃতজ্ঞতা।
২। সহব্লগারদের কাছে বিনীতি অনুরোধ, আপনারা এই পোস্টে নিজ নিজ রক্তের গ্রুপ ও ফোন নম্বর জানিয়ে 'সচল ব্লাড ব্যাংক'কে সমৃদ্ধ করুন।
৩। সচল কর্তৃপক্ষ হঠাৎ করে এই পোস্টটির লিংক প্রথম পাতা থেকে কেনো সরিয়ে দিলেন, বিষয়টি বোধগম্য নয়। বিনীত অনুরোধ এই পোস্টটির লিংক প্রথম পাতায় স্টিকি করা হোক। ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
A+
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
A+
o+
B-
A+
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
০ +
_____________________________
বৃষ্টির মধ্যে রোদ হয়ে তুই
পাতার গায়ে নাচ
কষ্টের রঙে সুখ হয়ে তুই
আমার মাঝে বাঁচ...
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
AB-
A+
O+
Nasir Uddin]
Bahaddarhat, chittagong
blooddoner এট জিমেইল
01815661099
[/restrict]
B+
(Shakil Ahmed)
Southeast Bank Ltd
Head Office-Remittance Division
Eunoos Trade Center(Level #4)
52-53, Dilkusha C/A.
Dhaka-1000.
b+
joy deb roaja
chittagong
01199229905
O+
B+
আমি দেশের বাইরে থাকি, দেশে আসলে রক্ত দিতে পারব। দেশে ঢাকাতে আমার পরিচিত অনেকে আছে যারা রক্তদানে আগ্রহী। নিচে আমার মেইল অ্যাড্রেস দিলাম, যেকোনো সময়, রক্তের প্রয়োজনে-
safinaj_arju09@yahoo.com
B+
দিতে পারবো না। নিতে হয়। সবার জানা থাক। দরকারের সময় যদি পাওয়া যায় কাউকে।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
O+
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
B+
B+
ব্লগবাড়ি । ফেসবুক
AB+
নতুন মন্তব্য করুন