৪ | লিখেছেন হাসিব (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ৫:১৪পূর্বাহ্ন)
বস ঘটনা হইলো এইসব ইমোটিকন, লিংক, ইউটিউব, ছবি কিভাবে পোস্ট করতে হইবো সেইটা নিয়া একটা টিউটোরিয়াল করলে খারাপ হয় না । হোমপেজের চিপাচুপায় কোথাও থাকলে মনে করেন দরকার মতো দেইখা নিলাম ।
৭ | লিখেছেন হযবরল (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ১০:৫৪পূর্বাহ্ন)
মডু ভাই আপনার দেখা পাওয়া আর হাঁসের পাখনায় পানি দেখা একই কথা হয়া গেছে। দিনকাল যা আপনারা কোন গুহায় নব্যুয়তের আশায় বইসা আছেন মাবুদ জানে। আইজকা আপনার এমএসএন টোকা দিয়া কথা হইলো ফলিতের এক পুরানো পাপীর লগে।
যাই হোক আসল কথায় যাই। প্রোফাইলে ছবি একবার দিলে সেইটা ডিলিট করা যায়, কিন্তুক অন্য কোন ছবি আপলোডিত হয় না। অন্য ছবি আপলোড করলে আগের ছবিই দেখায়। এইটা একটা বাঘ। নজরে পড়লো তাই জানাইলাম। কোন আবদার বা দাবী না(আবদার ভাইবা,আপনি ক্ষেপলে পরে সমুস্যা আছে। ব্যান খামু পরে)।
ভাল থাকেন পরিবার-পরিজন সহ।
মন্তব্য
অজ্ঞাতবাস
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ
নতুন মন্তব্য করুন