এখন থেকে সচল রক্ষার্থে তৈরি করা হয়েছে র্যাপিড অ্যাকশান মডারেটর বা র্যাম। এদের কয়েকটি রং আছে, কয়েকটি ঢং আছে। মডারেটরের সিদ্ধান্ত এরাই জানাবেন। এরা বাদে বাকি সবাই আমজনতা। খুব খিয়াল কইরা।
আসমানী-মডু
গোলাপী-মডু
বেগুনী-মডু
হলুদ-মডু
সবুজ-মডু
নীল-মডু
কালো-মডু
লাল-মডু
সাদা-মডু
মডরেটরদের রং চটে গেল কিনা সেটা দেখবে এই সচলায়তন একাউন্টটি। অর্থাৎ সচলায়তন একাউন্টটি মডারেটরদের মডারেটর। মডারেটরদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনতে পারেন এই একাউন্টের ব্যক্তিগত মেসেজে অথবা sachalayatan এট sachalaytan ডট com এ।
সন্দেশ একাউন্টটি শুধুমাত্র ইনফরমেশনাল মেসেজ দেবার কাজে একাধিক মডারেটর ব্যবহার করবেন। সন্দেশ ছাড়া প্রতিটি মডারেটর একাউন্ট একজন ইনডিভিজুয়াল ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে।