সচলায়তনের ৫ বছর পূর্তি হলো আজ। ষষ্ঠ বছরে পা রাখলো আমাদের প্রিয় অনলাইন লেখক সমাবেশ।
গত পাঁচ বছরে অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে সচলায়তন। কাজের ফাঁকে অন্তত একবার হলেও সচলায়তনে চোখ বোলান, এমন বাংলাভাষী মানুষ ছড়িয়ে আছেন বিশ্বের ১৭৯টি দেশের ৬৭৫৯টি শহরে। গত আড়াই বছরেই সচলায়তনের পাঠকের ভিড়ে যোগ দিয়েছেন এক মিলিয়ন মানুষ, সচলায়তনের পেইজ ভিউ হয়েছে প্রায় আঠারো মিলিয়ন বার।
সচলায়তন লেখক-পাঠকের সীমান্ত সুগম করে তোলার কাজে সচেষ্ট। সদস্য গ্রহণের ব্যাপারে সচলায়তনে প্রচলিত পদ্ধতি আপাতদৃষ্টিতে কঠোর ও আয়াসসাধ্য বলে মনে হলেও সময়ের সাথে সচলায়তনে যোগ দিয়েছেন ও দিচ্ছেন নতুন লেখকেরা, সেই সাথে নতুন পাঠকও এসে যোগ দিচ্ছেন তাদের সাথে। সচলায়তনে বেশির ভাগ লেখাই পাঠকের অংশগ্রহণে উজ্জীবিত। তাই সচলায়তনকে সচল রাখার কাজের ভারটি তাদের ওপরও ন্যস্ত।
বাংলা ব্লগমণ্ডলে সচলায়তন দীর্ঘ সময় ধরে মন্থর কিন্তু নিশ্চিত গতি বজায়ে সচেষ্ট থেকেছে। অযুত নিযুত "ব্যবহারকারী"র পরিবর্তে কয়েক শত "সদস্য" নিয়ে সচলায়তন পথ চলছে। সময়ের পরিক্রমায় অনেক লেখক সচলায়তনে অনিয়মিত হয়ে পড়েছেন, আবার নতুন লেখকেরা যোগ দিয়েছেন। কিন্তু তাদের সকলেই সচলায়তনের একক অভীষ্টের সাথে সমরেখ, বাংলা ব্লগমণ্ডলে একটি যুক্তিনির্ভর, ইহজাগতিক দর্শনভিত্তিক মতচর্চার প্রতিবেশ নির্মাণের প্রশ্নে তারা সকলেই একমত।
প্রতিদিনের জীবনের নানা ইস্যু নিয়ে সচলায়তনে প্রাণোচ্ছল আলোচনা চলমান এর জন্মলগ্ন থেকেই। মূলধারার গণমাধ্যমে যে বিষয়গুলো আলোচিত হয় না, সচলায়তনে তা আলোচনার মুখ্য উপজীব্য। তাই নানা সামাজিক ইস্যুতে সচলায়তন বরাবরই তার ছোটো কিন্তু নিয়মিত লেখক-পাঠক গোষ্ঠী নিয়ে সতত সরব।
সচলায়তনের ব্যয় নির্বাহ করেন এর সদস্যবৃন্দ। অন্য কোনো গোষ্ঠীর ওপর সচলায়তন কোনোভাবেই নির্ভরশীল নয়। সচলের চলার পথে দিকনির্দেশিকা এর নীতিমালা, যাকে ভিত্তি করে সচলায়তনের আধেয় তিলে তিলে সঞ্চিত হচ্ছে। সচলায়তন এর নীরব পাঠকদের ক্রমশ সরব করে তোলার উদ্দেশ্য নিয়ে পথ চলছে। যিনি বিনা মিথষ্ক্রিয়ায় মাসের পর মাস সচলায়তন অনুসরণ করে চলছেন, তিনিই একদিন নীরবতা ভেঙে কীবোর্ডে সক্রিয় হয়ে এর অতিথি লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন। এই ধারা আরো বেগবান হোক, এটিই সচলায়তনের কাম্য।
আগামী দিনে বহু প্রসঙ্গে সচলায়তন আপনার অংশগ্রহণ কামনা করে। আপনার মত যদি হয় যুক্তিনির্ভর, আপনার চিন্তা যদি হয় স্বচ্ছ, আপনার লেখা যদি হয় সুবিন্যস্ত, সচলায়তনে আপনার অজান্তেই একটি আসন আপনার জন্যে নির্ধারিত। বর্তমানে বাংলা আর ইংরেজি, এই দুই ভাষায় সচলায়তনে ব্লগিঙের সুযোগ রয়েছে। লেখা, আঁকা, গান, সুর, চলচ্চিত্র ... বেছে নিন আপনার মাধ্যম।
গত পাঁচ বছরে সচলায়তনের অর্জন কী? এর উত্তরে আমরা বলবো, আমাদের অর্জন আপনি, যিনি এই পুরো লেখাটি নিজের ব্যস্ত জীবনের এক ফাঁকে সময় নিয়ে পড়লেন। আপনাকে ধন্যবাদ।
সচল থাকুন, সচল রাখুন।
মন্তব্য
শুভ জন্মদিন সচলায়তন।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
শুভ জন্মদিনে সচলায়তনের সমস্ত আমার মত অচলের পক্ষ থেকে জানাই [b]উচ্ছে ফুলের[/b] শুভেচ্ছা
শুভেচ্ছান্তে ---
মানব
উচ্ছে ফুল কি মিষ্টি ? হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচল থাকবো, সচল রাখবো|
শুভ জন্মদিন আবারও। সচলের পথচলায় যেসকল কর্মী কাজ করে চলেছেন প্রতিনিয়ত, অক্লান্ত পরিশ্রম করে সচলায়তনকে দাঁড় করিয়েছেন আজকের স্থানে, তাদের সকলকে আন্তরিক শুভকামনা|
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
সচলের পাঠক লেখক সহ সংশ্লিষ্ট সবার জন্যে এক রাশ অভিনন্দন ও শুভেচ্ছা !
ভাবতেই ভালো লাগে, আমিও এই পরিবারের একজন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন সচলায়তন!
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
আন্তরিক শুভকামনা!!!
অভিনন্দন ।
শুভ জন্মদিন...
সচল থাকুক, সচল রাখুক...
কড়িকাঠুরে
সচলদের মাসোহারা দেয়ার বিষয়ে তো এইবারও কোন ঘোষণা দেয়া হলনা! আর কতদিন এম্নে আম্রা বঞ্চিত থাকবো!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এইখানেও জীবাণু সংক্রমণ !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জন্ম দিনের শুভেচ্ছা---
পথিক পরাণ
শুভ জন্মদিন
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ হোক পথচলা। বজায় যেন থাকে বিশিষ্টতা।
সন্দেশ খামু
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
সচলায়তনকে জন্মদিনের শুভেচ্ছা। আমার মত আরো অনেকের বদ্ধ জীবনে সচলায়তন একটা খোলা জানলা যার ভেতর দিয়ে দিনের বিভিন্ন সময় উঁকি দিয়ে খোলা পৃথিবীটাকে দেখে বেঁচে থাকার আনন্দটুকু নিয়ে নিতে পারি।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
আমিও সচলায়তনের একজন ব্লগার। বিশাল সচল পরিবারের একজন। এটাই অনেক গর্বের।
শুভ হোক জন্ম মুহূর্ত । অনেক কিছুই দিয়েছে সচলায়তন।
ডাকঘর | ছবিঘর
বহু দিন ধরেই জল-হাওয়ার মত জীবনের একটা অংশ হয়ে আছে সচলায়তন।
এর পিছনে অক্লান্ত শ্রম দিয়ে চলেছেন যারা তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
নানা রঙয়ের , নানা বিষয়ের , নানা মতের , নানা পথের , নানা বাকের , নানান দৃষ্টিকোণ থেকে সচল তার প্রকাশের পথচলা এগিয়ে নিয়ে যাক সেই প্রত্যাশাই করি।
শুভ জন্মদিন সচলায়তন তোমাকে ।
শুভ জন্মদিন, সচলায়তন। সচল আর আমার রাশি দেখছি একই। সেই যোগসূত্রে, যাদের রাশি সচলের সাথে মিলে যায়, সচলের সম্মানে তাদের পূর্ণ সচল করার দাবী জানিয়ে গেলাম। আবারও শুভ জন্মদিন।
অনেক অনেক অনেক শুভকামনা তাঁদের প্রতি, যারা তাদের প্রতিদিনের অতিব্যস্ত সময় থেকে সময় বের করে সচলায়তনের জন্য শ্রম দিচ্ছেন, নিরলস। তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবনা। আরো সমৃদ্ধ হোক সচল পরিবার।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
বছর দুই আগের কথা। আমি তখন খুবই অসুস্থ, এক সহৃদয় বন্ধু আমাকে অভ্র'র খোজ দিলেন। আমার স্বামি আমাকে দিলেন একটি ল্যাপ্টপ। নিজে নিজে খুজে পেলাম সচলায়তনকে। এখনো অসুস্থতার সাথে যুদ্ধ চলছে, ছেলে মেয়ে পাখীর মত ডানা মেলে চলে গেছে, কিন্তু আছে সংগি সচলায়তন। সব সময় লেখা বা মন্তব্য করা হয় না, তবু সঙ্গে থাকে সচলায়তন।
অনেক অনেক ধন্যবাদ তাদেরকে, যারা নিরলশ চেস্টায় এটা সচল রাখছেন। রইলো অনেক শুভ কামনা।
আসমা খান, অটোয়া
অসুস্থতার বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হোন, এ কামনা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনার জন্য অনেক অনেক শুভকামনা
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভ জন্মদিন সচলায়তন। একজন গর্বিত সচল হয়ে থাকতে চাই সবসময়।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
'শুভ জন্মদিন' সচলায়তন!
তুমি না থাকলে সকালগুলো এত মিষ্টি হতো না.....
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সচলায়তনে যুক্ত হতে পারা সেই সময়ের প্রেক্ষিতে অনেক বড় একটা ব্যাপার ছিল। সচল হওয়ার এখনকার নিয়মের সাথে তুলনা করে নিজেকে অনেক সময় তাই ভাগ্যবান মনে করি।
সচলায়তন নিয়ে গতকালই ভাবছিলাম। কেন এতদিন সচলায়তনের সাথে আছি? বিশেষ করে এই প্রশ্নটিই নিজেকে করেছিলাম। এতগুলো সচল নিজেদের মধ্যের নানা মত ও চিন্তার পার্থক্য সরিয়ে কোন একটা কমন লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হতে পেরেছি--এটাই সম্ভবত মূল কারণ। সময়ের সাথে এই দীর্ঘ পথ চলায় কখনো মতপার্থক্য হয়েছে, ক্ষোভ হয়েছে, কান্না এসেছে; কিন্তু এগুলোর কোনটিই সচল থাকার আনন্দকে মাটি করতে পারেনি।
নিজের কথা বলতে গেলে বলতে হয় সচল হওয়ার সেই মুহূর্তটি এখনো একই অনুভূতি ফিরিয়ে আনে, এই এত বছর পরও। সচলায়তনে অনেকটা সময়ও দিয়েছি। শত ব্যস্ততার মধ্যেও সচলে একবারও আসিনি এমনটা বোধহয় খুব কম সময়ই ঘটেছে। এখনো সচলায়তনে আমার মত এত সময় দেয় হিমু-মামু বাদে আর কোন (পুরানো) সচল আছে একটু সাহস করে হাত উঁচু করেন--মুখখানি দেখি। (মজা করছি)।
যাই হোক, সবাই ভালো থাকুন, সচল থাকুন। দেশের জন্য ভাবুন।
হাচল হইতে পারতেন কীনা সন্দেহ আছে।
...........................
Every Picture Tells a Story
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অভিনন্দন সচলায়তন!
...........................
Every Picture Tells a Story
পাঠক হিসেবে সচলায়তনের কাছে আমার চাওয়া, আগামী দিনে সচলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাভাষীরা যেন তাদের শিক্ষা আর অভিজ্ঞতার আলোকে নানা ইস্যুতে সরব হওয়ার সুযোগ পান। সচলায়তন হোক নতুন আইডিয়ার মৌচাক। বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ একে অন্যের চিন্তার সাথে পরিচিত হওয়ার সুযোগ নিয়ে যেন নতুন নতুন যৌগিক আইডিয়ার জন্ম দিতে পারেন। সচলের সামনের পাঁচ বছর কাটুক আইডিয়ার ক্যামব্রিয়ান বিস্ফোরণে।
চলতে থাকুক সচল।
অভিনন্দন সচলায়তন! শুভকামনা সচলায়তন!
এখানে এসে আর হবেনা ফিরে যাওয়া, জেনে গেছি! শুভ জন্মদিন সচলায়তন
শুভ জন্মদিন সচলায়তন
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন প্রিয় সচ্লায়তন
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন।
শুভ জন্মদিন সচলায়তন।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
সচলায়তন পরিবারের সবাইকে অভিনন্দন!
শুভ জন্মদিন সচল।
সব লিখিয়ের প্রতিটি দিন ভাল কাটুক।
সচলায়তনকে নিজের বাড়ির উঠানের মতো মনে হয়; যেন ঘরে ঢুকতে হলে তাকে মাড়াতেই হবে
গত কয়েক বছরে এমন কোনোদিন আমার মনে পড়ে না যে আমি নেটে ঢুকেছি কিন্তু সচলে উঁকি দেইনি
০২
আমাদের অতিধীর নেট কানেকশনেও ইন্টারনেট ব্রাউজিং আর সচলায়তন দেখা যেন আমার কাছে সমার্থক
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
সচলায়তন এখন বেশ প্রাপ্তবয়স্ক। ধরেবেঁধে একটা সচলায়তনা বের করে তার সাথে এর বিয়ে দেয়া হৌক।
শুভ জন্মদিন সচলায়তন
না, সচলায়তন এখনও আন্ডার ১৮। সুতরাং বিয়ের এখনও অনেক বাকী।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আর বিয়ে দিলেই বাচ্চাকাচ্চা, কে কীভাবে বখে যায়। সেই রিস্কে যাওয়ার কী দরকার। থাকুক না সচলায়তন চিরযুবক, চিরকুমার!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন।
----------------
স্বপ্ন হোক শক্তি
শুভ জন্মদিন। কি জানি একটা আবেগপূর্ণ কথা বলবো ভেবেছিলাম, এখন আর মনে পড়তেছে না
কী এক মায়ার টানে সচলায়তনে জড়িয়ে পড়েছি! এখানে খুঁজে পেলাম পুরনো অনেক বন্ধুকে। আবার এখানেই পেলাম নতুন অনেক বন্ধু, যাদের হৃদ্যতায় ঋদ্ধ আমি।
তোমাকে অভিবাদন প্রিয়তমা!
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন-
#কোন এক ভোরে অবাক হয়ে আবিষ্কার করেছিলাম ব্লগটিকে-অত:পর একমনে অনুসরন করে চলা-অবাক বিষ্ময়ে অনেক অনেক কিছুই আবিষ্কার করা, প্রতি মুহুর্তের সৌন্দর্য্যে মোহিত হওয়া এবং ভালবাসা-শুধু একমনে ভালবাসা।
#ব্লগিং জগতে নূতন ও পরিশুদ্ধ মাত্রা যোগ করা সচলায়তনের প্রতি একটিই দাবী তা হলো সামনের দিনগুলোতে সচলায়তন যেন তার পরিশুদ্ধ মাত্রাটি সবচেয়ে বেশী প্রাধান্য দিয়ে চলে, সচলায়তন যেনো হয় কোয়ালিটি প্রদর্শনের প্ল্যাটফরম, সচলায়তন নামটি শুনলেই যেনো বুকে শিহরণ জাগে যা প্রতি মুহুর্তে উপভোগ করি।
#অনেক অনেক শুভেচ্ছা
প্রথমবার সচলে ঢুকে চমকে গিয়েছিলাম। এতো সমৃদ্ধ লেখা! পত্রিকার লেখাগুলোও এর কাছে কিছুই না।সেই থেকে যতোবার নেটে বসি ততোবারই ঢু মারি এখানে।
শুভ জন্মদিন সচলায়তন। বেঁচে থাকো শত বছর।
_________________
[খোমাখাতা]
২০০৭: "সচলায়তন বাংলাদেশের অভ্যুদয়, এ দেশের ইতিহাস ও ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক উদারচিন্তার প্রতি শ্রদ্ধাশীল। সম্মানিত ব্লগার ও পাঠকদেরকে সচলায়তনের মূল উদ্দেশ্য ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অসাধারণ সব লেখায় সচলায়তনের অঙ্গন পরিপূর্ণ করে তোলার আহবান জানাই।"
২০১২: "বাংলা ব্লগমণ্ডলে সচলায়তন দীর্ঘ সময় ধরে মন্থর কিন্তু নিশ্চিত গতি বজায়ে সচেষ্ট থেকেছে। অযুত নিযুত "ব্যবহারকারী"র পরিবর্তে কয়েক শত "সদস্য" নিয়ে সচলায়তন পথ চলছে। সময়ের পরিক্রমায় অনেক লেখক সচলায়তনে অনিয়মিত হয়ে পড়েছেন, আবার নতুন লেখকেরা যোগ দিয়েছেন। কিন্তু তাদের সকলেই সচলায়তনের একক অভীষ্টের সাথে সমরেখ, বাংলা ব্লগমণ্ডলে একটি যুক্তিনির্ভর, ইহজাগতিক দর্শনভিত্তিক মতচর্চার প্রতিবেশ নির্মাণের প্রশ্নে তারা সকলেই একমত।.... আপনার মত যদি হয় যুক্তিনির্ভর, আপনার চিন্তা যদি হয় স্বচ্ছ, আপনার লেখা যদি হয় সুবিন্যস্ত, সচলায়তনে আপনার অজান্তেই একটি আসন আপনার জন্যে নির্ধারিত।"
শুভ জন্মদিন, সচলায়তন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন সচলায়তন।
লিখি আর নাই লিখি প্রতিদিন সচলে আমার অন্তত একবার ঢুঁ মারা চাই।
এতদিনে তাই আমার বিশাল একটা পরিবারও হয়ে গেছে।
সচলের সকল বন্ধুদের জন্য শুভকামনা।
সচলায়তনকে অভিনন্দন জানাই।
শুভ জন্মদিন সচলায়তন। বেশীরভাগ সচলের লেখা-ই খুব ভালো লাগে। যুগ যুগ সচল থাকুক এই সচলায়তন।
জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা সচলকে! সচলের পথ চলা হোক অন্তহীন, সব অচলায়তন, বাঁধার বিন্ধ্যাচলকে গুঁড়িয়ে দিয়ে সে এগিয়ে যাক, মানুষের মহত্তম বোধ ও ভাবনার সঙ্গী হয়ে!
আর এইজন্যই সচল সবসময় টানে! তাকে ছেড়ে যাওয়া কখনোই সম্ভব হয় না! পাশাপাশি সচলের বড় প্রাপ্তি নবীন গন্ধের শিহরন, প্রথম আলোর মুখ দেখা লেখাগুলো!
সচল পরিবারের সবাইকে শুভেচ্ছা!
শুভেচ্ছা রইলো অনেক---
বাহ্, সচল আর আমার মেয়ের জন্ম একই দিনে।
আমাদের ছোট্ট মামণিকেও জন্মদিনের শুভেচ্ছা। বড় হয়ে সেও সচল হোক !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেক ধন্যবাদ।
শুভ জন্মদিন প্রিয় সচল।
অতিথি, হাচল, সচল সবাইকে অনেক অনেক অভিনন্দন সচলায়তনকে সচল রাখার জন্য।
__________
সুপ্রিয় দেব শান্ত
শুভ জন্মদিন, প্রিয় সচলায়তন!!!
[সে সাথে, ক্ষমাপ্রার্থীও যতোটা নিয়মিতভাবে সচলায়তনে সচল থাকার ইচ্ছে ছিল, গত এক বছরে তা পারিনি---]
শুভ জন্মদিন, প্রিয় সচলায়তন
facebook
অভিনন্দন সচলায়তন।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
শুভ জন্মদিন এবং অভিনদন সচলায়তন।
মজার ব্যাপার হচ্ছে সচলকে অভিনন্দন জানালে তার কিছুটা ভাগ আমিও পাই কারণ আমি বা আমরাই তো সচলায়তন
হিল্লোল
সচলের সাথে সংশ্লিষ্ট সকলের জন্যে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা অহর্নীশ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মায়ার নেশা কাটাতেই এ তীব্র অস্থিরতা
তবু, মায়ার পাহাড়েই আমার নিত্য বসবাস।
শুভ জন্মদিন সচলায়তন।
অভিনন্দন ও শুভকামনা।
সৌরভ কবীর
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন।।।।।।।।।তোমায় দিয়েই শুরু।।।।।।তোমার সাথেই আছি।।।।।।।।।।।
--বাংলামায়ের ছেলে
শুভ জন্মদিন সচলায়তন!
এইবার লেইখ্যা ফাডায়ালায়াম!
ধুর মিয়া। ভূমিকম্প কো ??
ডাকঘর | ছবিঘর
ভূমিকম্প কো মানে? ছয় ঘন্টা আগেই না ৫.৫ মাত্রার একটা ভূমিকম্প হইলো?
এ হেহেহে হেহ। হ। হেইডা যে কারণে হৈছে ঐডা তো পেরাকরেতিক বিপর্যয়! আফনেরডা কো ?? অনেক দিন তো ঘুমাইলেন, এইবার ইট্টু নাড়াচাড়া দ্যান দাদা।
ডাকঘর | ছবিঘর
এই কথাটাই সব থেকে জরুরি। এটাই সচলের নর্ম।
আমি অবশ্য ব্যক্তিগতভাবে বৃটিশ মডেলের অলিখিত সংবিধানের বিরুদ্ধে। কারণ মরালিটি কথাটার কোন মানে নাই। মানুষ বলতে হোমসেপিয়ান নামের একরকম জানোয়ারকেই বোঝায়। সুতরাং তাকে যা বোঝানোর চোখে আঙ্গুল দিয়েই বোঝাতে হয়। শুরুতেই চোখে প্রয়োজনীয় খোঁচাটা দিতে পারলে হয়তো দুদিন পর পর সচলে হিজাবোপোলজিস্টদের হানা দেওয়া কমে যেতো।
সব কিছুর উপরে আজ সচলের জন্মদিন। আমাদের সচলয়াতনের পাঁচ বছর।
লড়ে যাও বাতিলের পক্ষে। গায়েবের বিপক্ষে।
অজ্ঞাতবাস
সচলায়তনের মূলনীতিতে এরকম কিছু তো নাই। সচলায়তনের সংবিধান পরিবর্তন করার পরিকল্পনা আছে নাকি তাহলে?
এইটা আমার আহ্বান
অজ্ঞাতবাস
এই আহবান আর ধর্ম প্রচারের মধ্যে মৌলিক কোন পার্থক্য দেখছি না।
আছে। যে কারণে অসুখ করলে পানিপড়া না খেয়ে ডাক্তারের কাছে যান পার্থক্যটা ঠিক সেখানে। কারণ আপনি যাই বিশ্বাস করেন না কেন বিজ্ঞান পড়া মানুষ হিসাবে আপনি নিশ্চিত যে রোগের সৃষ্টি বা নিরাময় কোনটাই গায়েবী শক্তির কাজ না। আপনার এই মনোভাবকেই ইহজাগতিকতা বলে যার ইংরেজি প্রতিশব্দ সেক্যুলারিজম। ধর্ম (রিলিজিওন অর্থে) পুরোপুরি পরলোকমুখী। সুতরাং ইহজাগতিকতাকে মূলনীতি ধরলে ইহজাগতিকতার প্রচার আর ধর্মের প্রচার দুটো সম্পূর্ণ বিপরীত বিষয়।
ইদানিং বাংলাব্লগজগতে কিছু ছাগলের কারণে "নাস্তিকতা প্রচার"="ধর্ম প্রচার" জাতীয় ছাগুপ্রবণতা দেখা দিয়েছে। এই বিষয়গুলিতে ধোঁয়াশা বাদ দিয়ে সোজাসাপ্টা কথা বললে এইসব ছাগু প্রবণতা সৃষ্টি হতো না বা এদের কথাগুলি মনোযোগ আকর্ষণ করতে পারতো না।
অজ্ঞাতবাস
সুমন ভাই, ইহজাগতিকতা আর গায়েবী বিষয়ের পার্থক্য জানি। আমার মন্তব্য ছিল কোট করা অংশটিতে। আপনার লড়ে যাওয়া কিন্তু ঠিক সেই পক্ষের বিপরীত চিত্র যারা সর্বত্র গায়েবী প্রতিষ্ঠা আর বাতিলের পক্ষে লড়ে যাচ্ছে। সেই অর্থেই আমার উপরের মন্তব্য। (যদিও আপনার মন্তব্যের একটা লাইন ধরে টানাটানি করা কতটা সঙ্গত তা প্রশ্ন সাপেক্ষ)।
ইহজাগতিকতার সাথে যদি পারলৌকিক বিশ্বাস এক করে ফেলতাম তাহলে তো সচলায়তনে থাকতাম না।
এই কথাটাকেই ভুল বললাম। ঠিক বিপরীত চিত্র মানে বিপরীতে সমান্তরাল। আমার আপত্তির জায়গাটা সেইখানে। বিশ্বাস-অবিশ্বাস সমান্তরাল কোন বিষয় না। একটা ঠিক আরেকটা ভুল।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
একই কথা ধর্ম ব্যবসায়ীরাও বলে। পার্থক্য একটাই, তখন ঠিক আর ভুলের সাবজেক্ট ইন্টারচেইঞ্জ হয়।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঠিক এই জায়গাটাতেই ধর্মনিরপেক্ষতা আর ইহজাগতিকতার পার্থক্য। ইহাজাগতিকতা অলৌকিক বিশ্বাসকে সরাসরি নাকচ করে।
অজ্ঞাতবাস
কথাটার অর্থ বুঝতে পারছিলাম না ভালোমতো, আপনার 'হিজাবোপোলজিস্ট' শব্দটা পড়বার সাথে সাথে কনসেপ্টটা অনেকখানি ক্লিয়ার হয়ে গেল।
শুভ জন্মদিন প্রিয় প্রিয় সচলায়তন, গত সাড়ে তিন বছরে আমার অবসরের, ব্যস্ততার, সময়েঅসময়ের সাথী। অনেক অনেক বড় হও!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
"সেক্যুলার" শব্দের অর্থ হচ্ছে ইহজাগতিকতা। সচলায়তন জন্মমুহুর্ত থেকেই সেক্যুলার।
ধর্মনিরেপক্ষতা একটা অস্পষ্ট পপুলিস্ট কথা। কংগ্রেস-আওয়ামী লীগ জাতীয় দলগুলি ধর্মের রাজনৈতিক ব্যবহারের খিড়কি দুয়ার হিসাবে এই শব্দটা ব্যবহার করে।
১৯৮৮-৮৯ সালে একবার সংবিধানের বাংলা এবং ইংরেজি পাঠ নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ার পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বাংলা এবং ইংরেজি পাঠে দ্বন্দ্ব দেখা দিলে ইংরেজি পাঠই আইনসিদ্ধ গণ্য হবে। কথাটা আমার মতে সচলের মূলনীতির ক্ষেত্রেও প্রযোজ্য।
ধর্মনিরপেক্ষতার ভণ্ডামির থেকে সেক্যুলারিজমের স্পষ্টতা অনেক বেশী জরুরি।
অজ্ঞাতবাস
শুভ জন্মদিন!
শুভ জন্মদিন। শুভ হোক আগামীর পথচলা।
টুইটার
মাত্রই কিছুদিন হলো আমি সচলের একজন সদস্য হতে পেরেছি। অনেক সময় লেগেছে অনেক ধৈর্য্য ধরতে হয়েছে কিন্তু যখন সদস্য হতে পারছি জানলাম তখনকার সেই খুশি আগের সব কিছু ভুলিয়ে দিয়েছে। আমি লিখতে জানি আমার লেখা পড়ার মতো এই অনুভূতিটা দেবার জন্য সচলায়তনকে অনেক ধন্যবাদ।
শুভ জন্মদিন।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
শুভ জন্মদিন। সচলকে সচল রাখতে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সবার প্রতি জানিয়ে যাচ্ছি অসীম কৃতজ্ঞতা। আপনারা ভাল থাকলেই সচল ভাল থাকবে; হয়তো উল্টোটাও ঠিক।
জন্মদিনে অনেক অভিনন্দন।
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন । অনেক দিন ধরে পাঠক হিসেবে অনুসরণ করছি । লিখার চেয়ে মূলত পড়তেই ভালবাসি তাই কত কত ভাল লেখা এখানে পড়া সত্ত্বে ও বেশীর ভাগ সময় মন্তব্য করা হয়না । যার জন্য মাঝে মাঝে অপরাধ বোধ ও হয় । লিখালিখি তো আর সবার দ্বারা হয়না কিন্তু পাঠক হিসেবে সচলায়তনের সাথেই আছি, থাকব । সচলায়তন আরো বেড়ে চলুক, এই কামনা ।
শুভ জন্মদিন সচলায়তন! কিন্তু কেকটা কই?
ইয়ে, কথাতো সেটাই, সবাই এত সুন্দর সুন্দর কথা বলল। কিন্তু কেক্কুক কই?
শুভ জন্মদিন হে প্রিয় সচলায়তন...
শুভ জন্মদিন সচলায়তন
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
শুভ জন্মদিন, সচলে অনেক কম লেখা হয়, তারপরেও প্রতিদিন একবার সচল না দেখলে মনে হয় সারাদিনে কোন একটা কাজ বাকী রয়ে গেল।
বেঁচে থাকুক সচল, বেঁচে থাকুক অসাধারণ এর লেখকবৃন্দ
জয়তু সচলায়তন
আরিফিন সন্ধি
আরে, আপনার তো ফাইটোরেমেডিয়েশন নিয়ে সচলে লেখার কথা ছিলো! আপনি গ্যালেন কই?
ছেলেপেলে বিদেশে পড়তে গেলে কদিন পরে বাংলায় কথা বলার জন্য পাগল হয়ে ওঠে। আমিও সেরকম কিছু একটার খোঁজ করতে এক বন্ধু সচলায়তনের কথা বলে। দুরত্বের কারণে আমি শব্দটা/কথাটা ঠিক বুঝতে পারিনি। নেটে বিভিন্ন নাম দিয়ে সার্চ দিয়ে সচলায়তন নামক ব্লগের সন্ধান পাইনা। আবার সেই বন্ধুর সাথে দেখা হলে ঠিকমত নাম ঠিকানা নিয়ে নিই। এবার আর ভুল হয়নি। সেটা ২০০৭ সাল।
তারপর থেকে সচলের সাথেই আছি। নানা ব্যস্ততার কারনে হয়তো নিয়মিত মন্তব্য করা হয়না। কিন্তু পড়ি নিয়মিত।
শুভ জন্মদিন সচলায়তন।
সচলায়তনের নির্ভীক অগ্রযাত্রা অব্যহত থাকুক।
শুভেচ্ছা!
সচলায়তনের নিরব পাঠক (কিছুটা সরবও বটে- মাঝে মাঝে মন্তব্য করা হয় যে!) হিসেবে অনুরোধ থাকলো সচলায়তনের জন্মবৃত্তান্ত, শুরুর দিকের পথচলা, সেইসময়কার সচলগণ, তাদের জনপ্রিয়,আলোচিত/সমালোচিত লেখা, সচলায়তনের এই পাঁচ বছরের উল্লেখযোগ্য ঘটনা ও দুর্ঘটনা ইত্যাদি নিয়ে অভিজ্ঞ সচলদের কেউ লিখবেন। আমরা যারা নতুন পাঠক তাদের জন্য এটি অন্যরকম আনন্দ ও জানার উৎস হবে।
আবারো শুভেচ্ছা ও অভিনন্দন।
সচল আমার জীবনে যতোটা পরিবর্তন এনেছে, তা আর কারো ক্ষেত্রে পেরেছে কি না সন্দেহ আছে।
জয়তু সচলায়তন।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
*** শুভ জন্মদিন সচলায়তন ***
গতকাল কানাডা সময় রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত সচলায়তনকে উইশ করতে চেষ্টা করেছি। লগ ইন করতে ব্যর্থ হচ্ছিলাম বারবার। লগ ইন না করেও মন্তব্য করার চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি। ব্যাপার বুঝলাম না। শেষে বাধ্য হয়েই ফেসবুক স্ট্যাটাসে মনের কথাটা সংক্ষেপে লিখে ঘুমুতে গেলাম। স্ট্যাটাসটা এখানে তুলে ধরছি--
আমি প্রতিদিন আসি সচলায়তনে। প্রতিদিন যেমন বাড়ি ফিরি তেমনি প্রতিদিন একবার হলেও ফিরি সচলায়তনে। আজ সচলায়তনের জন্মদিনে খুব বেশি মনে পড়ছে আমার বন্ধু মুহম্মদ জুবায়েরকে। তিনিই আমাকে এখানে এনেছেন। কেমন কেমন করে এই পরিবারের একজন সদস্য হয়ে গেছি। আমার কাছে সচলায়তনকে মনে হয় একটি বাড়ি। নিজের বাড়িকে আমরা বলি—হোম, সুইট হোম। বাড়ি ফেরার জন্যে আমাদের মন আনচান করা একটা তাগিদ থাকে। আমি তাই প্রতিদিন আসি সচলায়তনে।
শুভ জন্মদিন সচলায়তন।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
শুভ জন্মদিন সচলায়তন।
সচলায়তন একটি মুক্তবুদ্ধি আর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারকণ্ঠী নাম, যার জন্য তার কাছে বারবার ফিরে আসা। অনেক অনেক দূর যেতে হবে সামনে........শুভেচ্ছা অহর্নিশ ।
( এই সুবাদে প্রতি হাচলের একটি করে পোস্ট বিনা মডারেশনে পার হতে দেওয়া হোক!!! )
_____________________
Give Her Freedom!
উপ্রে সুডোসচল ত্রিমাত্রিক কবি ভাই রাশি মিলাইয়া সচল ঘোষণার দাবী জানায়া গেলেন। ঈষৎ ভাই হাচলদের একটা কৈরা পোস্ট মডুরামগরে গরম চোখের ফাঁক দিয়া প্রকাশ করণের ইচ্ছা প্রকাশ করলেন। আমরা অচলদের পক্ষে কে দাবী জানাইব?
পথিক পরাণ
শুভ জন্মদিন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সৈয়দ মুজতবা আলীর কোন এক গল্পে তিনি এক মদের কথা বলেছিলেন। সেই মদ খেলে কড়া নেশা হয়, তারপরে পাকস্থলীর তলে তা অল্প জমে থাকে। পরদিন পানি খেলে সেই তলানীর সাথে মিশে আবার নেশা লাগে। ওইরকম এক মাত্তর মদ দিয়েই কয়দিন নেশা করা সম্ভব।
সচলায়তন আমার জন্য ওইরকম কড়া ড্রিঙ্ক, কিছুক্ষণ খুব জোশে লিখালিখি মন্তব্য করে ক্ষ্যান্ত দেই, অন্য কাজে জড়িয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে মাথায় কিড়া উঠে "আচ্ছা কয়টা মন্তব্য পড়ল" বা "দেখি তো কেউ প্রতিমন্তব্য করল কিনা" ব্যাস আবার শুরু হৈল নেশার ঘোর। এইভাবেই চলছে। সচলায়তনের নেশা বড় কড়া।
যত বড় নাও তার তত পাকা মাঝি। সচলের মডুরামদের সেলাম, নাও তার যোগ্য মাঝিই পেয়েছে। কলকলাইয়া চলুক নাও মাঝ দইরা দিয়া।
..................................................................
#Banshibir.
বড় সত্য কথা!!!
_____________________
Give Her Freedom!
শুভ জন্মদিন সচলায়তন
আবেগের কথাটা এখনো আসি আসি করে মনে আসতেছেনা
মনে পড়লে বলে যাবো, তার আগে জন্মদিনে এট্টু কলা নৃত্য করে যাই
মিউজিক ছাড়া নাচ হয় নাকি? নিচের ভিড্যু ছাইড়া নাচেন আর গান "পিনাট বাটার জেলি টাইম/ পিনাট বাটার জেলি টাইম/ পিনাট বাটার জেলি/ পিনাট বাটার জেলি/ পিনাট বাটার জেলি উইথ অ্যা বেসবল ব্যাট!"
..................................................................
#Banshibir.
এই নাচ দেখে কালকেই এস্তেনজা পত্রিকায় লিখবে ব্লগে অশ্লীল নাচগানের ভিডিও প্রকাশ করা হয়।
উফফ্ তাড়াতাড়ি সাউন্ড কমাতে হয়েছে -- অফিস (তাও আবার মাস্টারি করি) বলে কথা!!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
কি অশ্লীল নৃত্য'কলা' রে বাবা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
সচলায়তনের ৫ বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।
এই থেড্রে সবার আগে যে কমেন্ট করেছে তাকে নাকি সচল করে দেয়া হবে
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আমিতো হুনলাম পরথম মন্তব্যকারীর উপ্রে বেবাকতে বিলা হৈসে (হ্যায় ফাস্টু হৈল ক্যান)- তারে নাকি অচল কৈরা দেওন হৈব!!
পথিক পরাণ
আপনার সোর্স ভুয়া। সোর্স বদলান
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
শুভ জন্মদিন সচলায়তন।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
শুভ জন্মদিন প্রিয় সচলায়তন !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ জন্মদিন সচল ভায়া, তা কেক্কুক কো???
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এইরকম উপলক্ষে সাধারণত দাবী জানানো হয় গোটা দশেক লোককে সচল বানায়ে দেয়ার বা গোটা দশেক অতিথিকে হাচল বানায়ে দেয়ার। এবং সেরকমটাই হয় অনেক সময়। এইবারের জন্মদিন বরং উল্টাভাবে পালন করা হোক। কিছু ফাকিবাজ সচলকে ধরে হাচল / অতিথি বানায়ে দেয়া হোক। সবার আগে আমি প্রস্তাব করছি সচলায়তন নামের এই চরম ফাকিবাজ অ্যাকাউন্টকে অতিথি বানায়ে দেয়া হোক। এই ভদ্রলোকের শেষ তিন পোষ্টের তারিখ দেখুন -
০৭/০১/২০১২
০৬/১৬/২০১০
০৫/০৬/২০০৯
তিন বছরে যার তিনটা পোষ্ট, ২০১১ তে পোষ্ট নাই তাকে সচল রাখার মানে কি? সচলায়তন [অতিথি] বা সচলায়তন [যাচাই করা হয়নি] দেখতে কেমন লাগবে সেটা ভাবতেই পৈশাচিক আনন্দ হচ্ছে ।
( যাহোক বন্ধুগন আপনারা যদি এরপর আমার কোন কমেন্ট বা পোষ্ট না দেখতে পান তবে বুঝবেন আমাকে গুম করে দেয়া হয়েছে। কিন্তু আমার অভাবে আপনাদের বিপ্লব থামাবেন না কমরেডস)
সচলায়তন [যাচাই করা হয়নি] তে ভুট দিলাম.
..................................................................
#Banshibir.
আমি সেম মার্কায় সিল দিলাম।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
_____________________
Give Her Freedom!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
শুভ জন্মদিন, সচলায়তন
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
শুভ জন্মদিন
শুভ জন্মদিন, সচলায়তন
গত দেড় বছর আমি সচলায়তন পড়ছি প্রায় প্রতিদিন। মেহবুবা জুবায়ের আমার বন্ধু, সেই আমাকে হিমু আর সচলায়তনের কথা বলে। আমাকে অনেকেই চেনে না, কিন্তু আমি প্রায় সবাইকে তাদের লেখার জন্য চিনি। প্রবাস জীবনের নিঃসঙ্গতায় সচল আমার খোলা জানালা, আমি আমার দেশ কে দেখতে পাই।
সচলায়তন তোমাকে অনেক ধন্যবাদ, শুভ জন্মদিন।
সচলায়তনের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল। সচলে অনেক অনেক ভাল লেখা পেয়েছি ও পাচ্ছি, ভবিষ্যতেও নিশ্চয় পাব। নিজেও কিছু লেখা দেবার ইচ্ছা রাখি সবসময়, কিন্তু দেওয়া হয়ে ওঠে না।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
শুভ জন্মদিন, সচলায়তন
সাইফ শহীদ
শুভ জন্মদিন সচলায়তন।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
'সচলায়তন' নামটা খুব সুন্দর। নামকরণের ইতিহাস জানা যায় কোত্থেকে?
সচলায়তন :: স্বপ্নের শুরু যেভাবে
মডারেশনের গুণে ভালো লেখা খুঁজে খুঁজে পড়া লাগে না-- এইটেই বোধ হয় সচলের সবচেয়ে বড় গুণ। এই ব্যাপারটা টিকে থাক চিরদিন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
অভিনন্দন সচলায়তন!
শুভ জন্মদিন সচলায়তন
অভিনন্দন সচলায়তন ও সচলায়তনের সবাইকে।
নিরব পাঠক হিসেবে পরে যাই,লেখা হয় না ,তবে সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা
অভিনন্দন সচলায়তন। অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই কামনা করি।
শুভ জন্মদিন সচলায়তন!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
শুভ জন্মদিন সচলায়তন
______________________________________
পথই আমার পথের আড়াল
শুভ জন্মদিন সচলায়তন।
সচলায়তনের সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে হয়।
আমার মুক্তির অবকাশ এখানেই।
শুভ জন্মদিন, সচলায়তন!
সচলায়তনকে শুভ জন্মদিন।
একটু দেরী হয়ে গেলেও---শুভ জন্মদিন সচলায়তন। সচলায়তনের সকল পাঠক, লেখক আর শুভানুধ্যায়ীদেরকেও অফুরান শুভেচ্ছা। সবার ভালবাসা, সৃষ্টিশীলতা সচলায়তনকে নিয়ে চলছে জনপ্রিয়তার শিখর থেকে শিখরে। কিন্তু সচলায়তন কেবল জনপ্রিয়তার শিখরে বসে নেই, নেমে এসেছে জনমানুষের কাতারে, বার বার---যতবার জনমানস চেয়েছে একটি সুচিন্তিত বিবেকবান কন্ঠ--সচলায়তন কখনো আমাদের হতাশ করেনি। দেশ-বিদেশের সকল মানবিক ইস্যুতে সচলায়তনকে অতীতে অনেক বার সোচ্চার হতে দেখেছি---এমন আরো দেখতে চাই, সব সময়ে দেখতে চাই।
সচলায়তনের কাছে আমি নিজের ব্যক্তিগত ঋণের সীমা সংখ্যা নেই। এই একটি জায়গায় আমি মনে হয় খেলাপী ঋণ গ্রহীতা হয়েই থাকতে চাই----
আবারো অনেক অভিনন্দন সচলায়তন
শুভ হোক তোমার পথচলা!!
শুভ জন্মদিন সচলায়তন।
শুভ জন্মদিন, প্রিয় সচলায়তন
শুভ জন্মদিন সচলায়তন
শুভ জন্মদিন সচলায়তন।
অঢেল কৃতজ্ঞতা আমার এই প্ল্যাটফর্মটির প্রতিঃ
১) যখনই লেখালেখি বা টেকনিক্যাল কোনো সমস্যা নিয়ে পড়েছি, মূহুর্তের মধ্যে আন্তরিক সহযোগীতা পেয়েছি সচল কর্তৃপক্ষের কাছে।
২) চমৎকার কিছু বন্ধু পেয়েছি সচলায়তনের কারণে।
৩) আমার পচা-ধচা, ছেলেমানুষী লেখা ছাপিয়ে আমার আত্মবিশ্বাস মজবুত করেছে সচলায়তন।
৪) এখানকার সমৃদ্ধ মননশীল লেখাগুলো পড়ে সময় তো ভাল কাটেই, নিজেকেও আলোকিত করা যায়; প্রতিদিন।
----- এরকম আরও অনেক কিছু চাইলে বলতে পারি। কি দরকার আজাইরা আরেকটা মহাভারত লেখার !
আরেকবার শুভেচ্ছা সচলের সব পাঠক-লেখক-পরামর্শক আর পরিচালনা প্যানেলকে।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
শুভ জন্মদিন সচলায়তন।
সচলের সাথে আমার পরিচয় ২০০৭ এর ৩০এ ডিসেম্বর। সে সময় অবশ্য এখনকার মত লেখালেখির মাধ্যমে হাচল হতে হয়নি (এখনকার অবস্থা হলে জীবনে হাচল হতে পারতাম না) । এই দীর্ঘ সময়ে কখনো যে আবোলতাবোল কিছু লিখতে ইচ্ছা হয় নি এমন নয়, কিন্তু লিখতে গিয়ে দেখলাম আমার মাথায় গ্রে মেটারের বড়ই অভাব এবং মনের ভাবকে ভাষায় প্রকাশ করার সাংঘাতিক অক্ষমতা (আমি অবশ্য আমার এই অক্ষমতাকে আলস্যের নাম দিয়ে নিজেই নিজেকে বুঝ দেই)।
সে যাই হোক এ দীর্ঘ সময়ে সচলের সৌজন্যে অসংখ্য সুস্বাদু এবং সুচিন্তিত লেখা এবং তার লেখকের সাথে পরিচিত হয়েছি। নিজের চিন্তাভাবনা এবং যুক্তিবোধে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে, সে জন্য সচলের কাছে আমি কৃতজ্ঞ।
একদম মিলে গেল ! আপনি তো তাও এতটুকু লিখলেন আমার এখনো ইমোটিকন্স ই সম্বল
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন সচলায়তন।
তোমাকে দেওয়া হয়নি কিছুই। তবে তোমার কাছে পেয়েছি অনেক। আমার এই একাকী জীবনে তুমি দিয়েছো অনেক। পেয়েছি বিশ্বের ১৭৯টি দেশের ৬৭৫৯টি শহরের আমার আত্নার আত্নীয় ভালোবাসায় মাখামাখি হয়ে থাকা এক বিরাট সচল পরিবার।
--------------------------------------------------------------------------------
শুভ জন্মদিন সচলায়তন
আমি নিজে সচল হওয়ার অপেক্ষায় রইলাম । আপাতত অতিথির শুভেচ্ছা গ্রহণ কর
লুব্ধক০১
সম্ভবত ২০০৭-এর দিকে জুবায়ের কাকার উৎসাহে এখানে নাম লিখিয়েছিলাম, কিন্তু লেখা হয় নি। বাংলা লেখার উপায় জানা ছিল না। এখন পড়া হয় ফেসবুকে কেউ লিঙ্ক দিলে। অনেক বেশি পড়ি অণুর পোস্ট। সুহান, আশা'দি, অনিকেত আরও অনেকের পোস্ট পড়ি। এর মধ্যে কবে যেন সায়কার একটা পোস্টে মন্তব্য করতে পারছিলাম না।
ভাল থাকুক সচলায়তন, শির উচ্চ থাকুক।
দীর্ঘদিন ধরে নিবিষ্ট পাঠক হিসেবে আছি। প্রিয় ব্লগ।
শুভ জন্মদিন সচলায়তন।
একদম নতুন পাঠক । শুভেচ্ছা নিন সকল সচল ।
অনেক অনেক শুভকামনা রইল ।
সবুজ তুষার,
''সচল থাকুন, সচল রাখুন।'' এই শ্লোগান সামনে রেখে সচলায়তন এগিয়ে যাবে এই কামনা করছি সচলায়তনের বর্ষ পূর্তিতে । নতুন পাঠক আমি তাই এর বেশি কিছু বল্লার অবকাশ নেই ।
অভিনন্দন।
- ইউক্লিড
http://www.facebook.com/iEuklid
বসন্ত প্রোথিত স্বপ্ন
রক্তিম আকাশে বসন্ত ফুলের ঢেউ
জাগ্রত তরুর উন্মাদ তরঙ্গ ঝড়
রচনা করে ভাবের নদের মোহনা
অন্তর নাচায় ফাগুনী আগুনে কবি
বিশুদ্ধ স্রোতের প্রণয় বিলাসী মনে
লোলুপ দৃষ্টির বন্ধন ভাঙ্গার গান
দেদ্যুল চিত্তের নাগর দোলায় আসে
প্রিয় মিলনের প্রিয় সুখে ভাসে বোধ
সান্দ্র হৃদয়ে গহীন অরণ্যে বাঁজে
বসন্ত প্রোথিত নব্য আগমনী গান
নান্দনিক নাব্যতায়, ছন্দে ও ব্যজ্ঞনায় সচলায়তন এক অপূর্ব পাঠ চক্র।।
ভালো লাগলো।
শুভ জন্মদিন সচলায়তন।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
শুভ জন্মদিন সচলায়তন।
আচ্ছা, এত বড় একটা প্রতিবেশ চালাইতে কিছু তো তেল-পানি লাগে? কর্মকর্তারা ত কিছুই চাননা দেখি!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
শুভ জন্মদিন সচলায়তন!
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
নতুন মন্তব্য করুন