আজকে আমরা সবাই একসাথে ঢাকা ভার্সিটিতে অনেকক্ষণ কাটিয়েছি,শুধু আনন্দ নামের জিনিসটা ছিল না। ছিল আশঙ্কা...কিভাবে সিমির জন্য টাকার ব্যাবস্থা করা যায়?
কথা ছিল আগের ঈদের ছুটিগুলো যেমনই কাটুক এবার ছুটিটা হবে খুবই special,কারণ একটাই হলিক্রস স্কুল এস এস সি ২০০৩ এবার একটা গেটটুগেদের আয়োজন করবে দীর্ঘ পাঁচ বছর পর। কিন্তু বুধবার সন্ধ্যাটা যেন সব কিছু ওলট পালট করে দেবার জন্যই...ফোনের পর ফোন আসতে থাকে আমাদের
সবচেয়ে শান্ত বন্ধু সিমি (শারমিন তাসকিন),ওর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। সবার মনে তখন একই প্রশ্ন-দুইটা কিডনিই নষ্ট হয়ে গেল!! অনেক সময় নিয়তি কি চায় বুঝে উঠা যায় না। অনেক কষ্টে যাচ্ছে সিমির দিন কিডনি ফাউন্ডেশনের ছোট কেবিনে। সিমির বাবা মা তাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এই বলে যে,বেশী দিন সিমিকে হাসপাতালে থাকতে হবে না। নিজের ভেতর কি রোগ বাসা বেঁধেছে তাও অজানা সিমির। দুই/তিন দিন পর পর dialysis এর জন্য ১৫/২০ হাজার টাকা খরচ হচ্ছে। আর সিমির স্বাভাবিক জীবন ফিরে পাবার জন্য প্রায় ৫০ লক্ষ টাকার দরকার।
ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্রী সিমি হাসপাতালের বিছানায় শুয়ে এক নিষ্পাপ হাসি ধরে রেখেছে এই আশায়, সে বাড়ি ফিরে যাবে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলেই হয়তো বাবা মা নিজেদের সান্ত্বনা দেবার মত কিছুই খুঁজ়ে পান না। আমরা আমাদের সবচেয়ে শান্ত ফ্রেন্ডটিকে হারাতে চাই না। আসুন, মানবতাকে এগিয়ে নিয়ে যাই।
আরো একবার নিজেদের মানুষ হিসাবে প্রমান করি।
সহযোগিতার হাত বাড়াতে চাইলেঃ
মোহাম্মদ সোলাইমান
সঞ্চয়ী হিসাব নম্বরঃ ০০২১৯৯৩৩৫
জনতা ব্যাংক লিঃ
মোহাম্মদপুর কর্পোরেট শাখা
বিঃদ্রঃ লিখাটি ক্যাডেট কলেজ ব্লগে প্রকাশিত
মন্তব্য
ইয়েস
নিরিবিলি, শুভ কামনা রইলো সিমির জন্য। নিশ্চয়ই ও সুস্থ হয়ে উঠবে দ্রুত।
বিগত চার-পাঁচ বছরের ছাত্রজীবনে সহপাঠী বন্ধু কিংবা জুনিয়ার কারো অসুস্থতায় টাকা তোলার অভিজ্ঞতা রয়েছে কিছুটা। যদি আপনারা মনে করেন এই বিপদের সময়ে আমি সামান্য প্রয়োজনেও আসতে পারবো আমার অভিজ্ঞতা নিয়ে, তাহলে কোন রকম সংকোচবোধ না করেই আমাকে জানাতে পারেন।
আমাকে মেইল করতে পারেন, jbanik এ্যাট gmail.com ঠিকানায়। কিংবা মোবাইল নম্বর দরকার হলেও জানাবেন, আপনাকে ব্যক্তিগত মেসেজের মাধ্যমে জানিয়ে দিবো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এখন ভাইয়া সবচেয়ে বড় সমস্যা হলো মোটামোটি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। আমরা কোন কাজেই হাত দিতে পারছি না। স্কুল,কলেজ খুললে বলা যাবে কতদূর আগাতে পারবো। অনেক ধন্যবাদ ভাইয়া,অবশ্যই আপনার যোগাযোগ রাখবো।
মন খারাপ হয়ে যায় এমন লেখা দেখলে।
সিমির জন্য শুভকামনা সবসময়।
--------------------------------------------------------
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সিমির জন্য রইলো শুভকামনা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সিমির জন্য শুভকামনা।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
সাফিনা, আমিও তোমার মতই হলি ক্রসের ছাত্রী ছিলাম। সাহায্য করতে ইচ্ছুক। আশা করি সিমি কে আমাদের মাঝে ধরে রাখতে পারব। সাহস রেখ।
যোগাযোগঃ
অনেক আগে আপু আপনার অনেকগুলো লিখায় কমেন্ট করেছিলাম। আপনাকে দেখে আপু অনেক ভাল লাগল। ধন্যবাদ আপু। যোগাযোগের জন্য।
নতুন মন্তব্য করুন