প্রায় ঘন্টা তিনেক আগে সরকারের আদেশে 'ফেসবুক' সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে। কারণ যাই হোক, চরম গ্লানি বোধ করছি বিদেশে বসে বাংলাদেশ সরকারের এহেন আচরনে। ধিক্কার জাগে তাদের প্রতি যারা এমন আদেশ দেবার ক্ষমতা রাখেন।
পৃথিবীতে এখন ৪০ কোটির বেশী মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুক ব্যবহার করতে গ্রাহকদের কোন পয়সা খরচ করতে হয় না। বর্তমানে প্রায় ৫ লাখের মত বাংলাদেশী বিদেশে অবস্থান করছে এবং এদের মধ্যে অনেকেই ফেসবুক ব্যবহার করে দেশে তার পরিবার পরিজনের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। কর্মমূখর বিদেশী জীবনে ক্ষণিকের আনন্দ এনে দেয় এই ফেসবুক।
১৬ কোটির বেশী বিষয়বস্তু বর্তমানে ফেসবুকে এবং প্রতি দিন আরো নতুন নতুন বিষয়বস্তু যোগ হচ্ছে। এর মধ্যে কে কোথায় নবীর ছবি আঁকলো বা হাসিনা অথবা জয়ের কোন কেলেংকারীর ঘটনা তুলে ধরলো - তার জন্যে সারা ফেসবুক বন্ধ করে দিতে হবে?
এই স্বাধীনতার জন্যেই কি আমাদের এতো আত্বত্যাগ?
মন্তব্য
ধিক্কার জানাই।
না
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
বাকস্বাধীনতা বলে কি আর কিছু থাকলো? সরকারের আসল চেহারা উম্মোচিত হতে শুরু করছে। আসলে কোন দেশের জন্যই নিরঙ্কুশ মেজরিটি ভালো না। গণতান্ত্রিক সরকার নিরঙ্কুশ মেজরিটি পেয়ে স্বৈরাচার হয়ে যায়, যার নমুনা ফেইসবুক বন্ধ। কর্তা ব্যক্তিদের শুভবুদ্ধির উদয় হউক সেই প্রত্যাশায়।
কামরুজ্জামান স্বাধীন।
সচলের ব্যানারটা ঠিক সময়োপযোগী হয়েছে-
শামসুর রাহমানের সেই বিখ্যাত চরণ- 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ...!'
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চরম গ্লানি বোধ করছি
আমারো আর কিছু বলার নাই।
_________________________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
এটা সম্ভবত রফিক আজাদের কবিতার লাইন...যদিও পুরো সিওর নই।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
গুগল করে দেখলাম, এটা ছড়াকার আবু সালেহের ছড়া।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ এর একটা বই ছিল "পল্টনের ছড়া"। সেই বইয়ের একটা ছড়া...
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুঁকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা!
ছড়াটার নামটা বলবেন কি ? তাহলে এখানে আর্কাইভ করা যেতো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা।
----------------------------------
এর চে' ভালভাবে আর বলা যায় না.. কান্না পাচ্ছে অসহায়ত্বের দিকে চেয়ে। ডিজিটাল.....
কেউ মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারনা চালায়, কেউ রাজাকারদের পক্ষে সাফাই গাই-কিন্তু এসব কারনে ফেসবুক, ইউটিউব বন্ধ হয়না (আমি অবশ্য বলছি না যে বন্ধ করতে হবে-বন্ধ করার আপাতঃ কারন হতে পারে এমন কিছু মনে আসছে না), কিন্তু বাচছাল সব কারনের ছুতো দেখিয়ে ফেসবুক, ইউটিউব বন্ধ করা হয়।
প্রমাণিত হল--ছাগল দিয়ে হাল দেয়া যায় না।
...............................................................................................
এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
নিন্দা জানাই। আশাকরি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে...
কোন একজন বাউল শিল্পী এই পোস্টটিতে "একতারা" দিয়ে গেছেন। উনার প্রতি সনির্বন্ধ অনুরোধ আপনার "একতারা" দান করার কারণটা একটু ব্যাখ্যা করে যান, যেন আমরাও আপনার মতে একমত হয়ে "একতারা" দান করতে পারি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পোস্টটাতে একতারা দেখে বাধ্য হলাম লগ ইন করতে। কিন্তু আমার আগেই পান্ডব'দা প্রশ্নটা করে ফেললেন। এই একতারার মাজেদা খালাটা(মাজেজাটা)কি?
দৃশা
সরকার নিজের খোমা বাঁচাতে কি এখন খোমাখাতাটা বন্ধ করে দিল? বড়ই হতাশ!!
-- শফকত <লুকচুরি@জিমেইল>
এটা হচ্ছে ডিজিটাল বাংলােদশ গঠনের প্রথম পদক্ষেপ
সাবরিনা সুলতানা
আগের পোষ্টের ছড়াটাই বারবার মনে হচ্ছে। বিশেষ করে শেষ লাইনটা - "নৌকার পালে উড়ে জামাতের দাড়ি"
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এখন সেই ভিক্ষুকের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছা করছে -"ভিক্ষা চাই না মা, কুকুর সামলাও"। 'ডিজিটাল বাংলাদেশের' দরকার নেই আমার, 'সোনার বাংলার'ও দরকার নেই - শুধু ডাল-ভাত খেয়ে বেচে থেকে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা যেন ভোগ করতে পারি।
আবার যেন পাকিদের মতো কেউ এসে লুঙ্গি খুলে দেখাতে বলার অধিকার না পায়।
সাইফ শহিদ
http://www.saifshahid.com
সাইফ শহীদ
নতুন মন্তব্য করুন