অযুত-নিযুত গ্যালাক্সি পেরিয়ে একাকী এক সৃষ্টিস্তম্ভ (Pillar of Creation)। তার গর্ভ থেকে বেরিয়ে আসা তারারা নিমেষেই বাষ্পীভূত হয়ে অস্তিত্বহীনতায় বিলিয়ে যায়। কোটি কোটি বছর পেরিয়ে গেলে এক দিন কার্যত বন্ধ্যা এই সৃষ্টিস্তম্ভের গর্ভের অভিশাপ থেকে মুক্তি পায় একটি তারা।
সেই তারা একদিন বৃদ্ধ হয়, সুপারনোভা বিস্ফোরণে দিগবিদিক ছড়িয়ে পড়ে তার একাকী অস্তিত্বের অবশিষ্টাংশ। কিছু ভগ্নাংশ উল্কা হয়ে ছুটে আসে পৃথিবীর দিকে। বৃহস্পতির টানে কোন উল্কাই শেষ মেষ পৃথিবীতে আছড়ে পড়তে পারে না, শুধু একটি সুদর্শন উল্কা বাদে।
সেই উল্কার বয়ে আনা ভরশুন্য মৌল, যা পৃথিবীর সব পর্যায় সারণীর চোখ এড়িয়ে টিকে আছে, তাতে তোমার রাতারাতি সৃষ্টি। ভরশুন্য মৌলে তৈরি বলে মাটিতে পা রাখতে তোমার কষ্ট হয়, তবু একটা-দুইটা কোষ জমিয়ে বিবর্তনের দিনমজুরিতে জন্মানো আমাদের মত সাধারণ মানুষদের সাথে তুমি একই ইন্টারনেটে বিচরণ করো।
তুমি স্পেশাল। দূর সময় আর কালের সৃষ্টিস্তম্ভের উত্তরাধিকার বলে তুমি স্পেশাল, তা নয় । তুমি স্পেশাল কারণ তুমি গেইম অফ থ্রোনস দেখো না। তোমার কথা ভেবেই আনমনা এড শিরন রিভাররানের মাঠে বসে গেয়ে উঠে, “You are special, just the way you are!”
মন্তব্য
GOT না দেখা লোকজন বেশ একটা ভাব নিতেছিলো। তাই বলে এমনে পচায়া দিলেন। আপনারা এতো নিষ্ঠুর কেন?
পঁচাব কেন, প্রাপ্য প্রশংসা মিটিয়ে দিলাম।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভাল হইসে।
অনেকে অবশ্য গেইম অফ থ্রোন্স এর ক্রুয়েলটি সহ্য করতে না পেরে দেখে না...
ইচ্ছার আগুনে জ্বলছি...
গেইম অফ থ্রোন্স পছন্দ না করার অনেক ভ্যালিড কারণ থাকতে পারে, এবং কেউ না দেখলেও জগৎসংসার তাকে মেনে নিবে। কিন্তু "Am I the only one..." টেম্পলেটের মাতম আর সহ্য হলো না।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
এইমাত্র জানতে পারলাম উল্কা আসলে মিস হইছিল দুইটা। আরেকটা উল্কার পরিণতি কী হয়েছিল এটা জানতে চাইলে উত্তর আসে, বুঝেনই তো!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আরেকটা উল্কার সৃষ্টিরা গেইম অফ থ্রোনস দেখে? ভুল হইলে উত্তর বলে দাও।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
কাছাকাছি। দেখে সমিস্যা নাই। দেইখা নিজেরে স্পেশাল ভাবে। অবশ্য স্পেশাল ভাবলেও সমস্যা নাই।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মাটিতে পা না পড়া জন কি মহামহিম কেউ, নাকি স্পেশাল কেউ? মহামহিম কেউ হইলে কোন প্রশ্ন নাই, আর স্পেশাল কেউ হইলে দুইটা কথা আছে।
পুনশ্চঃ আমি জীবনে গট-এর এক কোনাকাঞ্চিও দেখি নাই। অদূর বা সুদূর ভবিষ্যতেও দেখার কোন সম্ভাবিলিটি দেখতে পাচ্ছি না। অবশ্য এই কথাটা ফলাও করে বলার মতো কিছু না। কারণ, আমি জীবনে খুব কম জিনিস দেখেছি। এবং দুনিয়াতে বেশির ভাগ মানুষ সম্ভবত আমার শ্রেণীর।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দ্যা মহামহিমস উইদিন, মানে কিনা আমাদের মাঝে ঘাপটি মেরে থাকা আপাত-সাধারণ মহামহিমদের উদ্দেশ্যে নিবেদিত। পার্টিকুলার কেউ না।
ফ্যান্টাসি জঁরা ভালো লাগলে A Song of Ice and Fire সিরিজের বইগুলা (গেইম অফ থ্রোনসের সোর্স) পড়ার চেষ্টা করে দেখতে পারেন, বইগুলা বেশ ভালো।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
গটের ১-৬ সবকটা সিজনের কমপ্লিট ডিভিডির সেট সংগ্রহ করেছিলাম (৫ম সিজনটা অবশ্য আগে দেখেছি ছাড়া-ছাড়া ভাবে)। ইচ্ছা ছিল সিজন ৭ শুরু হওয়ার আগেই সব দেখে নিব, যাতে ৭ দেখার সময় গল্পটা ধরতে পারি। কিন্তু এতগুলা এপিসোড একটানা বা অল্প সময়ের মধ্যে দেখে উঠতে হবে ভেবেই ভয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়ে আর দেখা হলো না।
****************************************
হা হা, প্রেশার নিয়েন না। এক দুই পর্ব দেখে দেখেন ভালো লাগে কিনা আগে।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
নতুন মন্তব্য করুন